নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতর্কতা মূলক পোষ্ট

অনন্ত্য জীবন

প্রযুক্তি আমার ভাললাগা, প্রযুক্তিকে ভালবাসি, তাই প্রযুক্তির সবকিছুই ভাললাগে

অনন্ত্য জীবন › বিস্তারিত পোস্টঃ

আপনি কি সেলবাজার বা বিক্রয় ডট কমে কেনা বেচা করেন? তাহলে এই ধরনের প্রতারক থেকে সাবধান!

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৯

আমি গতকাল আমাদের অফিসের পিয়নের অনুরোধে একটা মোবাইল কেনার জন্য এখানেই ( পূর্বে সেলবাজার ) ডট কম এ যাই এবং

Click This Link

উপরের এড ‍এ ফোন করি ০১৮৫৩৭৫৩৪৩৫ এ মোবাইলে

কল করি

হ্যালো –

অপরপ্রান্ত থেকে – হ্যালো

জ্বী আপনি একটা এ্যাড দিয়েছেন এখানেই ডট কমে স্যামসাং S3370 মোবাইল বিক্রি করতে চাচ্ছেন 2000/- টাকায় ৤

অপরপ্রান্ত থেকে – হ্যা স্যার ( অত্যান্ত ভদ্র ও সুন্দর গলায়) সেটটা সর্ম্পূন ভালো সেট কোন সমস্যা নেই , উপরের স্ক্রীন প্রটেক্টর এখনো আছে৤ কোন স্পট নেই৤ আপনি নিতে পারেন৤

আচ্ছা আপনি সেট টা বিক্রি করছেন কেন?

অপরপ্রান্ত থেকে – স্যার আমার ইমারজেন্সি টাকা দরকার তাই বিক্রি করছি ৤

আচ্ছা আমি সেট টা দেখতে চাচ্ছি , কোথায় আসতে হবে?

অপরপ্রান্ত থেকে- স্যার আপনার কি সেট টা পছন্দ হয়েছে ?

হ্যা , তবে আগে আমি সেট দেখবো , সব কিছু ঠিক থাকলে আমি নিব

অপরপ্রান্ত থেকে- স্যার আপনার বাসা কোথায় ?

বললাম মিরপুরে-

অপরপ্রান্ত থেকে- স্যার আমি তো ঢাকার বাইরে চলে এসেছি জরুরী কাজে, তাহলে আমি সেটটি এস এ পরিবহনে পাঠিয়ে দেই, আপনি দেখে পছন্দ হলে নিবেন৤

কিন্তু পছন্দ না হলে?

অপরপ্রান্ত থেকে - তখন আপনি নিবেন না … স্যার আমি কি এখনি পাঠিয়ে দিব ? তাহলে আপনি আগামীকাল সকালে নিতে পারবেন?

সেটা আপনার ইচ্ছা , তবে সেটটা আগে আমি দেখতে চাই৤

অপরপ্রান্ত থেকে – স্যার তাহলে আমার এই নাম্বার টায় 200 টাকা বিকাশ করে পাঠান, আমি সেটটি এস এ পরিবহনে পাঠিয়ে দিচ্ছি, পরে আপনি 200 টাকা কেটে সেটের দাম পরিশোধ করে দেবেন৤

(তখনি বুঝলাম এই পোলা তো বাটপার, ওরে 200 টাকা আমি পাঠিয়ে দিলে ওরে এই জনমে আর খুজে ও পাওয়া যাবেনা ৤ )

আমি বললাম ভাই আপনার নাম কি, বল্ল রাজ, আমি বললাম ভাই এই সব কাজ না করলে হয়না , এর পার আমাকে উল্টাপাল্টা গালাগাল করে কেটে দিল ৤

পরবর্তীতে এখানেই ডট কমে পূর্বে (সেলবাজার ডট কম) ভালো ভাবে খুজে এ ব্যাক্তির আরো কতগুলো এড দেখলাম নিম্নে ওর এড গুলো দিয়ে দিলাম ঃ

01.

Click This Link

02.

Click This Link

03.

Click This Link

04.

Click This Link



05.

Click This Link?usr=1

06.

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৩

অনন্ত্য জীবন বলেছেন: সতর্কতামুলক েপাষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.