![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত রায়ের বিরুদ্ধে আপিলের বিধান দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ২৪ নম্বর বিচারকক্ষে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই রায় দেন।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতার প্রশ্নে করা রিট আবেদনের ওপর এ রায় দেওয়া হয়। এদিকে রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা।এমনকি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ২৪ নম্বর বিচারকক্ষের সামনে আর্চওয়ে বসানো হয়।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধনের বৈধতার প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি গত ১২ জুন শেষ হয়। তিন বিচারপতির ওই বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন।
রুলে রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দলের আমির মতিউর রহমান নিজামী, নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে। এই রুলের ওপর ১২ জুন পর্যন্ত নয় দিন শুনানি হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, সঙ্গে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। জামায়াতের পক্ষে শুনানি করেন আবদুর রাজ্জাক। তাঁকে সহায়তা করেন আইনজীবী বেলায়েত হোসেন।
শুনানিতে তানিয়া আমীর বলেন, যে গঠনতন্ত্রের ওপর ভিত্তি করে জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়েছিল, তা ছিল নিবন্ধনের অযোগ্য। তাই নিবন্ধনের পর ওই গঠনতন্ত্র সংশোধনের সুযোগ নেই। জামায়াতের নিবন্ধন সংবিধানের ৭ ও ২৬ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানে রাজনৈতিক দল করার মৌলিক অধিকার দেওয়া হয়েছে; তবে কোনো দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে, দলের নীতিতে ধর্ম-বর্ণ-লিঙ্গবৈষম্য থাকলে সংগঠন বা রাজনৈতিক দল করা যাবে না।
আবদুর রাজ্জাক বলেন, এখনো নিবন্ধনের বিষয়ে ইসি পরিপূর্ণ কোনো সিদ্ধান্তে আসেনি। তারা কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত রিট আবেদনটি অপরিপক্ব। তিনি বলেন, ২০১২ সালে ইসি একটি স্মারক তৈরি করে। সেখানে মাত্র দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সব দলের গঠনতন্ত্র ছিল ত্রুটিপূর্ণ। তাই জামায়াতের নিবন্ধন বাতিল করতে হলে বাকি ১০টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার প্রয়োজন হবে।
মহসীন রশিদ বলেন, ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। ওই সময় সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ হির রহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম ইসলামের কথা ছিল। তখনকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। গণতন্ত্রকে শক্তিশালী করতে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তখন ইসি সিদ্ধান্ত নেয়। তখন ইসির সিদ্ধান্ত সঠিক ছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়েছে জামায়াতকে সাময়িক নিবন্ধন দেওয়ার অনেক পরে।
এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারীর পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ আবেদনটি বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ১০ মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন দ্বৈত বেঞ্চ। ওই দিন প্রধান বিচারপতি তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন।
জামায়াতের নিবন্ধন অবৈধ
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
অণৃণ্য বলেছেন:
২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
এন ইউ এমিল বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪
অণৃণ্য বলেছেন: হা-উ , মা-উ
৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০
যাযাবরমন বলেছেন: যাও জামাত, আন্ডারগ্রউন্ডে যাও।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
অণৃণ্য বলেছেন: গ্রাউন্ডেড
৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭
গরম কফি বলেছেন: জানা বলেছেন:আলহামদুলিল্লাহ!
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
অণৃণ্য বলেছেন: রোজার মাসে গরম কফি বলেছেন ...
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
অণৃণ্য বলেছেন: ইয়ার হামু কাল্লাহ
৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০
লোপা এসহক বলেছেন:
- আলহামদুলিল্লাহ!
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
অণৃণ্য বলেছেন: ইয়ার হামু কাল্লাহ
৬| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২
লুবনা ইয়াসমিন বলেছেন: আমি রাজনীতি করি না তবে রাজনৈতিকভাবে সচেতন থাকতে চেষ্টা করি । রেজিষ্ট্রেশন বাতিল হয়েছে কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়নি। তাই তারা আবার হয়ত নতুন করে দলের গঠন তন্ত্র ঠিক করে ফিরে আসবে মাঠে। এখন শুধু দেখার পালা কোন কোন জায়গার তারা কমপ্রোমাইজ করে রাজনীতিতে ফিরে আসবে পুরোদমে !
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯
অণৃণ্য বলেছেন:
হা হা হা
না, এসব যারা করবে নিশ্চয়ই গণপিটুনি খাবে ।
৭| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
লুবনা ইয়াসমিন বলেছেন: আমি রাজনীতি করি না তবে রাজনৈতিকভাবে সচেতন থাকতে চেষ্টা করি । রেজিষ্ট্রেশন বাতিল হয়েছে কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়নি। তাই তারা আবার হয়ত নতুন করে দলের গঠনতন্ত্র ঠিক করে আবার ফিরে আসবে মাঠে। এখন শুধু দেখার পালা কোন কোন জায়গার তারা কমপ্রোমাইজ করে রাজনীতিতে ফিরে আসবে পুরোদমে !
৮| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
আমিনুর রহমান বলেছেন:
আলহামদুলিল্লাহ!
তবে আপিলের সুযোগ থাকছে !!
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০
অণৃণ্য বলেছেন:
তাতো থাকবেই ।
শুধু জামায়াত ৭১এ কোন আপিলের ব্যবস্থা রাখতো না।
৯| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
টি-ভাইরাস বলেছেন: রাজনৈতিক দল হিসেবে জামায়াত নিষিদ্ধ হয় নি । শুধু নিবন্ধন
স্থগিত করা হয়েছে।
যার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে না শুধু
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩
অণৃণ্য বলেছেন:
নির্বাচন করেইবা কি করবে । সিট পায় তিনটা।
১০| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
তুহিন সরকার বলেছেন: শোকর আলহামদুল্লিাহ।
কংলক মুক্তির রায়।
জয়বাংলা।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
অণৃণ্য বলেছেন:
জয়বাংলা ।
১১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
চলতি নিয়ম বলেছেন: লাভ কি? অন্য মোড়কে ই তো মাঠে আছে এখন
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭
অণৃণ্য বলেছেন: মাঠে খুব ব্যস্ত সময় যাচ্ছে ওনাদের।
১২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮
দখিনা বাতাস বলেছেন: জামাত এখন নাম বদলাবে, আন্ডার গ্রাউন্ডে যাবে, হেফাজতের নাম দিয়ে আসবে- অনেক কিছুই হতে পারে। ঐসব চিন্তা পরে করা যাবে। আগে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে নেই শান্তিমত। জামাতের মত স্বাধিনতা বিরোধি দল এতদিন দেশে একটা মার্কা নিয়ে নির্বাচন করে আসছে- এইটাই তো আমাদের জন্য লজ্জার বিষয়। আপাতত লজ্জার হাত থেকে রেহাইতো পাওয়া গেলো।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
অণৃণ্য বলেছেন:
সহমত , দখিনা বাতাস ।
১৩| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
চলতি নিয়ম বলেছেন: যারা এতদিন বলেছে এই সরকার জামাত কে নিষিদ্ধ করবে না, জামাতের সাথে অতাত কর্তেছে...ব্লা ব্লা....তাদের গলায় দড়ি দেয়া উচিত।
দেখি ব্লগের হে.জা.বি গুলা কি বলে
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
অণৃণ্য বলেছেন:
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: চলতি নিয়ম wrote: লাভ কি? অন্য মোড়কে ই তো মাঠে আছে এখন
১৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
bangal manus বলেছেন: দেখি শেষ পর্যন্ত কি হয়।
১৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশে একটা জঙ্গি দল তৈরির প্রথম ধাপ সম্পন্ন হল।
জামাতকে বাংলাদেশের মানুষ এমনিতেই বর্জন করা শুরু করেছিল। ১৯৯১ সালে জামাত একক ভাবে ১৮টি আসন পায় আর ২৫টার মত আসনে ২য় হয়। এখন একক ভাবে নির্বাচন করলে জামাত বড়জোর ১-২ টি আসন পাবে। আবার কোন আসন নাও পেতে পারে।
এখন যদি জামাত আন্ডারগ্রাউন্ডে গিয়ে চোরাগুপ্তা হামলা করে দেশে গৃহ যুদ্ধের মত পরস্থিতি তৈরি করে তাহলে এর দায় কার?
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
অণৃণ্য বলেছেন: `এখন যদি জামাত আন্ডারগ্রাউন্ডে গিয়ে চোরাগুপ্তা হামলা করে দেশে গৃহ যুদ্ধের মত পরস্থিতি তৈরি করে তাহলে এর দায় কার? '... দায় জামাতেরইতো হওয়া উচিত ! নাকি ?
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩
জানা বলেছেন:
আলহামদুলিল্লাহ!