![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের গুরু রাজাকার, বুড়োদের পাল।
ওরা অস্তিত্বহীনা ,
মাতৃত্বের নাড়ি ছিড়ে বানিয়েছে নিজেকে পাকিস্তানের বীনা,
রক্তে তাদের নেই কোন মৃত্তিকার রস তাই শয়তান হয়েছে তাদের বস !
দাঁড়ি টুপি ওয়ালা যতসব ভণ্ড মোল্লা মৌলবির দল ভেষে হযরতের ছল, দেহে বেইমানের বল,
এ শিক্ষা দেয় কি দীক্ষা আরবের সাম্যমনি?
পাই মোরা শিক্ষা স্বদেশ তরে নিজেকে দেয়না যে বলী সে হয় চির ভোগী জঘন্য পাপী,
তোমরা বড় পাপী,
পাপিষ্ঠরা তোমাদের দেয় দীক্ষা,
কি করে হবে তোমাদের মাতৃত্বের শিক্ষা,
ছাড়ো পাপীর হাল,
ধরো মায়ের পাল,
আত্মতৃপ্তি পরিশুদ্ধি মিলিবে অনন্তকাল,
তোমার যৌবন মায়ের বাগান হবে মল্লবন,
এসো মায়ের পদতলে, মাথা ঠেকাও ঐ শিখরে !!
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
অনি অন্তিলা বলেছেন: thank u
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৫
শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো কবিতা । আর আমরা তো এদের সাথে আপোষ করে নিচ্ছি এখন ।
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
অনি অন্তিলা বলেছেন: হা
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯
সাসুম বলেছেন: ভালোই লিখেন আপনি