| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা কিছু চাওয়া যেত তাই যদি পাওয়া যেত তাহলে জীবনটা .......... কেউ বলে তাহলে হয়তো জীবনটা পানসে হয়ে যেত ! থাক ! আমি সে জীবনই চাই । তোমাকে হারিয়ে আমার বিচিত্র জীবনের দরকার নাই । তোমার সাথে আমি পানসে জীবনই কাটাতে চাই । আমি তোমাকে হারাতে চাই না কিছুতেই । পৃঠিবীর সব কিছুর বিনিময়ে আমি কেবল আমি তোমাকে চাই । তোমার কাছে থাকতে চাই । যেন চোখ মেললেই তোমাকে দেখতে পারি, হাত বাড়ালেই তোমার ছুতে পারি, অথবা আরো কাছে যেন নিঃশ্বাস নিলে তোমার গন্ধ আমার নাকে আসে । আমি জীবনে আর কিছু চাই না । আর কিছুর আমার দরকারও নাই । আমার জীবনে তোমার প্রয়োজনটা সবার আগে । তুমি আসলেই কেবল অন্যান্য কিছু আমার দরকার পড়বে । তা না হলে বাকি সব কিছু আমার কছে একদম মূল্যহীন । স্রেফ মূল্যহীন ।
আমাদের ক্লাসের সবাই দেখি খুব মনযোগ দিয়ে পড়ালেখা করছে । থার্ড ইয়ারে উঠে গেছে একটু তো সিরিয়াস হতে হয় । ইদানিং এটা নিয়েও দেখি আলোচনা হয় যে কে কি হবে , কার ক লক্ষ্য । সোজা কথায় বলতে গেলে সে কিসের জন্য পড়া লেখা করছে । আমার কাছে একজন জিজ্ঞেস করলো আমি কিসের জন্য পড়া লেখা করছি । আমি বললাম বিয়ে করার জন্য । আমার উত্তর শুনে অনেকে হাসলো । কিন্তু আমি সিরিয়াস । আমি জীবনে পড়ালেখা করছি কেবল বিয়ে করার জন্য । কথাটা একটু ভুল হল । কেবল তোমাকে বিয়ে করার জন্য । আমার টিয়াপাখিকে বিয়ে করার জন্য । এটাই এখন আমার জীবনের প্রধান এবং একমাত্র লক্ষ্য । অবশ্য এই লক্ষ্য পূরণের জন্য আমাকে আরো কিছু কাজ করতে হচ্ছে । আমাদের অর্থনীতির ভাষার এটা কে বলে ইন্টারমিডিয়েট টার্গেট । আমি সব কিছুই করছি আমার যা যা করার দরকার তোমাকে পাবার জন্য । কিন্তু এই সব কিছুই বৃথা হয়ে যাবে যদি তুমি হারিয়ে যাও আমার জীবন থেকে । তুমি যেদিন আমার কাছ থেকে হারিয়ে যাবে জেনে রেখো আমার কাছ থেকে এই পৃথিবীতে বেঁচে থাকার প্রধান প্রয়োজন টুকু হারিয়ে যাবে ।
ভয় পেলে??
আত্মহনন করবো না । অতটা সাহসী এখনও হয়ে উঠতে পারি নি । তবে চেষ্টা চালিয়ে যাবো । একদিন নিশ্চই পারবো ।
তুমি কেনো আমাকে ছেড়ে যাবে বল??
তুমি কি বুঝতে পারো না কি অসম্ভম রকম প্রয়োজন তোমাকে ! বেঁচে থাকার জন্য তোমাকে কেবল তোমাকে আমার প্রয়োজন । তাহলে তুমি কিভাবে আমাকে ছেড়ে যাবে ??
না ।
না ।
তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারবে না । আমি তোমাকে যেতে দিবো না কিছুতে । আমার সব ভালবাসা দিয়ে তোমাকে আমি বেধে রাখবো ।
তুমি কি তবুও যাবে আামাকে ছেড়ে ?? বল যাবে??
না । তুমি যাবে না । তুমি যেতে পারবে না ।
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৮
অপু তানভীর বলেছেন: হুম !!
২|
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ২:৩৩
জালিস মাহমুদ বলেছেন: চলুক
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৮
অপু তানভীর বলেছেন: কি চলবে ভাই !!
৩|
২৫ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:২৩
মুনসী১৬১২ বলেছেন: এমন চিঠি পড়ুক হার হাতে..সুখের নীড়ে ভালবাসা কুটিরে কাটুক যুগলজীবন
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৯
অপু তানভীর বলেছেন: আপনার কথাটা যেন ঠিক হয় । এই দোয়া করি । অবশ্য দোয়া করা ছাড়া আমার আর কিছু করার নাই ।
৪|
২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৮
খুশবু বলেছেন: যে যায় এটা সত্যি সে কখনও ফেরত আসেনা ,আগের লিখা গুলো পড়ে আশাবাদী হচ্ছিলাম ,এই লিখাটা আবার মন টাকে দমায় দিলো ।
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন: আমি সব সময় আশাবাদী হতে চাই । কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে বার বার দমিয়ে দেয় !! তবুও আমি আশাবাদী হব !!
৫|
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৯
ফারিয়া বলেছেন: লেখাটা সুন্দর!
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন: কিন্তু সে যদি হারিয়ে যার ..................আমার সব কিছু এমন কি এই লেখাও হারিয়ে যাবে ...
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৫
দীপ্তিহীন সূর্য বলেছেন: লেখাটি পড়ে অনেক ভাল লাগলো।