নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-তুমি দেখা করবা না ?
-না দেখা করা সম্ভব না ।
-দেখ টিয়া পুরো বছর ধরে তুমি একই কথা বলেছ । আজকে অন্তত এই কথাটা বল না ।
-না । আমি দেখা করতে পারবো না । আর সেদিনই না দেখা হল !
-ঐটা আলাদা । তুমি দেখা করবে কি না বল ?
-না ।
-ওকে রাখো ।
আমার মেজাজটা সত্যি সত্যি খারাপ হল । ফোনের লাইন কেটে দিলাম আমি নিজেই । এই কাজটা আমি সাধারনত খুব একটা করি না । টিয়া ফোন রাখার অনেকক্ষন পর পর্যন্ত আমি ফোনটা কানেই ধরে রাখি ! কেন রাখি আমি জানি না ।
কিন্তু আজকে বিষয় ভিন্ন !! আজকে মেজাজ খানিকটা গরম !!!
আচ্ছা বছরের একটা মাত্র দিন এই দিনেও কি দেখা করাটা খুব বেশি অসম্ভব ?
আজ থার্টিফার্ষ্ট নাইট । আমার সব বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে ! এক সাথে ডেট করবে আর টিয়া বলে যে দেখাই হবে না !
আর কি যুক্তি দেখালো যে গত সপ্তাহে দেখা হয়েছে !!
অন্যরা যেখানে দিনে দুতিনবার দেখা করে আমি তো কেবল গত সপ্তাহে দেখা করলাম । তাও আবার প্রায় তিন মাস পরে । আর এখন এই মেয়ে বলছে গত সপ্তাহে না দেখা হল ! বাংলাদেশের সংবিধানের কোথাও কি লেখা আছে যে গত সপ্তাহে দেখা করলে পরের সপ্তাহে দেখা করা যাবে না ?
দেখা হয়েছে, যদি সেটা মন মত হত তাহলেও একটা কথা থাকতো !! তাও না । রাস্তার ভিতর দেখা ! না ঠিক মত কথা বলা যায় না ঠিক মত দেখা যায় !! এই দেখার কি কোন মানে আছে ?
ঢাকা থেকে এবার ভেবেছিলাম বাসায়ই আসবো না । তবুও আসলাম । টিয়ার সাথে দেখা করার জন্য । কিন্তু তার সময়ই হয় না । তার বাবা মা নাকি তার পেছনে সিআইএ র এজেন্ট লাগিয়েছে । তারা সব সময় তার উপর অনুবিক্ষন যন্ত্রদিয়ে লক্ষ্য রাখছে ।
আচ্ছা এই যুগে যে মেয়েটা অনার্সে পড়াশুনা করে তার উপর একটা জব করে সেই মেয়েটার টা দেখা করাটা খুব বেশি অসম্ভব ??
মাঝে মাঝে মেজাজটা এমন খারাপ হয় !! মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই !
কিন্তু পারি না ! এই মেয়েটাকে ছেড়ে কোথাও যেতে পারি না !! যত যাই করি যত ভাবই নেই না কেন ঘুরে ফিরে এই মেয়েটার কাছে আমাকে আসতে হয় ?
কেন হয় কে জানে ??
এই দুপুর থেকে মোবাইলটা বন্ধ করে রেখেছি আমি খুব ভাল করেই জানি একটু পরে আমি নিজেই ফোনটা চালি করে নিজেই আবার টিয়াকে ফোন দিবো !!
আর এই মেয়েটাও হয়েছে না !! এমন কঠিন মেয়ে আমি খুব কমই দেখেছি ! আমাদের মাঝে যতবার ঝগরা হয়েছে টিয়া কখনই আমার কাছে পরাজয় স্বীকার করে নি ! প্রত্যেকবার আমাকেই হার স্বীকার করতেই হয়েছে !
নিজেই গিয়ে আগে কথা বলেছি !! নিজেই ওর রাগ ভাঙ্গিয়েছি !!
আমি একবার ওকে জিজ্ঞসে করেছিলাম
-আচ্ছা আমি যদি তোমার সাথে রাগ করে দুদিন কথা না বলি তোমার কিছু মনে হয় না ? একবার তো ফোনও দেও না !!
টিয়া একদম মুখের উপর বলে দিল
-আমার কিছু মনেই হয় না !! কে কথা বলবে না বলবে সেটা তার নিজের ব্যাপর । কেউ যদি আমার সাথে কথা না বলে থাকতে পারে আমি কেন পারবো না ।
আমি কেবল আহত চোখে টিয়ার দিকে তাকিয়ে ছিলাম ! একবার মনে হল বলি যে যে কেউ আর আমি কি এক হলাম ? কিন্তু বললাম না । না জানি ও আবার কি উত্তর দেয় যা শুনে হয়তো মনটা আমার আরো খারাপ হবে !
আসলে প্রিয়জনের একটু খানি নিষ্ঠুর আচরন বুকের মাঝে বড় বেশি বেদনার জন্ম দেয় !!
তবুও এবার আমি খুব আশা করেছিলাম যে আজকের দিনে টিয়ার সাথে একটা বার দেখা হবে । ও নিশ্চই আমার সাথে দেখা করবে ! কেবল আজকের দিনটার জন্যই আমি ঢাকায় যাই নি । আমার ক্লাস শুরু হয়ে গেছে ! কয়েকটা ক্লাস এরই মধ্যে মিসও হয়ে গেছে ! কিন্তু এই দিনটাতে দেখা করবো বলেই আমি এখনও বসে আছি !! এখন মনে হচ্ছে খামোকাহই !!
রাত নয়টার দিকে ফোন অন করলাম । মনে মনে ভাবলাম যে ওকে কালকের আগে আর ফোন দিবো না । বাসে উঠে তারপর ফোন দিবো !!
কিন্তু দেখলাম টিয়া নিজেই কিছুক্ষন পরে ফোন দিল !!
-খুব রাগ দেখানো হচ্ছে ?
আমি চুপ করে থাকি ! টিয়া আবার বলল
-যা পারো না তা করতে যাও কেন ? আমার উপর রাগ করে থাকতে পারবা ? পেরেছ কখনও ?
কথা সত্য !! আসলেই এটা পারি না । এটা যেমন আমি জানি তেমনই টিয়া খুব ভাল করেই জানে !!
বললাম
-তাই তো এতো সুযোগ নাও তাই না ? একদিন টের পাবা ??
টিয়া হেসে উঠল । হাসতে হাসতেই বলল
-কি করবা ? বিয়ের পর আমাকে দিয়ে কাপড় কাঁচাবা ? নাকি আমাকে ঠিক মত খেতে দিবা না ?
-আগে বিয়ে হোক !! তখন টের পাবা !!
টিয়া বলল
-তুমি কচু করবা !! তোমার দৌড় আমার জানা আছে !
আমি খানিকটা দীর্ঘশ্বাস ফেলি !! আসলেই আমার দৌড় টিয়া খুব ভাল করেই জানে !!
আমি খানিকটা নরম কন্ঠে বললাম
-একবার কি দেখা করা যেত না !! আমি কত আশা করে ছিলাম !!
টিয়া চট করেই কোন উত্তর দিল না । কিছুক্ষন চুপ করে থেকে বলল
-আমি এখন রাখি !! ভাবি আসছ মনে হয় !!
আমি আর কোন কথা বলতে পারি না । তাগেই লাইন কেটে যায় !! আমি তবুও ফোনটা কানেই ধরে রাখি !!
মনটা আমার আর একটু খারাপ হয় !! আমি ঘর থেকে বাইরে বের হলাম । আমার রুমটা দিয়ে এমনি বাইরে বের হওটা যায় ! বাইরে শীতও পরেছে খুব ! মনে হল আর জেগে থেকে লাভ নাই । টিয়া আর ফোন করবে না ! আর দেখা হওয়ার তো কোন চান্সই নাই !!
তবুও কিছুক্ষন মন খারাপ করে বসেই রইলাম ।
দশটার দিকে লেপ মুড়ি দিয়ে ঘুমাতে যাব ঠিক তখনই টিয়া আবারও ফোন দিল !! আমি এটা আশা করি নি ।
ফোন রিসিভ করে বললাম
-কি হল ?
-তুমি এখন কোথায় ?
-কোথায় আবার ? বাসায় ! কেন ?
টিয়া বলল
-শোন , আমরা কয়জন মিলে পিকনিক করছি বাইরে !
-এই শীতের মধ্যে ?
-আরে বাবা আগে কথা শেষ করতে দাও !! শোন পিকনিক টা করছি কেবল তোমার জন্য !!
-আমার জন্য মানে ?
-মানে তোমার সাথে দেখা করার জন্য !
আমার মনে হল আমি মনে হয় ভুল শুনছি !! টিয়া আমার সাথে দেখা করবে !! এই রাতের বেলা । টিয়া আবার বলল
-তুমি ঠিক বারটার সময় আমাদের বাড়ির সামনে থাকবে ! আমি সুমিকে ওদের বাড়ি পৌছে দিতে যাবো তখন একটু দেখা হবে ! ঠিক আছে ?
-তোমার ভাবি ?
-ভাবি পিকনিক করবে না !! ওর শরীর ভাল নাই ! ঠিক সময় মত চলে আসবা !!
টিয়া আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন রেখে দিল !! আমি আরো কিছুক্ষন ফোনটা কানে দিয়ে রাখলাম । আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না টিয়া আসলেই আমার সাথে দেখা করতে যাচ্ছে !!
আমি টিয়ার সাথে দেখা করার জন্য তৈরি হতে থাকি !! আজ তাহলে দেখা হবে !! সত্যি হবে !!
(সমাপ্ত)
প্রথমে ভেবেছিলাম টিয়ার সাথে দেখা হওয়াটাও লিখবো !! কিন্তু কেন জানি লিখতে পারলাম না ! কি আজব !! বাস্তবে তো নয়ই কল্পনাতেই তার সাথে আমার ঠিক মত দেখা হয় না । বাস্তবে যেমন আমি দেখা করার জন্য অপেক্ষা করে থাকি, কল্পনাতেও সেই অপেক্ষা করেই আমাকে থাকতে হয় !!
কাল রাতে সবাই যখন বর্ষবরণ নিয়ে ব্যস্ত ছিল আমি তখন মন খারাপ করে নিজের বিছানায় শুয়ে ছিলাম । খুব ইচ্ছা করছিল তার সাথে একটু কথা বলি !! কেবল কথাই ! দেখা করার কথা আমি কখনও চিন্তাও করতে পারি নি ! যে ইচ্ছা কখনও পূরন হবে না সে ইচ্ছা করতে নেই ! আমি তবুও কল্পনা করার দুঃসাহস করেই ফেলি !! আমি জানি এমন একটা রাত আমার জীবনে কোন দিন আসবে না ! আমি এই বিশেষ বিশেষ দিন গুলোতে কেবল একা একা নিজের বিছানায় মন খারাপ করে শুয়ে কাটাবো !! একা !
কারো সাথে কথা বলার জন্য মনটা ছটফট করবে কিন্তু তাকে ফোন করতেপারবো না ! কারো হাতটা ধরার জন্য বুকের ভিতরটা হাহাকার করে উঠবে তবুও আমি হাত গুটিয়ে বসেই থাকবো !!
আমার মাঝে মাঝে মনে হয় যদি আমার কল্পনা করার শক্তি না থাকতো তাহলে আমি হয়তো অনেক আগেই দম বন্ধ হয়ে মারা যেতাম !! তবুও এতো কল্পনার মাঝেও মাঝে মাঝে এই সিমেন্টের জঙ্গলে নিজেকে বড় একা একা লাগে !! বড় বেশি একা !!
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
অপু তানভীর বলেছেন: আপনাকেও !!
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ফারজানা শিরিন বলেছেন: ভালো লাগলো ।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
বেলাল আহমদ খান বলেছেন: amar mon ta kharap hoy gelo. j vayyata amader eto anondo dey tar lekhonir maddhome icche kore tar sob kosto dur kore di. kin2 amraw oparog. allahr kache dowa kori jate somossa somadhan hoi.
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন: মন খারাপ অরে কি লাভ বলুন !!
আমার জন্য দোয়া করার জন্য ধন্যবাদ !!
৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
মারুফ মুকতাদীর বলেছেন: ২য় ভাললাগা
একদিন ঠিক দেখা হয়ে যাবে, এভাবেই , শুভকামনা রইল।
হ্যাপি নিউ ইয়ার।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
ঠিক হবে কি না আমি জানি না !!
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
আমি তুমি আমরা বলেছেন: শুভ নববর্ষ ভ্রাত
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: আপনাকেও !!
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: দেখার পরে কি হল ? :#> :#> :#> :#> :#>
+++++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: অতো দূর যাইতে পারি নাই !!!
ধন্যবাদ !!
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
ধূসর সন্ধ্যা বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন: মন কেন খারাপ কর গো বন্ধু !!!
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
s r jony বলেছেন:
আরেরেরেরেরেরের
এই সেম গল্পো (১ম ফোন আলাপ পর্জন্ত) তো আমিও লিখছি, গতকালের বাস্তব "বোল্ড" হয়ার অভিজ্ঞতায়।
যাই হোক, নিজের লেখার থেকে আপনার লেখায় আরো বেশি আবেগ ফুটে উঠেছে।
অসাধারন গল্প লিখে মন খারাপ করে দিলেন (টিস্যু প্লিজ)
++++++++++
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: মন খারাপ করিয়ে দেওয়ার জন্য সরি জনি ভাই !! কিন্তু কি করবো ??
৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
sushama বলেছেন: শুভ নববর্ষ
আচ্ছা, উল্টোটাও তো হতে পারে ! আশা করতে দোষ কি ! হয়ত এই বছরেরই শেষ দিনটা আপনার গল্পের মত হতে পারে
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: আমি জানি হবে না !!!
কিন্তু তবুও আমি কল্পনা করেই চলি............।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
অনীনদিতা বলেছেন: কথাগুলো ভালো বলেছ। নববর্ষের শুভেচ্ছা ।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: তোমাকেও নববর্ষের শুভেচ্ছা !!
১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
এক্স ফ্যাক্টর বলেছেন: কারো সাথে কথা বলার জন্য মনটা ছটফট করবে কিন্তু তাকে ফোন করতেপারবো না ! কারো হাতটা ধরার জন্য বুকের ভিতরটা হাহাকার করে উঠবে তবুও আমি হাত গুটিয়ে বসেই থাকবো !!
আমার মাঝে মাঝে মনে হয় যদি আমার কল্পনা করার শক্তি না থাকতো তাহলে আমি হয়তো অনেক আগেই দম বন্ধ হয়ে মারা যেতাম !! তবুও এতো কল্পনার মাঝেও মাঝে মাঝে এই সিমেন্টের জঙ্গলে নিজেকে বড় একা একা লাগে !! বড় বেশি একা !!
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন:
১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
জাকারিয়া মুবিন বলেছেন: আমরা সবাই জীবনের কোন না কোন ক্ষেত্রে একা।
সুতরাং, এত মন খারাপ করার কিছু নেই।
কনফিডেন্স লেভেলটা বাড়ান, কল্পনার মত জীবনটাও সুন্দর হয়ে উঠবে।
শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
অপু তানভীর বলেছেন: কনফিডেন্স লেভেলটা বাড়ায়ে লাভ নাই । কিছু হবে না !!
ধন্যবাদ !!
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
রোড সাইড হিরো বলেছেন: তোমার গল্পের সাথে আমার বাস্তব সিচুয়েসন পুরোপরি মিলে গেছে
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
অপু তানভীর বলেছেন:
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
বটবৃক্ষ~ বলেছেন: তবুও এতো কল্পনার মাঝেও মাঝে মাঝে এই সিমেন্টের জঙ্গলে নিজেকে বড় একা একা লাগে !! বড় বেশি একা !
মন্টা বেশী খারাপ হয়ে গেল!
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
অপু তানভীর বলেছেন: মন খারাপ করেন না প্লিজ !! মন খারাপ করে কি হবে বলেন ??
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: ইস, এই দেখা করা না করা নিয়ে কত ঝগড়া , মান অভিমান !! একবার অফিস ছুটি নিয়েও শেষ রাতে তুচ্ছ ব্যাপার নিয়ে রাগ করে পরদিন সারাটা বেলা বাসায় বসে কাটালাম।
মেয়েরা আসলেই দেখা করতে চায় না। এদের কি সমস্যা কে জানে ??!! সব গুলা পাগল।
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অপু তানভীর বলেছেন: কিন্তু এই পাগলটাকে যে বড় ভালবাসি ধলা ভাই !! তাইতো সব কিছু মেনে নেই !!
আপনিও নিশ্চই মেনে নেন ?
নাকি নেন না ??
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
মাক্স বলেছেন: পরের কথাগুলো লিখেতো মনটাই খারাপ করে দিলেন।
কয়েকটা লাইন নিজের সাথে মিলে যাওয়ায় দুঃখ পেলাম। আমি অবশ্য একা একা সময় কখনোই কাটাতে পারি না তবে ইদানিং অনেক চেষ্টা করছি একা একা সময় কাটানোর।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
অপু তানভীর বলেছেন: খানিক টা কষ্ট থেকে লেখা গল্প টা, খানিক টা না পাওয়া থেকে !!
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
একজনা বলেছেন: আরে!!! টিয়া তো দেখি মনে হয় আমার বইন লাগে
মন খারাপ করবেন না। টিয়া পাখিকে নিয়ে আপনার বোনা সমস্ত স্বপ্ন আর কল্পনা বাস্তবেও ধরা দিক।
ভালো থাকবেন সবসময়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
অপু তানভীর বলেছেন: আমিও সেই দিন টার অপেক্ষায় আছি । কিন্তু সেই দিন টা হয়তো আসবে না কোন দিন !!
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
সিয়ন খান বলেছেন: অপেক্ষায় থাকুন। ঠিক সময়ে ঠিক দেখা দিবে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
অপু তানভীর বলেছেন: হুম !! অপেক্ষা ছাড়া হয়তো আর কোন গতি নাই !!
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
একজন আরমান বলেছেন:
মন ভালো হয়ে যাক !
শুভকামনা রইলো ভাইয়া।
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আরমান !!
বাড়ি অবস্থা কেমন ???
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
একজন আরমান বলেছেন:
এইতো। অনেক ব্যাস্ত ছিলাম।
আজকে ঢাকায় এসেছি।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন: ভাল ভাল !!
এখন প্লান কি ??
২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
নক্ষত্রের নীল বলেছেন: অনেকগুলা ++++
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!!
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
সাজেদুল 74 বলেছেন: ভাল লাগল
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
অপু তানভীর বলেছেন:
২৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৫৮
অপ্রতীয়মান বলেছেন: পুরো গল্পের ভালোলাগার অনুভূতি গুলি শেষ কয়েক লাইনে বিষাদে পরিণত করে দিলেন
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার মাঝে মাঝে মনে হয় যদি আমার কল্পনা করার শক্তি না থাকতো তাহলে আমি হয়তো অনেক আগেই দম বন্ধ হয়ে মারা যেতাম !! তবুও এতো কল্পনার মাঝেও মাঝে মাঝে এই সিমেন্টের জঙ্গলে নিজেকে বড় একা একা লাগে !! বড় বেশি একা !!
কথাগুলো ভালো বলেছেন। নববর্ষের শুভেচ্ছা ।