নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আপনার কাছে ৫০০ টাকার নোট ভাংতি হবে ?
-আফা এটো বড় নোট হইবো না !!
মেয়েটিকে এই রিক্সার হুডের ভিতরেই কেমন একটু অস্থির মনে হল ! আমি অপেক্ষা করছি মেয়েটিকে কখন দেখতে পাবো !
মেয়েটি রিক্সা থেকে নেমে এল !
হায় !!
তোমাকে দেখে কেন বুকে বাজে সুখের কাটা !!
মেয়েটি একটা সাদা রংয়ের শর্ট কামিজ পরে আছে, সাথে টাইলস জিন্স !! কালো রংয়ের ! আর মেয়েটা চোখে কাজল দিয়েছে !
আমি ঠিক গেট টার পাশেই দাড়িয়ে আছি । রিক্সা যেহেতু এই এই বাড়িটার সামনে দাড়িয়েছে মনে হয় এই মেয়েটা এই বাড়িতেই থাকে !!
আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকি ! মেয়েটা এখন রিক্সাযালার দিকে তাকিয়ে বলল
-আপনি তাহলে একটু বসেন আমি ভিতর থেকে টাকা নিয়ে আসি ! ঠিক আছে ?
-আইসচ্ছা !!
মেয়েটি এবার গেটের দিকে ফিরলো ! আমার পাশ দিয়েই যাবে ! আমার তাকালো ! কয়েক মুহুর্তের জন্য ! তারপর গেটের দিকে এগিয়ে গেল !!
-এক্সকিউজ মি ?
মেয়েটি ঘুরে দাড়ালো !
আমিও একটু অবাক হলাম ! কথাটা আমি বলি নি । বলেছে লিজা !!
আসলে আমার বন্ধুটির একটা বাসা দরকার । ভাড়ার জন্য ! লিজা আমার এলাকাতে থাকতে চেয়েছিল । সেই জন্যই এই বিকাল বেলাতে আমি লিজা আর সজিব বাসা দেখতে বেরিয়েছি । এই বাড়িতের সামনে একটা টুলেট দেখে দাড়িয়েছি ।
নাম্বার দেওয়া ছিল সজিব সেই নাম্বারে কথা বলছে এই সময় এই মেয়ের আগমন !!
মেয়েটি বলল
-জি ? বলেন ?
-আপনি এই বাসায় থাকনে ?
আরে এইটা কি ধরনের প্রশ্ন হল ! এই মেয়ে গুলা ঠিক মত কথাও বলতে পারে না ।
মেয়েটি যেন একটু অপ্রস্তুত হল ! মুখটা ঈষৎ লাল হয়ে গেল । মনে হয় অপরিচিত মানুষের সাথে মেয়েটির কথা বলে ঠিক অভ্যাস নাই । মেুেটি বলল
-জি ! এখানে থাকি !
লিজা বলল
-আসলে আমরা এই বাসাটা ভাড়া নিতে চাচ্ছি ! আপন কি বলতেন পারেন ভাড়া কত ?
মেয়েটার মুখটা যেন আবার একটু লাল হয়ে গেল ! মেয়েটি বলল
-আসলে আমাদের ফ্লাট কেনা তো আমি ঠিক বলতে পারবো না অন্য ফ্লাট গুলোতে কত করে ভাড়া ! সরি !
-না না ! কোন ব্যাপার না ......
এই ভাবে আরো কথা চলতে থাকে । লিজা ওর বাসার অন্যান্য ব্যাপার গুলো মেয়েটার কাছ থেকে জেনে নিতে থাকে ! আমি মেয়েটার দিকে তাকিয়েই থাকি !!
এক সময় মেয়েটা চলে যায় ভিতরে !
মেয়েটা চলে যেতেই আমি লিজাকে বললাম
-শোন লিজা !! আর এই বাসাতেই বাসা ভাড়া নিতে হবে !! কোন কথা নেই ! এই বাসাই নিতে হবে !
লিজা কেবল হাসলো !
সজিবের মনে হয় কথা বলা শেষ ! আমাদের কাছে আসতেই বললাম
-এই বাসা নিতে হবে ! কোন কথা নাই !!
সজিবও আমার কথা শুনে হাসলো !! বলল
-কথা বার্তা মুটামুটি পজেটিভ ! এখন কেয়ারটেকার নাই ! মনেহয় নামাজ পরতে গেছে । চল আমরা অন্য বাসা গুলোতে দেখি ! একটু পরে এসে আমরা রুম দেখবো !
আমরা অন্য বাসাতে যাবোই কি মনে হল আমি দাড়িয়ে থাকা রিক্সায়ালাকে বললাম
-ভাড়া কত মামা ?
-২০ টাকা মামা !!
আমি মানিব্যাগ থেকে টাকা বের করে রিক্সায়ালাকে দিয়ে দিলাম ! বললাম
-যাও মামা !
রিক্সায়ালা টাকা নিয়ে চলে গেল ।
লিজা বলল
-এটা কি হল ?
-কিছু না ! এমনি !!
পরের মাসেই লিজারা ঐ ফ্লাটে উঠে পড়লো !! আমরা সারা দিন খেটে খুটে লিজার বাসায় তুলে দিলাম । বিকাল বেলা যখন নিচে নামতে যাবো তখন সেদিনের সেই মেয়েটার সাথে দেখা হয়ে গেল । আমি লিফট দিয়ে নামছিলাম লিফট এক ধাপ নিচে নামতেই মেয়েটা লিফটে উঠে এল ! আমাকে দেখে যেন একটু চমকালো !
লিফট মনে হয় আর একতলা নিচে নামলো ! মেয়েটি আমার দিকে তাকিয়ে এবার বলল
-আপনারা চলে আসলেন ! তাই না ?
-আসলে আমি ঠিক আসি নাই ! সেদিন যে মেয়েটা আপনার সাথে কথা বলল না ওরা এসছে ! আমি থাকি কাছেই ! এই দুই গলি পরে । আমি আর লিজা একসাথে পড়িতো ! এই জন্য আর কি ?
-লিজা ??
মেয়েটার মুখে একটু যেন বিশ্ময় !!
আমি বললাম
-হ্যা ! আমার বন্ধুটির নাম লিজা ! কেন ?
মেয়েটা একটু যেন লজ্জা পেল ! মুখটা সেদিনের মত আজও একটু লাল হয়ে রইলো ! তারপর বলল
-আসলে আমার নামও লিজা ! আমরা যেই ফ্লাটে উঠেছেন সেটা আমার ছোটা চাচীর ফ্ল্যাট !
-ও তাই নাকি ? ভালতো !! সেদিন আপনার চাচীর সাথে কথা বলার সময়ে আপনার কথাই তাহলে উনি বলছিলেন !! লিজা !!
মেয়েটা আবা রেকটু লজ্জা পেল মনে হল !!
আমাদের লিফট জার্নি শেষ ! গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে হাজির ! মেজাজটা খানিকটা খারাপ হেয় গেল । শালার লিফট টা এতো জলদি শেষ হয়ে গলে কেন ?
আমরা দুজনেই গেটের কাছে বের হয়ে এলাম !
-বাসায় যাবেন এখন ?
আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম
-হ্যা ! আপনি ?
-এই তো একটু সামনে যাবো !!
-আচ্ছা দেখা হবে !!
আমার যদিও যেতে ইচ্ছা করছিল না তবুও ভদ্রতা করে আগেই হাটা দিলাম । সবে তো মাত্র শুরু ! এখনই যদি মেয়েটার কাছে বেহায়ার মত আচরন করি তাহলে সামেন গিয়ে মেয়েটা হয়তো পাত্তাই দিবে না ! যা করতে হবে আস্তে আস্তে করতে হবে !!
আচ্ছা মেয়েটার কি কোন বয়ফ্রেন্ড আছে ?
যদি থাকে ? তাহলে তো সব প্রোজেক্ট লস হয়ে যাবে !!
দেখি লিজাকে দিয়ে এই লিজার আরো ডিটেইল খবর নিতে হবে !!
পরের দিনই লিজার সাথে আবার দেখা হয়ে গেল । দুই লিজার সাথেই । আমার বাড়ির সামনেই খুব সুন্দর চটপতি বানায় । লিজাকে অনেকদিন থেকেই বলে আসছিলাম । ওর বাড়ির সামনে গিয়ে দেখি দুই লিজা একসাথে গল্প করছে !!
আমি গিয়ে বললাম
-চল আজ তোমাকে চটপটি খাওয়াই ! টের পাবা কি পরিমান টেষ্ট !
-তাই !
ঐ লিজা বলল
-মন্টু মামার চটপটি ?
-হ্যা !
ঐ লিজা এই লিজা কে বলল
-হ্যা আপু অনেক টেষ্ট !! আচ্ছা আমি যাই !
আমি এই সুযোগ কিভাবে ছেড়ে দেই
-কোথায় যাবেন ! আপনিও চলেন ! চটপটি খেয়ে তারপর যাবেন !
-না ভাইয়া ! ঠিক আছে !
এই লিজা তখন ঐ লিজার হাত ধরে বলল
-আরে চলতো !! একটু আগে বললে না আমি তোমার আপু হই তাহলে আবার না করছো কেন ? চল চল !!
ঐ লিজা আবার একটু যেন লজ্জা পেল !!
-আচ্ছা আপু চলেন !!
চটপটি খেতে খেতে দুই লিজার সাথে অনেক কথা হল !! অনেক গল্পও হল । ছোট লিজার ব্যাপারে অনেক কিছুই জানলাম ! নিজের ব্যাপারেও অনেক কিছু বললাম !
কেন জানি মনে হচ্ছে সব কিছু অনুকুলেই আছে !! এখন দেখা যাক সামনে কি হয় ??
শানে নুজুলঃ গল্পটা খানিকটা সত্য কাহিনির উপর বেজ করে লেখা । আমার বন্ধু লিজার বাসা ঠিক করতে গিয়ে সত্যি এমন ভাবে একটা বাড়ির সামনে দাড়িয়ে ছিলাম । ঠিক সময়ে এমন একটা মেয়ে রিক্সা থেকে নামলো ! একই ভাবে ৫০০ টাকার নোট বের করলো ! লিজা তার সাথে কথা বলল ! এবং অবাক হবার বিষয় হল সামনের মাস থেকে লিজারা সত্যি সত্যি সেই বাসায় থাকতে আসছে । সেই হিসাবে আমার তো ওদের বাড়ি যাওয়া আসার হবেই । সুতরাং জোর সম্ভাবনা আছে মেয়েটার সাথে আবার দেখা হবে !! কথাও হতে পারে !! হতে পারে আরো কত কিছু !!
আমি খুব পজেটিভ মানুষ !!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন: আমার ও তাই মনে হয় !! দেখা যাক !!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
রিওমারে বলেছেন: তবে একদম শেষের দিকে কয়েক ফোটা চোখের পানি ভুপাতিত হবে সেটা দিব্য চোখে দেখতে পাচ্ছি।। সাবধানঃ
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা
আমি সাবধান ই আছি !!
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
এ্যাপোলো৯০ বলেছেন: আবু রায়হান রাকিব বলেছেন: ভাই, এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে.......
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: হুম !!
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
জহীরুল ইসলাম বলেছেন: সাবধানের মাইর নাই...........।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
অপু তানভীর বলেছেন: ভাই জান প্রাণ কুরবান কইরা দিমু !!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
বেলাল আহমদ খান বলেছেন: aro toucy kahini cai vayya. edaning kemon jeno jomche na. asha kori positively niben
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: এটা এমনি তেই লিখেছি !!! কয়দিন থেকে লেখায় মন নেই !!
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: আমি খুব পজেটিভ মানুষ !!
আমরাও! ঘটনা আরো সামনে যেতে থাকুক।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: হুম সামনে তো যাবেই ! এখন কত দূরে যাবে সেটাই হল দেখার বিষয় !!
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: এটাও ভাল লাগল।
পরবর্তী খবর জানাবেন
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
অবশ্যই জানাবো !!
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
রীতিমত লিয়া বলেছেন: পনার জন্য শুভকামনা
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন:
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
জাকারিয়া মুবিন বলেছেন: তারমানে গল্পের সিকুয়েল পাচ্ছি।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: দেখা যাক !!
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
মাক্স বলেছেন: আমিও খুব পজিটিভ মানুষ তাই পজিটিভ(+) বাটনটা ঠুইকা গেলাম।
কেমন আছেন অপু ভাই?
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: আছি ভালাই !!
কি সাহেব, আপানেরে যে আমার ব্লগে যে দেখাই যায় না !!
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: কাঁঠালটা গেছে থাকলেও পেকে যাওয়ার সম্ভাবনা প্রবল... তো চলুক গোঁফে তেল মর্দন... আমরা আপডেট পাইলেই খুশি....
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন:
আপডেট পাইবেন !!
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
মাহবু১৫৪ বলেছেন: এইবার কিছু একটা হবেই হবে!
+++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: আমারো তাই মনে হইতাছে !!!
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
বটবৃক্ষ~ বলেছেন: হা হা বেশ মজা লাগলো কাহিনী।btw, মোহাম্মদপুরে আমার ক্লাস ফ্রেন্ড লিজাও থাকে!!
আশা করছি আপনার প্রেমে পড়ার প্রজেক্ট সফল হবে !!
আর বাড়িওয়ালার মেয়েকে কি ভুলেই গেলেন নাকি????হুম????
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: কই থাকে ?? মুপাইল নাম্বার খান কন দেখি !!!
তাইলে আরও এক খান গল্পের সূচনা হইবেক !!!
বাড়িয়ালার মাইয়ার সাথে তো বিয়াই হইয়া গেল !! আর কত ??
তবুও মাথায় রাখলাম আপনার কথা !!
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
তন্দ্রা বিলাস বলেছেন: কি আর কমু? পেলাস দিনু+++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন:
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
শূন্য পথিক বলেছেন: ওরে আমারে কেউ ধর!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন:
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
বটবৃক্ষ~ বলেছেন: আমি গল্পের প্রেমে পড়ার প্রজেক্ট এর কথা বলেছি আসলে
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: হুম !! বুঝলাম !!
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
শ্রাবন প্রধান বলেছেন: কোন লিজা , আমারটা না তো ? সব খুলে বলেন ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
অপু তানভীর বলেছেন: কি জানি ভাই ???
কইতে পারি না !! এক খান ফুডু পাঠান দেইখ্যা কই সে কিনা
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
লোনলিফাইটার বলেছেন: +++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
অপু তানভীর বলেছেন:
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
অপু তানভীর বলেছেন:
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
মাহমুদ_০০৭ বলেছেন: আপডেটের অপেক্ষায় থাকলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
অপু তানভীর বলেছেন: থাকুন !! দেখেন সামনে কি হয় !!
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
চে সিমান্ত বলেছেন: ''এই লিজা ঐ লিজা'' প্যাচ লাইগা গেছিল
'শানে নুজুল'এ কি রিকশা ভাড়া আপনে দিছিলেন ??
কাহিনী ভাল লাগছে +++
লিজা নামের সাথে অনেক সৃতি জড়িয়ে আছে
খালি মনে পরে
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
অপু তানভীর বলেছেন: নারে ভাই, বাস্তবে আমি এতো পাগল না !
এই লিজা মানে হল আমার বান্ধবী আর ঐ লিজা মানে হল আমার সম্ভাব্য বান্ধবী (একান্ত)
কি স্মৃতি জড়িয়ে আছে একটু শেয়ার করতেন !! আর একটা গল্প লিখতাম !!
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
মিজভী বাপ্পা বলেছেন: আপডেট দিয়েন
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
অপু তানভীর বলেছেন: অবশ্য দিবো ......
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
বাংলার গাদ্দাফি বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
অপু তানভীর বলেছেন:
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
মারুফ মুকতাদীর বলেছেন: বাস্তবে কি রিক্সা ভাড়াটা দিছিলেন ?
টিয়া ভাবির কাছে যাইয়া কিন্তু গিরিংগি লাগায়া দিমু ভাইয়া…………
প্লাস……………
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
অপু তানভীর বলেছেন: আমি বাস্তবে এতোটা পাগল না !!
টিয়াপাখি রে আপনি কেন বলবেন আমি নিজেই তাকে কালকে বলছি !! সে কিছু মনেই করে না এসব !!
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
বৈরাম খাঁ বলেছেন: এই লিজা ঐ লিজা ।কোন লিজা ভাই ।খালি প্যাচ লাইগ্যা যায়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
অপু তানভীর বলেছেন: ঐ লিজা হল আমার সম্ভাব্য বান্ধবী !!
এই টা মনে রাইখেন !!
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
আমি তুমি আমরা বলেছেন: আসল লিজার কাহিনী জানতে চাই
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
অপু তানভীর বলেছেন: আসল লিজা মানে আমার বান্ধবীতো ?? সে দিকে নজর দিয়া লাভ নাই !! হের বাপে কিন্তু পুলিশ !! এমন ডলা দিবো না ......।।
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++
কাহিনী তো ঘোলা মনে হইতেসে । ঐ লিজা তো মনে হচ্ছে আমার এলাকার !! আমি তারে ভালো পাই । আপনে এডি কিতা শুরু কচ্চেন
ভালো থাকবেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
অপু তানভীর বলেছেন: আমি মিয়া কাউরে ছাড় দিমু না !!!
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
ডট কম ০০৯ বলেছেন: স্কুল জীবনে একটা মেয়েরে আমি পছন্দ করতাম তার নাম ও লিজা ছিল!!
আজ কোথায় সে আর কোথায় আমি আর কোথায় আমার ভালোলাগা!!
পুরাই নষ্টালজিক করে দিলেন এই গল্প লিখে।
আমার লিজা না হয় হারিয়ে গেছে আপনারটা যেন মিস না হয়।খুব খিয়াল কইরা ভাইজান।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
অপু তানভীর বলেছেন: পুরানো কথা মনে করে কি লাভ !!
কুন লাভ নাই !!
সামনে দেখেন কোন লিজা আছে কি না ? তয় আমার টা বাদ দিয়ে কইলাম !!!
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
bhondoami_nostotumi বলেছেন: Good luck.....
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
অপু তানভীর বলেছেন:
৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
খায়ালামু বলেছেন: ++++
ভাই বাড়িওয়ালার মেয়েরে কি করলেন???? আমি ওই গল্পগুলা খুব ভালা পাইতাম
।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
অপু তানভীর বলেছেন: বাড়িয়ালার মাইয়ার লোকে তো বিয়াই হইয়া গেল !! আর বিয়া মানেই তো সব কিছুর সমাপ্তি !!
৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
রোড সাইড হিরো বলেছেন: ভালই লাগলো...
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
ইনফাইনাইট বলেছেন: ++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
জনদরদী বলেছেন:
কেমন আছেন অপু ভাই ?
দুই লিজার কাহিনী বুঝতে কিছুটা সময় লাগল । যাই হোক, গল্প ভাল হয়েছে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অপু তানভীর বলেছেন: ভাল নেই ভাই !! ইমন ভাই আর নেই তাই মন টা খারাপ !!
৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
খায়ালামু বলেছেন: বিয়ার পরে কি করেন সেই ঘটনাগুলাই একটু কন :p
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
অপু তানভীর বলেছেন: দেখা যাক !!!
৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
ধূসর সন্ধ্যা বলেছেন: েশ দেরি হইয়া গেল। চালাও মিয়া।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
অপু তানভীর বলেছেন:
৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
মোঃ জুম্মা বলেছেন: +++্
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
অপু তানভীর বলেছেন:
৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
লাবনী আক্তার বলেছেন: গল্পটা আরও সামনের দিকে এগিয়ে যাক তাই প্রত্যাশা করছি।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: আমিও তাই আশা করি !! দেখা যাক কি হয় !!!!
৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
অপরাজেয়আমি বলেছেন: আমি খুব পজেটিভ মানুষ !!
মারছেরে....কন কি???
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
অপু তানভীর বলেছেন:
৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
সিয়ন খান বলেছেন: ভাল হইছে
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
অপু তানভীর বলেছেন:
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
মাক্স বলেছেন: আসলে অনেকদিন ধরেই ব্লগে আগেরমত সময় দেই না। আজকে আসছি আপনার ব্লগে। অনেকক্ষন থাকব।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
অপু তানভীর বলেছেন: থাকুন !! দাড়ান অনেক্ষন যখন থাকবেন আপনার জন্যে চায়ের ব্যাবস্থা করি !! কি বলেন ...?
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
একজনা বলেছেন: আল্লাহ!! আপনি এতো পজিটিভ হলে আপনার টিয়াপাখির কি হবে? কেমনে কি!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহাহা !!
টিয়া পাখি কিছু বলবে না !! সেও খুব পজেটিভ
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
অনীনদিতা বলেছেন: ভাল হইছে
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
অপু তানভীর বলেছেন:
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
যীশূ বলেছেন: বেশি আশা কইরেন না
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
অপু তানভীর বলেছেন: আশা করতে দোষ কি বলেন !!
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
মাক্স বলেছেন: ১২ ঘন্টা পরে চায়ের ব্যবস্থা করতাছেন। না?
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
অপু তানভীর বলেছেন: hahahahaha !!
৪৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
রাইয়ান মনসুর বলেছেন: আপনি মানুষটা বড়ই খারাপ... টিয়াপাখি আর নিশিরে রাইখা এখন আবার লিজার পিছে লাগছেন... আমাদের জন্য কি কোন মাইয়া বাকি রাখবেন না নাকি আর??? :@ :@
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: কি যে করবো বলেন......... আমি যে বিরাট প্রেমিক পুরুষ !!
৪৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
একজন আরমান বলেছেন:
উফফ ভাইয়া লিজাতে লিজাময় হয়ে গেলো গল্পটা।
আমার বুঝতে দুইবার পড়তে হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
অপু তানভীর বলেছেন:
৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
হুমাযুন কবির সবুজ বলেছেন: Good Luck
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
আবু রায়হান রাকিব বলেছেন: ভাই, এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে.......