নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ইমন জুবায়ের স্মৃতি লাইব্রেরী ! (ইমন ভাইয়ের সব লেখার সংকলন, সাথে তার প্রিয় পোষ্ট, শেষ কমান্ট এবং তাকে নিয়ে লেখা অন্যান্য ব্লগারদের পোষ্ট)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

যেদিন থেকে ইমন ভাইকে চিনি সে দিন থেকে এমন একটা দিন নাই যে তার ব্লগে আমি যাই নি । প্রতিদিন যেতাম নতুন গল্পের লোভে । যেদিন নতুন কোন গল্প লিখতেন সেদিন যেতাম আগের লেখা গল্প গুলোর দিকে ! আগে নিয়মিত আমি রহস্য পত্রিকা পড়তাম ! কিন্তু তাতে মন ভরতো না । মাসে একমাত্র বের হত । কিন্তু ইমন ভাইয়ের ব্লগে এসে সেই অভাব আমার পুরন হয়েছে । ইমান ভাইয়ের লেখার ক্ষেত্র অনেক বিস্তৃত থাকলেও সত্যি কথা বলতে কি আমি তাকে পছন্দ করতাম গল্পকার হিসাবেই !

আজ মানুষটা নেই । আর নতুন কিছু লিখবেন না এত ভাবতেই মনের ভিতর কেমন একটা বিষন্নতার মেঘ জমে যাচ্ছে । আজও হয়তো প্রতিদিন ইমন ভাইয়ের ব্লগে প্রতিদিন ঢু মারছি কিন্তু বাস্তবতা হল এমন একটা সময় আসবে তখন হয়তো আর তার ব্লগে ঢোকাই হবে না ! কিন্তু আমি চাই তাকে কোন দিন ভুলে না যেতে ! অন্তত ব্লগে যত বার আসবো ততবার যেন তাকে একটি বার হলেও মনে পরে ! জানি না সামু কি করবে কিন্তু আমার ব্লগে সে থাকবে সব সময় !!

এই পোষ্টটি ইমন ভাইকে নিয়ে ! ইমন ভাইয়ের সমস্ত লেখা গুলো নিয়ে !!



ইমন ভাইয়ের প্রতি অনুভুতি গুলোঃ আসুন প্রথমে দেখি ইমন ভাইকে নিয়ে কে কি লিখেছেন ! গত কয়েকদিনে ইমন ভাইকে নিয়ে যত গুলো লেখা এসেছে সব গুলো এই পোষ্টে দেওয়ার চেষ্টা করেছি ! সামনে যারা লিখবেন তাদের গুলোও যোগ করে দিবো !

Click This Link





এবার আসি তার লেখা গুলো কথা নিয়ে ! ইমন ভাইয়ের গল্পের দিকে আমার আকর্ষন ছিল সব থেকে বেশি ! তিনি সবার জন্য একটা কাজ করে গেছেন সেটা হল প্রত্যেকটা লেখারই আলাদা আলাদা ক্যাটাকরি করে লিখছেন ! এই জন্য গল্প আর অন্যান্য লেখা গুলো আলাদা করে সুবিধা হয়েছে খুব !



ইমন ভাইয়ের লেখা গুলো ! ক্যাটাকরি অনুসারে !



১. ভৌতিক গল্প: তার লেখা সব ভুতের গল্প গুলো পাবেন নিচের লিংক

Click This Link



২. গল্প: ইমন ভাইয়ের লেখা গল্প গুলো

Click This Link



৩. রহস্য/থ্রিলার/সাইফাই গল্প: রহস্য আর থ্রিলার গল্প কার না ভাল লাগে ! নিচে আছে তার লেখা রহস্য আট থ্রিলার গল্প গুলো

Click This Link



৪. জেন গল্প: এখানে ভাবেন একটু ভিন্ন স্বাধের গল্প !

Click This Link



৫. ঐতিহাসিক গল্প: ছোট বেলায় ইতিহাস আমার খুব অপছন্দের একটা বিষয় ছিল ! কিন্তু ইমন ভায়ের ইতিহাস বিষয়ক গল্প গুলো ছিল সত্যি দারুন ! কেন যে ক্লাসের বই গুলো ইমন ভাই লিখলো না !!

Click This Link



৬. রূপকথা ও অনুবাদ গল্প: রূপকথ আর অনুবাদ গল্প গুলোও চমৎকার !

এাখনে কেবল আমাদের দেশে রূপকাথাই না পাবেন আর বিভিন্ন দেশের রূপকথার গল্প !

Click This Link



৭. কবিতা: কেবল যে ইমন ভাই গল্পকার ছিলেন তাই কিন্তু না ! কবিতাও লিখতে ন ভারি চমৎকার !

Click This Link



৮. বিদেশি ভাষার কবি ও কবিতা: নিজে চমৎকার কবিতা লিখতেন সাথে চমৎকার অনুবাদও করতেন ! কিছু কবিদের নিয়ে লেখাও তার আছে !

Click This Link



৯. রবীন্দ্রনাথ: ইমন ভাইয়ের রবীন্দ্রনাথের প্রতি বিশেষ একটা টান ছিল । তার প্রথম পোষ্টও ছিল রবীন্দ্রনাথ কে নিয়েই ! এখানে আছে তার সমস্ত রবীন্দ্রনাথ বিষয়ক লেখা !

Click This Link



১০. জীবনানন্দ: জীবন বাবুকে নিয়েও তার কম লেখা নেই !

Click This Link



১১. লালন: এবার দেখুন তার লালনকে নিয়ে লেখা গুলো !

Click This Link



১২. গৌতম বুদ্ধ: আর একজ বিখ্যাত মানুষকে নিয়ে তার আগ্রহ ছিল সে হল গৌতম বুদ্ধ ! কত ভাবনা আর লেখা তিনি লিখেছেন!

Click This Link



১৩. বিখ্যাত মানুষের একদিন: মানুষ যে কত জ্ঞনের অধিকারী হতে পারে ইমন ভাই তার পবড় উদাহরন ! বিখ্যাত মানুষেরদের একদিনের একটা বিশেষ কিছু নিয়ে এই বিভাবটা ! এখানে ইমন ভাইয়ের জ্ঞান আর কল্পনার মিলন বন্ধন দেখা যায় !!

Click This Link



১৪. ব্ল্যাক: ইমন ভাই যে ব্লকের জন্য গান লিখতে আমি জানতামই না । আমার পছন্দের একটা ব্যান্ডের জন্য গান লিখেন এটা জেনে ভাল লাগলো আরো ! এটা জেনেছি অনেক পরে ! ব্ল্যাকের জন্য কিছু লেখা !

Click This Link



১৫. বাংলা গান: কিছু গান আর তার নিজের কিছু কথা ! এখানেও আপনি তার আপন বৈশিষ্টের ছোয়া পাবেন ! আছে কিছু নজরুলের গানও !

Click This Link



১৬. ইংরেজি গান: ইংরেজি গান নিয়েও তার কিছু লেখা! গান ও গানের প্রেক্ষাপট ! রেজিনা স্পেকট, ক্রিস রিয়া,মাডি ওয়ার্টাস,এরিক ক্লাপটন, গ্লোরিয়া এস্তেফান, মারি ফ্রেডারিকসন আরো কত শিল্পিদের নিয়ে লেখা !

বনি এমের মাবেকার আমার পছন্দের একটা গান ! ইমন ভাই এটা নিয়েও একটা পোষ্ট দিয়ে ছিলেন !

Click This Link



১৭. রাগ সংগীত ও যন্ত্রসংগীত রাগ সংগীত নিয়ে তার ভাবনা গুলো । আছে যন্ত্র সংগীত !

Click This Link

Click This Link



১৮. বাংলা ইতিহাস ও ঐতিহ্য: বাংলার ইতিহাস আর ঐতিহ্যের নিয়েও আছে তার অনেক গুলো লেখা !

Click This Link



১৯. প্রচীন ও আধুনিক ইতিহাস: কেবল দেশিও ইতিহাস নিয়েই না তিনি ভাবতেন প্রাচীন আর আধুনিক ইতিহাস নিয়েও !

Click This Link

Click This Link



২০. চিত্রকলা: চিত্রকলার বিভিন্ন কালজয়ী শিল্পী ও তাদের সৃষ্ট শিল্প গুলো নিয়ে লেখা তার লেখা গুলো !

Click This Link



২১. ধর্ম: বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন ধর্মীয় মতবাদ নিয়ে লেখা গুলো !

Click This Link



২২. মিথ ও দর্শন: আছে দর্শন আর মিথ নিয়ে লেখা গুলো !

Click This Link

Click This Link



২৩. মরমীবাদ: মরমীবাদ নিয়েও তার আছে অনেক গুলো লেখা

Click This Link



২৪. প্রবন্ধ ও নিবন্ধ: এতো কিছু তো হল । এবার চিনবেন একজন গবেষক হিসাবে ইমান ভাইকে ! তার কিছু প্রবন্ধতে তিনি দিয়েছেন তার আপন বৈশিষ্টের ছোয়া !

Click This Link



২৫. শব্দ: শব্দ নিয়ে দুটি লেখা

Click This Link



২৫. বই পরিচিতি: এমন কিছু বইয়ে রকথা তিনি লিখেছেন আমি তার কিছু কোনদিন জানতাম ই না যদি না ইমন ভাইয়ের পোষ্ট না থাকতো । আছে কিছু প্রয়োজনীয় বইয়ের ডাউনলোড লিংক !

Click This Link



২৬. স্বপ্ন ও পরিকল্পনা: সব চেয়ে চমৎকার এই বিভাগটা ! এখানে তার কিছু স্বপ্নের কথা লেখা আছে, আছে কিছু পরিকল্পনার কথা ! আসুন দেখা নেওয়া যাক !

Click This Link



২৭. বিবিধ: এখানে বিবিধ লেখা পাবেন !

Click This Link





এগুলো গেল ইমন ভাইয়ের লেখা ! আসুন এবার দেখা যাক তার পছন্দের কিছু লেখার সংলন ! যে লেখা গুলো তার পছন্দের বা প্রিয় পোষ্টের তালিকায় ছিল !

Click This Link



কে ইমন ভাইয়ের পোষ্টে শেষ কমান্ট করেছে এটা মনে হয় বের করা সম্ভব না । কিন্তু ইমন ভাই কোন কোন পোষ্টে শেষ বারের মত কমান্ট করেছেন এটা মনে হয় তুলে ধরা সম্ভব !

১. শেষ কমান্ট রি ছিল সিরাজ সাইয়ের এই পোষ্টে

Click This Link

২. এর আগের টাও ছিল তারই অন্য একটা পোষ্টে

Click This Link

৩. এর আগের টা shapnobilash_cu এর পোষ্টে

Click This Link

৪. তার আগের টা ই ম ন এর পোষ্টে

Click This Link

৫. শামস্ বিশ্বাস এর পোষ্টে

Click This Link

৬. রিদওয়ানুর রহমান রোজেনের পোষ্টে

Click This Link

৭. ফারিয়ার পোষ্টে

Click This Link

৮. অপূর্ণের পোষ্টে

Click This Link

৯. অপু তানভীরের পোষ্টে

Click This Link

১০। শায়মা আপুর পোষ্টে

Click This Link





ইমন ভাইকে নিয়ে লেখা আজ এই পর্যন্তই !! কিন্তু এখানেই এর সমাপ্তি নয় !!

প্রিয় ইমন ভাই আপনি যেখানেই থাকুন সব সময় ভাল থাকুন ! আপনার পরিচিত সবাই আপনাকে সব সময় মনে রাখবে ! কোনদিনও ভুলবে না !





মন্তব্য ৮৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: গুড পোষ্ট।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

সায়েম মুন বলেছেন: তার প্রতি সম্মানার্থে যথেষ্ট করেছেন। দেখে ভাল লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

অপু তানভীর বলেছেন: তার প্রতি সম্মান আজীবন !!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: তাই হোক সবার প্রেরনা
শুভকামনা

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

অপু তানভীর বলেছেন: হুম !!

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

আমিনুর রহমান বলেছেন: osadharon proyash +++

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
তার প্রতি সম্মানার্থে যথেষ্ট করেছেন।+++++++++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

ওই চোরা বলেছেন: ইমন ভাই বেহেশ্তে গেছেন, দুঃখ কইরোনা ভাইয়েরা। উনি শান্তিতেই থাকবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: এতো গুলো মানুশ যাকে ভালবাসে তিনি অবশ্য শান্তিতেই থাকবেন ! তবুও আমরা তার জন্য আসুন দোয়া করি !!

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

নেক্সাস বলেছেন: ভাল উদ্যেগ অপু

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !!

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

মারসেনারি বলেছেন: ওই চোরা বলেছেন: ইমন ভাই বেহেশ্তে গেছেন, দুঃখ কইরোনা ভাইয়েরা। উনি শান্তিতেই থাকবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: আমিন !

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

দলছুট শুভ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। পোস্টে ++ সাথে হলুদ তারা

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

হৃদয় বাংলাদেশ বলেছেন: নিক রেজিঃ করার আগে থেকেই ইমন জুবায়ের ভাইয়ার পোস্ট পড়েছি। কিন্তু আমার মন্তব্য করার সুযোগছিলনা। যখন মন্তব্য করার সুযোগ পেলাম-তখন ইমন ভাইয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন নাফেরার দেশে। আল্লাহ উনাকে বেহেস নসীব করুণ। আমীন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

অপু তানভীর বলেছেন: আমীন !!

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

মাক্স বলেছেন: কাহিনী কি অপু ভাই? আমি লিংক গুলাতে ঢুকতে পারতেছিনা। অবশ্য আমি মোবাইল থেকে। পিসি থেকে কি লিংকে ঢুকা যাচ্ছে?

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

অপু তানভীর বলেছেন: আমি তো ভয় ই পেয়ে গেছিলাম আপনার কথা শুনে !
মোবাইল থেকে অবশ্য ঢোকা যাচ্ছে না । তবে পিসি থেকে কাজ হচ্ছে !! পিসি থেকে ঢুকুন !!

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: ইমনভাইয়ার জ্ঞানের পরিধি কতখানি ছিলো তা পরিমাপ করা না গেলেও একটু হলেও ধারনা করা যায় তার বিবিধ টাইপ লেখাগুলো দেখে।


তার শেষ কমেন্টের ঘরে বা তার প্রিয় পোস্টের তালিকায় আমার নামগুলোই আমাকে বেশী কষ্ট দিয়েছে। আমি সারাজীবন যার যোগ্য নই সেটা পেয়েছি আমার প্রিয়জনদের কাছ থেকে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

কালোপরী বলেছেন: অসাধারণ উদ্যোগ :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

অচিন.... বলেছেন: দারুন কাজ করেছেন অপু ভাই।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

জাকারিয়া মুবিন বলেছেন: গুড জব।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অপু।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ হাসান ভাই !!

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

ইখতামিন বলেছেন: খুব ভালো লাগলো

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: পোষ্ট টা লিখতে আমার নিজেও খুব ভাল লেগেছে !!

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

লোনলিফাইটার বলেছেন: গুড জব অপু :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !! :):)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

আরজু পনি বলেছেন:

খুব ভাল একটা কাজ করেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপু !!

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

রেজওয়ান তানিম বলেছেন: কষ্টসাধ্য এই কাজটির জন্যে অভিবাদন জানাই

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !!

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল উদ্যেগ

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া !

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১

সিদ্ধার্থ. বলেছেন: অনেক পরিশ্রম করেছেন ।অনেক ধন্যবাদ ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

অচিন্ত্য বলেছেন: +++++++++++++
এই মানুষটির প্রতি আমার ঋণের শেষ নেই। বড় অসময়ে চলে গেলেন। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: আসলেই বড় অসময়ে চলে গেলেন.........

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

অচিন্ত্য বলেছেন: আমার ফেসবুক টাইমলাইনে শেয়ার করার চেষ্টা করলাম। হচ্ছেনা, কেন জানি

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: হচ্ছে না ??
কি জানি কেন !!

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

~মাইনাচ~ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন,

উনার জন্যই ব্লগে আসতে হল আজ।

আমার খুবিই প্রিয় একজন ছিলেন সামুতে। যাঁর লেখা আমি মন দিয়ে পড়তাম যেটুক পড়তাম। এই মহান অতুলনীয় ব্লগারের স্থান পূরণ হবার নয়। এমন নিরলস, নির্ভেজাল, শান্তিপ্রিয়, হাসি খুশি, স্নেহশীল, পরসহীষ্ঞু, একনিষ্ঠ লেখক এ ব্লগ জগতে আর একটারও সৃষ্টি হবেনা আমি নিশ্চিত করেই বলতে পারি। ব্লগে আহংকার করার মতন একটা যে একটা জায়গা ছিল সেটা আজ আর রইলনা।


উনি যেখানেই গেছেন যেন শান্তিতে থাকেন, আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন। আল্লাহ উনার জীবনের সব পাপ মুছে দিয়ে কবরে শান্তি বর্ষিত করুক।



আচ্ছা উনার জন্য সবাই পোষ্ট দিয়েছেন অনেক অনেক, ভাল কথা। কিন্তু কেউ কি মনে মনে একটিবার হলেও একটা সুরা পাঠ করে দোয়া করেছেন। হয়তো করেছেন অনেকেই। আমিও করলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: শুধু আপনারই না সকলেরই প্রিয় মানুষ ছুলেন উনি !! অনেক বেশি প্রিয় !!

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

অনীনদিতা বলেছেন: খুব ভাল একটা কাজ করেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

নস্টালজিক বলেছেন: চমৎকার একটা কাজ!

আপনাকে অভিনন্দন ইমন ভাই এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোয়!

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ছোট্ট নিথী বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। তাকে না হয় এখানথেকেই একটু একটু করে চিনে নিব।
ধন্যবাদ অপু তানভীর!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

অপু তানভীর বলেছেন: তোমাকেও ধন্যবাদ ছোট্ট নিথী !!

৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

জমিদার হুজুর বলেছেন: উনার লেখাগুলো পড়লাম । মনেহয় অনেক আগেই সামুতে লগইন করা দরকার ছিলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: হুম !!

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

পাড়ার মেঝ ভাই বলেছেন: তার প্রতি সম্মানার্থে যথেষ্ট করেছেন। দেখে ভাল লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

মোহনা১ বলেছেন: এমন কিছুই খুঁজছিলাম । অসংখ্য ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

পেঁচালি বলেছেন: খুব ভাল একটা কাজ করছেন ++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!!

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

শিশেন সাগর বলেছেন: প্রিয়তে সেই সাথে +++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: :):):)

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

সোহাগ সকাল বলেছেন: অনেক ধন্যবাদ অপু। খুব ভালো লাগলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: :):):)

৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

লেখোয়াড় বলেছেন:
++++++++++++
প্রিয়তে।
আপনাকে ধন্যবাদ এতবড় একটা ভাল কাজের জন্য।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

৩৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৩

হুমায়রা হারুন বলেছেন: ++++++++++++
প্রিয়তে।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:২১

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ !

৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

একজন সৈকত বলেছেন:
অনেক ধন্যবাদ এমন একটি প্রশংসনীয় কাজ করার জন্য।
প্রিয়তে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সজল৯৫ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ........ প্রিয়তে রাখার মতো একটি মহান পোস্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

এম মশিউর বলেছেন: উনার সময়ে ব্লগিং করার সৌভাগ্য আমার হয় নি।
এই পোস্টি থেকে ইমন জুবায়ের সম্পর্কে মোটামুটি ধারণা পাবো বলে মনে করছি।

এমন সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ অপু ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

টয়ম্যান বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটি প্রশংসনীয় কাজ করার জন্য।
++++++

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

মধু নদীর জোলা বলেছেন: আপনাকে একরাশ ধন্যবাদ এতবড় একটা ভাল কাজের জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৪৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৭

রুদ্র জাহেদ বলেছেন: লিন্ক থেকে বিষয়ভিত্তিক পোস্টে প্রবেশ করা যাচ্ছে না কেন?

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

অপু তানভীর বলেছেন: সামুর নতুন ভার্শন আপগ্রেড করার পর বিষয়ভিত্তিক অপশনটা গায়েব করে দিয়েছে । এখনও সেটা ঠিক করে নি । কবে করবে সেটা জানা নাই ।
সামু ঠিক করলে হয়তো আবারও দেখতে পাবেন ।

৪৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: তথ্য জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.