নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

রোদসী আর স্টুপিড তানভীরের গল্প !

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

রোদসী আবার ঘড়িটার দিকে তাকালো !

১০.১৭ !

এখনও এক ঘন্টাও হয় নি রোদসী তানভীরের সাথে ঝগড়া করেছে, আর এখন থেকেই রোদসীর মনের ভিতর কেমন একটা অস্থিরতা শুরু হয়ে গেছে !

বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে ! আর মনে মনে বলছে গাধাটা এখনও ফোন করছে না কেন ? স্টুপিড কোথাকার ! ফোন করতে মানা করেছি বলে ফোন করবে না ? সব কথা কি শুনতে আছে ?

রোদসী নিজেই মোবাইল ফোনটা হাতে নেয় ! এই স্ক্রীন ওয়াল পেপারে তানভীরের ছবিটা রয়েছে । কিছুক্ষন এক ভাবেই তাকিয়ে থাকে তানভীরের ছবিটার দিকে । রোদসী জানে তানভীরের মোবাইল ওয়াল পেপারেও রোদসীর ছবি সেট করা আছে ।

প্রথম যে দিন রোদসী নিজের ছবি তানভীরের মোবাইল স্ক্রীনে দেখে সে দিন খুব রাগ করেছিল । বলেছিল

-তুমি আমার ছবি মোবাইলে কেন লাগিয়েছ ? মানুষজন দেখলে কি বলবে ?

তানভীর খানিকটা অবাক হয়ে বলল

-কি বলবে মানে ? আমার বউয়ের ছবি আমি আমার মোবাইলে লাগিয়েছ এখানে কার কি বলা আছে ?

তানভীর যে ভাবে জোর দিয়ে বলল আমার বউয়ের ছবি রোদসী আর কিছু বলতে পারলো না । তানভীর বলল

-দেখ, মোবাইল এখন একটা জরুরী জিনিস । প্রত্যেকটা কাজে এর দরকার । আমি চাই যখনই আমি কোন কাজ করতে যাই তখনই যেন তোমার ছবিটা আমার চোখের সামনে ভেষে উঠুক !

রোদসী আবা রকেবল চুপ করে শুনে যায় তানভীরের কথা ! কি এক অদ্ভুদ ভাল লাগা ছুয়ে যায় ওর সারা মন জুড়ে ! তানভীর আবার বলল

-জানো প্রতিদিন সকাল বেলা চোখ মেলেই আগে মোবাইলের দিকে চোখ যায় । তোমার ছবি দিয়ে দিনটা শুরু হয় ! যখন আমাদের বিয়ে হয়ে তখনতো এমনিতেই প্রতিদিন সকালে তোমার মুখ দেখে ঘুম ভাঙ্গবে এখন থেকেই সেই অনুভুতি নেওয়ার চেষ্টা করছি ।

রোদসী কেবল অনুভব করে যে তার চোখে পানি চলে আসছে ! অন্যদিকে মুখ সরিয়ে নেয় । তানভীর কে এই চোখে রপানি দেখানো যাবে না । ও খুব রাগ করবে ।

রোদসী তাড়াহুড়া করে বলে

-আমি এখন যাই ! মা ডাকছে মনে হয় !

রোদসী আর তানভীরদের বাড়ি প্রায় কাছাকাছি । তাই চটকরে আসা যাওয়া যায় !



আজ রাতের ঝগড়াও বেধেছে এই চট করে আসা যাওয়া নিয়েই । সন্ধা বেলার দিকে রোদসীর মনটা কিছুটা অস্থির ছিল । কিছুই যেন ভাল লাগছিল না ! তানভীর কে কেবল দেখতে ইচ্ছা করছিল । তানভীর কে ফোন দিল ।

-কি কর ?

তানভীর বলল

-কালকে পরীক্ষা আছে । এখন পড়ছি ।

-একটু আসো না ? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে ।

-না সোনা এখন আসা যাবে না । বাবা বাসায় আছে । একদম গেটের কাছে বসে আছে । এখন বাসা থেকে কোন ভাবেই বের হওয়া যাবে না । আর বাইরে কি ঠান্ডা দেখেছ !!

-তুমি আসবে না ?

-একটু বোঝার চেষ্টা কর ! দুপুর বেলাতেই তো দেখা হল ।

-আচ্ছা এখন আমার সাথে তুমি সময় হিসাব করে দেখা করবে ? দুপুরে দেখা করেছ বলে আর এখন দেখা করা যাবে না ? ওকে ফাইন ! আমার সাথে দেখা করা যখন তোমার এতো ঝামেলা তখন আজকের পর আর দেখাই করা লাগবে না । খবরদার তুমি আর আমাকে ফোন দিবা না ! মনে থাকে যেন !!

রোদসী ফোন রেখে দেয় ! তারপর মোবাইলটা বন্ধ করে রাখে ।

কিন্তু কিছুক্ষন পরেই রোদসীর রাগ পড়ে যায় । মনে মেন ভাবে তানভীর ঠিকই তো বলছিল । ওর বাবা গেটের সামনে বসে আছে কিভাবে বের হবে এই শীতে রাতে । আর এই বার সিলেটে যা শীত পরেছে । রোদসী মোবাইল অন করে ।

ভেবেছিল তানভীর ফোন করতে না পেরে মেসেজ পাঠাবে । কিন্তু দুতিন মিনিট পরেও যখন কোন মেসেজ আসলো তখন রোদসীর মনটা খানিকটা খারাপ হল ।

তারপর সময় যখন যেতে থাকলো রোদসীর মন তত খারাপ হতে লাগলো । বারবার মনে হতে লাগলো গাধাটা ফোন করছে না কেন ?

ফোন করতে মানা করেছি বলে ফোন করতে হবে না নাকি ?

গাধা !! উল্লুক !!

স্টুপিড !!



তানভীরের ফোন আসলো আরো বিশ মিনিট পরে । এতোক্ষন তানভিরের ফোনের জন্য রোদসী অপেক্ষা করছিল । আর যখনই ফোনটা এসে হাজির হল তখনই আবার এক বুক অভিমান এসে জড় হল !

বারবার মনে হল এতোক্ষন পরে কেন ফোন দিল ?

আরো আগে কেন দিল না । ফোন রিসিভ করবো না !!!

করবে করবে করেই শেষ মুহুর্তে ফোনটা রিসিভ করেই ফেলল।

রিসিভ করেই বলল

-এতোক্ষন ফোন দেও ন কেন ?

-আরে আজিব তো ! তুমিই তো নিজেই বললে ফোন না দিতে ! আর এখন বলছো কেন ফোন দাও নি ! তোমাদের মেয়েদের সাইকোলজি বড় জটিল ।

-কেন ফোন ফোন দাও নি আগে বল !

-আরে বাবা ! ফোনে টাকা ছিল না একদম । তুমি যখন ফোন রেখে দিলে তোমাকে ফোন দিতে গিয়ে দেখি একদম টাকা নাই । আবার মোড়ের মাথায় গেলাম । রিচার্ড করে তার পর আসলাম ।

-মোড়ের মাথায় ? এতো রাতে ?

-কি করবো ? আমার পাগলী টা আমার উপর রাগ করে আছে । রাগ ভাঙ্গাতে হবে না ?

-তাই বলে এই শীতের ভিতর এতো দুরে যাবে ?

রোদসীর খুব অপরাধী মনে হয় নিজেকে । ব্যাচারা এই শীতে ভিতরে এতো দুরে গেল কেবল ওর একটা ছেলে মনুষীর জন্য ! নিজেকে খুব খারাপ মনে হল রোদসীর । রোদসী বলল

-আমি তোমাকে খুব জ্বালাতন করি ! তাই না ?

তারপর আপনা আপনি খানিকটা ফোঁপানী চলে এল ।

তানভীর বলল

-আরে আরে ! এই পাগলী কোথাকার !! তুমি আমাকে জ্বালাবে না তো কে জ্বালাবে ! বল আর কেউ আছে আমার । এখন কান্না বন্ধ কর ! তা না হলে কিন্তু আমি বাসায় চলে যাবো !

রোদসী অবাক হয় ! বাসায় চলে যাবো মানে ঠিক বুঝতে পারে না । বলল

-বাসায় যাবো মানে ? তুমি এখন কোথায় ?

-আরে তুমি না বললে আমার সাথে দেখা করতে মন চাইছে । এইতো আমি তোমাদের বাড়ীর পিছন পাশে ! জানলা টা একটু খোল ! বাইরে যা ঠান্ডা না !! আবার কালকে পরীক্ষাও আছে ।

হঠাৎ করেই রোদসীর সব কিছু যেন এলো মেলো হয়ে গেল । ওর কেবল একটা কথাই মনে হল তানভীর ওর জন্য এই শীতের ভিতর বাইরে দাড়িয়ে আছে । জানলা খুললে হবে হবে না । যে কোন মূল্যেই ওকে এখন ওর সাথে দেখা করতে হবে ! হবেই !

কেবল একটা চাদর গায়ে দিয়েই রোদসী বের হয়ে গেল । ওর মা পেছন থেকে ডাক দিয়েছিল বলল নীলুদের বাড়ি যাচ্ছে । নীলুদের বাড়ি ঠিক ওদের বাড়ির বাড়ির পাশেই ।



রোদসী জোড়ে পা চালায় ! ঐ তো তানভীরকে দেখা যাচ্ছে । রোদসীর বুকটা কেমন আন্দোলিত হতে থাকে । যেন মনে হচ্ছে কত প্রতীক্ষার পরে ওদের দেখা হতে যাচ্ছে !! একরাশ ভাল লাগা ওর সারা দেহমনটাকে বিমোহিত করে ফেলে !











গল্পের বাকীটুকু আমি আর লিখলাম না । আপনারা নিজেরাই কল্পনাই করে নিন ! গল্পে যে নায়ক তানভীরের কথা বলা হয়েছে সেই তানভীর কিন্তু আমি না ! অন্য এক তানভীর । কারন মরে গেলেও শীতের রাতে আমি লেপের ভিতর থেকে বের হতাম না ! কোন ভাইবেই না !

আমার ফেসবুক পেইজে রোদসীর সাথে আমার প্রায়ই কথা হয় ! রোদসীর মনের মানুষটার নাম তানভীর ! তাদের ভিতর এমন খুনটুসী ভালবাসা লেগেই থাকে ! আমার এই ছোট্ট আপুটার জীবনটা যেন সব সময় সুন্দর হয় !

আপনারা সবাই এই জুটিটার জন্য দোয়া করবেন !!

মন্তব্য ৯২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

আমি স্বার্থপর বলেছেন: দোয়া রইলো। :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

প্রিয়তমেষূ বলেছেন: ছেলেটা শুধুই প্রেমের গল্প লেখে.........।ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

অপু তানভীর বলেছেন: হুম !! আর কি করবো বলেন আপু ?? ;) ;) :#) :#) :!> :#>

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: আর এই বার সিলেটে যা শীত পরেছে /:) /:)

jibonda tama tama hoia gelo vai!
golpo valu hoise B-))

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

অপু তানভীর বলেছেন: আর কয়েন না ভাই !! আসলেই তামা তামা হইয়া গেল !!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

মারুফ মুকতাদীর বলেছেন: পড়লাম !

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

অপু তানভীর বলেছেন: পড়লেন !! তারপর ??

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

রহমান মাহমুদুর বলেছেন: বালের পোষ্ট দিয়েছে =p~ =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

অপু তানভীর বলেছেন: তোরে কিক মেরে দূর করলাম !

মন্তব্য মুছলাম না কারন রিপোর্ট করেছি !! সবাই দেখুক সামুর দুর্ঘন্ধ সৃষ্টিকারী প্রাণী গুলো কারা !!

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

শীলা শিপা বলেছেন: গল্পটাতে কেমন যেন একটা তাড়াহুড়া ভাব ছিল।আর ভাল লাগছে ডেইলি বলতে ইচ্ছা করে না।বুঝে নিয়েন ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

অপু তানভীর বলেছেন: ঠিক গল্প না ! এটা কিন্তু বাস্তব নিয়েই লেখা !! কালকে ঠিক এমন কিছুই হয়েছিল রোদসীর সাথে !!

আর ভাল লাগছে বলতে হবে না ! কেবল পড়লেই হবে !!

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

জীবন্মৃত০১ বলেছেন: ধুর্বাল

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: হায়রে আমার আবাল বানানটাও ঠিক মত লিখতে পারলি না !!

তোকেও কিক মেরে দূর করলাম !!

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

একপশলাবৃষ্টি বলেছেন: :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

অপু তানভীর বলেছেন: :):)

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

রোড সাইড হিরো বলেছেন: Doya Roilo tomar Chhoto Apunitar jonno...

রহমান মাহমুদুর Ar জীবন্মৃত০১: Ei post theke dure giye moren...... X( X( X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ দোয়া করার জন্য !!

আর দুর্ঘন্ধ সৃষ্টিকারী প্রাণী গুলো সব দূরে গিয়া মরুক !!

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

সপ্নীল আমি বলেছেন: ভালো লাগলো। কিন্তু এই ঠান্ডায় আমার পক্ষে সম্ভব না এই ভাবে দেখা করা........ :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অপু তানভীর বলেছেন: আমার পক্ষে তো সম্ভবই না !!

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

লোনলিফাইটার বলেছেন: রহমান মাহমুদুর @জীবন্মৃত০১ রে কানে একটা চটকনার সহিত পোস্ট থেকে কিক মেরে আউট করে দাও অপু X( X( X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: সব কটা কে কিক মেরে আউট করছি ভাই !!

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

পরিবেশ বন্ধু বলেছেন: আজিব

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: কেন ???

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

এম ই জাভেদ বলেছেন: দারুন খুনসুটির রোম্যান্টিক মিনি গল্প ভাল লেগেছে/

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: :):):)

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :) :) :) :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

অপু তানভীর বলেছেন: :):):)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শান্তা273 বলেছেন: ভালবাসায় ভরপুর !!!
দোয়া রইল।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আসাদুজ্জামান আসাদ বলেছেন: রহমান মাহমুদুর ও জীবন্মৃত০১ আপনাদের দ'জনকে বলছি, কারো প্রশংসা না করতে পারেন তাতে কোন সমস্যা নেয়, কিন্তু কারো সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না। আপনাদের কি সাইকো সমস্যা আছে নাকি? যতসব আজে বাজে লোক আসে সামুতে।

বরাবরের মত ভাল লাগলো আপনার মিনি গল্প। ভাল থাকুন সবসময় ভাললাগার সাথে। আমার মনে হয় সামুতে ব্যান নামে কিছু একটা আছে!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: এদের কে বলে কোন লাভ নাই !! এগুলা কেন যে সামুতে আসে ঠিক বুঝি না । গল্প ভাল লাগবে না কোন ব্যাপার না । বলবে যে ভাল লাগে নি ! কথা শেষ !! এমন সব ভাষা ব্যাবহার করে মনে হয় সামনে পেলে দুই গালে থাপ্পর লাগাই !!

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

কাওছার০ বলেছেন: ভালো লাগলো :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

অন্ধ তীরোন্দাজ বলেছেন: ভালো লাগলো না। আরেকটু ম্যাচিউরড কিছু আশা করেছিলাম। ( আমি কিন্তু আপনাকে অনুসরন করি)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

অপু তানভীর বলেছেন: ভাল লাগে নাই !! :(:(:(:(

অবশ্য আমার সব লেখাই তো ছেলে মানুষীতে ভরপুর !!

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি যদিও আপনার সব গুলো লেখাতে মন্তব্য করি না, ভাববেন না যে আপনার লেখা আমি পড়ি না। এক এক বার ঢুকি আর সব গুলো একসাথে পড়ি। তবে সমস্যা কি জানেন? আমি নতুন করে প্রসংশা করার কিছু পাই না। :) আপনার প্রতিটি লেখাই চমৎকার।

অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

অপু তানভীর বলেছেন: আমি জানি !! আমি কিন্তু আপনার প্রতিটা পোষ্টই পড়ি !! মন্তব্য না করলেও আমি পড়ি !!

ধন্যবাদ !!

২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

নেক্সাস বলেছেন: অপু প্রেমিক গল্প ভালো লাগলো। লিখে যাও

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !!

২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

রীতিমত লিয়া বলেছেন: ভাল লিখেছেন এবং তাদের দুজনের জন্য শুভকামনা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপু !!

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

সিলেটি জামান বলেছেন: আপনার গল্প গুলো পড়িয়া মনের মধ্যে বরফ হয়ে থাকা পেরেম গলতে শুরু করছে এই শীতের মধ্যে। ভাবতাছি এক্কান পেরেম কইরা লামু নিশি, টিয়া অথবা ময়নার সাথে :D :D B-) B-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: কইরা ফালান !! আমি আছি না ?? নো টেনশন !! :):)

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয়তমেষূ বলেছেন: ছেলেটা শুধুই প্রেমের গল্প লেখে.........।ভালো লাগলো।

তাতে কি লেখে কিন্তু চমৎকার

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ অথর্ব ভাই । আসলে এমন কিছু চমৎকার চমৎকার মন্তব্যের জন্যেই কেবল লিখতে মন বলে !!

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

বিষণ্ণ বালক বলেছেন: আপনাকে হিংসা হয়, দারুন রোম্যান্টিক একজন মানুষ আপনি। গড গিফটেড একটা গুন যা ঈশ্বর আমাকে দেননি তাই কিছু হলনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

অপু তানভীর বলেছেন: না রে ভাই আমি অতোটা রোমান্টিক কিন্তু না বাস্তবে !!

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

সত্য নয় মিথ্যা বলেছেন: প্রেমিকা দেশে থাকে না এমন গল্প লিখবেন ✘এkta ভালো লাগে নাই

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

অপু তানভীর বলেছেন: আমি ঠিক বুঝতে পারি নি আপনি কি বলতে চেয়েছেন !!!

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০

ক্লান্তিহীন পথচারী বলেছেন:
গল্পের বাকীটুকু আমি আর লিখলাম না । আপনারা নিজেরাই কল্পনাই করে নিন ! গল্পে যে নায়ক তানভীরের কথা বলা হয়েছে সেই তানভীর কিন্তু আমি না ! অন্য এক তানভীর । কারন মরে গেলেও শীতের রাতে আমি লেপের ভিতর থেকে বের হতাম না ! কোন ভাইবেই না !


আমিও না। আমার মনে হয় না এত বড় পাগল আছে। তবে যদি কেউ আসলেই বের হয় তাহলে তার পদধূলি নিতে রাজি আছি। :#)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

অপু তানভীর বলেছেন: না রে ভাই আমি তার পদ ধূলীও নিতে রাজি নই !! শীতের রাতে ঘুমানর উপর আর কিছু আছে নাকি !!

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

জাকারিয়া মুবিন বলেছেন: বরাবরের মতই ভাল লেগেছে।

পাগলামি ছাড়া কি প্রেম হয়?
একজন সফল প্রেমিক হিসেবে বলতে পারি এর চাইতেও বেশী পাগলামি বাস্তবে করেছি। তাও তো ৭/৮ বছর আগে।
আমার পাগলামি দেখে যদি ভালবাসার মানুষটির চোখে আবেগে পানিই না আসল, তাহলে সেটা কেমন ভালবাসা?

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: তাই নাকি ?? কাহিনী কি একটু যদি বলতেন বিস্তারিত তাহলে হয়তো আরো একটা গল্প লেখা হয়ে যেত !!

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাল লিখেছেন। ছোট গল্পের সব কিছুই পেলাম। তবে মনে হয় খুব তাহুরা ছিল। চরিত্র গুলো নিয়ে আরেকটু বর্নণা থাকলে আরো মজা পেতাম। আপনার গল্পের নায়িকাদের শুভেচ্ছা। তারা আসলেই চমৎকার। ভাল লেখা অবিরাম চলতে থাকুক............

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন !! চরিতে গুলোর আরও একটু বর্নণা দেওয়া দরকার ছিল !!
ভাল থাকবেন !!

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

অপ্র্রকাশিত বলেছেন: বরাবরের মতো.... ++++++ |-) |-) |-) |-)

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

অপু তানভীর বলেছেন: ঘুম চলে আসলো গল্প পড়ে ??

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ধূসর সন্ধ্যা বলেছেন: :(

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: কি হল মিয়া??

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

মুনন০৮১০৩৫ বলেছেন: কালকে থেকে টানা ২৫ তা লেখা পড়লাম । চরম লাগসে । আশা করি সব গুলোই ভাল হবে । খুব ভাল লিখেন । চালিয়ে জান ।আর ও বেশি বেশি লিখবেন।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

অপু তানভীর বলেছেন: করেছি !!

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শামীম আরা সনি বলেছেন: কেউ তো সামুতে কারো পোস্ট জোর করে পড়ায় না তাইনা?

@ রহমান মাহমুদুর আর জীবন্মৃত অকারনে কাউকে মাল্টি দিয়ে কমেন্ট করার মানে হয়না এরকম!!

অকারনে কারো সেন্টিমেন্ট কে আঘাত করার যুক্তিটা কি?

আশা করি উত্তর পাবো !

অপু তানভীর, শুভকামনা রইলো, এরপর এরকম কেউ কমেন্ট করলে ব্লক করে ডিলিট করে দিবেন।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

অপু তানভীর বলেছেন: আপু ওসব বলে লাভ নাই !! ওগুলা হল মস্তিস্ক বিহীন কিছু মানুষ !! আর কিছু না ! ওদের কাছে কিছু আশ করে লাভ নাই !! আর আমি অলরেডি ওদের কে ব্লক করে দিয়েছি যাতে করে আর আমার ব্লগে দূর্গন্ধ ছড়াতে না পারে !!

ভাল থাকবেন !!

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

বটবৃক্ষ~ বলেছেন: নেক্সাস বলেছেন: অপু প্রেমিক গল্প ভালো লাগলো। লিখে যান...

@জাকারিয়া মুবিন : আপনার কাহিনী তাড়াতাড়ি অপু ভাইকে জানান...

@লেখকঃ অনেক ধন্যবাদ ব্লগে ঢু দেয়ার জন্য... :) :)

রোদসীর জন্য তানভীর যেন সবসময় এমনি থাকে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

অপু তানভীর বলেছেন: হুম ! এই দোয়াই রইলো !!

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

অনীনদিতা বলেছেন: রোদসীর জন্য তানভীর যেন সবসময় এমনি থাকে। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! তুমিও সবসময় এমনই থেকো ......।।:)

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

কাউসার রানা বলেছেন: বিষণ্ণ বালক বলেছেন: আপনাকে হিংসা হয়, দারুন রোম্যান্টিক একজন মানুষ আপনি। গড গিফটেড একটা গুন যা ঈশ্বর আমাকে দেননি তাই কিছু হলনা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: বাস্তবে আমি মোটেও রোমান্টক না যেমন টা আমি গল্প লিখি !!

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

স্পাইসিস্পাই001 বলেছেন: তানভীর ভাই ...কোনো কারনে মনে খারাপ হলে তোমার গল্প পড়ি মন রিফ্রেশ করার জন্য....
গল্প নিয়ে কোনো কথা হবে না.....এককথায় দারুন...

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

অপু তানভীর বলেছেন: :):):):)

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++

ভালা লাগসে ;)

ভালো থাকবেন ভ্রাতা :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকবেন !! :):):)
আপনার মন্তব্য সব সময় মনে আনন্দ জাগায় !! :):):)

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

মাক্স বলেছেন: এইটার এন্ডিং অসাধারন হইসে। ঠিক যেমনটা চাইসিলাম কলাবাগান মাঠে চক্কর দেয়ার গল্পটায়।
ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

৪০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: আমার প্রেমিকার নাম রোদসী। :/

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: তাই নাকি ?? :-/ :-/

৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

আমি তুমি আমরা বলেছেন: +++

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: :):):)

৪২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

রীতিমত লিয়া বলেছেন: আপনার গল্প বরাবরই ভীষণ ভালো তা বলার অপেক্ষা রাখে না। :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো রে ভাই।
আর একটা কথা আমার ফোনের ওয়ালপেপারে এখনও তার ছবি দেয়া !

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

অপু তানভীর বলেছেন: আমারও ওয়াল পেপারে তারই ছবি দেওয়া !!

ভাল থাকবা মিয়া !!

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: দোয়া করলাম তারা যেন সুখী থাকে সাথে আপনিও। ++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

সাজেদুল 74 বলেছেন: কারন মরে গেলেও শীতের রাতে আমি লেপের ভিতর থেকে বের হতাম না



মিছা কথা ইদানিং আপনি লেপ থেকে বের হয়ে মেয়ে মানুষের মোবাইলে কথা বলা শুনছেন ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহহাহা !!!

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সৌমিক রহমান বলেছেন: ওরে কত প্রেম করে রে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

অপু তানভীর বলেছেন: :):):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.