নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমার পাত্রী দেখা এবং একটি পুরাতন গল্পের সমাপ্তি !!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

সবে মাত্র সামু ওপেন করেছি, পেজ এখনও পুরোপুরি লোড হয় নি মা এসে ঘরে ঢুকলো ! মুখ খানিকটা থমথম করে বলল

-তুই তাহলে যাবি না ? মেয়েটা কিন্তু বের হয়ে গেছে !!

-মা ! আমি তোমাকে কত বার মানা করবো ?? আমি জানি মেয়ে আমার পছন্দ হবে না । খামোখা দেখে কি লাভ ?

-তুই পেয়েছিস কি ? বিয়ে করবি না সরাসরি বল !

-মা বলি নি যে আমি বিয়ে করবো না । কিন্তু আমার মেয়ে সহজে মেয়ে পছন্দ হয় না তুমি খুব ভাল করেই জানো !! এখন যাকে পছন্দ হয় না তাকে তো বিয়ে করা যায় না !!

মার মুখটা আরো একটু গম্ভীর হয়ে গেল । আমার দিকে তাকিয়ে থেকে বলল

-কত গুলো মেয়ে তোকে দেখিয়েছি বল ?

-এই বিশ বাইশটা !!

-গুনে গুনে ৩১ টা মেয়ে দেখেছিস ! ৩১ জনকেই তুই বাদ দিয়ে দিয়েছিস । এখন বল তোর জন্য আমি কয়েল মল্লিক কে নিয়ে আসবো ? তাকে বিয়ে করবি তুই ??

আমার মা ইন্ডিয়ান বাংলা মুভি খুব পছন্দ করে । তার কোয়েল মল্লিক কে খুব পছন্দ ! তার মতে কোয়েল মল্লিক হল দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে !! সব সময় বলেন যে আমার বউও তিনি আনবেন কোয়েল মল্লিকের মত !

আমি মনে মনে হাসি ! আর বলি কোয়েল মল্লিককে আনলে তো হবে না সেই কোয়াল মল্লিকেরও তো আমাকে পছন্দ হতে হবে !!

অবশ্য আমার কোয়েল মল্লিক কে পছন্দ না ! আসলে আমার কোন মেয়েকেই পছন্দ না !

সত্যি কথা বলতে কি আমার কোন মেয়ে ঠিক মত পছন্দ হয় না । একটা না একটা দিক দিয়ে তাকে অপছন্দ হয়েই যায় !! অবশ্য এর পিছনে একটা কারন আছে । একটা অহেতুক কারন !!

মার কাছ থেকে আমি এই কারন টা লুকিয়ে রেখেছি ! মা যদি জানতে পারে তাহলে আমার আর কোন যুক্তিই তিনি শুনবেন না ! সোজা শিরিন আন্টির মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিবেন !



আমি মার দিকে তাকিয়ে বললাম

-মা আমার কোয়েল মল্লিক কে পছন্দ না !

-তা পছন্দ হবে কেন ? তোমার যে কি পছন্দ আমি বুঝতে পারি না !! সারা জীবন তোমার বাপের সব অদ্ভুদ পছন্দ আমাকে সহ্য করতে হয়েছে এখন তোমার সহ্য করতে হচ্ছে !!



আমি একটু সংকিত হয়ে উঠলাম । মা তুই থেকে তুমি তে নেমে এসেছে । মা যখন আমার উপর খুব হতাশ হয়ে উঠে তখন তিনি আমাকে তুমি করে ডাকে । আমি যানি একটু পরেই তিনি ইমোশনালী আমাকে কনভেন্স করার চেষ্টা করবে !! সেটা খুব বেশি সুখকর হবে না !!

আমি সেই পরিস্থিতি তে পরতে চাই না !

তাড়াতাড়া বললাম

-কথায় দেখা করতে হবে বল ?

বেশি দুরে না । মৌচাক মার্কেটের অপজিটে যে বিএফডিটা আছে না ওখানে ! মেয়ে ওখানে আসতেছে !

-একা আসছে তো ?

-হ্যা বাবা হ্যা !! আমি কি আসবো তোর সাথে ?

-কেন ? তোমাকে নিয়ে যাওয়া যাবে না । মেয়েরা সাথে আমার বিয়ে হবে ! আমি কথা বলবো !! তুমি মাঝ খানে কি করবা ?

-আমি একটু আসি ! আমিও একটু দেখলাম মেয়েটা কেমন ?

আমি আমার মা কে খুব ভাল করেই চিনি ! আমার মা এই মেয়ের ইন্টারভিউ না নিয়ে কোনদিন আমার সাথে দেখা করতে দেয় ??

আমি বললাম

-এই মেয়ের নাম কি ? আমাকে দেখেছে সে ?

-না তোকে কোথা থেকে দেখবে ?

-আমার কোন ছবি ?

-না !

-আচ্ছা !! আমি যাচ্ছি । তবে এই মেয়ে যা আমার পছন্দ হবে এটা আমি ঠিক বলতে পারছি না ।

-না রে মেয়েটা খুব ভাল । চেহারাটাও খুব মিষ্টি !! তোর পছন্দ হবে দেখিস !

আমি কিছু বলতে গিয়েও বললাম না ।

মা বলল

-মেয়েটার কাছে তোর ফোন নাম্বার দেওয়া আছে !! ও তোকে খুজে নেবে !!



বিএফসিতে ঢুকতে ঢুকতেই ফোন এসে হাজির । অপরিচিত নাম্বার থেকে ! মনে হয় মেয়েটা !

চলে এসেছে !!

আমি একটুও পুলকিত বোধ করলাম না । আমার মেয়েটা পছন্দ হবে না ! আমি এটা খুব ভাল করেই জানি !!

আমি ফোনটা রিসিভ করলাম

-আবীর বলছেন ?

-জি ! আপনি রীদি ??

-জি !! আপনি কি চলে এসেছেন ?

-হ্যা ! এই তো গেট দিয়ে ঢুকলাম !!

-আচ্ছা !! বামদিকে আসুন !!কর্ণারের টেবিলে আমি বসে আছি !!

আমি বামদিকে তাকালাম । কর্নারের দিকে একটা টেবিলে একটা মেয়ে বসে আছে ! হালকা বেগুনী রংয়ের একটা সেলোয়ার কামিজ পরে আছে ! আমি এখনও মেয়েটার মুখ দেখতে পাইনি ! মেয়েটা অন্য দিকে তাকিয়ে আছে ।

আমি বললাম

-বেগুনী রংয়ের ড্রেস ?

-জি !!

আমি ফোন কেটে দিলাম । তারপর এগিয়ে গেলাম মেয়েটার দিকে ! মনে মনে ঠিক করে নিলাম যে মেয়েটাকে কি বলতে হবে ! সেই আগের কথাই । যে কথা গুলো আমি বাকী মেয়েদের বলেছি !!



আম টেবিলের সামনে গিয়ে দাড়ালাম ।

-হাই ! আমি আবী.......

আমার কথা আটকে গেল । মেয়েটা মুখ ঘুড়িয়েছে !!

আমি কিছু বলতে পারলাম না । কেবল মনে হল আমার বুকটা খুব জোরে লাফাতে শুরু করেছে !!





তখন আমি ইন্টার পড়ি ! একদিন একাডেমিয়ার সামনে দাড়িয়ে আছি । বাসে উঠবো ! একটু শাহবাগ যেতে হবে । আমি বাসে উঠতে যাবে ঠিক এই সময়ে মেয়েটাকে দেখতে পেলাম । কিছুক্ষনের জন্য আমি যেন স্তব্ধ হয়ে রইলাম ।

মেয়েটার পরনে ছিল সাদা রংয়ের কামিজ সাথে সাদা ল্যাগিংস ! আর সাদা ওড়না ! মেয়েটার মুখটার এমন একটা মায়া লেগেছিল যে আমি সব কিছু ভুলে গেলাম । কেবল মেয়েটার দিকে তাকিয়েই রইলাম । বাস পাশ দিয়ে চলে গেল আমি দাড়িয়েই রইলাম ।

মেয়েটাকে দেখলাম তরঙ্গ প্লাসের টিকিট কাটতে ! এটাতো বনশ্রীর দিকে যায় !

আমি কোনদিন ঐ দিকটাতে যাই নি ! কিন্তু আজ কে ঐদিককার টিকিট কাটলাম । আমি ঠিক জানি না আমি কি করছি !!

এমন একটা প্রায়ই হয় ! একটা মেয়েকে দেখি ভাল লাগে ! তারপর চোখের আড়ালে চলে গেলে সব কিছু ভুলে যাই । ব্যাস । কিন্তু আজ পর্যন্ত কোন মেয়েকে দেখে আমি এমন ভাবে আন্দোলিত হই নি । আমার সাথে কি হচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না ! এমন কেন হচ্ছে ?

এমন কেন হবে ??



মেয়েটি বাসে উঠে বসলো আমিও উঠলাম পেছন পেছন । এমন জায়গার বসলাম যেন মেয়েটাকে সরাসরি দেখা যায় !! কিন্তু একটু পরে এতো লোকজন বাসে উঠলো যে আমি কেবল মেয়েটার সাদা কামিজটাই দেখতে পারছিলাম ।

মেয়েটা শান্তি নগরে নেমে গেল ! আমিও মেয়েটার পেছন পেছন নেমে গেলাম । কি করছি ঠিক বলতে পারবো না । বুঝতে পারছি মেয়েটার পিছন পিছন এই ভাবে হাটা মোটেও ঠিক হচ্ছে না । তবুও মেয়েটার পিছু পিছুই হাটতে লাগলাম । মেয়েটা একটা আবাসিক একাকায় ঢুকে পড়লো ! জায়গার নাম ঠিক মত বলতে পারবো না কারন এই দিকে আমি কোন দিন আসি নাই ! একটা সময়ে লক্ষ্য করলাম মেয়েটা যেন একটু অস্বস্তি বোধ করছে । তারমানে বুঝতে পেরেছে যে আমি ওর পিছু নিয়েছি । বেশ কয়েকবার পিছন ফিরে তাকালো !

মেয়েটা হঠাৎ দাড়িয়ে পড়লো !

আমিও দাড়িয়ে পড়লাম । এবার মেয়েটা আমার দিকে এগিয়ে এল । সরাসরি বলল

-আপনি কি আমার পিছু নিয়েছেন ?

আমি কি বলবো সত্যি কথাটাই বলে ফেললাম

-জি !!

আমার উত্তর শুনে মেয়েটা একটু যেন অবাক হল ! আসলে আমি স্বীকার করে নিবো এটা মনে হয় মেয়েটা ভাবতে পারে নি ! মেয়েটা বলল

-কেন ?

-জানি না ।

-ফাজলামো করেন ? পিছু নিয়েছেন আর বলছেন জানেন না !! দেখুন এখান থেকে চলে যান ! না হলে কিন্তু ভাল হবে না ! ....

মেয়েটা আরো কিছু বলছিল কিন্তু আমার সেদিকে লক্ষ্যই নেই ! আমি মেয়েটার ঠোট নাড়ানো দেখছি !! এতো চমৎকার ঠোট কারো হতে পারে জানাই ছিল না !

আমি বললাম

-আপনার নাম টা জানতে পারি ?

-কি ?? নাম জানতে চান ? আমি এতোক্ষন ধরে কি বললাম কিছুই কানে গেল না ?? মার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে ??

আমি একটু চুপ করে থেকে বললাম

-দেখেন আমি কেন আপনার পিছু নিয়েছি আমি জানি না । আপনাকে দেখার পর কি যে হল .... আমি বলতে পারি না । কেবল মনে হল আপনার পিছু পিছু না গেলে আমি মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবো !!

মেয়েটা আমার দিকে তাকিয়েই রইলো কিছুক্ষন !! বোঝার চেষ্টা করছে যেন আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি !!

আমি আবার বললাম

-আপনি কি এই এলাকায় থাকেন ?

মেয়েটা কোন উত্তর দিলো না ।

আমি আবার বললাম

-আপনার নামটা বলবেন প্লিজ !!

-জি না ! এভাবে নাম বলাটা ঠিক হবে না ! দেখেন আপনাকে দেখে খারাপ ছেলে মনে হচ্ছে না ! তাই কিছু বলছি না। আপনি এখন এখান থেকে চলে যান !! না হলে কিন্তু ভাল হবে না ।

মেয়েটা হাটা দিল ।

আমি আর কিছু বলতেই পারলাম না । কেবল তাকিয়ে তাকিয়ে মেয়েটার চলে যাওয়া দেখলাম । আমি মনে হয়েছিল মেয়েটাকে আমি সহজে ভুলতে পারবো না ! কিন্তু একেবারেই যে ভুলতে পারবো না সেটা নিজেও জানতাম না !!

মেয়েটার খোজে আরো অনেকবার সেই এলাকায় গেছি ! কট দাড়িয়ে থেকেছি ! কিন্তু আর কোন দিন দেখা হয় নি !

আর আজকে এতো বছর পরে মেয়েটার দেখা হয়ে গেল । তবুও আমার বিয়ের জন্য পাত্রী হিসাবে !!





-কি বসবেন না ?

রীদির কথায় আমি যেন বাস্তবে ফিরে এলাম । আমি বসলাম । বুঝতে পারছি বুকের ভিতর কেমন যেন একটা ছটফটানি ভাব অনুভব করছি ! আচ্ছা রীদি কি আমাকে চিনতে পেরেছে !! আচ্ছা ও রাজি হবে তো আমাকে বিয়ে করার জন্য ?

এতো দিন আমি সব সময় মেয়েদের কে রিজেক্ট করেছি ! আর আজকে ভয় হচ্ছে এই মেয়ে আমাকে না আবার রিজেক্ট করে দেয় !!

মানুষের কপাল !!

রীদি এতোক্ষন অন্যদিকে তাকিয়ে ছিল এবার আমার দিকে তাকালো !

ইস !!

এই কয় বছরে মেয়েটার চেহারার কোন পরিবর্তন হয় নি ! ঠোট দুটো যেন আরো সুন্দর হয়েছে ! চুল গুলোও লম্বা হয়েছে !

কি বলবো মেয়েটাকে ?

কি বললে মেয়েটা ইম্প্রেস হবে ??

কিছুই তো জানি না !!

কি করবো ??

রীদিই আগে কথা বলল

-আপনার নাকি মেয়ে পছন্দই হয় না । আপনার মা বলছিল !!

-জি !! না মানে ......

-আমাকে পছন্দ হয়েছে ? নাকি আমিও রিজেক্ট !

আমি কি বলবো বুঝতেই পারছিলাম না ! কি বলবো !!

রীদি বলল

-আমি জানি আমি রিজেক্ট হব না ! কেন জানেন ?

-কেন ?

-নিজের কাছেই প্রশ্ন করেন !!

এই কথাটা বলে রীদি আমার দিকে এক ভাবেই তাকিয়ে রইলো ! রীদির তাকিয়ে থাকা দেখেই আমার মনে হল যে ও আমাকে চিনতে পেরেছে !

রীদি বলল

-আমি সত্যিই ভাবতেও পারি নি আপনি এমন একটা পাগলাম করবেন ? একদিনের দেখা একটা মেয়েকে কেউ এমন ভাবে মনে রাখে ??

আমি কিছু বললাম না ! কেবল তাকিয়েই রইলাম ।

রীদি বলল

-আপনার কি তিথির কথা মনে আছে ?

-কোন তিথি ?

-কদিন আগে আপনার সাথে তার দেখা হয়েছিল ।পারিবারিক ভাবে !

-ও ! হ্যা ! মনে পড়েছে ।

-আপনি তাকে আমার কথা বলেছিলেন না ??

-হুম !

-যারা যারা আপনার সাথে বিয়ের জন্য দেখা করতো সবাইকেই বলতেন ?

-হুম !

রীদি হাসলো !! বলল

-যাক ভাল করেছেন বলেছেন । তা না হলে কোন দিন আমার কাছে এইটা হয়তো পৌছাতোই না যে একটা ছাগল আমার জন্য ওয়েট করে আছে !!

-কি ?? ছাগল !

-শুধু ছাগল না ! রাম ছাগল !!

বলে রীদি হাসতে লাগলো !!

আমার কেন জানি রাগ হল না রীদির উপরে !! আম কেবল ওর দিকে তাকিয়েই রইলাম ।

হাসি থামিয়ে রীদি বলল

-জানেন, আপনার কথাও আমার মনে ছিল ! ঐ দিন আমি যখন চলে আসছিলাম, আপনি আমার দিকে তাকিয়ে ছিলেন করুন চোখে এই চোখের কথা আমার মনে ছিল অনেক দিন !! মাঝে মাঝে মনে হত আপনাকে হয়তো নামটা বলাটা উচিৎ ছিল !! আরো কিছু হয়তো !!

আমি বললাম

-এখন বল !

-নাম ?

আমি কিছু না বল কেবল তাকিয়ে থাকি !!

আমার ফোন বাজতেছে ! মা ফোন করেছে !! মা কে কি বলবো ? বলবো যে মেয়ে পছন্দ হয়েছে ??



আমি ফোনটা ধরলাম না ! রীদিকে বললাম

-আমাকে তোমার পছন্দ হয়েছে ? মানে বিয়েতে অমত নাই তো ?

রীদি অন্য দিকে তাকিয়ে রইলো । কিছুই বলল না !

আমি বললাম

-চল এখনই বিয়ে করে ফেলি !

রীদি খানিকটা অবাক হয়ে বলল

-মানে ??

-কোন মানে নেই !! এখনই চল ! আমি আর একটা দিনও ওয়েট করতে চাই না !!

রীদি মিচকি হেসে বলল

-এতো দিন অপেক্ষা করলেন আর কয়টা দিন তর সইছে না ??

তারপর হাসতে হাসতে লাগলো । হাসতে হাসতেই বলল

-চলুন !!









মন্তব্য ১৯০ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১৯০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

কবি মনির বলেছেন: ভাই, পারলে হাসান মাহবুবের মত অথবা শায়মা আপু অথবা নোমান নমি অথবা ইমন যুবায়ের ভাইয়ের মত একটা গল্প লেখে দেখান।


হুদাই টাইম লস!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: আমার সেই হাত নাই ভাই সাহেব !! আমি যা পারি তাই লিখি !!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে..... B-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: না রে ভাই খুব ভালা হয় নাই !! :(:(

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ তেমন জমেনি - কমন প্যাকেজ নাটকের প্লট :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: হুম !! জানি !! :(:(

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: vala lagce re vai...
khub e vala..
mobile e asi,tai priyo te nite parlm na.

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: শুনে খুশি হইলাম !! :(:(

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ভাই আপনি অনেক ভালো গল্প লেখছেন এবং গল্প বরাবরের মতই ভালো হইছে।
একেকজনের লেখার স্টাইল একেকরকম।
নিজের রুচির সাথে না মিললেই খারাপ বা টাইম লস।
এইরকম মেন্টালিটি নিয়ে ব্লগে আসা ঠিক না।
আজাইরা লোকজনের কথায় বিভ্রান্ত হবেন না
:) :) :) :) :) :) :) :)
আপনি এগিয়ে যান

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
তার মন্তব্যে আমি কিছু মনে করি নাই !! আর তার কথায় আমার কিছু যায় আসে না !!

আবারও ধন্যবাদ !!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মাক্স বলেছেন: সামুতে এখন ক্রিটিক ব্লগার অনেক বেশী। সব বিষয়ে তাহাদের ব্যাপক জ্ঞান, আর জাগায় জাগায় জ্ঞান দেয়ার প্রবণতাও বেশীX(X(X(
ইগনোর জাস্ট ইগনোর।
ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: এই জ্ঞান দেওয়াটাই দুনিয়াতে আমি সব থেকে বেশি অপছন্দ করি !! তবুও মানুষ জন কেবল আমাকেই জ্ঞান দেয় !! :(:(

যাক সে কথা !!
আপনাকে ধন্যবাদ !! :):)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

রীতিমত লিয়া বলেছেন: গল্প খুব ভাল হইছে। মজা লাগছে খুব। প্লাস

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ লিয়া !! :):)

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ব্লগার সুফি বলেছেন: যে যাই বলুক আমার কিন্তু মনে ধরেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !:):)

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

নীলতিমি বলেছেন: :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: :):):)

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

বৈরাম খাঁ বলেছেন: লেখক বলেছেন: না রে ভাই খুব ভালা হয় নাই !!
আপনি কেমনে বুঝলেন ভাল হয় নাই?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

অপু তানভীর বলেছেন: জানি না কেন বললাম !! আর একটু বড় করা দরকার ছিল গল্পটা !!

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: B-))
boraborer moto hajir hoilam.

golpor size jodi na baran taile ekta poramorsho dei.
ek side dia ekta series likhun 5 or 10 porber ..pasapasi erkm choto golpo gulo chalai jan B-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ভাল বুদ্ধি দিয়েছেন !!
মাথায় থাকলো !!

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

বৈরাম খাঁ বলেছেন: আমার কাছে কিন্ত ভালা লাগছে :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: খুব সুন্দর গল্প।+
আরো গল্প আশা করছি আপনার কাছ থেকে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: ভাইরে গল্পতো লিখতেই চাই কিন্তু স্যারেরা লিখতে দেয় না । পরপর দুইটা পরীক্ষা ফালাইছে !!

চোখে আন্ধার দেখতাছি !!

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

রোড সাইড হিরো বলেছেন: আমার খুব ভালো লেগেছে, আরো ভালো লেগেছে আপনার গল্পে বর্ণিত জা্য়গাগুলো আমার রেগুলার যাওয়া আসা করতে হ্য়, ঐ এলাকায় আমার বাসা :) :) :) ...

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: তাই নাকি !!
যাক ভাল !! আমি মাঝে মাঝে ঐ দিয়ে মগ বাজার যাই !! :):)

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

নিশি কথক বলেছেন: মজা পেলাম

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: আকাইমা জ্ঞানী ব্লগার এর সংখ্যা বেড়েছে দেখি।গল্প ভালই হয়েছে।চালিয়ে যান আর পেইজের ইনবক্সটা একটু চেক করিয়েন

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: হুম !! দেখছি !!

ধন্যবাদ !১

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

কলম.বিডি বলেছেন: এরকম গল্পই তো ভাল্লাগে। পড়ার পর আর কিচ্ছু পড়তে ইচ্ছা করে না। শান্তি শান্তি ভাবটা নিয়ে ঘুমাতে চলে যেতে ইচ্ছা করে।

ভালো থাকেন

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! ভাল থাকবেন !!

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: খুব খুব খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প পড়লাম। অনেক ভালো লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

সাইফ সামির বলেছেন:

ভালো হয়েছে। ফালতু ক্রিটিসিজমে কান দেবার দরকার নেই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আমি দেই ও না !! আগে তো আরো সহ্য কতে হত !! এখন কম !!
ভাল থাকাবেন !!

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

দানবিক রাক্ষস বলেছেন: তার কথা মনে করিয়ে দিলেন ভাই,
ক্লাস নাইনে দেখছিলাম প্রথমবার, তারপর গায়েব,
কলেজে ভর্তি হয়ে দেখি সে আমার ক্লাসমেট কিন্তু সাহস কোন দিন হয়নি কথা বলার, কেমন জানি নার্ভাস হয়ে যেতাম ওকে দেখে, বুকে কম্পন দিয়ে উঠত।

আহ, আপনার গল্পের মত যদি আমার জীবনটা হয় তবে !!! ভাবছি !!! মুখে একটা অদ্ভুত মুচকি হাসি। :)

ভাল থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: হবে হবে !! কেন হবে না ??
একটু কেবল চেষ্টা করা লাগবে !!

আর নার্ভাস হওয়ার কথা বলছেন ?? আমি তো মনে কি আমি হলাম দুনিয়ার সব বড় নার্ভাস প্রেমিক !! তার লগে চার বছরের উপরে রিলেশন তবুও তারে দেখলে এখনও বুকে কম্পন উঠে !! 8-| 8-|
যদিও সে কাছে নাই :(:(

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

দ্যা ডার্ক নাইট বলেছেন: নাইস ওয়ান। :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: :):)

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

চুক্কা বাঙ্গী বলেছেন: চমৎকার লাগলো গল্পটা পড়ে। সুন্দর সহজ ভাবে লেখা। আপনার জন্য অনেক শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

প্রিন্সেস ফিওনা বলেছেন: গল্প ভাল হইছে । ধন্যবাদ ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: :):):)

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: চালিয়ে যান একদিন সেই স্থানে পৌছার জন্য

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

অপু তানভীর বলেছেন: দোয়া করবেন !!

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

ডি মুন বলেছেন: মিষ্টি গল্প . :) :) :) :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

অপু তানভীর বলেছেন: :):):)

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

সাজ্জাদ খান ফাহিম বলেছেন: জোশ হয়েছে গল্পটা :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!:):)

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

েমঘপরী শীলা বলেছেন: সামু আমাকে নিরাপদ মনে করার পর এটাই আমার প্রথম কমেন্ট। গল্পটা সুইট ভাইয়া :)
ভাল লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

অপু তানভীর বলেছেন: প্রথম কমান্ট টি আমার ব্লগে করার জন্য ধন্যবাদ !!
:):)

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

শান্তা273 বলেছেন: গল্প ভালো লাগছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

বাগসবানি বলেছেন: তাও যাক নিশি আফা বাদ পড়ছে । এখন কি হৃদি সিনড্রোম চলছে নাকি ?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

অপু তানভীর বলেছেন: না না নিশি বাদ পড়বে কেন ?? বিশ্রামে আছে !!
কাল পরশুই আবার চলে আসবে !!

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

মিজভী বাপ্পা বলেছেন: পরে কি বিয়া করছেন B-)) B-)) B-)) ।আর আপনার রয়েল এক্সপ্রেসের কি খবর :-B :-B :-B

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

অপু তানভীর বলেছেন: সেই কথা কি আর বলতে !! ;););)

আর রয়েল এক্সপ্রেস তো চলতেছে !! কোথাও পৌছালেই খবর পাইবেন !!

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

আমি তুমি আমরা বলেছেন: ফালতু ক্রিটিসিজমে কান দেবার দরকার নেই।ঐসবে কান দেয়া মানেই টাইম লস।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

অপু তানভীর বলেছেন: আমি তো জানি !! আমি কানও দেই না !!

:):):)

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

রুদ্র মানব বলেছেন: অপু ভাই ,
তুমি শুধু গল্প না, নাটক ও অনেক ভাল লিখতে পার বলে আমার মনে হয় ।

তোমার এই গল্পটা প্যাকেজ নাটকের জন্য আদর্শ মনে হচ্ছে !:#P

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

অপু তানভীর বলেছেন: ভাই এক জন ডিরেক্টর খুজে দেন তো !!!

ধন্যবাদ !!

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

বাদল দিনের গান বলেছেন: ভালো লেগেছে

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

হুমায়রা হারুন বলেছেন: চমৎকার লাগলো গল্পটা

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ !!

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গল্প পড়ে যা কমেন্ট করতে চেয়েছিলাম ১ম দুই কমেন্ট পড়ে মন খারাপ হয়ে গেলো।

যা কমেন্ট করতে চেয়েছিলাম:

আমি এতো পন্ডিত যে পুলাপাইনের রোমান্টিক ঘটনা শুনলে ছ্যবলামী মনে হয় তাই পড়া হয় না :P । হালকা রোমান্টিক ফিল্ম ও এখন ভাল লাগে না, ঐ একই সমস্যা ছ্যবলামী মনে হয় :P । কিন্তু আপনার ঘটনা এক ডমে পড়ে ফেললাম। অনেক ভাল লেগেছে। শেষ দিকটা আরো ভাল লেগেছে। আসলে সত্যিই কিছু কিছু মানুষের সংক্ষিপ্ত সৃতিবিম্ব শহজে ভূলা যায় না। অনেক গুলা পিলাস ++++ দিয়ে গেলাম। সাথে :) স্মাইল।


১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্য টা পড়ে ভাল লাগলো !! আসলে সত্যিই কিছু কিছু মানুষের সংক্ষিপ্ত সৃতিবিম্ব সহজে ভোলা যায় না !!
ভাল থাকবেন !!

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

আবু মান্নাফ খান বলেছেন: সত্যি অনেক ভাল লাগছে। অসাধারন বর্ননা ভঙ্গী। কথোপকথন গুলোত সেই রকম। আসলে কথা খুঁজে পেলাম না।
আরো লেখার অপেক্ষায় থাকলাম

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
আপনার জন্য আমার লেখা গুলো সব এক সাথে
Click This Link

৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

নীরব শ্রোতা বলেছেন: মেয়েটাকে দেখলাম তরঙ্গ প্লাসের টিকিট কাটতে ! এটাতো বনশ্রীর দিকে যায় !

মেয়েটা শান্তি নগরে নেমে গেল !


বনশ্রী, শান্তি নগর দুই দিকে, কেমনে কি?

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: আপনি মনে হয় জানেন না যে তরঙ্গ প্লাস বাস টি শান্তিনগরের উপর দিয়ে ননশ্রী যায় ! মালিবাগ, মৌচাক হয়ে !! একটু খোজ নেন !!

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

উলটা পালটা বলেছেন: কেন জানি গল্পের মাঝে নিজেকে কল্পনা করছিলাম...দারুন একতা ফিলিংস হইছে ব্রো... ওয়েলডান...

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: আমিও যখন লিখি আমি নিজেকে কল্পনা করেই লিখেছিলাম !!

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪১

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল অনেক :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

বেলাল আহমদ খান বলেছেন: aha., emon ekta ma petam, biye korte na caileo biye korai dei. aha

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

১১স্টার বলেছেন: পোস্টে কয়েকটা নেগেটিভ মন্তব্য এসেছে তাদের উদ্দেশ্যে বলছি যদি পারেন মৌলিক এক লাইন লেখেন তা্ও ভালো কপি পেস্ট করার থেকে।

আপনার লেখায় যে সাবলীল ভাবটা আছে আমার কাছে তা চমৎকার লেগেছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন: পিরান কথা মনে করাই দিলেন।

চমৎকার লাগছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: পিরান কথাটা কি ? একটু যদি বলতেন তাহলে মনে হয় আর একখান গল্পের সূচনা হইতো ;);)

৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

সুলাইমান হাসান বলেছেন: "তার মতে কোয়েল মল্লিক হল দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে"

:-& :-& :-& :-&

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: কোয়েল মল্লিকের কথা শুনইনা টাসকি খাইলেন মনে হয় ?? ;);)

৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

হোদল রাজা বলেছেন: ভাই, এই ভাবি থেইকা খুব ছাবধান ! উনি আপনারে বাসেই জাদু করছেন !!
খুবই কঠিন যাদু ! উনি কামরুপ-কামাক্ষা থেকে কোচিং নিয়া আসছেন !!আপনার মাথা আুলায়া দেছেন! আপনার চোখে কুলুপ লাগায়ে দেছেন... মনে মোহর লাগায়ে দেছেন...

নাইলে আন্টি এতো এতো মেয়ে দেখানোর পরও ... B:-)




১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহাহা !! বড় মজা পেলাম আপনার মন্তব্য পড়ে !!

৪৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

পথহারা সৈকত বলেছেন: |-)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

অপু তানভীর বলেছেন: ঘুম চলে আসলো ?? /:)

৪৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

আসাদুজ্জামান আসাদ বলেছেন: বারবার একথা বলবো না। ভালো থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: :):):)

আপনিও ভাল থাকবেন !!

৪৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

সূখী মানব বলেছেন: I thought, that real. Constant practice make good writter.

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ !!

৪৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

সমুদ্রচারী বলেছেন: যারা ব্লগেই এত সমালোচনা করে তারা বই কিইন্যা পড়লে তো আপ্নারে সার্ফ-এক্সেল দিয়া ধুই ফেলতো......ব্যাপার না
ভালৈছে ++

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় !! ;);)
যা হোউক ব্যাপার না !!

ধন্যবাদ !!

৪৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

জাহিদ ২০১০ বলেছেন: ওই মিয়া আপনি পাইছেন কি?

আপনের গল্প গুলো বেশ কয়েকদিন ধইরা পড়তাছি। আর শুনেন আপনার ফেসবুক আইডি টা দিয়েন আপনার মত প্রেমিক ব্লগার যদি ফ্রেন্ড হিসেবে না থাকে তাইলে ফেবু চালানো ব্যর্থ।



















দাড়ান কই যান লন ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
http://www.facebook.com/opu092469 এই পেজের ইনবক্সে আপনার ফেবু আইডি টা দিয়েন আমি রিকু পাঠামু

ভাল থাকবেন !!

৫০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

বাংলাদেশের বিবেক বলেছেন: খুবই সুন্দর হয়েছে.. :) :) :) :) :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

৫১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

মেহেরুন বলেছেন: কে এম শিহাব উদ্দিন বলেছেন: ভাই আপনি অনেক ভালো গল্প লেখছেন এবং গল্প বরাবরের মতই ভালো হইছে।
একেকজনের লেখার স্টাইল একেকরকম।
নিজের রুচির সাথে না মিললেই খারাপ বা টাইম লস।
এইরকম মেন্টালিটি নিয়ে ব্লগে আসা ঠিক না।
আজাইরা লোকজনের কথায় বিভ্রান্ত হবেন না
:) :) :) :) :) :) :) :)
আপনি এগিয়ে যান :) পুরাই একমত।

নিজেকে তুলনা করার দরকার কি।। নিজে যা পারেন তাই লিখেন। যার পড়ার সে এমনিতেই পড়বে।

আচ্ছা আসল কথায় আসি, এটা কি বাস্তব নাকি শুধুই গল্প ছিল???

বাস্তব হলে আলহামদুলিল্লাহ :) গল্প হলে বলবো সুন্দর গল্প। আগ্রহ নিয়ে পড়েছি :)

ভালো লেগেছে। আপনি আপনার নিজের মত করে লিখে যান :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
ঠিক ই বলেছেন আমি লিখি আমার মতে যার ভাল লাগবে এমনিতেই পড়বে !!

না এটা বাস্তব না ! বানানো গল্প !!
আগ্রহ নিয়ে পড়েছেন জেনে ভাল লাগলো !!
ভাল থাকবেন !!

৫২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

সাব্বির আহসান সাওন বলেছেন: ভাই আপনার গল্পের মত এরকম একটা ঘটনা আমার জীবনে যেন সত্যি হয়।
আমারও এরকম একটা মেয়ে দেখা আছে.....................।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: না রে ভাই বাস্তবে এমন টা হয় না !!
তবুও আশায় থাকেন ! দুচার টা মেয়ে রিফিউজ করেন দেখেন কি হয় ??

৫৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

সাব্বির আহসান সাওন বলেছেন: চরম লাগছে...............।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৫৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

পূরান পাগল বলেছেন: অনেক সুন্দর গল্প ,এক দৃষ্টিতে পড়লাম কিন্তু প্রথম মন্তব্য পড়েই মেজাজটা X( X( X( হয়ে গেল,লিখে যান ভালো করবেন অবশ্যই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
মেজাজ টা থান্ডা করেন কি দরকার গরম করার !! কেবল এক জনের মন্তব্য টা দেখার কি দরকার ? কত মানুষের যে ভাল লেগেছে এটা দেখেন !!
ধন্যবাদ আবারও !! :):):):)

৫৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

বিষণ্ণ বালক বলেছেন: ভাই, আমি ভাবুক টাইপের মানুষ। চারপাশের বাস্তবতায় জরাজীর্ণ। আপনার গল্প পড়লে তাই তৃষ্ণা জাগে " আহারে, জীবনটা যদি এই গল্পের মতো হইত!" :(

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: আসলেই চারিপাশের বাস্তবতায় জরাজীর্ণ !
তাই তো কল্পনার জগতেই আমার বসবাস !!

ভাল থাকবেন !!

৫৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

অনীনদিতা বলেছেন: চমৎকার লাগলো গল্পটা:)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ প্রিয় অনীনদিতা !!:):)

৫৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: আমি ভাবলাম সত্যিই বুঝি পাত্রি দেখার ব্যাপার ছিল। গল্প যে বুঝি নাই পড়া শেষ করে।
শুভ কামনা। আমার ভাল লাগলো সহজ সরল বর্ণনা ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৫৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

গরীব আলী বলেছেন: গ্রেট মামা, আগে বাড়েন । জটিল হইছে ভালা লাগল । কাহানি কি হ্যাছা নাকি উর্বর মস্তিষ্কের ফসল ? তবে যার সাথে এই কাহিনির মিল আছে তার ভাল লাগা আমারও মনকে ছুঁয়ে গেছে মামা। লাইগ্যা থাকেন মামা ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: পুরাপুরিই উর্বর মস্তিষ্কের ফসল !! :D:D:D

ধন্যবাদ !!

৫৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

যাযাবর শফিক বলেছেন: আসলেই ভালৈছে :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

৬০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

s r jony বলেছেন:
তানভির ভাইইইইইইইই, করলা কি এইডা????????

এখুন সুধু +++++++ দিলাম পরে বিস্তারিত বলব।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: কি করলাম ভাই ??

ঠিক আছে বিস্তারিত শোনার অপেক্ষায় থাকলাম !!

৬১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

জাতির বিবেক বলেছেন: আপনি তাহলে এইসব করেন! খুবই ভালো হয়েছে!.

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: ;););)
আমি সারা দিন এই সবই করি ;);)

৬২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

মারুফ মুকতাদীর বলেছেন: আমার মত অবস্থা দেখি, বাইর হইলেই পছন্দ হয় এবং মাত্র দশ মিনিটের মধ্যে অতি সার্থকতার সহিত ভুইলা যাইতে সমর্থ হই ;) ;)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: এক কালে এই সমস্যা খুবই প্রকট আকারে ছিল !! তবে এখন অনেক কম !! :):)

৬৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

মোঃ মাহ্ফুজুর রহমান বলেছেন: যে যাই বলুক ভাই,
ভালো লাগা জানিয়ে যাই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৬৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

ভাসমান বলেছেন: এইটা কি গল্প ? বাস্তবে এসব হয় নাকি ?:)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: কেবলই গল্প !! আর কিছু না !! :):)

৬৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আমি ইহতিব বলেছেন: অনেকদিন পর আপনার গল্প পড়লাম, ভালো লাগলো, এমন সুন্দর সুন্দর প্লট পান কিভাবে? চালিয়ে যান, সময় করে আপনার আগের লেখাগুলোও পড়ার চেষ্টা করবো, আর আপনার বইয়ের কি খবর বলেনতো? আমি কিন্তু অপেক্ষায় আছি।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: লেখক বলেছেন: তাইতো আপনি তো আমার গল্প আর পড়েনই না !! কেন বলেন তো ??

বইয়ের কথা আর কইয়েন না !! :(:(
টাকা নাই !! আমি গরিব পুলা !!

৬৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

আসফি আজাদ বলেছেন: golpo posondo hoise. ++
ami opekha korte caisilam Children's Island er nayikar laiga...kintu amricar visar kotha chita koira r somoi nosto kori nai. toi maiadare ekhono mone ase :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

অপু তানভীর বলেছেন: মনে থাকবে ...... কিছু কিছু জিনিস ভোলা যায় না !!
ভাল থাকবেন !!

৬৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

আমি ইহতিব বলেছেন: খুব দৌড়ের উপর আছিরে ভাই, অফিসে আজকাল এমন ব্যস্ত থাকি যে ব্লগে সময় দেয়ার মতো সময় কম পাই, তবে সময় পেলেই আগের লেখাগুলো পড়বো। মন খারাপ কইরেন না লক্ষী ভাইয়া।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

অপু তানভীর বলেছেন: ওক্কে সমস্যা নাই !!
:):):)

৬৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শীলা শিপা বলেছেন: পাত্রী দেখেই বিয়ের জন্য দৌড় দিলেন?মাকে একটু জানাবেন না?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

অপু তানভীর বলেছেন: আরে বলবো তো !! তা না হলে আমার মা তো আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না !! B-) B-) B-)

৬৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সপ্নাতুর আহসান বলেছেন: *

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: :):)

৭০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

আশিকুর রহমান অমিত বলেছেন: অপু তানভীর ভাই আপনার গল্পগুলোর চমৎকার হ্যাপি এন্ডিং টা সবচেয়ে বেশি ভাললাগে :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৭১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

?জকির! বলেছেন: অনেক সুন্দর গল্প।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৭২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

বটবৃক্ষ~ বলেছেন: জাতির বিবেক বলেছেন: আপনি তাহলে এইসব করেন! খুবই ভালো হয়েছে!
হাহাহাহ!!! :) :) =p~ =p~ =p~

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: হিহিহিহি !!=p~=p~=p~

৭৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: :):):)

৭৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

কামরুল আহসান খান বলেছেন: পয়লা মন্তব্যকারী হইল ছাগলের তিন নম্বর ছাবাল ... /:)


৩১!!!!!!! B:-) তয় মোর এক পরিচিতজন নাকি ৪৩-৪৪ জন্রে রিজেক্ট করসে এরপর নিজেই রিজেক্ট হয়া গেসে :#) :P

গল্প সেরাম হইছে :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।
তাই নাকি ?? আমি গল্পে লিখতেই কেমন যেন লাগছিল আর সে বাস্তবে এতো গুলারে কেমনে রিজেক্ট করলো ??

৭৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

ফার্ুক পারভেজ বলেছেন: কি বলে যে ধন্যবাদ দিব....কি কারনে যেন মনের মধ্যে গুমোট মেঘ জমে ছিল ..এই গল্পটা পড়ব বলে অনেকক্ষন আগেই খুলে রেখেছিলাম। পড়ে মনটা ভালো হয়ে গেলো.....।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও......।।

৭৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

মাহী ফ্লোরা বলেছেন: আরেকটা মিষ্টি গল্প!

ভাল লেগেছে।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপি । তোমার তো এখন আর খোজই নাই ... আর তো আসোই না .........

৭৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

নীরব শ্রোতা বলেছেন: আমার কমেন্টা কি ডিলিট করলেন?

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

অপু তানভীর বলেছেন: কই না তো । আমি কারো কমান্ট সহজে ডিলিট করি না ।

৭৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

সামুর ভক্ত বলেছেন: কে এম শিহাব উদ্দিন বলেছেন: ভাই আপনি অনেক ভালো গল্প লেখছেন এবং গল্প বরাবরের মতই ভালো হইছে।
একেকজনের লেখার স্টাইল একেকরকম।
নিজের রুচির সাথে না মিললেই খারাপ বা টাইম লস।
এইরকম মেন্টালিটি নিয়ে ব্লগে আসা ঠিক না।
আজাইরা লোকজনের কথায় বিভ্রান্ত হবেন না
:) :) :) :) :) :) :) :)
আপনি এগিয়ে যান

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

৭৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!



তোমার গল্পেরও শত্রু আছে দেখছি!!!:P

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

অপু তানভীর বলেছেন: তা থাকুক আপি । কুনো সমস্যাই নাই ............
তোমরা আছো না ......??

৮০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: আমি আছি আর আমি চাই আমার অপুভাইয়া একদিন অনেক বড় গল্পকার হোক। তার নাম ছড়িয়ে পড়ুক চারিদিকে। সবাই চিনুক তাকে।:)

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপু ...
অনেক অনেক বেশি ধন্যবাদ .........

৮১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

কামরুল আহসান খান বলেছেন: অই পুলা ছিল এক নম্বরের খচ্চর.।।যেই মাইয়াই দেহায় পুলায় কোন না কুনু ঝামেলা পাকাইতো.।।এই সংখ্যা পয়লা দুই বছরের ..।এরপর পুলায় চায়াও পাত্রী পাইতনা।বিয়া করছে ৩৭ বছর বয়সে /:)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: হাহাহহহাহাহা !!

৮২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

লোনলিফাইটার বলেছেন: ১নাম্বারের মতো নেক্সট টাইম কেউ ফাউল কমেন্ট করলে দিবা াছায় একটা কিক। X(

হ্যাপী এন্ডিং। সেও কি রাজী হবে এরকম অপু? :( X(

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

অপু তানভীর বলেছেন: ব্যাপার না ভাই !! তার নিক টা দেখেন ! নিকের বয়স দেখেন ! তার পোষ্ট গুলা দেখেন !! তাইলেই বুঝবেন সে কেমন !!
আমি এই সব মানুষরে গোনার ভিতর ধরি না !!

রাজি হইবে না কেন ??
অবশ্যই রাজি হইবে...............:):):)

৮৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

দক্ষিনা মলয় বলেছেন: বিষণ্ণ বালক বলেছেন: ভাই, আমি ভাবুক টাইপের মানুষ। চারপাশের বাস্তবতায় জরাজীর্ণ। আপনার গল্প পড়লে তাই তৃষ্ণা জাগে " আহারে, জীবনটা যদি এই গল্পের মতো হইত!" :(

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

অপু তানভীর বলেছেন: হুম !! বাস্তব বড়ই কঠিন !! :(:(

৮৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সড়সড়সড় বলেছেন: ভালো হইছে..সুন্দর, সহজ...জিবন ত এইরকম চাই..ফাউল কথায় কান না দিয়া আপনি আপনার মত চালিয়ে যান..

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !! :):)

৮৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

খাটাস বলেছেন: আমি রোমান্টিক গল্প পড়ি না। কিন্তু এই গল্প টা খুব ভাল লেগেছে। শুভ কামনা আপনার জন্য।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
ভাল থাকবেন !! :):)

৮৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

সিলেটি জামান বলেছেন: যাক বাবা শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললেন ;) ;) ;)

গল্পটা বরাবরের মতো ভালো হইছে :) :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: :):):):):)

৮৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

নক্ষত্রের নীল বলেছেন: B:-/ B:-/ ছেলে বা গে না হলে একদম লেখক এর উপরে পটে যেতাম :-B :D :)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: :P:P:P:P

৮৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

নক্ষত্রের নীল বলেছেন: সংশোধনী

**ছেলে না হলে বা গে হলে ** লেখক এর উপরে পটে যেতাম হবে :D

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: :P:P:P:P:P

৮৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

অন্ধ বাউল বলেছেন: ভালো লাগলো.....

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৯০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

সাজেদুল 74 বলেছেন: বিয়েটা করেই ফেললেন ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: তা তো করতেই হবে ...............

৯১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

শাহরিয়ার রোমান বলেছেন: ওচাম B-)) B-)) B-)) B-)) B-) B-) B-) :D :D :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

অপু তানভীর বলেছেন: :):):)

৯২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
এই গল্পটা পড়ে অন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্ননেক বেসিইইইইইইইইইইইই ভালো লাগছে। :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: ভাল লাগলো জেনে ভাল লাগছে !! :):)

৯৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

সৌমিক রহমান বলেছেন: বরাবরের মতোই অসাধারণ। +++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

অপু তানভীর বলেছেন: :):):):):)

৯৪| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

জাওয়াদ তাহমিদ বলেছেন:
এটা একটু অন্য ধরনের গল্প মনে হয়েছে। পড়ে অনেক মজা পেলাম।

:)

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অপু তানভীর বলেছেন: :):):):)

৯৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৩

শূন্য সুমিত বলেছেন: খুব সুন্দর গল্প,,,,,,,,,++++

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.