নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে !!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

নীতু মুখ দেখে মনে হল ও খুবই বিরক্ত হয়েছে । আমি খানিকটা অপ্রস্তুত বোধ করি । কি বলবো ঠিক বুঝতেও পারি না । কোন মতে বললাম

-আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই !

নীতু এই কথাটা শুনে যেন আরও একটু বিরক্ত হল । বলল

-মিথ্যা কথা বলতে না পারলে না বলাই ভাল ।

আমি আবার অপ্রস্তুত হই । এভাবে নীতু আমার মিথ্যাটা ধরে ফেলবে ঠিক বুঝতে পারি নি । আমার এদিকে কোন কাজ ছিল না । আমি নীতুর সাথে দেখা করার জন্যই ওর ইউনিভার্সিটিতে এসেছি । এখন মনে হচ্ছে ওকে এভাবে বিরক্ত করা মনে হয় ঠিক হল না ।

আমাকে দেখে নিশ্চই বান্ধবীদের সামনে অপ্রস্তুত হয়েছে । ওর বান্ধবীরা কেমন মুখ টিপে হাসছিল । বারবার ধমকেও কিছুতেই যেন ওদের হাসি থামছিল না । শেষে বাধ্য হয়ে নীতু নিজেই ওদের সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল ।

ওর ক্যাম্পাসেরই ক্যান্টিনে বসলাম । আমি কিছু বলবো কি না ভাবছি এমন সময় নীতু আমাকে বলল

-আপনার অফিস নেই ?

কি বলব ?

-ছিল ।

-ছুটি নিয়ে এসেছেন নাকি মিস দিয়েছেন ?

-মিস দিয়েছি ।

-কেন ?

খুব বলতে ইচ্ছা করলো যে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই । কিন্তু এই কথা বলা যাবে না । এই কথা বললে নীতু আরো বেশি রেগে যাবে । অথবা বিরক্ত হবে । নীতু বলল

-আমাকে দেখতে ইচ্ছা করছিল, এই জন্য এসেছেন ?

দেখেছ অবস্থা ? এই কথা আমি মনে মনে ভেবেছি আর এই মেয়ে ঠিকই বুঝে ফেলেছে । এই মেয়ের সাথে বিয়ে হলে আমার সত্যিই খবর আছে । কোন কথা আমার বলা লাগবে না ! আগে থেকেই সব বুঝে ফেলবে !!

নীতু বলল দেখুন

-আসিফ সাহেব , আমার এসব ছেলে মানুষী ভাল লাগে না । পারিবারিক ভাবে আমাদের বিয়ের কথা বার্তা চলছে ভাল কথা । এখনই আপনি আমার জন্য অফিস করে দেখা করতে আসবেন তারপর আমরা একসাথে বসে চা খাবো । এক সাথে রিক্সায় ঘুরবো ... এসব নাটকীয় দৃশ্য আমার পছন্দ না । গত পরশু দিনও আপনি আমার ভার্সিটির সামনে এসেছিলেন তাই না ?

আমি চুপ করে রইলাম ।

কথা সত্য । পরশু দিন আমি এসেছিলাম । কিন্তু নীতুর সাথে ঠিক দেখা হয় নি । অনেকক্ষন দাড়িয়েও ছিলাম । কিন্তু নীতুর দেখা পাই নি ।

-দেখুন আমাদের হার্ডলি দুবার দেখা হয়েছে প্লিজ এই কথা বলবেন আপনি আমার প্রেমে পড়ে গেছেন ! জীবন বড় কঠিন একটা জায়গা । আজ আমার সাথে একটা দুর্ঘটনা ঘটুক, আপনি তখন আমাকে চিনবেনও না ।

আমি বুঝলাম নীতুর মেজাজটা এতো খারাপ কেন হল ?

ওর সাথে কিছু দিন পরে আমার বিয়ে হতে চলেছে । এখন যদি ওর সাথে দেখা করতে আসি তাহলে কি একটা খুব বেশি অন্যায় হবে ?

হ্যা এটা ঠিক আমি একটু পাগলামী করছি ! এভাবে হুটহাট করে চলে আসাটা ঠিক মানায় না ।

আমার মনটা একটু খারাপ হল । আজকে সত্যিই নীতুর সাথে রিক্সায় চড়তে চেয়েছিলাম । কিন্তু তা আর হবে বলে মনে হচ্ছে না । নীতু বলল

-আমার একটু পরে ক্লাস আছে । আমি যাই ।

-এক কাপ চা খেয়ে যাও ।

-এখন থাক । আর দয়া করে আজকের কথা গুলো আপনি কাউকে বলবেন না । আমার মা জানতে পারলে বকাবকী করবে ।

-আচ্ছা । সমস্যা নাই । আমি কাউকে বলবো না ।

নীতু উঠে চলে গেল । আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়েই রইলাম । ভেবেছিলাম ক্যান্টিনের দরজার কাছে যাওয়ার মধ্যে নীতু একবার হলেও পিছন ফিরে তাকাবে । কিন্তু নীতু দরজার কাছে গিয়ে ফিরে তাকাল না । আমার মনটা খারাপ হয়েই রইল ।

বেশ কিছুক্ষন মাথা নিচু করে বাসে রইলাম !!



নীতুর সাথে পারিবারিক ভাবেই পরিচয় । বাবার কোন এক পরিচিত মানুষের মেয়ে । নীতুর বাবাই প্রথমে বিয়ের কথাটা তুলেছিল । দেখলাম চাকরি করছি বিয়ে তো করতেই হবে ! একে করলেই বা কি ? যেদিন ওকে প্রথম দেখতে গেছিলাম মনের ভিতর সত্যি কেমন একটা অদ্ভুদ অনুভূতি হয়েছিল ।

নীতুকে দেখে মনে হয়েছিল যে এই মেয়েটাকে আমি বিয়ে করবো ?

কি স্নিগ্ধ আর কোমল একটা চেহারা ! দেখলেই মনটা ভাল হয়ে যায় !! বিয়ের কথা মোটামুটি পাকাই হয়ে গেল ।

তারপর থেকে একটা ব্যাপার অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি সারাক্ষনই নীতুর কথাই ভাবছি ! মাঝে মাঝে মনে হত আচ্ছা আমি যেমন সারাক্ষনে নীতুর কথাই ভাবছি নীতুও কি আমার কথা ভাবে !

এখন মনে হচ্ছে ভাবে না । সারাটা দিন মন খারাপ হয়েই রইলো । রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে নীতু ফোন দিল ।

খানিকটা অপ্রত্যাশিত ভাবেই । নীতু সাধারনত আমাকে ফোন দেয় না । তাহলে কেন ?

-হ্যালো !

-ভাল আছেন ?

-এই তো । তুমি ?

-আমি ভাল নাই । আসলে নিজের কাছে খুব খারাপ লাগছে ।

-কেন ?

-আপনার সাথে আজ খুব খারাপ ব্যবহার করেছি ।

আমি চুপ করে রইলাম । নীতু বলল

-আসলে সকাল থেকে আমার মেজাজ টা এমন খারাপ ছিল ।

-মেজাজ খারাপ ? কেন ?

-আসলে আমাদের এলাকাতে কয়েকটা বকাটে ছেলে আছে । সব সময় মোড়ের মাথা বসে বসে আড্ডা মারে । মাঝে মাঝে এমন ব্যাড কমান্ট করে ।

-তা তোমরা কোন কিছু কর নি ? পুলিলে জিডি কর । আমার বন্ধু RAB এ আছে । ওকে বলবো ?

-না থাক ! কিছু করতে হবে না । ভাইয়াকে বলেছি । এই জন্য আপনার খারাপ ব্যাবহার করেছি । আপনি প্লিজ কিছু মনে করবেন না ।

-না না ঠিক আছে । আমি কিছু মনে করি নি ।

-না আমি জানি আপনার মন খারাপ হয়েছে । আমি ক্যান্টিন থেকে যখন বের হয়ে গেলাম তখন আপনি কেমন মাথা নিচ করে বসে ছিলাম । জানেন এটা দেখে আমার অনেক খারাপ আসছিল । মনে হচ্ছিল তক্ষুনি আপনার কাছে যাই । কিন্তু কি একটা সংকোচের কারনে পারি নি ।

আমি খানিকটা অবাক হয়ে বললাম

-তুমি ফিরে এসেছিল ?

-হুম । বিশ্বাস করেন আমি ঐ রকম ব্যাবহার কারতে চাই নি কিন্তু ..

-আচ্ছা ঠিক আছে । আমি কিছু মনে করি নি ।

মন খারাপ হয়েছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে । ওপাশ থেকে খানিকটা নিরবতা । আমি বললাম

-তোমার কার পরশু কোন কাজ আছে ?

-কাল ?

নীতু কিছু যেন ভাবল । বলল

-সামনের সপ্তাহে আমাদের ভ্যাকেশন শুরু হচ্ছে । আমরা কজন মিলে ঠিক করেছি যে গাজীপুর আনসার ক্যাম্পে যাবে । যারা কাপল তারা । আপনি কি আসতে পারবেন ?

-পারবো না মানে ?

একটু যেন জোরেই বলে ফেললাম । তারপর একটু লজ্জাও পেলাম । নীতুর হাসির শব্দ শুনতে পেলাম । নীতু বলল

-আচ্ছা । আর মন খারাপ করবেন না । আমি এই সপ্তাহটা একটু বিজি থাকবো । পরীক্ষা আছে । কেমন ?

-আচ্ছা । একটা কথা বলবো ?

-বলুন ।

-তুমি ঐ দিন সাদা কিছু পরো কেমন । আর চোখে কাজল দিও ।

-আচ্ছা ।

মনটা যেমন খারাপ ছিল ঠিক তার চেয়েও হাজার গুন ভাল হয়ে গেল ।



দিন কাটতে লাগলো বড় আনন্দে । নীতুর সাথে কথা বলতে ইচ্ছা করলেও ওকে ফোন দিলাম না পাছে ও আবার বিরক্ত হয় । ও বলেছিল যে ও পরীক্ষা নিয়ে বিজি থাকবে । তাই আগ্রহ নিয়েই অপেক্ষা করতে লাগলাম নীতুর আমন্ত্রনের জন্য ।

ফোনের নীতু বলেছিল কাপলরা নাকি যাচ্ছে সবাই গাজীপুর । নীতু যাবে আমার সাথে । ও আমাকে কাপল ভাবছে এটা ভাবতেই একটা অনুভূতি বয়ে যাচ্ছে ।

সপ্তাহের শেষে এসে আমাকে আবার ঢাকাকর বাইরে যেতে হল । অফিসের কাজে । যদিও জলদিই চলে আসবো তবুও যেতে ইচ্ছা করছিল না । কিন্তু কিছু করার নাই ।

ঢাকায় ফিরতে ফিরতে তিন দিন লেগে গেল । আমার কেবল ভয় লাগছিল আমি ঢাকার আগে নীতু আবার ফোন না দিয়ে ফেলে । যদি ফোন দিয়ে বলতে কালকে আমরা যাচ্ছি তাহলেই তো হয়েছিল ।

কিন্তু নীতু ফোন দিল না ।

বাসায় এসে একটা লম্বা ঘুম দিলাম । বিকালে উঠে চা খাচ্ছি এমন সময় মা এসে গম্ভীর মুখে আমাকে বলল

-নীতু কি তোকে ফোন দিয়েছিল ?

বুকের ভিতর একটা উত্তেজনা সৃষ্টি হল । নীতু তো আমাকে ফোন দেই নি তাহলে কি মাকে ফোন দিল ?

আমি বললাম

-না ।

-ওদের বাসার কেউ দিয়েছে ?

আমি এবার একটু চিন্তিত হলাম । ওদের বাসার কেউ কেন আমাকে ফোন দিবে ? বললাম

-কেন মা এই কথা কেন বলছো ?

মা বলল

-শোন আর নীতুর সাথে যোগাযোগ করার দরকার নাই !

-কেন ? মানে কি ??

-কোন মানে নাই !! মানা করেছি তাই । ঐ মেয়ের সাথে তোর বিয়ে হবে না ।

আমি যেন আকাশ থেকে পড়লাম । কি বলছে ??

মা বলল

-তুই যে দিন ঢাকার বাইরে গেলি তার পরদিনই নীতুকে কয়েকটা ছেলে জোর করে মাইক্রবাসে তুলে নেয় !

আমার মনে হল আমি ঠিক শুনছি না । মা এসব কি বলছে ??

-সন্ধ্যার সময় পুলিশ গ্যান্ডারিয়ার একটা বাসা থেকে ওকে উদ্ধার করে । আর এই কথা ওরা আমাদের বলে নি ! এখন বল এই মেয়েকে আমি কিভাবে....

মা আর কি বলছিল আমার কানে গেল না । আমি তখনই বাইরে বের হলাম । আমার কেবল মনে হতে লাগলো আমার যে কোন ভাবেই নীতুর কাছে যাওয়া লাগবে !! যেতেই হবে !!



যখন ওদের বাসায় পৌছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে !! কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল । নীতুর মা । আমাকে দেখে যেন খানিকটা অবাক হল । মা নিশ্চই এদের সাথে কথা বলেছে । মানে বিয়ে নিশ্চই ভেঙ্গে দিয়েছে ! আমাকে এখানে দেখার কথা না !

আমি বললাম

-নীতু কোথায় ?

-ঘরে আছে ।

-আমি ওর সাথে দেখা করবো !!

আমি তখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি ! আর আমার কন্ঠে কিছু একটা ছিল যে নীতুর মা কেবল হাতের ইশারায় নীতু ঘরটা দেখিয়ে দিল ।



আমি ঘরে ঢুকে দেখি নীতু শুয়ে আছে । আমাকে দেখে একটু যেন অবাক হল ! আমি কেবল ওর পাশে গিয়ে বসলাম । ও ততক্ষনে উঠে বসেছে । আমার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে আছে !!

আমিও কেবল তাকিয়ে রইলাম ওর দিকে ! অপেক্ষায় আছি কখন ও আমার দিকে তাকায় !!

কখন আমাকে কিছু বলে !!

হঠাৎ নীতু আমাকে বলল

-ওরা আমার কোন ক্ষতি করতে পারে নি ! তুমি বিশ্বাস কর !!

-কারা ??

নীতু এবার আমার দিকে তাকাল । তাকিয়ে রইলো একভাবে । লক্ষ্য করছিলাম ওর চোখে পানি জমতে শুরু করেছে !!

আমি বললাম

-আমি তোমার কাছে কিছু জানতে চেয়েছি ?

নীতু কেবল তাকিয়ে রইলো !!

-কিন্তু তোমার মা যে .....

আমি বললাম

-তুমি কেবল আমাকে কষ্টই দেও ! এক বার আমাকে ফোন দিতে পারতে না ?? আমার মা যা বলে বলুক আমার কথাটা কি তোমার শোনার দরকার ছিল না ??

নীতু এবারও চুপ করে রইলো !!

আমি বললাম

-তুমি সেদিন একটা কথা বলেছিলে মনে আছে যে আমি তোমাকে ভালবেসে ফেলেছি কিনা ?? সেদিন বলতে পারি নি আজকে বলছি আমার কাছে তুমি ইম্পর্টেন্ট !! আর কিছু না ! আর কোন কিছু না । আর অন্য কোন কিছু তোমার আমার আমার ফিলিংস, আমার অনুভুতি বদলাতে পারবে না !!

এবার নীতুর চোখ দিয়ে পানি বের হয়েই গেল !!

আমি বললাম

-আর তুমি কিভাবে ভাবলে যে দূর্ঘটনায় তোমার কোন দোষ নাই সেটাতে আমি তোমাকে দোষারোপ করবো ??

আমি আর একটু কাছে গিয়ে বসলাম । একটু যেন সংকোচ হচ্ছিল তবুও ওর হাত টা ধরলাম । বললাম

-আমারদের কাপোল ট্যুরের কি হল ? আমাকে নিবা তো ?

অশ্রু ভারা চোখেও নীতু হেসে ফেলল ।

আমি কেবল তাকিয়েই রইলাম সেই চোখের দিকে !!







(গল্পের নামটি হুমায়ুন আহমেদের একটা গল্পের নাম থেকে নেওয়া)

মন্তব্য ৮২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

নিরপেক্ষ মানুষ বলেছেন: একটু ভিন্নধরণের গল্প।চমত্‍কার

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: :):):)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

শুকনোপাতা০০৭ বলেছেন: ওপস..!!!সেইম নামটা আমি আমার নেক্সট গল্পের জন্য ঠিক করেছিলাম!! :(
তবে আপনার গল্পটা সুন্দর হয়েছে,একদম পারফেক্ট.. :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: ইস কেমন করে আপনার মনের কথা জেনে গেলাম !! :):):)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

বিষাদ সজল বলেছেন: ভাল হয়েছে ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জোশ++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: :):):)

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মুনিফ তানজিম সৈকত বলেছেন: Zodio niyomito pathok, tobuo mobile e net use korar karone comment kora hoy na... Zothariti sundor hoise... :D
Nitu nam ta diya amar besh kisu golpo ase...

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

অপু তানভীর বলেছেন: :):):)

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

তন্দ্রা বিলাস বলেছেন: দারুন। +++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল হয়েছে গল্প।

নাম ধার করাটা ভাল লাগেনি। অনেকে একে হিট বাড়ানোর অপচেষ্টাও বলতে পারেন। যাই হোক, ভাল থাকবেন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: যে যা বলুক কি যায় আসে তাতে !!
আর নামে কি যায় আসে গল্প টাই তো মেঈন জিনিস !!

ধন্যবাদ !!

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

কয়েস সামী বলেছেন: ভাল লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আসাদুজ্জামান আসাদ বলেছেন: এরকম ছোটখাটো অনেক দূর্ঘটনার কারনে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসলে আমাদের বুঝা উচিত। এরকম অনাকাঙ্খিত ঘটনা আমাদের কাম্য নয়। এরকম অনাকাঙ্খিত ঘটনার পর আপনজন খুব প্রয়োজন হয়, আর তখন যদি না পাওয়া যায় তাহলে তখন আর নিজেকে সামলানো অনেক কষ্ট হয়। আমি ভেবেছিলাম সেরমক একটা কিছু পাবে, তবে না ফিনিসিং দেখে শান্তি পেলাম। কারন গল্পতো বাস্তবের একটি প্রতিছবি মাত্র।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অপু তানভীর বলেছেন: চমতকার কথা বলেছেন ! আসলে ই এমন সময়ে যাকে খুব বেশি কাছে দরকার সেই দূরে চলে যায় !!
কিন্তু আমার গল্পে তো এমন আমি হতেই দিতে পারি না !! তাই না??
ধন্যবাদ !!

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

মুনন০৮১০৩৫ বলেছেন: +++++্ চমত্‍কার

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

শান্তা273 বলেছেন: চমৎকার লিখেছেন!
ভালোলাগা রইল অনেক।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

রায়হান কবীর বলেছেন: যদি প্রকৃত ভালবাসা থাকে তবে ভালবাসার মানুষের জীবনের অনেক কিছুই ইগনোর করা সম্ভব।

ভালবাসার কাছে বাকি সবকিছুই নগন্য।

পোস্টে প্লাস।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: কথা একদম সত্য !! :)

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

টাইটান ১ বলেছেন: অসাম। মাইন্ড ব্লোয়িং।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মারুফ মুকতাদীর বলেছেন: , অন্য কেউ হইলে স্যাড এন্ডিং দিত, আপনি দেন নাই, এই জন্যই আপনার লেখা ভাল্লাগে অপু ভাই, পড়লে কেমন মন ভাল হয়ে যায়।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: হুম !!! :):):)

আমি স্যাড এন্ডিং ভালবাসি না !! :):):)

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

হাসান হাফিজ পাশা বলেছেন: চমত্‍কার গল্প

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: গল্পে +++
বানান ভুল করেন ঠিকাছে । কিনতু ভালোবাসা লিখতেও টাইপিং মিসটেক করবেন !! :-* :-* নাহ!!এটা জাতি কোনভাবেই সহ্য করবেনা!! X(( X(( X(( একটু পরে আইসা চেক করবো কিনতু...দ্রুত ঠিক করেন।
তুমি সেদিন একটা কথা বলেছিলে মনে আছে যে আমি তোমাকে ভালফেলেছি কিনা ??

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

অপু তানভীর বলেছেন: আমার গল্প আর বানান ভুল থাকবে না তা তো হবে না !!!
হিহিহিহি !!
ওকে এখনই ঠিক করতেছি !!

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: মারুফ মুকতাদীর বলেছেন: , অন্য কেউ হইলে স্যাড এন্ডিং দিত, আপনি দেন নাই, এই জন্যই আপনার লেখা ভাল্লাগে অপু ভাই, পড়লে কেমন মন ভাল হয়ে যায়।

সহমত...

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: খুব খুব খুব ভাল লেগেছে ভাইয়া।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপু !!

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাললাগা রইল +++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার ! এত গল্প লেখেন কিভাবে?

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: আর কিছুই করার নাই, তাই !!

ধন্যবাদ !!

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

সপ্নীল আমি বলেছেন: ভাই, আমার মতে এটা আপনার সেরা গল্পগুলোর মধ্যে একটা । সবাই যদি আপনার গল্পের মত হত !!!! খুবই ভাল লাগল। মারুফ মুকতাদীর ভাইয়ের সাথে আমিও একমত। ++++ এবং প্রিয়তে।

অনেক কষ্ট করে কীবোর্ড গুতাগুতি করে আরেকটা কমেন্ট লিখেছিলাম, কিন্তু সামু খেয়ে ফেলেছে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
বাস্তব জীবনটা বড় কঠিন !! বাস্তবে এসব কিছুই হয় না !! কেবল গল্পেই হয় !
ভাল থাকবেন !!

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

~স্বপ্নবিলাসী~ বলেছেন: চমৎকার

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

লোনলিফাইটার বলেছেন: ভালো লাগা দিয়া গেলাম ব্রো ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

অপু তানভীর বলেছেন: :):):)

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

তুহিন সরকার বলেছেন: ভাল লাগা ভারবাসা দুটোই রেখে গেলাম বন্ধু।
সবাই যদি আসিফের মত ভাবতো..............................!

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: যদি হত !! কিন্তু বাস্তবে এমন টা হয় না কখনও !!

ধন্যবাদ !!

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

খান মেহেদী ইমাম বলেছেন: ভালো লেগেছে।++

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

অপু তানভীর বলেছেন: :):):)

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার এ নিয়ে এক হালি গল্প পড়লাম। দারুন লিখে যাচ্ছেন। তবে লেখা গুলি এক ধরণের হয়ে যাচ্ছে। বৈচিত্র চাই

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

অপু তানভীর বলেছেন: বৈচিত্র ??
না রে ভাই !! এটা মনে হয় আমার দ্বারা হবে না !!
ধন্যবাদ !!

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

লাবনী আক্তার বলেছেন: দারুন ! ভালো লাগল!

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: :):):):)

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

s r jony বলেছেন:
লেখা পড়ে শুধু চেয়ে থেকেছি ৩০ মিনিট।

কিছু বলার নাই সুধু +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: কেন কিছু ব্লা নাই ??
কিছু তো বলেন !!

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!!! ভালো লাগল

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লেগেছে অপু ভাইয়া......

ভাল থাকবেন .... ধন্যবাদ....

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অপু তানভীর বলেছেন: :):):):)

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভালো হইছে।+্

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অপু তানভীর বলেছেন: :):):):)

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

কে এম শিহাব উদ্দিন বলেছেন: বুদ্ধিমানরা বড় হিসাব করে ভালবাসে ! বেহিসাবী ভালবাসা কেবল বোকাদের কাজ !
কার্টেসী: আপনি নিজেই
/:) /:) /:)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: এই লাইন তো পরের পোষ্টে লিখেছি !! আপনি ভুল পোষ্ট কমান্ট করে ফেলেছেন !! :P:P:P

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

মুনসী১৬১২ বলেছেন: ++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

অপু তানভীর বলেছেন: :):):):)

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

বিষণ্ণ বালক বলেছেন: এই সব ইমোসোন হয়ত জীবনে কখনই ধরা দেবে না, আপনার গল্প পড়েই যতটুকু ফিলিংস পাওয়া। না পড়লে অনুভব করতে পারতাম না। ধন্যবাদ আপনাকে।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!!

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

অনীনদিতা বলেছেন: চমত্‍কার গল্প

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

অপু তানভীর বলেছেন: ঠিক তোমার মতই !!

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

সর্দার বলেছেন: এত গল্প লেখেন কিভাবে?

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

অপু তানভীর বলেছেন: গোপন কথা !! কিভাবে ফাঁস করে দেই B-) B-) B-)

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

হাছন রাধা করিম বলেছেন: এমনিতেই আপনার লেখনি অসম্ভব ভালো। এইটা আরো বেশী ভালো লাগলো। শুভ কামনা সবসময় আপনার জন্য।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

সাজেদুল 74 বলেছেন: ;) ভাল লাগল

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মাক্স বলেছেন: আগেই পড়সিলাম কিন্তু কোন কারণে বোধহয় প্লাস দেয়া হয় নাই। এখন দিয়ে গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

একজন আরমান বলেছেন:
-আর তুমি কিভাবে ভাবলে যে দূর্ঘটনায় তোমার কোন দোষ নাই সেটাতে আমি তোমাকে দোষারোপ করবো ??

আমিও একমত। আর আমারও অন্তত এইটুকু সাহস আছে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: আমার নিজেরও আছে !!

৪১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২১

কামরুল আহসান খান বলেছেন: একজন আরমান বলেছেন:
-আর তুমি কিভাবে ভাবলে যে দূর্ঘটনায় তোমার কোন দোষ নাই সেটাতে আমি তোমাকে দোষারোপ করবো ??

আমিও একমত। আর আমারও অন্তত এইটুকু সাহস আছে।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪১

অপু তানভীর বলেছেন: আমাদের সবারই থাকা উচিৎ !!
ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.