নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বিরোধীদলের অবরোধ কর্মসূচি এবং নিশির সাথে আমার রিক্সা ভ্রমনের গল্প !!

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

নিশি কেমন একটু ইতস্তঃ করতে লাগলো । আসলে আমার প্রস্তাবটা ঠিক মেনে নিতে পারছে আবার ঠিক ফিরিয়েও দিতে পারছে না । লিয়া ফোনে কার সাথে যেন কথা বলছিল, কথা শেষ করে নিশিকে বলল

-কি হল ? অপু আসবে তোর সাথে ?

নিশি চট করে একবার আমার দিকে তাকালো ! তারপর লিয়ার দিকে !

লিয়া বলল

-দেখ, বাইরের পরিস্থিতি কিন্তু ভাল না । তোকে একা ছাড়তে ঠিক মন চাইছে না । আর অপু যেহেতু ঐ দিকেই যাচ্ছে তোর সাথে যাক !

আমার মনে খানিকটা সন্দেহ দেখা দিল যে নিশি এখনই বলবে থাক আমি একাই যেতে পারবো ! কিন্তু আমি সেই সুযোগ কেন দিবো ওকে ! আমি বলল

-একটু আগে শাহবাগে পুলিশের সাথে অবরোধ কারীদের একটা সংঘর্ষ হয়েছে ! মিরপুর যাওয়ার পথে আরো এরকম বেশ কয়েকটা পয়েন্ট আছে আছে যেখানে ঝামেলা হতে পারে ।

লিয়া বলল

-আরে হ্যা ! বিপদের কথা তো বলা যায় না । তুই অপুর সাথে যা !

এই বার ইমোশনালী ব্ল্যাকমেইলের পালা !! আমি বললাম

-আচ্ছা আমার সাথে যদি নিশির রিক্সায় চড়তে অসুবিধা হয় তাহলে আমি বরং না যাই ! আমি ওর পেছন পেছন রিক্সা নিয়ে আসছি ! ঠিক আছে !

আমি জানতাম নিশি এবার কিছু বলবে ! নিশি বলল

-না মানে অসুবিধা কেন থাকবে ? আসো সমস্যা নাই ! একসাথেই যাই !

লিয়া কে রেখেই রিক্সায় উঠলাম ।

লিয়া বলল

-সাবধানে যাস ! আর অপু, মারামারি দেখে নিশিকে ছেড়ে পালিয়ে যেও না যেন !! মেয়েরা কিন্তু এই টাইপের ছেলে একটুও পছন্দ করে না ।

আমি কেবল হাসলাম । আমি ঠিকই জানি লিয়া কিসের ইংগিত দিল !!!

রিক্সা চলতে শুরু করলো !

জীবনের এই প্রথম কোন রাজনৈতিক দলকে একটা প্রাণ ঢালা অভিনন্দন জানাতে ইচ্ছা করছে । আজকে যদি অবরোধ না হতে নিশির সাথে কি রিক্সায় চড়টে পারতাম ??

অবরোধকারী জিন্দাবাদ !!



ভার্সিটিতে একটা ক্লাস হওয়ার কথা ছিল । যদিও জানতাম হবে না কিন্তু আসতে হল । আসতে হল নিশির জন্যই । যদি মেয়েটা আসে ? ওকে না দেখলে কেমন জানি লাগে বুকের ভিতর ! বিশেষ করে ওর গোলাপী ঠোটের হাসি !

একবার অবশ্য মনে হয়েছিল যে নিশিও বোধ হয় আসবে না । কারন মিরপুর থেকে এতোদুর একটা মেয়ের পক্ষে আসাটা একটু কষ্টকর । কিন্তু দেখলাম নিশি এসেছে আগেই । মনে হয় ভার্সিটির বাসে । মনটা ভরে গেল আনন্দে ! যাক আজকের দিনটা্তে মেয়েটাকে আরো কিছুক্ষন মেয়েটাকে দেখতে পাবো !

কিন্তু ভাগ্য এতো ভাল হবে কে জানতো । ক্লাস হল না । ১১ টার ভিতরেই ডিপার্টমেন্ট ফাঁকা ! আমি বসে আছি নিশির জন্য ! নিশি বসে আছে কার জন্য কে জানে ।

এমন সময় লিয়া আর নিশিকে আসতে দেখলাম । নিশির খুব বেশি কথা না বললেও লিয়ার সাথে আমার সম্পর্ক ভাল । আমার কাছে এসে লিয়া বলল

-এখন কি বিপদের পড়লাম বলত ?

আমি বললাম

-কেন ? কি হল ?

-আরে মিরপুরের একটা বাসও নাই । নিশি কিভাবে বাসায় যাবে বল ? আমি ওকে বললাম আসতে হবে না ! তবুও মাত্তব্বারী করে আসছে ! এই দিনে কখনও ক্লাস হয় !!

আমি ঠিক এমন একটা সুযোগ খুজছিলাম । বললাম

-নিশি কি মিরপুর যাবা ? আমার একটু তালতলায় কাজ ছিল ! একসাথে চল তাহলে !!

লিয়া বলল

-পারফেক্ট ! তোকে একা ছাড়তে সাহস হচ্ছিল না । অপু থাকলে সমস্যা নাই । তুই অপুর সাথে চলে যা !! ও সাথে থাকলে আমি নিজেই নিশ্চিন্তে থাকতে পারবো !!

নিশি চট করে আমার দিকে তকবার তাকাল !





রাস্তা বেশ ফাঁকাই ! অন্যান্য দিন এই ইংলিশ রোডটা পার হতে কম করেও ৩০ মিনিট লাগে ! কিন্তু আজকে পাঁচ মিনিটও লাগলো না ! এর কোন মানে আছে !

আর আজকে রিক্সায়ালাও যেন একটু জোরেই চালাচ্ছে !! আমি রিক্সায়ালা কে বললাম

-মামা এতো তাড়াহুড়া কেন করছেন ? একটু ধীরে চালান ।

রিক্সায়ালা বলল

-মামা রাস্তা ঘাটের অবস্থা তো ভালা না । জলদি জলদি যাওয়াই ভালা !



নিশি কিছুই বলছে না । চুপ করে অন্যদিকে তাকিয়ে আছে । যেন আমি এখানেই নেই ই !!

আবার কানে হেডফোন লাগিয়ে গাল শুনছে !

আচ্ছা আমার দিকে কি একটু তাকানও যায় না ? মানলাম আমরা ভাল বন্ধু না কিন্তু ক্লাসমেট তো । প্রায় দুই আড়াই বছর আমরা একসাথে পড়াশুনে করছি ! তার উপর নিশি খুব ভাল করেই জানে যে আমি ওকে অনেক পছন্দ করি । ইনফ্যাক্ট আমি ওকে একবার প্রোপোজও করেছিলাম ।

আর নিশি এমন ভাবে বসে আছে যেন আমার গায়ে সাথে কোন রকম স্পর্শ না লাগে । কিন্তু রিক্সা একটু ঝাকি খেলেই নিশির সাথে আমা ধাক্কা লাগছে !! আমি জানি নিশির অস্বস্থি লাগছে ! আমার একটু ভালই লাগছে !!

আমি ভেবেছিলাম নিশি হয়তো মিরপুর পর্যন্ত এই ভাবেই থাকবে । আমার সাথে একটা কথাও বলবে না । কিন্তু গুলিস্থান পার হতেই নিশি হেডফোন নামিয়ে রাখলো !

তারপর আমাকে অবাক করে দিয়ে বলল

-তোমার তালতলায় কোন কাজ নাই, তাই না ?

আরে এই মেয়েটা কিভাবে বুঝে ফেলল কিভাবে ? আমার কিন্তু আসলেই তালতলায় কোন কাজ নাই ! আমি কেবল নিশির সাথে একসাথে রিক্সায় চড়ার জন্যই কথাটা বলেছিলাম ।

আমি কিছু বলতে যাবো নিশি আবার বলল

-মিথ্যা কথা বলবা না ! সত্যি কথা বল !

আমি বললাম

-সত্যি বললে রিক্সা থেকে নামিয়ে দেবে না তো !

নিশি কিছুটা সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল

-না ! দেব না !

আমি একটু হসেস বললাম

-না ! আমার কোন কাজ নাই !

-কেন ? জানতে পারি ?

-দেখ রাস্তার অবস্থা কিন্তু আসলেই ভাল না ! তোমাকে একা ছাড়তে যেমন লিয়া ভাল লাগছিল না, আমারও ইচ্ছা করছিল না তোমাকে একা ছাড়তে ।

-তাই ? আচ্ছা মনে কর এখান মারামারি বাঁধলো ! তুমি কি করবা ? আমাকে বাঁচাতে তাদের সাথে গিয়া ফাইট করবা ? সিনামার নায়কের মত ?

আমার মনে হল নিশির যেন খানিকটা আমাকে উপহাস করছে !

আশ্চর্য এই মেয়েটা আগে আমার দিকে ঠিক মত তাকিয়ে থাকতে পারতো না, সেই মেয়েটা আজ কত কঠিন কথা বলছে । আমি বললাম

-সিনেমার নায়ক দের মত হয়তো মারামারি করতে পারবো না কিন্তু তোমার দিকে আসা প্রত্যেকটা লাঠির কিংবা ইটের আঘাত নিজের শরীরে লাগাতে পারবো !! সেগুলো তোমার পর্যন্ত আসবে না !



নিশি মনে হয় এটা শোনার জন্য ঠিক প্রস্তুত ছিল না । আমার দিকে তাকিয়েই রইলো কিছুক্ষন । আমি বললাম

-অবশ্য তোমার সাথে রিক্সায় চড়ার সুযোগটাও আমি ছাড়তে চাই নি । যদিও তোমার মনে হচ্ছে যে আমার গা দিয়ে মনে হয় গন্ধ বের হচ্ছে !!

-মানে ?

-না মানে ! যে ভাবে বসেছ আছো ! মনে হচ্ছে আমার গায়ের সাথে একটু স্পর্শ লাগলে তোমার যেন কি না কি হয়ে যাবে !

এই কথা শুনে নিশি একটু হাসলো !!



হায়রে !!

বুকের ভিতর কি যেন হাহাকার উঠল !! এই ঠোটের হাসি দেখার জন্য নির্দ্বিধায় গাড়ীর সামনে লাফ দেওয়া যায় !!



আমি বললাম

-আরো একটা কারন অবশ্য আছে ?

-কি ?

-তোমার হাসি আর তোমার চোখ ! তুমি যখন হাসো না তোমার চোখ কেমন একটা দ্যুতি ছড়ায় !!

-আচ্ছা !! কিন্তু আমার যতদুর মনে পড়ে তুমি তো আমার ঠোট দুটি বেশি পছন্দ করতে !!



ঠোঁট ?!!!??!??!

আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম ।

আমার প্রথম দিককার কথা মনে পড়ে গেল ! যখন নিশিকে প্রথম ভাল লেগেছিল । সত্যি বলতে কি নিশির সব কিছুই আমার পছন্দ ছিল কিন্তু সব থেকে পছন্দের ছিল তার ঠোঁট দুটো ! গোলাপী জেলির মত !

মনে হত .......!!

কেবল মনে হত ......!!

থাক আর বললাম না কি মনে হত !!



মেয়েটার জন্য সত্যি সত্যিই চোখে ঘুম নষ্ট হল । ঠিক করলাম যে আর না !! এবর কিছু করতেই হবে ! মানে প্রপোজ করতে হবে !!

কিছু করতে হবে এই লাইনের আবার ভিন্ন অর্থ বের করবেন না !

মনে হল যে একটু ভিন্ন ভাবে প্রপোজ করি । সত্যি সত্যি একদিন ওর সামনে গিয়ে হাজির হলাম ! তারপর ওকে ডাকদিলাম !

-নিশি !!

আগে নিশি সব সময় একটু সংকুচিত হয়ে থাকতো ! আগে ঢাকার বাইরে থাকতো তাই ঢাকার পরিবেশের সাথে তখনও ঠিক তাল মিলিয়ে উঠতে পারে নাই !

নিশি খানিকটা ইতস্তঃ করে আমার দিকে এগিয়ে আসল ! বলল

-বলেন ?

আমি যেন আকাশ থেকে পড়লাম ।

-বলেন ? ক্লাস মেটদের কে কেউ আপনি করে বলে !!

নিশি কিছু না বলে চুপ করেই রইলো !

আমি বললাম

-তোমার ঠোঁট দুটো আমার খুব পছন্দ ! তোমার ঠোটে একটা চুম খেতে চাই ।

আমার কথা শুনে নিশি চমকে উঠলো !

আমি আবার বললাম

-কিন্তু এইভাবে তো চুমো খাওয়া যায় না ! আমি ঠিক করেছি আগে তোমাকে বিয়ে করবো ! বিয়ের পর তোমাকে চুম খাবো !!

এবার নিশির বিশ্ময় যেন আর একধাপ বেড়ে গেল । আসলে নিশির ধারনাই ছিল না য কেউ ওর সাথে এমন ভাবে কথা বলতে পারে ।

আমি আবার বললাম

-সমস্যা আছে ! এখন তো আবার বিয়েও করা যাবে না । প্রেম অবশ্য করা যায় ! কি বল তুমি ! আমি তোমাকে অফিসিয়ালী প্রপোজ করছি ! কি বল তুমি ? প্রেম করবে আমার সাথে ?

এবার দেখলাম নিশির চোখ দিয়ে পানি বের হয়ে এল !

আমি বললাম

-আরে আরে কান্নার কি হল ? আমার প্রোপোজ ফিরিয়ে দেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে তোমার ! এখনও না বলতে পরো ! আমি কেবল আমার মনে কথা টুকু তোমার কাছে বললাম !

নিশি আর দাড়ালো না ! চলে গেল !



-কি হল কি ভাবছো ?

রিক্সা ততক্ষনে শাহবাগে চলে এসেছে !!

সামনেই আমাদের কে একটা একটা পুলিশ দাড় করালো ! আমাদের কে বলল

-আপনারা কোথায় যাবেন ?

আমি বললাম

-মিরপুরের দিকে !

-মিরপুর রোড ঘুরে যেতে হবে ? বাংলা মোটরের দিকে একটু ঝামেলা হচ্ছে । রিক্সা নিয়ে যাওয়া যাবে না !!

নিশি বলল

-এতো ঘুরে যেতে হবে ?

পুলিশ বলল

-কিছু করার নেই ম্যাডাম ! এই দিক দিয়ে যাওয়া যাবে না !

আমি বললাম

-সমস্যা নাই ! আমরা ঘুরেই যাচ্ছি !!

আসলে আমার মজাই লাগছিল । যতই ঘুরে যাবো ততই আমি নিশির সাথে বেশিক্ষন এক রিক্সায় থাকতে পারবো !! এর থেকে আনন্দের কি হতে পারে ??



সাইম্সল্যাবের কাছে এসে দেখলাম নিশি আমার দিকে তাকিয়ে আছে ! আমার দিকে তাকিয়ে বলল

-তোমার খুব মজা লাগছে তাই না ?

-হুম ! মজা তো লাগছে ! আমার পাশে এতো চমৎকার একজন মেয়ে বসে আছে আর সেই মেয়েটি একটু ভিত । বারবার মনে হচ্ছে কোন বিপদ হবে নাতো ! আবার সে এটা ভাবছে না খুব বেশি চিন্তার কারন নাই ! আমার পাশে একজন আছে যে সকল বিপদের হাত থেকে আমাকে বাঁচাবে !

নিশি মুখ ভেঙ্গালো আমাকে । তারপর বলল

-জি না !! আমি এসব কিছুই ভাবছি না !



ঐ দিন বিকালে লিয়া এসে হাজির আমার কাছে । পেছনে নিশি ! লিয়া সব সময় একটু উগ্র টাইপের মেয়ে ! কাউকে ঠিক ভয় পায় না ! আমার কাছে এসে বলল

-কি ব্যাপার তুই নিশি কে কি বলেছিস ?

-আমি ?

আমি খুব নিরিহ সাজার চেষ্টা করলাম । একটু হাসলাম । লিয়া বলল

-ঢং করবি না । ভাল করে বল ! কি বলেছিস ?

আমি বললাম

-আমি নিশি কে প্রোপোজ করেছি ! অফিসিয়ালী প্রোপোজ করেছি ! আশ্চর্য ভাল লাগলে বলবো না ?

লিয়া কিছু বলতে গিয়েও বলল না । তারপর আমার দিকে তাকিয়ে বলল

-এর পর থেকে তুই নিশির ধারে কাছে আসবি না !! মনে থাকে যেন !!

আমি নিশির দিকে তাকিয়ে বলল

-আচ্ছা !



ঐ দিন নিশি আর লিয়া যখন চলে যাচ্ছিল আমি ওদের দিকেই তাকিয়ে রইলাম । কেন যেন মনে হল নিশি আমার দিকে ফিরে তাকাবে !!

কয়েক কদম এগিয়েছে এমন সময় নিশি আমার দিকে ফিরে তাকালো !

হায় !!

কি সেই চোখের দৃষ্টি !!

আমার সেদিনই মনে হল নিশির ঐ ঠোটে .......



নিশি আমাকে এড়িয়ে চলতো ! আমি যেদিকে যেতাম ও সেদিকে যেত না ! কিন্তু আমি ওর পিছু ছাড়লাম না ! আমার সব কাজেই এমন একটা ছায়া থাকতো যে আমি ওকে পছন্দ করি ! ওকে একদিন ফেবুতে ফ্রেন্ড রিকু পাঠালাম । ভেবেছিলাম ও গ্রহন করবে না । কিন্তু অবাক হয়ে দেখলাম ও আমার ফেবু হয়ে গেল ।

মাঝে মাঝেই ওকে মেসেজ পাঠাতাম । বিভিন্ন কথা বলতাম । কিন্তু ও ঠিক জবাব দিত না । দিলেও কেমন একটা সাধারন ভাব থাকতো ! ভাল আছি !! ভাল নাই এই সব !!



তোমার জন্য এই এনেছি

ভালবাসার রং

অনেক হয়েছে, অনেক সয়েছি

তোমার যত ঢং !

একবারও কি বলবে না তুমি

একটা মাত্র কথা !

দুরে দুরে থাকবে কত

বাড়াবে বুকের ব্যাথা !

তোমার জন্য বসে আছি

নিয়ে বুকে চোট !

কবে আসবে ভালবাসা

আর তোমার মিষ্টি ঠোট !



একদিন এইটা স্টাটাস দিলাম । দেখলাম নিশি নিজেও সেটা লাইক দিয়েছে । ঐদিন ও আমাকে চ্যাটে নকও করলো !

আমাকে বলল

-তোমার এই রকম স্টাটাস দেওয়া ঠিক হয় নি !

আমি বললাম

-কেন ? কি হয়েছে ?

-তোমার ঐ কবিতা পড়ে আমার সব বান্ধবীরা হাসাহাসি করছে !!

-কেন? খুব কি হাসির কবিতা লিখেছি ?

-দেখ তুমি যে রকম আচরন কর সবাই কিন্তু বুঝে যায় !

-কি বুঝে যায় ?

-বুঝে যায় যে .....।

-যে ????

নিশি কিছুক্ষন কিছু লিখলো না !! আমি লিখলাম

-জানো কষ্ট টা এই খানেই ! যাকে বোঝেতে চাই সেই বোঝে না !!





রিক্সা ভ্রমন আসলেই খুব উপভোগ করছিলাম । বারবার বিরোধী দল কে ধন্যবাদ দিতে লাগলাম !! যদি তারা অবরোধ না দিতো তাহলে তো এই চমৎকার রিক্সা ভ্রমন হত না !!



বিরোধীদল জিন্দাবাদ !!



কিন্তু একটু বিপদ হয়েই গেল ! রিক্সা যখন আড়ং এর কাছে তখন দেখলাম কিছু পিকেটিং কারী এদিকে আসছে !! তারমনে আসলেই একটু বিপদে পড়তে হল ! রিক্সায়ালা রিক্সা থামিয়ে দৌড় মাড়লো ! আমি কোন মতে নিশির হাত ধরলাম । তারপর ওকে প্রার জোর করেই রিক্সা থেকে নামিয়ে দৌড় দিলাম ! সামনেই আড়ংয়ের সোরূম !! যদিও সাটারটা হাফ নামানো ছিল কিন্তু দেখলাম ওটার ভিরতকার গেট টা খোলা !! কোন মতে সাটার টা খুলে নিশিকে নিয়ে ভিতবে ঢুকে পরলাম !! দেখলাম আরো অনেকই আছে সেখানে !!

রিক্সা থেকে নামার সময় নিশির হাত ধরেছিলাম । এখনও সেটা ছাড়ি নি ! আর একটা জিনিস দেখলাম আমি যেমন নিশির হাত ধরে আছি নিশিও ঠিক তেমনি আমার হাত ধরে আছি ! আমি ওর হাতের চাপ অনুভব করতে পারছি !

কিছুক্ষন পরে আমি বললাম

-আচ্ছা আমি দেখে আসি বাইরে কি অবস্থা !

-না যেতে হবে না !

এই কথা বলে নিশি আমার হাতটা আর একটু জোরে চেপে ধরলো ! যেন আমাকে যেতেই দিবে না !!

আমার এটা ভাল লাগলো খুব !!

-আরে বাবা আমি দেখে আছি কি অবস্থা ? সারা দিন তো আর এখানে থাকা যাবে না ! তাই না !

-আমিও আসছি তোমার সাথে !!

নিশি নিজেও বেরিয়ে এল !!!



যখন আড়ং থেকে বের হলাম তখন রাস্তা বেশ পরিস্কার হয়ে গেছে ! আমাদের রিক্সায়ালা কে আসতে দেখলাম ! আবারও আমাদের রিক্সা ভ্রমন শুরু হল !

একটা জিনিস আমি লক্ষ্য করলাম নিশি আমার হাতটা ধরেই রেখেছে !!

জীবন টা আসলেই খুব সুন্দর মনে হল !!

এই ভাবে যদি সারা জীবন নিশির হাত ধরে রাখতে পারতাম তাহলে কি চমৎকারই না হত !!!



নিশি যখন নিজের হাতটা সরিয়ে নিতে গেল তখন আমি ওর হাতটা ছেড়ে দিলাম না ! নিশি কেবল আমার দিকে তাকালো !! চোখে কিছু একটা জিজ্ঞাসা !! আমি কেবল বললাম

-আমি কিছুতেই তোমার হাত ছেড়ে দিবো না !! যে কোন পরিস্থিতিই আসুক না কেন !! নিশি অন্য দিকে তাকালো !!!



রিক্সা চলছে ! বাতাসে নিশির চুল উড়ছে ! আমি ওর দিকে লক্ষ্য করলাম !! ওর ভেজা ঠোট কেমন যেন একটু কাঁপছে !

আমার জন্য কি কাঁপছে ?





মন্তব্য ৭০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

টোকাই সিকদার বলেছেন: B:-) B:-)

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: অবাক হইলেন কেন সিকদার সাব ???

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিটা দেখে একটা গান না গেয়েই পারছিনা,
আমার রিক্সায় চড়িয়ে বউ সাজিয়ে
যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ...............

ছবিটার জন্য ১ম প্লাস দিলাম।

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: :):):):)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল। :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

অপু তানভীর বলেছেন: :):):):)

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

নীল থ্রাস বলেছেন: এক্তু লুতুপুতু টাইপ, তয় ভালাই লাগসে :D

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

ওকে ওকে মাই নে নিনু বলেছেন: একটু রুমান্টিক লেখা আমার ভালো লাগে তাই আপনার লেখা পড়ি।





মাঝখানে পোষ্ট দেয়া কমিয়ে দিয়েছিলেন। (প্রতিদিন একটা) তখন খুব খারাপ লাগতো কিন্তু এখন খুব ভালো লাগছে পুরোনো ধাচে ফিরে এসেছেন দেখে (প্রতিদিন দুইটা)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: কাল কে মন টা ভাল ছিল না !! তাই রাতে সেই কাল্পনিক কথা গুলো বলেচ্ছিলাম !!
আর কিছু না !!

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

শাহজাহান মুনির বলেছেন:
বিরোধীদল জিন্দাবাদ !! +++++++ রিক্সা কেন আস্তে চলে না।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

অপু তানভীর বলেছেন: :):):):)

বিরোধীদল জিন্দাবাদ !!

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

s r jony বলেছেন:
২য় প্লাস দিলাম ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

অপু তানভীর বলেছেন: :):):):)

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

ঝড়ের শিশু বলেছেন: :p :p

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

অপু তানভীর বলেছেন: :):):)

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

ঝড়ের শিশু বলেছেন: :p :p

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: :P:P:P

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

নতুন রাজ ২০১০ বলেছেন: চমৎকার !!! ................
অবরোধ কারী জিন্দাবাদ !! ............:)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

অপু তানভীর বলেছেন: জিন্দাবাদ !! :):)

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

সিকদার বলেছেন: :(( প্রপোজ করার পর নিশি কি এভাবে কান্না করেছিল । এভাবে যদি কান্না করে থাকে তবে দুইখান কথা আছে , যদি না করে থাকে তবে কোন কথা নাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: কি সেই কথা ???

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: :):):)

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: বিরোধীদল জিন্দাবাদ :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: জিন্দাবাদ ;) ;) ;)

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: apnar id khujte j amk ktw kStw krte hyce ta ble bujhate parbo na.se dn ekta golpo porclam n cmnt o dclm bt aj paita clm na.jai hok pelam n porlam...
nisir thot r amr gf er thote prai ek n amr gf amk thote 2tai dhrte dai na..biye j kbe krbo ??
:(

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

অপু তানভীর বলেছেন: hahaha !!
জলদি বিয়া করেন !! ;););)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

বিষণ্ণ বালক বলেছেন: আমি নিশ্চিত, আপনার গল্প গুলো অবলম্বনে যেকোন টিভি চ্যানেলে যদি সাপ্তাহিক আধা ঘণ্টার এক পর্বের নাটক প্রচার করা হয় তবে সেই সময়ে রাস্তাঘাট পুরা ফাকা হয়ে যাবে। অনেকটা MacGyver প্রচারের সময় যেমনটা হত তেমন।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

অপু তানভীর বলেছেন: অনেক বড় মন্তব্য করলেন । জানি না আমি এই মন্তব্য পাওয়ার যোগ্য কি না !!
অনেক অনেক ধন্যবাদ !!

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

রীতিমত লিয়া বলেছেন: গল্প ভাল লাগল। বরাবরের মতই :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: :):):)

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

সচেতন বলেছেন: :P+

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: :):):)

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

দানবিক রাক্ষস বলেছেন: আপনি ভাই যেকোনো পরিবেশে রমাঞ্ছ আনতে পারেন ! :) ;) |-)

আপনি নিসন্দেহে ভালো লিখেন, তবে একটু সমালচনা না করলেই নয়,
নিশির সাথে যখন আপনার রিক্সায় কথোপকথন শুরু হয় সেটা আপনার এক পুরাতন গল্পের মত অনেকটা, গল্পের নামাটা মনে নাই তবে গল্পটা ছিল এইধরনের যে, আপনি বাহিরে বের হইছেন রাস্তায় কোন গাড়ি নেই হঠাৎ একটা গাড়ি আপনার পাশে এসে দাঁড়ালো, ভেতরে আপনার এক মেয়ে ক্লাসমেট, যাকে আপনি মাঝে মাঝে এস এম এস দিতেন এবং সেই দিন আপনি তার কাছে হাতে-নাতে ধরা পরেন, এবং একটা মজার কবিতা দিয়েছিলেন "পাকাও আমায় কিলায়."

আপনি লেখার ধারার মাঝে ভিন্নতা আনতে পারেন তবে কথোপকথনের স্টাইল কমন হয়ে যাচ্ছে মনে হয় ভাই,

আপনার গল্প পড়তে অনেক ভালো লাগে তাই যেন একঘায়েমি না চলে আসে তাই একটু সমালচনা করলাম, রাগ করিয়েন না ভ্রাতা।

ভালো থাকবেন।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: তাই নাকি ??
আসলে এতো গুলো গল্প লিখেছি যে ঠিক মনেই থাকে না !! আচ্ছা এর পর থেকে আমি লক্ষ রাখার চেষ্টা করবো !!
ধন্যবাদ !!

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

রাফা বলেছেন: একটু ভেজা বেড়াল টাইপের মনে হলো! স্ট্রং পার্সোনালিটি না হোলে ঠিক জমেনা।

এ্যানিওয়ে ,ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: ভেজা বেড়াল ??
=p~=p~=p~

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

লোনলিফাইটার বলেছেন: :( :( X( X(

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: কি হইল ভাই ??
বিরোধী দল জিন্দাবাদ কইলাম বলে কি রাগ করলেন ???
=p~=p~=p~=p~

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

বটবৃক্ষ~ বলেছেন: বিষণ্ণ বালক এর সাথে সহমত।
গল্প ভাল হয়েছে।তবে পিক টা পছন্দ হয়নাই /:)

থ্যাংক্স নিশিকে ব্যা্ক করানোর জন্য।।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: হয় নাই ?? :(:(:(

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

বাংলাদেশের বিবেক বলেছেন: B-) B-) B-) B-) ;) ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

অপু তানভীর বলেছেন: :):):)

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

ক্লান্তিহীন পথচারী বলেছেন: আপনার লেখা আর হরর গল্পের সাথে একটা মিল আছে, দুইটাই আমি ঘুমঘুম

চোখে গভীর রাতে পড়ি , নইলে পুরো মজাটা পাওয়া যায় না। আজকে

নিয়মের ব্যতিক্রম করলাম। তারপরেও সমান ভালো লেগেছে । :) ..

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: তাই নাকি ??

যাক ভাল লেগেছে জেনে ভাল লাগলো !!

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

নক্ষত্রের নীল বলেছেন: ফিনিশিং টা অসাম B:-/ ;) B-)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: :):):):)

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

অনীনদিতা বলেছেন: গল্প ভাল লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: :):):)

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

কামরুল আহসান খান বলেছেন: এরেই কয় কারো পৌষ মাস কারো সর্বনাশ ;) ;)


নিশি ইজ ব্যাক...তারে মিচাইতেছিলাম খুব :P :P


গল্প ভালা পাইলাম :) :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!

নিশি তো আছেই !! সে থাকবে যত দিন আমার গল্প আছে !! :):):)

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: গল্পে প্লাস দেয়াটা কিন্তু আসে ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

অপু তানভীর বলেছেন: :):):)

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লেখা। +++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

২৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ঘূণে পোকা বলেছেন: ভাই আপনি তো দেখি অন্নেক জনপ্রিও। আমি একজন নতুন ব্লগার । আপনার লেখা তা পরে ভাল লাগল তবে ভাই এটা আপনার লেখা কিনা তা নিয়ে আমার কেমন জানি সন্দেহ লাগতেছে... কারন তা বুঝতে পারতেছি না .........

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

অপু তানভীর বলেছেন: সন্দেহ লাগার কারন টা যদি একটু বলতেন !!!
তবে আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিতে পারি যে এটা আমিই লিখছি !! এটা আমারই লেখা !! :):)

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মাক্স বলেছেন: বিরোধীদল জিন্দাবাদ !!

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: জিন্দাবাদ !!!

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

ফার্ুক পারভেজ বলেছেন: অসাধারন .........

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: :):):)

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

একজন আরমান বলেছেন:
গোলাপী জেলি :!> :!> :#> :#> ;) ;)

গল্পের শেষে এসে বাজিমাত !

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-))

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩

হুমায়ুন তোরাব বলেছেন: আপনার এই লিখা পড়ে আপনার ফ্যান হয়েছিলাম, কেমন আছেন অপু ভাই

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

অপু তানভীর বলেছেন: হুম ! লং টাইম নু সি !!

কই আছো ইদানিং ?

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪

হুমায়ুন তোরাব বলেছেন: চিনতে পেরেছেন ?

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: হুম । না পারার তো কোন কারন নেই

৩৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০১

হুমায়ুন তোরাব বলেছেন: ফেসবুক আইডি ডিলিট করে দিয়েছি । এখন বরং ভালই আছি ।
এখন ঘুমায়, খাই , পড়ি ভালই চলছে । ইদানিং আবার ব্লগে ঢুকাঢুকি শুরু করছি । দেখি আবার রেগুলার হব ।।
ক্যাচাল মুক্ত নিরামিষ সুস্থ জীবন, অসাধারন চলতেছে ।। :#)

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৬

অপু তানভীর বলেছেন: ভাল করছো । এটাই ভাল থাকার অন্যতম উপায় ! :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.