নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে তুমি সব কিছু ! আমার সকালের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত আমার সব কিছুই কেবল তুমি । কত ভাবে বলতে চাই এই কথা গুলো ! কত কথা শুনাতে চাই ! কিন্তু তোমার শোনার সময় কোথায় ??
আজকে সারা টা দিন বসেই রইলাম কিন্তু তোমার সময় হল না !!
জানি না আর কতক্ষন এভাবে অপেক্ষা করেই কাটবে আমার দিন ?
তবুও আমার সব কিছুতেই তুমি !!
তুমি মানেই আমার সব !!
তুমি মানে হল
ভোরের আলো সকালবেলার পাখি,
স্নিগ্ধ সবুজ ঘাসের বুকে বিন্দু শিশির নাকি !
তুমি মানে হল
তোমার অধর আলতো ঠোটের ছোয়া,
শত অভিমান আর রাগের পরেও তোমার সামনে নোয়া !
তুমি মানে হল
তোমার হাতে আমার রাখা হাত,
নিজের শরীরে সয়ে নেওয়া তোমার যত আঘাত !
তুমি মানে হল
তোমার ঠোটের পাগল করা হাসি,
আমার সবকিছু এক পাশে রেখে তোমার স্বপ্নেই ভাসি !
তুমি মানে হল
উদাস চোখে তোমার বসে থাকা,
হাজার মানুশ চারিপাশে তবুও যেন একা !
তুমি মানে হল
তপ্ত দুপুর তোমার পাশেই চলা,
হাতের ঘড়ি ছুড়ে ফেলে সময়টাকে ভোলা !
তুমি মানে হল বিকেল
হাওয়ায় তোমার উড়া চুল,
তোমার কথা ভাবতে গিয়ে মিষ্টি কিছু ভুল !
তুমি মানে হল
সন্ধ্যা বেলার তোমার কোমল মুখ,
শত কষ্টের মাঝেও পাওয়া তোমার দেওয়া সুখ !
তুমি মানে হল
রাতের বেলা তোমার কোলেই ঘুম,
দিনের শেষে মিষ্টি করে আলতো তোমার চুম !
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন: হুম !! শুধুই তুমি !!
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
স্বপনবাজ বলেছেন: তুমি মানে দীর্ঘঃশ্বাস !
তুমি মানে বিশ্বাসে বুক বাধা !
২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫
অপু তানভীর বলেছেন:
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
জাকারিয়া মুবিন বলেছেন: গল্পকার হঠাত করে কবিতা লেখা শুরু করল কেন??
কবিতা ভালা হইছে। +++
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
অপু তানভীর বলেছেন: কি জানি কেন ??
বলতে পারবো না !!!
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
অনীনদিতা বলেছেন: তুমি মানে হল
শুকনো ঝড়া পাতা
ভালোবাসার হিসেবে শুন্য একটি খাতা
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
অপু তানভীর বলেছেন: আহা !!
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
শায়মা বলেছেন: তুমি মানে হল
রাতের বেলা তোমার কোলেই ঘুম,
দিনের শেষে মিষ্টি করে আলতো তোমার চুম !
হল হল গুলো বাদ দিলে বেশি ভালো লাগতো মনে হয়
যেমন
তুমি মানে
ভোরের আলো সকালবেলার পাখি,
স্নিগ্ধ সবুজ ঘাসের বুকে বিন্দু শিশির নাকি !
তুমি মানে
তোমার অধর আলতো ঠোটের ছোয়া,
শত অভিমান আর রাগের পরেও তোমার সামনে নোয়া !
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
অপু তানভীর বলেছেন: কি জানি হয়তো !!
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
রীতিমত লিয়া বলেছেন: আজ কবিতা!!! কবিতা পছন্দ হইছে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
অপু তানভীর বলেছেন:
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি মানে হল
তোমার হাতে আমার রাখা হাত,
নিজের শরীরে সয়ে নেওয়া তোমার যত আঘাত !
+++++++++++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
অপু তানভীর বলেছেন:
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
বটবৃক্ষ~ বলেছেন: লোনলিফাইটার বলেছেন: তুমি তুমি তুমি শুধুই তুমি...
আমার সবকিছু এক পাশে রেখে তোমার স্বপ্নেই ভাসি !
বেশ~~
৭ম +
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
অপু তানভীর বলেছেন: বেশ !!
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
মোঃ মাহ্ফুজুর রহমান বলেছেন: গল্পগুলো তো ভালো লাগেই। কবিতাও ভালো লাগলো ..
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন:
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
মাক্স বলেছেন: তুমি মানে হল বিকেল
হাওয়ায় তোমার উড়া চুল,
তোমার কথা ভাবতে গিয়ে মিষ্টি কিছু ভুল !
আহহা!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
অপু তানভীর বলেছেন: আহা !!
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
মাহবু১৫৪ বলেছেন: তুমি? তুমি? মানে মানে?
তুমিময় সারাজীবন
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
অপু তানভীর বলেছেন: হুম !! শুধুই তুমি............।।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
স্পাইসিস্পাই001 বলেছেন: তুমি মানে হল
তপ্ত দুপুর তোমার পাশেই চলা,
হাতের ঘড়ি ছুড়ে ফেলে সময়টাকে ভোলা !
কবিতা ভাল হয়েছে.....+++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
অপু তানভীর বলেছেন:
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
অপরাজিতা নীল বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
অপু তানভীর বলেছেন: ???
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
অপরাজিতা নীল বলেছেন: কেন জানি পড়ে মনটা খারাপ লাগলো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
অপু তানভীর বলেছেন:
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
স্বপ্নবাজ পারভেজ বলেছেন: সত্যিই অসাধারন কবিতা.........
তুমি(অপু তানভীর) মানে
দিনের শেষে ভালোবাসা মাখা নতুন একটা গল্প
যা এনে দেয় হিয়ার মাঝে রংগীন রংগীন কল্প।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
অপু তানভীর বলেছেন:
ধন্যবাদ !! অনেক বেশি !!
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬
একজন আরমান বলেছেন:
ভাইয়া তোমার কবিতাগুলো অসাধারণ লাগে আমার কাছে।
লিখো কম। কিন্তু যা লিখো একদম ফাটিয়ে দাও।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আরমান !!
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
শাহজাহান মুনির বলেছেন:
তুমি মানে হল
উদাস চোখে তোমার বসে থাকা,
হাজার মানুশ চারিপাশে তবুও যেন একা ! অনেক সুন্দর।
আমিও শায়মা আপুর সাথে একমত।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
লোনলিফাইটার বলেছেন: তুমি তুমি তুমি শুধুই তুমি