নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে টেলিফোনের শব্দে ঘুম ভেঙ্গে গেল জেলারের ! বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বললেন
-হ্যালো !
-স্যার !
যুদ্ধপরাধীদের রাখা প্রিজন সেলের একজন গার্ড ফোন করেছে!
জেলার সাহেব বললেন
-আবার কি হল ? একটু আগেই তো ফোন দিছিলা ?
-জি স্যার ! এই চার বার !
-কি হইছে বল !
-স্যার ! কাদের মোল্লা আপনার সাথে কথা বলতে চায় !
জেলার সাহেব বিরক্ত হলেন আরো ! এই একজনই বাকী ছিল ! বললেন
-আচ্ছা দাও !
কিছুক্ষন পর কাদের মোল্লার আওয়াজ পাওয়া গেল । জেলার সাহেব বললেন
-কি ব্যাপার ?
-স্যার আমার কমোডটা ফুল হয়ে গেছে !
জেলার সাহেব অবাক হয়ে বললেন
-এতো জলদি ! কালকেই না ছুইপার দিয়ে পরিষ্কার করানো হল !
-স্যার, আমার একটু ডাইরেক্ট লাইনের প্রব্লেম আছে ! ৭১ এ যখন মুক্তি যোদ্ধাদের হুঙ্কার শুনছিলাম সেই বারও লাইন একেবারে ডাইরেক্ট হইয়া গেছিল ! আর থামেই না ! পাকি ক্যাম্পের পাশের একটা পুকুর ভইরা গেছিলো ! তারপর এক পাকি ডাক্তার থামাইছে ! আর এখন শাহবাগের ঐ হুঙ্কার শুইনাও আমার লাইন ডাইরেক্ট হইয়া গেছে !! থামতাছে না ! কমোড তো ভরবোই !!
জেলার সাহেব বললেন
-দেখি আজকের রাতটা কাটাও কোন রকম ! কালকে ব্যবস্থা করা যাবে !
-লাভ নাই স্যার ! সকাল হইতে হইতে সব কিছু ভেসে যাবে ! শেষে এই এলাকায় বদলাতে হবে !
-কোন ভাবে আটকানো যায় না ?
-না স্যার ! শাহবাগে যতক্ষন বাঘের হুঙ্কার চলবে আমার পাতলা পায়খানাও ততক্ষন চলবে !!
-আচ্ছা দেখি ! সেন্ট্রি কে দাও !
কাদের মোল্লা সেন্ট্রি ফোন দিয়েই আবার বাধরুমের দিকে দৌড় দিল !
-শোন কাদের মোল্লা কে কমন বাধরুমের দিকে নিয়ে যাও ! ঠিক আছে ?
-কিন্তু স্যার ! আরো তো কয়জন আছে ওখানে ??
-থাকুক ! যা বলছি কর !
-আচ্ছা !
কাদের মোল্লাকে কমন বাধরুমের ভিতর ঢুকিয়ে দিয়েই সেন্ট্রি বাইরে থেকে তালা মেরে দিল ! মোটা দুইটা বাধরুম রয়েছে ! কাদের মোল্লা যখন আর একটু ভিতরে গেল দেখল গোলাম আজম পাগলের মত একবার এই দরজায় আবার পাশের টাতে ধাক্কাচ্ছে !
-গোলাম ভাই কি করেন ?
-ছাগল বুঝিস না কি করি ! একটার ভিতরে মেশিন ঢুকছে আর একটার ভিতরে নিজ্জা হালায় ঢুকছে ! আর বাইর হয়োনের নাম নাই ! আমি বুইড়া মানুষ কেমনে সামলাই !!
-কন কি ? আপনাদের কমোডও ভইরা গেছে !
কাদের মোল্লা আর কিছু বলতে পারে না ! কেবল বাধরুমের দরজার কাছে এসে পজিশন নেয় ! যে কোন মুল্যেই তার এখন ভিতরে ঢুকতেই হবে !!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা প গে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন:
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
আমিতপু বলেছেন: কি শুনাইলেন ভাই!!!!
হাসতে হাসতে পড়ে (রিড) গেলাম, তাও এক দমে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন:
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
স্বপনবাজ বলেছেন: বাদ যাবেনা কোন শিশু , ধরে ধরে একটা একটা করে ঝুলানো হবে ! এখন সময় সাধারণ জনতার , বীর বাঙ্গালীর ! এ জাগরণ থামবেনা , এ জাগরণ অন্যায় রুখে দিতে !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: এ জাগরণ থামবে না !!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
নেংটি ইদুর বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
অপু তানভীর বলেছেন:
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
আনন্দ পাল বলেছেন: ভেরি নাইস
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
অপু তানভীর বলেছেন:
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
বাংলার হাসান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন:
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
অপু তানভীর বলেছেন:
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
আমি তুমি আমরা বলেছেন:
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
অপু তানভীর বলেছেন:
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
অপু তানভীর বলেছেন: সরি আরমান, দেখা হল না ! আসলে শ্লোগানের ভিতর ছিলাম তো তাই আর আসা হয় নাই !!
কাল যদি যাও কালকে দেখা হবে !!
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: ক্লাসিক ++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
অপু তানভীর বলেছেন:
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: +++++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
অপু তানভীর বলেছেন:
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
শ্বর্ণকিট বলেছেন: এক দাবী এক রায় রাজাকারের ফাসী চাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
অপু তানভীর বলেছেন: এক দাবী এক রায় রাজাকারের ফাসী চাই !
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
মাহবু১৫৪ বলেছেন:
বাথরুমের ভেতর পানি ঠিক মত আসে তো??
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: আমি কিভাবে কমু ভাই ??
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: ছাগল বুঝিস না কি করি ! একটার ভিতরে মেশিন ঢুকছে আর একটার ভিতরে নিজ্জা হালায় ঢুকছে ! আর বাইর হয়োনের নাম নাই ! আমি বুইড়া মানুষ কেমনে সামলাই !!
থু থু থু!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন:
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
একজন আরমান বলেছেন:
আমি আছি রাজপথে প্রতিদিন।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন: আছি রাজপথে প্রতিদিন।।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।