নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-সামনে থেকে দুর হ ! নাইলে কিন্তু থাপ্পর খাবি !
তানিয়া তবুও দাড়িয়ে রইলো ! তানিয়ার দাড়িয়ে থাকা দেখে আমার মেজাজটা যেন আরো একটু বেশি খারাপ হল ! অবশ্য আমার রাগ ও খুব বেশি কেয়ার করে না ! এই হল ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ডের ভিতর পার্থক্য !
গার্ল ফ্রেন্ড কে যদি বলি সামনে থেকে দুর হ !
সে তো কেঁদে কেটে অস্থির হবে ! অথবা আমার সাথে ব্রেক আপ করে বসবে !
আর ফ্রেন্ডকে যদি বলি সামনে থেকে দুর হ , দুর তো হবেই না বরং উল্টো আমাকেই মারতে আসবে !
যদিও তানিয়া আমাকে মারতে এল না তবে ওর মন একটু খারাপ হল বুঝলাম !
আমাকে বলল
-তুই একটু বোঝার চেষ্টা কর !
-বোঝানোর চেষ্টা কর !
তানিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলো ! বলল
-এই ভাবে দৌড়াদৌড়ি করলে কিভাবে বুঝবো ! এখানে বোস !
আমি বসলাম ওর পাশে !
-চা খাবি ?
-তুই থাপ্পর খাবি ?
তানিয়া হাসতে হাসতে বলল
-তুই কেবল বলিসই আমাকে থাপ্পর মারবি ! কোন দিন তো মারিস না !!
কিছুক্ষন চুপ করে থাকার পর তানিয়া বলল
-আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর তুই ! আমার কিছুই করার নাই ! আমি .....।
ওর কথা আমি শেষ করতে না দিয়ে বললাম
-তোর ফ্যামিলি যদি বলে আগুনে ঝাপ দে ! তু কি করবি ?
-মানে ?
-আগে আমার কথার উত্তর দে ! আগুনে ঝাপ দিবি নাকি নিজে চিন্তা করবি নিজের ভাল নিজে বুঝবি ?
তানিয়া কোন কথা না বলে চুপ করে রইলো ! আমি বললাম
-দেখ এখন কিন্তু ১৯৬০ সাল না ! আর তুই কিন্তু গ্রামে থাকিস না যে তোর বাবা মা যা বলবে তুই চোখ বুঝে তাই শুনবি !
তানিয়া কিছু বলতে গেল, আমি ওকে থামিয়ে দিলাম ।
-দেখ আমি বলছি না বাবা মার অবাধ্য হতে ! একটা জিনিস তুই নিজেই ভেবে দেখ ! তুই কোন স্কুলে পড়বি বা চুলে কয়টা বেনি করবি সেটা তোর মা ঠিক করে দিটেই পারে কিন্তু তুই কাকে বিয়ে করবি সেটা তোর থেকে ভাল আর কেউ জানে না ?
তানিয়া চুপ করে রইলো ! আমি তানিয়াকে বললাম
-দেখ এমন না যে হাসান ভাই পাত্র হিসেবে ভাল না ! যদি এমন হত তুই যাকে পছন্দ করেছিস সে ভাল না ! কিংবা তোর যোগ্য না তাহলে একটা কথা ছিল । কিন্তু ব্যাপারটা তো সেই রকম না !! তাহলে তুই কেন ইচ্ছা করে কষ্ট পাবি বল ?
তানিয়া বলল
-কিন্তু হাসান তো এখন কিছু করে না !
-এখন করে না ! ঠিক আছে ! করবে ! হাসান ভাইয়ের রেজাল্ট ভাল ! কিছু করতে তার খুব বেশি সময় লাগবে না তুই জানিস !
-কিন্তু আমি বাবা মাকে কি বলে বোঝাবো ?
-গাধার মত কথা বলবি না ! ঠিক আছে ?? গ্রামের একটা অবলা নারীর মুখে এই কথা মানায় কিন্তু তোর মত অনার্স পাশ করা কোন মেয়ের মুখে এই কথা মানায় না !
তানিয়া বলল
-আমি কি পারবো বোঝাতে ?
-আচ্ছা তার আগে আমাকে একটা কথা বল ! তুই কি চাস ? তাকে ভাল বাসিস ?
-হুম !
-সে বাসে ?
-আই গেস সো !
-তাহলে কেবল তার কাছে গিয়ে কেবল বল মনের কথাটা ! দেখ আর কিছু করা লাগবে না ! তুই একা নিজেকে দুর্বল মনে করছিস ! সেও নিজেকে এভাবে একা দুর্বল মনে করছে ! দুজন এক সাথে হ ! দেখবি কত বল পাবি !
জানিস আমি সারা জীবন কেবল একটু .......
আমি কেন জানি কথাটা শেষ করতে পারি না !
সত্যি আমি কেবল একবার চেয়ে ছিলাম টিয়া একটা বার কেবল আমার দিকে একটু হাত বারাক ! ও যদি কেবল একটা বার বলতো আমি কেবল তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, তাহলে .......
আমি তানিয়াকে বললাম
-তুই আমার বন্ধু বলে বলছি ! এখন যদি আমার কথা তুই না শুনিস সারা জীবন আফসোস করবি এই কথা মনে রাখিস ! জীবনে সামনে হয়তো সুখি হবি কিন্তু তবুও সারাটা জীবন কেবল একটা কথাই মনে হবে যে আমি হয়তো আরও একটু বেশি সুখি হতাম যদি নিজের সিদ্ধান্ত টা নিজে নিতাম !!
তানিয়া আমার দিকে তাকিয়ে থাকলো চুপচাপ কিছুক্ষন !! তারপর বলল
-চল চা খাই !!
-চা ই খা কেবল !! আর কিছু করিস না !
-চলতো ! আসলে বুকে শক্তি পাচ্ছিলাম না ! তোর কথায় বল ফিরে পেলাম !
আমার মনটা একটু খারাপ হল !
কেবল মনে মন বলি টিয়াকে যদি কেউ এভাবে বলতো !! ও যদি সেটা শুনে আসতো তাহলে জীবনটা হয়তো আরো বেশি সুন্দর হত !!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন:
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
মাহির কাবির বলেছেন: vallagce bha
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন:
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭
জাকারিয়া মুবিন বলেছেন: ++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন:
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
s r jony বলেছেন:
ভাল লাগল,
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
অপু তানভীর বলেছেন:
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
বটবৃক্ষ~ বলেছেন: এই হল ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ডের ভিতর পার্থক্য !
গার্ল ফ্রেন্ড কে যদি বলি সামনে থেকে দুর হ !
সে তো কেঁদে কেটে অস্থির হবে ! অথবা আমার সাথে ব্রেক আপ করে বসবে !
আর ফ্রেন্ডকে যদি বলি সামনে থেকে দুর হ , দুর তো হবেই না বরং উল্টো আমাকেই মারতে আসবে !
হাহ হা!! কথা সত্য...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: কেবল একটা বিষয়ে সহমত হলে চলবে না !! সব বিষয়ে সহমত হতে হবে !!
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
শায়মা বলেছেন: + দিলাম ভাইয়া।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন:
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
সৌমিক রহমান বলেছেন: পছন্দ হয় নাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
অপু তানভীর বলেছেন:
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
শ্যাডো ডেভিল বলেছেন: বন্ধুত্বের সম্পর্ক সব থেকে উপরে....
টিয়া পাখি কি ফাকি দিছে ?????
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
অপু তানভীর বলেছেন:
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
খেয়া ঘাট বলেছেন: আপনার গল্পের ছবিগুলো খুবই সুন্দর হয়।
দেখতে কেমন যেন চোখে শান্তি আসে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
অপু তানভীর বলেছেন:
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
আমি তুমি আমরা বলেছেন:
ওগো টিয়া
চল করি বিয়া ... ...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
অপু তানভীর বলেছেন:
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪
একজন আরমান বলেছেন:
জীবনটাই যেন আফসোসময় !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
অপু তানভীর বলেছেন: আফসুস আর আফসুস !!
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮
একজন আরমান বলেছেন:
জীবনটাই যেন আফসোসময় !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
অপু তানভীর বলেছেন: আফসুস আর আফসুস !!
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
বটবৃক্ষ~ বলেছেন: ভালো হয়নি