নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকাল থেকে ছেলেটি অপেক্ষায় ছিল ! এক জনের জন্য অপেক্ষা !
সকাল থেকে কেবল অপেক্ষাই করেছে ! পিসির সামনে বসে থেকেছে ঘন্টার পর ঘন্টা !
গত রাতে সে কথা দিয়েছিল সে মেসেজ চেক করবে ! সকাল বেলা তার কোথাও যাওয়ার কথা ছিল !
মোবাইল তো সংগেই ছিল !
নাকি ছিল না ?
নাহ ! থাকার তো কথা ! মোবাইল ছাড়াতো কেউ বাইরে বের হয় না !
তাহলে ?
কাল রাতে ছেলেটির মন অনেক ভাল ছিল ! আসলে সত্য বলতে কি এমন আনন্দিত সে কোন দিন হয়েছিল কিনা সে বলতে পারবে না ! কাল কত রাত পর্যন্ত মেয়েটির সাথে কথা হয়েছে । কত সুন্দর সেই কথা গুলো ! ঠিক যেন হৃদয় ছুয়ে যায় !
কত দিন পর ছেলেটি রাতে কতটা আনন্দ নিয়ে ঘুমাতে গিয়েছিল এই ভেবে যে সকালে যখন তার ঘহুম ভাঙ্গবে কেউ একজন থাকবে তার জন্য ! সে কথা দিয়ে মেসেজ দিলেই সে রিপ্লে দিবে ! যদি একবার ভালবাসি বলে তাহলে সেও ভালবাসি বলবে !
ছেলেটির আর কিছু চাওয়ার ছিল না ! একটুও আবদারও নাই মেয়েটির কাছে ! মেয়েটির পাশে থাকেতে চায় ! কেবল চেয়েছিল যখন তার মন খারাপ হয় তখন যেন বলতে পারে তাকে কথা টা ! এই সিমেন্টের জংঙ্গলে এমন এক জন থাকুক যেন মন খারাপের কথা গুলো সে শেয়ার করতে পারে ! আবার যখন তার খুব একা একা লাগবে তাকে যেন বলতে পারে তুমি আমার পাশে আছো তো ? আমার খুব একা একা লাগছে ! যখন মনটা খুব ভাল হবে তখনও যেন তাকে বলতে পারে !
আজ সকাল থেকেই ছেলেটির মন ভাল ছিল ! খুব বেশিই ভাল ছিল !
সকালে ঘুম থেকে উঠেই মেয়েটি একটা মেসেজ দিল ফেবুতে !
মনে মনে বলল
এখনই নিশ্চই রিপ্লে আসবে !
সে আজ বাইরে যাবে ! এক সময় না একসময় ঠিক মেসেজটা দেখবে !
এক ঘন্টা গেল !
দুই ঘন্টা গেল !
.....
এভাবে পুরো দিনতাই চলে গেল তবুও মেয়েটির কোন রিপ্লে এলো না ! ছেলেটি তবুও আশা হারালো না ! নিশ্চই তার কোন সমস্যা হয়েছে !
শরীর কি খারাপ হল ?
অথবা মোবাইলটা হারিয়ে গেল ?
হবে হয়তো !!
সে গত কাল বলেছিল সেও নাকি সারাটা দিনের ভিতর এই সময়ের জন্যই অপেক্ষা করে থাকে ! কথাটা শুনে ছেলেটির চোখে পান চলে এসেছিল আনন্দে ! ভাগ্য ভাল রুমে তখন কেউ ছিল না, তা না হলে লজ্জার সীমা থাকতো না ! ছেলে মানুষের কাঁদতে নেই !
দুপুর গড়িয়ে যখন বিকেল হল তখন ছেলেটার মনটা খারাপ হতে থাকে ! খুব চেষ্টা করে ছেলেটা মন যেন খারাপ না হয় ! সে বলেছিল মন না খারাপ করতে ! ছেলেটা মনে মনে বারবার বলে মন খারপ করবো না !
মন খারাপ করবে না !
মন খারাপ করবে না !
মন খারাপ করবে না !
দুপুরে কেন জানি কিছু খেতে পারলো না ছেলেটি ! সারাদিন পিসি সামনে একভাবে বসে থেকে ছেলেটির মাথার ভিতরে কেমন যেন একটা ব্যাথা শুরু হয়ে ছিল ! কিছুটা ঘুমও আসছিল !
ছেলেটি মনে মনে ভাবলো সে নিশ্চই একটু পরেই তার মেসেজের রিপ্লে দিবে !
অবশ্যই দিবে !
সেই আশা নিয়ে ছেলেটি বিকেলে ঘুমাতে গেল !
কিন্তু ..........
কে জানে ঘুম থেকে উঠে ছেলেটি তার কাঙ্খিত মেসেটা পেয়েছিল কি না ??
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
অপু তানভীর বলেছেন:
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
মাক্স বলেছেন: পায় নাই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
অপু তানভীর বলেছেন:
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
নেপোলিয়ন বলেছেন: প্রথম মন্তব্য(!!!) আমার... হি হি হি...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
অপু তানভীর বলেছেন:
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
অপু তানভীর বলেছেন:
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন: এটাতো অনুগল্প হয়া গেল.......
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
অপু তানভীর বলেছেন: হুম !!
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
অপু তানভীর বলেছেন:
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: ভাইজান ..........আরেকটু ভালো কিছু আশা করছিলাম.....যাই হোক....চলারেবল ...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
অপু তানভীর বলেছেন:
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
একজন আরমান বলেছেন:
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
অপু তানভীর বলেছেন: চুপ কেন মিয়া ??
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
একজন আরমান বলেছেন:
মন খারাপ ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
অপু তানভীর বলেছেন:
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
chokhayrpani বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
নেপোলিয়ন বলেছেন: ..