|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
-কি করিস রে বেটা ?
-কিছু না ভাই ? আপনার গল্প পড়তাছি ?
-আমার গল্প নিয়মিত পড়িস নাকি ?
-প্রতিদিন একটা করে ! 
-তাই ? 
-হুম ! ভাই একটা অন্যার করেছি ?
-কি অন্যায় ?
-আপনার ঐ যে প্রোফেসর আসরাফি সিরিজটা আছে না ? আমি ঐটার মত করে একটা গল্প লিখতে চেষ্টা করেছি !
-তাই নাকি ? দেখি তো !
আমি লিংকটা বের করে দিলাম ! ভাই মন দিয়ে কিছুক্ষন পড়লেন !তারপর বললেন 
-হয়েছে ! টেকনিক্যাল কিছু কথা আরো ভাল করে লেখা দরকার ছিল ! 
-জানি ভাই ! আমি এসব কম বুঝি !
-হুম ! তুই যা লিখিস ! তাই লেখ ! এই জিনিস তোর দিয়ে হবে না ! 
আমি হাসি ! ভাই আসলে ঠিক কথাই বলেছে ! আমি পারি কেবল লাটুপুটি প্রেমের গল্প লিখতে ! আর কিছু না !
আমি বললাম 
-ভাই আজকে আপনার জন্মদিন ! 
ভাই হাসে ! ভূলে গেছে এমন একটা ভাব চোখে ! আমার দিকে তাকিয়ে  বলল
-আরে তাই নাকি ? আমি তো ভুলে গেছি ! 
-শুভ জন্মদিন ভাই !
-ধন্যবাদ ! যাহ ! কাল বাসায় আসিস ! তোকে কেক খাওয়াবো ! কি কেক খাবি বল ? চকলেট নাকি অন্য কিছু ?
আমি কেবল চোখে পানি নিয়ে তাকিয়ে থাকি ! আমার কল্পপনার কথপোকথন শেষ হয় !
 ইমন ভাই !!   ! এই মানুষটাকে কোন দিন দেখি নি ! কিন্তু মনের ভিতরেই কি গাঢ় আসন নিয়েই না বসে আছে ! 
যেখানেই থাকেন ভাই ভাল থাকবেন !
শুভ জন্মদিন ইমন ভাই !! শুভ জন্মদিন !! 
 ২০ টি
    	২০ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
অপু তানভীর বলেছেন: কেবলই ভালবাসা আর আর ভালবাসা !!
শুভজন্মদিন ইমনভাই !! 
২|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৯
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৯
রাশমী বলেছেন: আমার ও!! একদম ই ভাল লাগেনা উনার লেখা ছাড়া এই সামু 
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৫
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৫
অপু তানভীর বলেছেন: আসলেই ! সামুর প্রতি টান টা অনেক কমে গেছে ইমন ভাইয়ের চলে যাওয়ার পর থেকে !!  
৩|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৪
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৪
আরজু পনি  বলেছেন: 
শুভ জন্মদিন শ্রদ্ধেয় ইমন জুবায়ের ...
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৬
অপু তানভীর বলেছেন: শুভ জন্মদিন ভাই !!!
৪|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৩
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৩
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: রাশমী বলেছেন: আমার ও!! একদম ই ভাল লাগেনা উনার লেখা ছাড়া এই সাম। আমিও একমত।
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৬
অপু তানভীর বলেছেন: 


৫|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৮
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৮
অনীনদিতা বলেছেন: শুভজন্মদিন ইমনভাই
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৭
অপু তানভীর বলেছেন: শুভজন্মদিন
৬|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৬
শায়মা বলেছেন: ভাইয়া ভালো থাকুক!
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৭
অপু তানভীর বলেছেন: ভাইয়া সব সময় ভাল থাকবেন ! এতো গুলো মানুষ যার জন্য দোয়া করে সে কখনো ভাল না থেকে কি পারে ?
৭|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ইমন ভাই ভালো থাকুক
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৬
অপু তানভীর বলেছেন: ইমন ভাই ভালো থাকুক !!
৮|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৯
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লিখেছেন,শুভ জন্মদিন ইমন ভাই
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৫
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৫
অপু তানভীর বলেছেন: শুভ জন্মদিন ইমন ভাই
৯|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৩
ছোট্ট নিথী বলেছেন: একফোঁটা নোনাজল!!
ইমন ভাই ভালো থাকুন!! 
শুভ জন্মদিন!! +++ 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৫
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৫
অপু তানভীর বলেছেন: ইমন ভাই ভাল থাকুন !!
১০|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৯
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৯
সত্যবাদী বোকা বলেছেন: +++++++++++
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৫
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৬
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৬
বটবৃক্ষ~ বলেছেন: ইমন ভাইয়ের জন্য ভালোবাসা~~~