নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা ঘুম থেকে উঠেই বনের রাজা সিংহ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বেশ কিছু শিয়াল বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে তার ঘরের সামনে হাজির !
সিংহ মনে করলো কি রে ভাই আবার কি হল ! আজ কাল কথায় কথায় আন্দোলন হয় ! শিয়ালদের আবার কি আন্দোললে নামতে হল ?
বনের রাজা বাইরে এসে এক হুংকার ছেড়ে বললেন
-কি চাস তোরা ?
একজন নেতা গোছের শিয়াল এসে কুর্নিশ করে বলল
-মহারাজ আপনার কাছে একটা আর্জি ছিল !
-কি আর্জি ?
-মহারাজ ! আমরা চাই এবার থেকে আমার কাছে মুরগী বর্গা দেওয়া হোক আর কুমিরের বাচ্চা দের পড়ানোর টেন্ডার আমাদের দেওয়া হোক !
বনের রাজা বলল
-আচ্ছা বিকেল বেলা মিটিং ডাকা হোক ! সেখানে সব সিদ্ধান্ত নেওয়া হবে !
বিকেল বেলা বনের সব পশুপাখি হাজির সিংহের বাড়ির সামনে ! সবার মনেই কৌতুহল ! কেন এই সভা !
সিংহ এসে সবার উদ্দেশ বলল
-সভার উপস্থিত সকল পশু সম্প্রদায় ! আমাদের সবার পরিচিত শিয়াল পন্ডিত আমার কাছে আর্জি নিয়ে এসেছে !
সবাই বলল
-কি আর্জি ?
-তার আর্জি হল আজ থেকে সকল মুরগীর বর্গা শিয়াল কে দেওয়া হোক ! আর কুমিরের বাচ্চাদের পড়ানোর টেন্ডার তাদের কে দেওয়া হোক ! তোমরা কি বল ?
সবাই এর বিপক্ষে মত দিল ! বিশেষ করে মুরগী সম্প্রদায়ের প্রতিনিধি বলল
-কালের বিবর্তনে এই চলে আসছে আর যাকেই মুরগীর বর্গা দেওয়া হোক না কেন শিয়ালকে তো দেওয়াই যাবে না !
কুমির সম্প্রদায়ের প্রতিনিধি বলল
-না ! এটা হতেই পারে না ! আমাদের পূর্ব পুরুষ যে ভুল করেছে আমরা সে ভুল করতে পারি না !
সব শুনে বনের রাজা সিংহ শিয়াল কে বলল
-তোমাদের কিছু বলার আছে ? তোমরা কোন যুক্তিতে বল যে এই কাজ গুলো তোমাদের দেওয়া হোক !
শিয়াল নেতা সামনে এগিয়ে এসে বলল
-মহারাজ আমি কেবল একটা যুক্তিই দেখাবো ! আর কোন যুক্তি না । আমার মনে হয় এই যুক্তিতেই সব ফ্যাসি বাদীদের মুখ বন্ধ হবে !
সবাই বলল
-কি সেই যুক্তি ?
শিয়াল নেতা বলল
-মহারাজ বিএনপি যদি সকল যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে তাহলে আমরা কেন এই কাজ গুলো করতে পারবো না ! গতকাল বিএনপি নেতা তাদের ভাষনে চিৎকার করে করে বলেছে তারা যুদ্ধাপরাধীর বিচার করবে !! তাই আমরাও চিৎকার করে বলতে চাই !!
সবাই একসাথে বলল
-ঠিক !! ঠিক !!
-তাহলে আমরা কেন পরবো না !!
-ঠিক !! ঠিক !!
অফটপিক: নেতাদের কথায় মাঝে মাঝে বেশ বিনোদন পাই ! কিন্তু কালকে মত মত বিনোদন কমই পাইছি ! হিহিহিহিহিহিহি !!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
অপু তানভীর বলেছেন:
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
জাহিদুল হাসান বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
অপু তানভীর বলেছেন:
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
s r jony বলেছেন: নেতাদের কথায় মাঝে মাঝে বেশ বিনোদন পাই ! কিন্তু কালকে মত মত বিনোদন কমই পাইছি ! হিহিহিহিহিহিহি !! হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহিহি !! হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
চলতি নিয়ম বলেছেন: অনেক সময় লাগলো বুঝতে। প্রসেসর পাল্টানোর সময় আইসা পড়ছে মনে হয়
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহিহি !! হিহিহিহিহিহিহি হিহিহিহিহিহিহি
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
অপু তানভীর বলেছেন:
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
মেহেদী_হাসান বলেছেন: আমেলিগও কি সব যুদ্ধাপরাধীর বিচার করছে? তারা বিচার করছে কতিপয় জামাত লিডারদের। অন্তত তারাই সেটাই ঠিক মত করুক।
বিএনপিও সেটাই করবে। ক্ষমতায় আসলে আমেলিগ ও বাম যুদ্ধাপরাধীদের বিচার করবে। সেটা নিশ্চয় বিশ্বাসযোগ্য।
আমেলিগ সকল যুদ্ধাপরাধীদের বিচার করবে এটা যেমন বিশ্বাসযোগ্য নয়, তেমনি বিএনপিও না। তারা সমানে সমান। উভয় দলই বিচার করবে, বাট বিরোধী দলের যুদ্ধাপরাধীদের।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
অপু তানভীর বলেছেন: আওয়ামীলীগ বিচার করবে কি না জানি না কিন্তু বিএনপির মত হাস্য কর কাজ তো আর করতেছে না !!
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
সুমন জেবা বলেছেন: "আমেলিগ সকল যুদ্ধাপরাধীদের বিচার করবে এটা যেমন বিশ্বাসযোগ্য নয়, তেমনি বিএনপিও না। তারা সমানে সমান। উভয় দলই বিচার করবে, বাট বিরোধী দলের যুদ্ধাপরাধীদের। "
"আওয়ামীলীগ বিচার করবে কি না জানি না কিন্তু বিএনপির মত হাস্য কর কাজ তো আর করতেছে না !!"
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
অপু তানভীর বলেছেন:
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
মেহেদী_হাসান বলেছেন: লেখক বলেছেন: আওয়ামীলীগ বিচার করবে কি না জানি না কিন্তু বিএনপির মত হাস্য কর কাজ তো আর করতেছে না !!
বিএনপি ক্ষমতায় আসলে কমপক্ষে আমেলিগদের বিচার করবে- এটা কি বিশ্বাসযোগ্য নয়? তাহলে তারা যদি বলে যুদ্ধাপরাধীদের বিচার করবে, এটা হাস্যকর হবে কেন?
আমেলিগ পার্সিয়াল বিচারকে বিচার নামে চালিয়ে দিচ্ছে। বিএনপিও তাই করছে। তাহলে বিএনপির কথাকে হাস্যকর মনে হলে আমেলিগের দাবিকে হাস্যকর নয় কেন?
ইতিহাসের কথা বলবেন তো? বিএনপির অনেক আগে থেকেই আমেলিগ রাজাকার তোষণ করে আসছে। সেই শেখ মুজিবের আমল থেকেই। আর হাসিনা তো তাদেরকে নিজের আত্বার আত্বীয় বানিয়েই নিয়েছে। আমি যদি বলি, রাজাকারদের বিচার আমেলিগদের জন্য ও শেয়ালের কাছে মুরগী বর্গা দেবার মতই। হাসিনা যদি তার বিয়াইকে ঝুলাতে পারে, সেইদিনই সে শ্রদ্ধার পাত্র হবে, তার আগে নয়।
বাংলাদেশে কোন দলই এতো ভাল নয়; তাই আমরা এটা আশা করি, এই টার্মে আমেলিগ জামাতের গুলা ঝুলাক; পরের টার্মে বিএনপি আমেলিগের গুলা ঝুলাক; তাহলেই দেশ মুটামুটি ক্লিন হতে পারে। ।একা আমেলিগের পক্ষে কোনভাবেই সব রাজাকারের বিচার সম্ভব না।
তবে আমেলিগ আদৌ কাউকে ঝুলাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ হাসিনার নিজেরই ভয় আছে পরের টার্মে তার বেয়াইকে কেউ ঝুলিয়ে দেই কিনা?
আশা করি যুক্তি গুলো ধরতে পেরেছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: আপনার বক্তব্য বুঝিতে পারিলাম !! সাথে আরো কিছু বুঝিতে পারিলাম !!
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
দানবিক রাক্ষস বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
অপু তানভীর বলেছেন:
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
রোড সাইড হিরো বলেছেন: কথা ঠিক...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
নিয়ামুল ইসলাম বলেছেন: