নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নীল ছাতা এবং মেয়েটির কাছে আমার ধরা খাওয়ার গল্প !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

বৃষ্টি সব সময়ের জন্যই খুব পছন্দের । কিন্তু এই অসময়ের বৃষ্টি দেখলে মেজাজটা একটু খারাপই হয় । কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব লেগে থাকে ! মেজাজ খারাপ হয় ! সাথে মনও !



তারপর কতক্ষন ধরে এই পরিবাগের এই বটতলায় বসে আছি একটা রিক্সারও দেখা নেই । আমি হাতের কাগজ গুলো আরো একটু বাঁচানোর চেষ্টা করলাম । আর আমার এই চেষ্টা দেখে মনে হল বৃষ্টি দেবতার আর একটু ইচ্ছা হল বৃষ্টির গতিটা বাড়িয়ে দিতে ।



নাহ !



কাগজ গুলো বোধহয় আর বাঁচানো গেল না । শার্টের ভিতর কাগজ গুলো ঢুকাবো কিনা ভাবছি ঠিক এমন সময় একটা মিষ্টি কন্ঠস্বর শুনতে পেলাম ।



-এক্সকিউজ মি ।



মিষ্টি কন্ঠস্বরের সাথে মিষ্টি একটা সুগন্ধও নাকে এসে লাগলো ।



লেডিস পারফিউম !!



আমি ঘুরে তাকিয়ে দেখি মিষ্টি কন্ঠের অধিকারীনীর চেহারা আসলেই বেশ মিষ্টি । একে বারে খুব যে ফর্সা মেয়েটি তা বলব না । তবে উজ্জল শ্যামল । গাঢ় আর ঘন কালো চোখ, খাড়া নাক, পাতলা গোলাপী ঠোট তবে চুল গুলো খুব লম্বা না ।



নাহ ! এই চেহারার সাথে লম্বা চুল খুব মানাতো !



আমি জিজ্ঞাসু চোখে মেয়েটির দিকে তাকিয়ে বললাম



-জি বলুন !



-আপনার কাগজ গুলো ভিজে যাচ্ছে । আপনি ইচ্ছে করলে আমার ছাতার নিচে এসে দাড়াতে পারেন ।



আমি মেয়েটার কথা শুনে একটু চমকালাম ।



বৃষ্টির বেগ আরো বেড়েছে । আসে পাশে লোক জন কেউ নেই বললেই চলে । আমরা কেবল দুজন এই বট গাছের নিচে দাড়িয়ে আছি । একজনের হাতে ছাতা আর একজন বৃষ্টিতে ভিজে যাচ্ছে । আর যেহেতু বৃষ্টি বেশ জোরেই পরছে তাই কেবল ছাতার ভরশায় এই বটের তলা থেকে বের হওয়াটা খুব বুদ্ধিমানের কাজ না । তাই মেয়েটি দাড়িয়েই ছিল । আমাকে ভিজতে দেখে নিশ্চই মনে একটু মায়া হয়েছে তাই এই কথাটা বলেছে ।



আমি বললাম



-না ঠিক আছে ।



মেয়েটি বলল



-কোন সমস্যা নাই । আমার ছাতাটা যথেষ্ট বড় ।



আসলেই ছাতাটা যথেষ্ঠ বড় । মেয়েরা যেমন লেডিস ছাতা নেয় এই ছাতাটা তেমন না । বরং বেশ বড় । এতো বড় ছাতা আজকাল দেখাই যায় না । মেয়েটি আবার বলল



-আপনার কাগজ গুলো ভিজে যাচ্ছে আর আমি এখানে ছাতার নিচে দাড়িয়ে আছি আর আপনি দাড়িয়ে দাড়িয়ে ভিজছেন এই শীতের ভিতর এটা আমার কাছে খারাপ লাগছে । প্লিজ ছাতার ভিতর আসুন !



নাহ ! এই মেয়েটাকে আসলেই ভাল বলতে হচ্ছে ! আজকাল এমন মানুষ তো পাওয়াই যায় না !



আমি আস্তে করে ছাতির নিচে চলে এলাম । মেয়েটির গা থেকে আসলেই খুব চমত্‍কার একটা স্মেল আসছে । আমি যদিও পারফিউমের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু আজ এই পারফিউমের গন্ধটা যেন স্বর্গীও মনে হল । মেয়েটি ঠিক আমার থেকে দুই থেকে তিন আঙ্গুল দুরে দাড়িয়ে আছে ছাতা হাতে নিয়ে ।



আচ্ছা এখন আমার কি করা উচিত্‍ ?



মেয়েটিকে কিছু বলা উচিৎ ?



অবশ্যই বলা উচিৎ !



গাধা !



মেয়েটি তোকে এই বৃষ্টির মধ্যে আশ্রয় দিয়েছে অন্তত একটা ধন্যবাদ দেওয়া তো উচিৎ !



আমি ধন্যবাদ দেওয়ার জন্য মুখ খুললাম ঠিক তখনই মেয়েটি বলল



-আপনার এই কাগজ গুলো কি খুব জরুরী ?



-কেন ? কিভাবে বুঝলেন ?



-আসলে আমি যেভাবে কাগজ গুলো বাঁচানোর চেষ্টা করছিলেন তাই মনে হল !



আমি বললাম



-হ্যা । সার্টিফিকেট । বাংলাদেশ অর্থনীতি সমীতির ।



-তাই বুঝি ? আমার আব্বা ওখানকার মেম্বার ছিলেন । এখন অবশ্য আর যান টান না ।



-ও আচ্ছা ।



আমি আবার চুপ করে যাই । চুপ করেই থাকি কিছুক্ষন ।



আরে মেয়েটাকে তো ধন্যবাদই দেওয়া হল না । আমি আবার মেয়েটাকে কিছু বলার আগে মেয়েটিই আমাকে বলল



-আরে আপনিতো ভিজে যাচ্ছেন । আর এমন অস্বস্তি নিয়ে কেন দাড়িয়ে আছেন বলুন ?



-না মানে .. আমি....



মেয়েটি বলল



-আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন ? আমাকে হেল্প করতেন না ?



-হ্যা । তা তো করতাম ই ।



-তাহলে ? আসুন ছাতার ভিতরে আসুন তো !



আমি আর একটু ভিতরে এসে হজির হলাম ! এবার মেয়েটার হাতের কুনয়ের সাথে আামর হাত লেগে গেল ! একটু লজ্জিত হলাম তবুও কিছু না বলে চুপ করে রইলাম !



মেয়েটিকে একটা ধন্যবাদ দিতে হবে ! আমি এবা মেয়েটির দিকে তাকিয়ে বললাম



-থেঙ্কিউ ।



মেয়েটি হাসলো একটু ।



হায় ! কেন জানি বুকের ভিতর একটা কাঁটা বিধে উঠল ! এই হাসির জন্য নির্দ্বিধায় ঐ ওভার ব্রীজ থেকে লাফ মারা যায় !



ওভারব্রীজ ?



ডায়লগটা কেমন পরিচিত মনে হচ্ছে না ?



হুম পরিচিত তো !



এর অগের কয়েকটা গল্প ব্যবহার করা হয়েছে !



কিন্তু তাই বলে ওভার ব্রীজ ?



কি আর করা একটা অপরিচিত মেয়ের জন্য দশ তলা বিল্ডিং থেকে লাফ মারা কি ঠিক হবে ?







-কি ভাবছেন !



না এমন কিছু ভাবছি না !



মেয়েটি বলল



-বৃষ্টিতো কমে আসছে । তা আপনি কোন দিকে যাবেন ?



এই তো আর এইতো একটা সুযোগ এসেছে !



এসেছে !!



মেয়েটার সাথে আর একটু সময় কাটানো । আমি প্রশ্নের উত্তর না দিয়ে বললাম



-আপনি কোন দিকে যাবেন ?



-আমি মৌচাকের দিকে যাবো ।



-আরে আমিও তো ঐ দিকে যাবো । আসলে মৌচাক মার্কেটের আগে যে ফ্রেঞ্চ ফুড দোকানটা আছে ঐ খানে একটু কাজ আছে ।



-ও আচ্ছা ।



মেয়েটা একটু চুপ করে কি যেন ভাবল ।



-চলুন একসাথে যাই ।



-হ্যা অবশ্যই ।



আহা আহা ! এই মেয়ে যেন সব মনের কথাই বলে দিচ্ছে !



সব মেয়ে গুলো কেন এমন কেন হয় না ?



-ঐ তো একটা রিক্সা আসছে দেখেন তো যায় নাকি ?



একেই বলে ভাগ্য ! যদিও এখানকার রিক্সাওয়ালা গুলো একটু ত্যাড়া টাইপের হয় । দেখা যাক সব কিছুই যখন আমার পক্ষেই যাচ্ছে তখন এটাও আমার ফেভারে হবে ।



-এই মামা যাবা !







বৃষ্টি একদম থেমে গেছে । মেয়েটি রিক্সায় উঠে বসে আমার জন্য জায়গা ছেড়ে দিল । আমি উঠতে যাবো ঠিক তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল



-আপনি কিছু ভুলে যাচ্ছেন না তো ?



-আমি ? কই না তো ?



মেয়েটি কয়েক মুহুর্ত আমার দিকে তাকিয়ে থেকে বলল



-আপনার ছাতা টা ? নীল রংয়ের ছাতাটা !



আমি এবার একটু থতমত খেলাম । এই মেয়েটা আমার নীল রংয়ের ছাতি দেখল কিভাবে ?



কি সর্বনাশ !



আমার মুখের দিকে তাকিয়ে মেয়েটা হাসতে হাসতে বলল



-বট গাছটার পিছনে রেখেছেন ?



আমি কোন কথা না বলে কেবল একটু মাথা ঝাঁকালাম !



মেয়েটি হাসি মুখে বলল



-যান নিয়ে আসেন ! তা না হলে হারিয়ে যেতে পারে !



আর কোন উপায় না দেখে আমি বট গাছের পিছন থেকে ছাতাটা নিয়ে এসে রিক্সার সামনে দাড়ালাম ! আমার মনে হয় মেয়েটার সামনে আর দাড়িয়ে থেকে লাভ নাই ! মেয়েটার কাছে আমার সব কিছু ধরা পরে গেছে ?



কিন্তু মেয়েটা বুঝলো কেমনে ?



তাহলে মেয়েটা আমাকে দেখেছে ?



নাহ ! আর কিছু হল না ! এখান থেকেই কেটে পড়া উচিৎ ! মেয়েটা বলল



-কি হল দাড়িয়ে আছেন কেন ? উঠুন !



-উঠবো ?



-হ্যা !



মেয়েটা আবার হাসলো ! একটু যেন দুষ্টামী মিশ্রিত হাসি ! নাকি প্রশ্রয়ের হাসি !



আমি আর সময় নষ্ট না করে আমি রিক্সায় চড়ে বসলাম !







রিক্সা ছাড়ার কিছুক্ষন চুপ করেই রইলাম ! আসলে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না ! মেয়েটি বলল



-আচ্ছা আপনার মাথায় এই বুদ্ধিটা কেমন করে আসলো বলুন তো ?



-কোন ...... বুদ্ধিটা ?



-এই যে বৃষ্টির ভিতর দাড়িয়ে থাকবেন ! তারপর কোন মেয়ে আপনার এই অবস্থা দেখে আপনাকে ছাতার নিচে ডেকে নিবে ! এমনটা হয় নাকি কোন দিন ?



-তাহলে ? আপনি ...।



-আসলে আমি করেছি কৌতুহল থেকে ! আমি যখন ওভার ব্রীজের ওপাশে নামি তখনই আপনাকে দেখতে পেয়েছি ! আপনার যে নীল রংয়ের ছাতা ! যে কারো চোখে পরবে ! তারপর আমি ওয়ার ব্রীজ দিয়ে উপরে উঠছিলাম আর আপনাকে দেখলাম নিচ দিয়েই চলে যেতে ! কিন্তু সব থেকে অবাক হলাম যখহ দেখলাম আপনি এই পাড়ে এসে ছাতা ছাড়া দাড়িয়ে আছেন । একটু অবাক লাগলো কিন্তু ঘটনা বুঝতে আমার খুব বেশি দেরি হল না !



আমি মাথা নিচু করে বসে রইলাম !



মেয়েটি বলল



-আমার মজাই লাগছিল ! আর আপনার ছেলেমানুষী দেখেও খুব মজা লাগছিল !



আমি বললাম



-সরি !



-না ! সরি বলার কিছু নাই ! আমি নিজেও ব্যাপার টা এনজয় করেছি ! তো আপনার নিশ্চই মৌচাকের ঐ দিকে কোন কাজ নাই তাই না ?



-না ! না ! কাজ আছে ?



-ঐ ফ্রেঞ্চ ফুডে ?



-জি !



-কি কাজ শুনি ?



আমি কাচুমুচু হয়ে বললাম



-ভাবছিলাম আপনাকে ওখান থেকে গরম কফি খাওয়াবো ! এই ঠান্ডায় কফি মজা লাগবে !



মেয়েটা আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে হেসে ফেলল ! আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল



-আমি অ্যারিসা রহমান ! আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো !



আমি অ্যারিসার হাত টা ধরে বললাম



..........







গল্প এখানেই শেষ !!

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

আসাদুজ্জামান আসাদ বলেছেন: প্রথম প্লাস +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: :):):)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

নীলতিমি বলেছেন: :) :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: :):):)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

অজানাবন্ধু বলেছেন: ভাললেগেছে ..................
এগিয়ে যান.........................

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

আতিকুল০৭৮৪ বলেছেন: আহ।খুব ভাল লাগলো আবার আফসুস ও লাগতেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: আফসুসের কথা আর কইয়েন না ভাই!! সারা জীবন আফসুস ! আর আফসুস !!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

রোড সাইড হিরো বলেছেন: ধরা খেয়ে গেলা বালক???!!! +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: ;););)

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: হা হা হা

প্রথম থেকে পড়ে হাসছিলাম .........

কিন্তু লাস্টটa মোটেও ঠিক হয়নি.........

কোনো মেয়েই এমন দেবী না যে হাত বাড়িয়ে দেবে এইভাবে ......

আহা

কি আল্লাদ!!!!!!!!!!!!!!!


:P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অপু তানভীর বলেছেন: আপু আমার গল্পের নায়িকা না ??
একটু বুঝতেই হবে কেমন হবে !!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

লাবনী আক্তার বলেছেন: :D :D :D

আহা বেচারা। ;)

আপনার মত আমাকেও একজন সাহায্য করেছিল কিন্তু তাকে আমি ধন্যবাদ জানাতে পারিনি। তবে তখন একটু ছোট ছিলাম তো এতো বুঝে উঠতে পারিনি। ছেলেদের সাথে কথা বলতে পারতাম না সেই সময়। এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। নিচে লিঙ্কটা দিলাম।

Click This Link

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অপু তানভীর বলেছেন: :):):):)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

একটি উদাসী মেয়ে বলেছেন: ভালোই লাগলো +++ ।। বিশেষ করে ওভার ব্রীজ থেকে লাফ দেবার ব্যাপারটাই মজা পেলাম :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

অপু তানভীর বলেছেন: :):):):)
ধন্যবাদ !!

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

শাহরিয়ার রোমান বলেছেন: ধুরররররররর মিয়া.............. আরেকটু বারাইবেন না ......... জোশ টা আসতে আসতেই শেষষষষষষষষষষষষষ X(( X(( X(( X(( X((
X( X( X( X( :( :( :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
আপনার এক্সপ্রেশন দেখে আমার লেখা সার্থক মনে হচ্ছে !!

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

~স্বপ্নবিলাসী~ বলেছেন: বৃষ্টির দিন তো এসে পড়লো , দেখা যাক এমন কিছু ঘটে কিনা ।
খুব ভাল লাগলো :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: দেখা যাক !!
ধন্যবাদ !!

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

অনীনদিতা বলেছেন: হা হা
খুবই চমেতকার হইছে:)
বাস্তবে মনে হয়না কখনও এমনটা হয়:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: বাস্তবে তো কত কিছু হয় না গো.।.।.।.।.।.। :P :P :P

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

chokhayrpani বলেছেন: ai bhabay dhora khaben bhabhi ni :) ....MASH ALLAH, loved ur versatility.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

অপু তানভীর বলেছেন: :):):):):)

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

শূন্য পথিক বলেছেন: দারুন লেখা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: :):):):):)

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

বটবৃক্ষ~ বলেছেন: কি আর করা একটা অপরিচিত মেয়ের জন্য দশ তলা বিল্ডিং থেকে লাফ মারা কি ঠিক হবে

কোন কিছু প্রমান করার জন্য লাফ মারাটাই কেন জরুরী হবে!!! যেন প্রেমের সংবিধানে লিখা আসে ????
লাফ মারো ...আর ভালোবাসা প্রমান করো!!


ডায়লগের মাঝে মাঝে লেখকের কথাগুলো বেশী মজার ছিলো...ব্যাপক হাসাহাসির ইমো হবে...:)

বাই দা ওয়ে, পরীবাগের ওভারব্রিজের হাইট খুব বেশী না

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: ঐ টা একটা কথার কথা !!
আমি যদি কাউকে ভালবাসি তাহলে সেটা তাকে প্রমান করে দেখানোর কিছু নাই ! যদি তার দেখার আর বোঝার মত চোখ থাকে তাহলে সে আমার দিকে একবার তাকালেই বুঝে যাবে ! আমার কিছু করা লাগবে না !!

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

ইখতামিন বলেছেন: ৬ষ্ঠ +++++++++++
ভালো লেগে গেছে.

এমন কি হয়?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

অপু তানভীর বলেছেন: নাহ বাস্তবে এমনটা হয় না মোটেও !! বাস্তবে না হলে না হবে, আমার এখানে তো হয়েছে !!
:):):)

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: গল্পটা কোথায় অপু?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

অপু তানভীর বলেছেন: রুমী ভাই কোন গল্পের কথা বলেছেন ? ঐ টা তৈরি আছে কিন্তু এখন পোষ্ট করবো না !! এখন সবাই ব্যস্ত !!
আপনাকে কি মেইল করে পাঠাবো??

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

কালা মনের ধলা মানুষ বলেছেন: ইনবক্স করে দাও। পড়ার জন্য অস্থির হয়ে আছি।

অপু তানভীরের গল্প প্রথম পড়ার সৌভাগ্য অর্জন করি।

আর এখন, আসলেই নট এ গুড টাইম টু পোস্ট সাচ এ স্টোরী।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

অপু তানভীর বলেছেন: আচ্ছা ভাই !! :):):):)

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

ভুং ভাং বলেছেন: এই বদ পোলাডার গল্প সব সময়ই ধাম কইরা শেষ হইয়া যায় ।কে ? মাইয়া ডা লইয়া আরও কিছুদিন প্রেম পিরিতি কইরা বিয়া করাইলে কি ক্ষতি হইত ? যত সব । X(
ভাবতাছি আমার নিজের প্রেমের গল্প লিখবো কিনা। কি পাগলামিই না করেছিলাম ।
আর গল্পে ++++++++++++++ । ভালো থাকবেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

অপু তানভীর বলেছেন: আরে এইটাও আমার গল্পের বিশেষত্ব !! এতো দিনেও বুঝেন নাই মিয়া !! ;););)

আপনিও ভাল থাকবেন !! :):)

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: মজা পাইসি...........আপনার ধরা পড়ে যাওয়া টা ...
তার চেয়েও ভালো লেগেছে ...ঠাস করে গল্পটা শেষ করে দেওয়াটা...... ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

অপু তানভীর বলেছেন: :):):):):)

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

একজন আরমান বলেছেন:
এই হাসির জন্য নির্দ্বিধায় ঐ ওভার ব্রীজ থেকে লাফ মারা যায় ! =p~ =p~ =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: একজন আরমান বলেছেন:
এই হাসির জন্য নির্দ্বিধায় ঐ ওভার ব্রীজ থেকে লাফ মারা যায় !



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

রুদ্র মানব বলেছেন: গল্পটা এখানেই শেষ , এই লাইনটা ছাড়া বাকি সব কিছু ভাল লাগছে :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অপু তানভীর বলেছেন: যাক !! তাহলেই চলবে .....:):)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

শাকিল ১৭০৫ বলেছেন: ভাই আপনার তরীকা আমি মানুম না :!>

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

অপু তানভীর বলেছেন: কুনো সমস্যা নাই !! ;) ;) ;)

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাহী ফ্লোরা বলেছেন: গল্পগুলো গল্পের মত মিষ্টি!

ভাইয়া আগামীকাল বইমেলায় থাকছি দুপুর থেকে সন্ধ্যা অবধি ২৭৭ নং স্টল অথবা লিটিল ম্যাগ চত্তরে ৯ নং স্টলে। চলে এসো দেখা হয়ে যাবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

অপু তানভীর বলেছেন: কালকে আপু আসবোই নিশ্চিন্ত থাকো !!
:):):):)

২৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

অহন_৮০ বলেছেন: ভালো হয়েছে++

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: :):):):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.