নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

জি না, মিস জিনা আমার ভাবতে হবে ! তোমার কথা আমার ভাবতে হবে !!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

-আর কত ঘুমাবি ? ওঠ !

আমি কোন মতে চোখ মেলে ঘড়ির সময়টা দেখার চেষ্টা করলাম ! মাত্ড় সাতটা !

এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে ? এই রাত দুপুরে আমার কাছে ফোন দিছে কেন ?

আমি বিরক্ত হয়ে বললাম

-কি ব্যাপার ফোন দিছস ক্যান ? তুই জানোস না এতো সকালে আমি ঘুমাই !

-তুই এখনই ওঠ !

মামা বাড়ির আবদার ! এখনই ওঠ !

-দেখ ফাজলামো করিস না ! এখন ঘুমাইতে দে ! চারটার সময় ঘুমাই !

-জি জানি আপনি চারটার সময় ঘুমিয়েছেন !

আমি একটু হেসে উঠলাম ! জিনা তো জানবেই যে আমি চারটার সময় ঘুমাইছি ! আসলে রাতে চারটা পর্যন্ত জিনার সাথেই চ্যাটিং করছিলাম !

-দেখ আমি এখন ঘুমাবো ! পরে কথা বলি !

-না ! এখন কথা বলতে হবে !

-আমি কিন্তু ফোন রেখে দিবো !

-ফোন রেখে দেখ একবার !

আমি জানি ফোন রেখে লাভ হবে না ! আমি যতবার ফোন রেখে দিবো জিনা ততবার ফোন করবে ! যতক্ষন না সে তার মনের কথা গুলো না বলবে সে শান্তি পাবে না ! আর আমাকেও শান্তি দেবে না !

আমি বললাম

-কি চাস বল ?

-শোন ! এখন টিএসসি তে আয় !

-এখননননননন?

-এই ভাবে টান দিলি কেন ? এমন একটা ভাব যেন আমি তোকে যুদ্ধের ময়দানে আসতে বলেছি !

-এখন কিভাবে আসবো ! এতো ভোর বেলা ?

-ভোর ? এখন ভোর ! শোন ফাজলামীর একটা সীমা আছে ! আমি টিএসসিতে আসতেছি তুই আয় ! এখন সাতটা বাজে ! ঠিক সাড়ে সাতটার ভিতর হাজির হবি !

-দেখ....।

-কোন কথা শুনতে চাই না ! ঠিক সাড়ে সাতটার সময় যদি তোকে না পাই মনে রাখবি জীবনে সকালে আর তুই ঘুমাতে পারবি না !

জিনা আর কিছু না বলে ফোন রেখে দিল !

আমি বিরক্ত হয়ে উঠে পড়লাম ! এই মেয়ের জ্বালাতন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিন দিন !

দেখি টাইট দিতে হবে ! চিন্তা ভাবনা করতে হবে !

কিন্তু এখন তো আর কিছু করার নাই ! যেতেই হবে !



যখন ঘড়িতে সাতটা ছাব্বিশ বাজে তখন টিএসসিতে পৌছালাম ! গিয়ে দেখি জিনা আগেই এসে হাজির ! ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ! পরনে কালো রংয়ের একটা টাইট জিনস আর টপস ! আর ছাদা রংয়ের এটা চাদর এক পাশে জড়ানো !

আমি কিছু বলতে যাবো জিনা বলল

-কি রে জ্যাকেট পর নাই ক্যান ?

জিনার এই ব্যাপারটা আমার আসলেই খুব ভাল লাগে ! ফোনে আমার সাথে যতই বাদরামী করুক না কেন সামনাসামনি ও কখনই আমার সাথে কিছু বলে না ! এমন কি আমাকে তুই করেও বলে না !

-তাড়া হুড়া করে আসতে গিয়ে মনে নাই !

জিনা কিছু বলতে গিয়েও বলল না ! নিজের গায়ের চাদরটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল

-এটা গায়ে দাও !

-তোমার ঠান্ডা লাগবে তো !

-আমার ঠান্ডা নিয়ে এতো ভাবতে হবে না !

-জি না মিস জিনা ভাবতে হবে ! আমার ওতো ঠান্ডা লাগছে না !

জিনা আমার দিকে কিছুক্ষন তাকিয়েই রইলো ! আমাকে বলল

-এখানে বস !

আমি বসলাম ! জিনার পাশে একটা হটপট দেখছিলাম । ও হটপট খুলে আমাকে বলল

-তুমি বলেছিলে না অনেক দিন তুমি সকালে ঘরে বানানো নাস্তা খাও না !

আমি অবাক হয়ে দেখলাম জিনা আস্তে আস্তে হটপট থেকে আমার জন্য নাস্তা বের করলো ! হাতে বানানো রুটি আর আলু ভাজি !

এই মেয়েটা এতো ভাল কেন ?

আমি ওর পাশে বসে হাত দিতে গেলাম ও তখন আমাকে আটকালো !

-আমি খাইয়ে দেই ?

হায় !! এই মেয়েটা !! যদিও জোড়ে বলা উচিৎ তবুও আমি মনে মনে বলল

-আই লাভ ইউ আমার জানটা !

জিনা আমাকে মুখে তুলে খাইয়ে দিল ! আর বলল

-একটু জোরে বললে কি হয় ?

-কি ?

-এই যে একটু আগে বললা ?

-মানে ?

-বারে ... একটু জোরে আই লাভ ইউ বললে কি হয় ?

আমি কেবল অবাক হয়ে তাকিয়ে থাকি এই মেয়েটার দিকে ! এই মেয়েটা এতো কিছু বুঝে কিভাবে ?

আমার জানটা একটা !!



(কমন গল্প লাগতে পারে কিন্তু এটা আমার স্বপ্নের গল্প যা আমি দেখি)

মন্তব্য ৬৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

শিপন মোল্লা বলেছেন: প্রথম ভাল লাগা রেখে গেলাম।

++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
ইসস এই রকম টেক কেয়ার যদি কেউ করতো, তার জন্য জীবনটাই দিয়ে দিতাম !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: আসলেই জীবনটা দিয়ে দিতাম ! জীবনটা দিয়ে দিবো নির্দ্বিধায় !!

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ ভালোলাগা ভ্রাতা । কেমন আছেন ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

অপু তানভীর বলেছেন: :):):)

আরে প্রোফাইল পিক চেঞ্জ করলেন যে ?? ভালা হইছে !!!

আমি ভাল আছি ! আপনি ??

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

মাহির কাবির বলেছেন: labbiu

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: :):):):)

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

নরাধম বলেছেন:
পুরাই বাংলা সিনেমা দেখি, পুতুপুতু প্রেমকাহিনী। খারাপ না, জনগন পছন্দ করবে। আমিও প্লাস দিলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

অপু তানভীর বলেছেন: :):):):):)

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

রুদ্র মানব বলেছেন: আপচোচ টা বাড়ায়া দিলেন :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

অপু তানভীর বলেছেন: আর কইয়েন না ভাই !!:(:(:(

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

একুশে২১ বলেছেন: @রুদ্র মানব, একই হাল। @লেখক, আপনার কল্পনা শক্তি ব্যাপক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

অপু তানভীর বলেছেন: হুম !! যা হয় সব কিছু কল্পনাতেই !!

বাস্তবে জিনা যে কবে এমন টা করবে তারই অপেক্ষায় আছি !!

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: তুমি বলেছিলে না অনেক দিন তুমি সকালে ঘরে বানানো নাস্তা খাও না !
আমি অবাক হয়ে দেখলাম জিনা আস্তে আস্তে হটপট থেকে আমার জন্য নাস্তা বের করলো ! হাতে বানানো রুটি আর আলু ভাজি !

কথাগুলো মিলে গেল ! :#> :P

অপু,এতো মায়া কেন আপনার মনে! মায়ায় ভেসে যাক আপনার জীবন। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: কোন কথা গুলো মিলে গেল ?

ধন্যবাদ !!

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

ইখতামিন বলেছেন:
৮ম ভালো লাগা. +

দারুণ,

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: :):):):):)

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

অশ্রুহীনা বলেছেন: আপনি অনেক লাকি সবার জীবনে এমন দিন আসে না।ভাল থাকবেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: না গো কন্যা, আমি এতোটা সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসি নি !!

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: বাহ! ভাইয়া ১০০% বাহ!:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: আপি !!!!!!!!!
ধন্যবাদ !! :):):)

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

মারুফ মুকতাদীর বলেছেন: লুতুপুতু :D

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: :D:D:D

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

বটবৃক্ষ~ বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন:
অপু,এতো মায়া কেন আপনার মনে! মায়ায় ভেসে যাক আপনার জীবন।

মাহির কাবির বলেছেন: labbiu
এইটা কি জিনিস!!হাহাহ!!!
সবাই এত্তো মজার কমেন্ট করে কেমন করে!!

গল্পে ++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: :):):):)

আরো কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু বললাম না !! :P:P:P

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। ঠিক বলেছো।
জীবনটা দিয়ে দিবো নির্দ্বিধায় !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: হুম !! কথা সত্য !!

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

tumpa roy বলেছেন: +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

জাওয়াদ তাহমিদ বলেছেন:
রুটি আলুভাজি সহকারে প্রেম কাহিনীতে ধনিয়া পাতা।

;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: ;);)

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, এমনই মনে হয় জীবনটা দিয়ে দেব।

কিন্তু প্রেম হোক, বিয়ে হোক, মাঝে মাঝে মনে হবে শালার জীবনটা দিয়ে দেব।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: কেন ?? সেকি ???????

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আধখানা চাঁদ বলেছেন: ভাল লাগল । ++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

রবিন উত্তর কাট্টলী বলেছেন: কিছু কথা মনে পড়ে গেল গল্পটা পড়ে। টিফিন বক্সে লাঞ্চ। :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

অপু তানভীর বলেছেন: কি মনে পড়ে গেল ভাই জান ??

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: এই মেয়েটা এতো কিছু বুঝে কিভাবে ?
আমার জানটা একটা !!................. :#>

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

অপু তানভীর বলেছেন: হুম !! আমার জান একটা !!

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

শাকিল ১৭০৫ বলেছেন: ভাই রে এরকম একজন খুজতেসি যদি পাই তাহলে আমার জীবন টা তাকে নির্দ্বিধায় দিয়ে দেব

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: দেখেন পান কি না !!
তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি !!

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

অপ্র্রকাশিত বলেছেন: অতীব উপাদে্য.......... :P :P :P :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: :P:P:P:P

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

বাগসবানি বলেছেন: জিনা!!! ওহ আপনি এত নাম কই থেকে আবিষ্কার করেন? তবে মজার ব্যাপার হল - নাম যাই হোক ক্যারক্টারগুলা কমন পইড়ে যায় :P :P । গল্পের শেষে নামধারী নায়িকারা সব আপনেরে ছাইড়ে দেয় ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: গল্পের শেষে নামধারী নায়িকারা সব আপনেরে ছাইড়ে দেয় ।


এই লাইন টার মানে কি ? গল্পের শেষে সব মেয়েরা তো আমার প্রেমে পড়ে ! ছাইড়া তো দেইয় না !!:P:P:P

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

লাবনী আক্তার বলেছেন: মিষ্টি প্রেমের গল্প!! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: :):):):)

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

ভুং ভাং বলেছেন: ++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

অপু তানভীর বলেছেন: :):):):)

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: একজন আরমান বলেছেন:
ইসস এই রকম টেক কেয়ার যদি কেউ করতো, তার জন্য জীবনটাই দিয়ে দিতাম !


লেখক বলেছেন: আসলেই জীবনটা দিয়ে দিতাম ! জীবনটা দিয়ে দিবো নির্দ্বিধায় !!

আসলেই!আসলেই!!আসলেই!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

অপু তানভীর বলেছেন: আসলেই!আসলেই!!আসলেই!!!

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

অনীনদিতা বলেছেন: :)+++
খুব মিষ্টি গল্প:)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

অপু তানভীর বলেছেন: তাই নাকি ?
তোমার জন্য কুমিল্লার মিষ্টি এনে ছিলাম !! তুমি তো খেলে না :P:P:P

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ক্লান্তিহীন পথচারী বলেছেন: নতুন লেখা চাই /:) B:-/ B:-/ B:-/ 8-| 8-| B-))

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: এই তো দিয়ে দিছি আজকেই !! :):):)

২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

chokhayrpani বলেছেন: common hok but bhalobashar muhurto gulo to common porlaye bhalo lagay.... :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: :):):):):)

৩০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

বাগসবানি বলেছেন: আপনি কি প্রেমের কুয়া নাকি?

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: :D :D :D :D ;) ;) ;) ;)
কেমনে বুঝলেন ??

৩১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

অহন_৮০ বলেছেন: ভালো হইছে

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: :):):)

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

ঝড়ের শিশু বলেছেন: আফসোস বেড়ে গেল :( :(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

অপু তানভীর বলেছেন: আফসোস থেকেই এই লেখা !! :(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.