নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আপনার কি গার্লফ্রেন্ড আছে ?
এই রকম প্রশ্ন সাধারনত কারো মুখ থেকে শোন যায় না । অপরিচিত মানুষের কাছ থেকে তো নয়ই । নতুন বন্ধু হলে কিংবা পরিচিত কারো সাথে আড্ডা মারার সময় এমন প্রশ্ন আসতে পারে । কিন্তু একেবারে অপরিচিত কেউ এসে যদি বলে ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে তাহলে ব্যপারটা হজম করা একটু কষ্টকর !
আমারও প্রথমে হজম করতে একটু কষ্টই হল ! আমি বসে আসি রমনা পার্কের বা পাশের গেট টার কাছের একটা বেঞ্চে ! টিউশনীতে যাবো তার আগে একটু হাওয়া খাচ্ছি । এমন সময় এই ভদ্রলোক এসে হাজির ! ঠিক ভদ্রলোক না ! ছোকড়া বললেই মনেহয় ভাল ! আমার থেকে দুএক বছর ছোটই হবে মনে হয় ! আমি যেহেতু এখনও ছোকড়া থেকে লোক হতে পারি নি এই ছেলেটাকে লোক বলাটা ঠিক হবে না ।
আমার পাশে বসতে বসতেই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসলো ! প্রতি উত্তরে আমি একটু হাসলাম ! একেবারে মুখ গুরিয়ে নেওয়াটা একটু অশোভন দেখায় !
এই সময় ছেলেটা আমাকে এই প্রশ্নটা করলো !
-ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে ?
আমি একটু অবাক হলাম ছেলেটার প্রশ্নে ! আরে এমন কথা কেউ কাউকে জিজ্ঞেস করে নাকি ?
কিন্তু ছেলেটার চেহারা দেখে মনে হল সে সব কিচু স্বাভাবিক ভাবেই নিছে । তার মানে এই প্রশ্ন সে আরো অনেকের কাছেই করেছে !
আমি একটু অস্বস্থিতে পড়লাম ।
কি জবাব দেব?
বলে দেই যে নাই !
কিন্তু এখানে আবার দুইটা সমস্যা আছে । প্রথমটা হল সেটা মিথ্যা বলা হবে । আমার গার্লফ্রেন্ড আছে ! আর দ্বিতীয় কারনটা হল এখন কার যুগে যদি কেউ শুনে যে গার্লফ্রেন্ড নাই তাও আবার ঢাকার মত জায়গায় থেকে তাহলে তো তাকে গোনার ভিতরেই ধরে না কেউ । এই ছেলেটাও হয়তো শুনে আমাকে সেই দৃষ্টিতে দেখবে !
কি দরকার !
আমি বললাম
-কেন ? কেন জানতে চাইছেন ?
-আপনার একটা উপকার করতাম ?
-হুম ! উপকার ! আছে ?
-জি আছে ?
-আপনার থেকে ছোট নাকি আপনার সমবয়সী ! মানে আপনার ক্লাসে পড়ে নাকি নিচে ?
আমি আবার একটু ইতস্ত করলাম ! এই খানে ক বলবো ? আসলে নিশি মানে আমার গার্লফ্রেন্ড আমার থেকে একটু উপরের ক্লাসে পড়ে । আমরা সমবয়সী হলেও আমি মাঝখানে একটা বছর ড্রপ দিয়েছিলাম । সেই খানেই এই বিপত্তি !
আমি বললাম
-আমার সাথেই পড়ে । কেন ?
-বেচে গেছেন !
-কেন ? এই কথা কেন বলছেন ?
-আরে ভাই বলবেন না । পিচ্চি মেয়ে গুলো এমন জ্বালাতন করে ! মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই যে দিকে চোখ যায় !
-কি রকম !
ছেলেটা আমার কথার কোন জবাব দিল না কিছুক্ষন । কেবল উদাস হয়ে চেয়ে রইলো সামনের দিকে ! আমি কিছু জানে চাইবো কি না বুঝতে পারতাছি না !
কিছক্ষন পরে ছেলেটাই আমাকে বলল
-জানেন ভাই ট্রিপিক্যাল মেয়েদের সাথে রিলেশন রাখাটা বড়ই ঝামেলার কাজ !
-ঝামেলা ?
-না । ঠিক ঝামেলা না । যন্ত্রনার কাজ ! ভালবাসার মানুষ থাকাটা বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু যদি আপনার ভালবাসার মানুষটি যদি ট্রিপিক্যাল হয় তাহলে আর রক্ষা নাই ?
-আপনার টা কি ট্রিপিক্যাল ?
ছেলেটা যেন আমার এই প্রশ্নের জন্যই অপেক্ষা করতেছিল । একেবারে চিৎকার করে উঠল ।
-ট্রিপিক্যাল মানে ? যদি এমন কোন প্রতিযোগিতা হয় যে কার গার্লফ্রেন্ড বেশি ট্রিপিক্যাল তাহলে জাবিন সেই প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাবে ! গ্যারন্টি !
-জাবিন ?
-আমার গার্লফ্রেন্ডের নাম !
-আচ্ছা !
-আপনার টাও আপনাকে জ্বালাতন করে ?
-নাহ খুব একটা করে না !
ছেলেটার মুখটা একটু যেন হতাশ হল ! আমার দিকে তাকিয়ে বলল
-আপনি তো আসলেই ভাগ্যবান ভাই ! আপনার গার্লফ্রেন্ড আছে ! তার উপর আপনাকে একটুও জ্বালাতন করে না ! এইটা তো ভাল ।
আমি মনে মনে হাসার চেষ্টা করলাম ! মনে মনে ভাবলাম এই বেচারার থেকে মনে হয় আমার অবস্থা ভাল ! বেচারার অবস্থা একটু জানতে ইচ্ছা করলো ! আমি বললাম
-কথা যখন শুরু হয়েই গেছে আসুন পরিচিত হওয়া যাক ! আমি তানভীর ! আপনি ?
এই বলে আমি ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিলাম ।
ছেলেটা আমার হাত ধরে বলল
-আমি জুয়েল !
আমি খানিকটা কৌতুহল নিয়ে বললাম
-জাবিন মানে আপনার গার্লফ্রেন্ড যে ট্রিপিক্যাল এটা কিভাবে বুঝলেন ? মানে আমি বলতে কি কি কাজ করলে গার্লফ্রেন্ডের কে ট্রিপিক্যাল বলা যাবে !
জুয়েল সাহেব একটু যেন চুপ করে রইলো কিছুক্ষন ! তারপর বলল
-ট্রিপিক্যাল মেয়েদের সব থেকে বড় সমস্যা হল তারা কথায় কথায় আপনার সাথে ঝগড়া বাঁধাবে ! বড় সিলি পয়েন্ট ধরবে । তারপর এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখানে আপনি তার উপর বিরক্ত হতে বাধ্য হবেন ! কিন্তু আপনি বিরক্ত হতে পারবেন না । বিরক্ত হলেই আপনি হয়ে যাবেন একজন খারাপ বয়ফ্রেন্ড । মোট কথা সে যেমন টি বলবে আপনাকে ঠিক সেমন ভাবেই চলতে হবে ।
আমি বললাম
-একটা উদাহরন দেন তো ভাই । আমার মাথায় ঠিক মত ধরছে না !
-আচ্ছা আমি আর এক জাবিনের এক দিনের কথা আপনাকে বলি । তাহলেই আপনি বুঝতে পারবেন । একদিন কি কথা নিয়ে আমি জাবিন কে বললাম জানো আজকাল না আয়নায় নিজের চেহারা দেখলে কেমন জানি রাগ হয় । আমার কথা শুনে জাবিন কিছুক্ষন চুপ করে রইলো ! তারপর বলল
-আমাকে দেখলে তোমার এখন রাগ হয় তাই না ?
আমি জাবিনের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম ! আমি বলতে চেষ্টা করলাম
-আরে আমি তো তোমার কথা বলি নাই ! আমি বলেছি যে আয়নায় যখন নিজের চেহারা দেখি তখন আমার রাগ হয় !
-ঐ তো একই কথা ! তুমি মানেই তো আমি ! তোমাকে দেখে রাগ হওয়া মানেই তো আমাকে দেখে রাগ হওয়া !
আম এবার সত্যি সত্যি অবাক হলাম ! মনে মনে বললাম এই মেয়ের সমস্যা কি ? এই মেয়ে আমার সাথে গায়ে পরে ঝগরা বাধাতে চাইছে কেন ?
আমি তবুও নিজেকে শান্ত রেখে বলার চেষ্টা করলাম
-দেখো আমি আসলে ঐ কথা বলতে চাই নি !
জাবিন গলা দিয়ে যেন বোমা ফাটলো !
-আমি বুঝি না তোমার চালাকি ? আমাকে সরাসরি কিছু বলতে পারো না তাই ঘুরিয়ে বল ! আমি বুঝি কিছু বুঝি না ! সেদিন আমি তোমাকে বলেছিলাম না যে তোমার আর আমার মাঝে কোন পার্থক্য নাই ! তুমি আর আমি একই ! তুমি সেই কথাটা মনে রেখেছ ! আর আজকে আমাকে এই ভাবে আক্রমন করলে !
ভাই সাহেব আর বলবেন না ! এই রকম প্রত্যেকটা কথায় আমার কথা ধরে ! একটু উনিশ বিশ হলে আর রক্ষা নাই ! প্যানপ্যানি শুরু হয়ে যায় ! জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে !
আমি খানিকটা দীর্ঘশ্বাস লুকালাম !
জুয়েল বলল
-আপনার টা এরকম না তো ?
-না না ! আামর টা অনেক আন্ডারস্টান্ডিং !
জুয়েল আরো কিছু বলতে যাচ্ছিল দেখলামওর ফোন বেজে উঠল ! মোবাইলের স্ক্রীনটা চোখের সামনে নিতেই জুয়েলর চোখে হতাশা দেখা দিল ! আমার দিকে তাকিয়ে বলল
-আচ্ছা ভাই আমি যাই ! আপনার সাথে কথা বলতে পেরে ভাল লাগলো ! জুয়েল উঠে গেল !
আরে চলে গেল যে !
জুয়েল যেন আরো কিছু বলতে চেয়েছিল ! বলেছিল না যে আমার উপকার করবে ?
কি বিষয়ে উপকারের কথা বলেছিল ?
একবার ভাবলাম ডাক দেই কিন্তু দিলাম না ।
আমি বসে বসে জুয়েলের চলে যাওয়া দেখলাম । জুয়েল যখন চোখের আড়ালে চলে গেল তখনও বসেই রইলাম ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে !
নিজেকে জুয়েলের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করলাম ! মনে করার চেষ্টা করলাম আমার নিশি আমার সাথে এমন করে নাকি !!
কিছু মনে পড়লো আর কিছুটা আমি মনে করতে চাইলাম না !
দুঃসময়ের কথা না মনে করাই ভাল !
ফেবু লিংক
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
অপু তানভীর বলেছেন: নারে ভাই এই ক্ষেত্রে এই কথা টা ঠিক খাটে না । মনে হয় শুন্য গোয়ালের চেয়ে দুষ্ট গোয়াল অনেক ভালো...
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
রোড সাইড হিরো বলেছেন: @ওটা আমার মতামত। এতো ঝামেলা হলে গার্লফ্রেন্ড না থাকাই ভালো আমার কাছে। ওহ্ ভীষণ পেইন...
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
অপু তানভীর বলেছেন: হুম !! পেইন !!
৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩
মাক্স বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
অপু তানভীর বলেছেন: ??
এতো অবাক হওয়ার কি আছে ??
৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
মাক্স বলেছেন: সব মিল্লা গেসে যে
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
অপু তানভীর বলেছেন:
৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
শায়মা বলেছেন: আহারে আমার দুঃখী ভাইয়াট!!!!!!!!!
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন:
আমার দুঃখ আমার আপি ছাড়া আর এউ বুঝলো না !!
৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
শুঁটকি মাছ বলেছেন: বোন,ফেবু লিংকে গিয়ে একটা ধাক্কা খেলাম।একটু ক্লিয়ার কর ব্যাপারটা
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন:
৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
শুঁটকি মাছ বলেছেন: সরি বোন না।ভাই।ভুলে পোস্ট হয়ে গিয়েছিল।কিছু মনে করবেন না।
গল্প সুন্দর হয়েছে
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন:
৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
অনীনদিতা বলেছেন: অপু গল্প বড়ই সইন্দর হইছে
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
অপু তানভীর বলেছেন: সইন্দর হইছে ??
৯| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা
অপু তানভীরের টিপিক্যাল প্রেমের গল্প থেকে একটু বের হয়ে আসার চেষ্টা !!!
দারুন লাগল !! মজা পাইসি ব্যাপক !!
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ রুমি ভাই !!
১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
বটবৃক্ষ~ বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা
অপু তানভীরের টিপিক্যাল প্রেমের গল্প থেকে একটু বের হয়ে আসার চেষ্টা !!!
দারুন লাগল !! মজা পাইসি ব্যাপক !
++++++++++
কিন্তু ছেলেটা আসলে কি উপকার করতে চেয়েছিলো???????
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: আসলেই ! সেইটা তো জানাই হয় নাই !!
১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
রূপকথার কাব্য বলেছেন: কি ব্যাপার, তুমি কি আমাকে আর সহ্য করতে পারছ না? আরেকজনকে দাঁড় করিয়ে ইশারা ইঙ্গিতে নিজের কথাই বোঝাচ্ছ, তাই না? ওকে ।আজ থেকে তোমার সাথে আর কোন রিলেশন নাই ।গুড বাই ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন: কি হইলো ??
গুড বাই জানাইয়া দিলেন ?????????
১২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
রূপকথার কাব্য বলেছেন: আপনি! শেষ পর্যন্ত আপনি! একটু না হয় অভিমান করেছি, তাই বলে আপনি করে বলতে হবে? তুমি কি সত্যিই আমাকে আর ভালবাস না?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
অপু তানভীর বলেছেন:
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
শেখ মিনহাজ হোসেন বলেছেন: শব্দটা আসলে ট্রিপিকাল না। টিপিক্যাল! Typical!
তবে এটা অপু তানভীরের টিপিক্যাল গল্প থেকে বের হয়ে আসার চেষ্টা। সেটা ভালো লেগেছে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: আমার লেখা গল্প আর বানান ভুল থাকবে না তা তো হয়ই না !!
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ বেশ!। কিছুটা ভিন্ন স্বাধ তো আছে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
এরিস বলেছেন: অপমান .... !!
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫
অপু তানভীর বলেছেন:
মানে কি ??? আমি তো কিছুই বুঝলাম না !!
১৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
s r jony বলেছেন: আমার মাথা নাই, ব্যাথাও নাই।
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
১৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
ভুল উচ্ছাস বলেছেন: ছেলেটারে বললেন না ক্যান? যে সেইম এইজের মেয়েরা আরো ভয়াবহ। ছোট হইলে তাও দুই একটা ঝাড়ি দিয়া থামায়া রাখা যায় আর সিমিলার হৈলে ধোলাইও খায় কিছু কিছু পুলা।
সে যাই হোক আমিও যেন কিছুটা উদাসী হইয়া গেলাম এই ভর দুপুরে।
তবে নেক্সট টাইম আর ভুল করপো না, এইবার সিনিয়ার। লাস্ট চান্স।
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
অপু তানভীর বলেছেন: না রে ভাই সবাইরেই ঝাড়ি দিয়া থামায়া রাখা যায় কিন্তু এই ক্ষেত্রে সেই সুত্র খাটে না !!
হুম !! দেখেন
১৮| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
এরিস বলেছেন: কিছু মনে পড়লো আর কিছুটা আমি মনে করতে চাইলাম না !
দুঃসময়ের কথা না মনে করাই ভাল ! [/sb
প্রেমিকার সাথে শুধু দুঃসময়ের স্মৃতি থাকে?? সুসময়ের কিছু থাকেনা???? খালি মিথ্যা কথা
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
অপু তানভীর বলেছেন: এতো রাগের কিছু নাই !! আমি তো কেবল একটু মশকড়া করতাছি !!
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
অপু তানভীর বলেছেন: Click This Link
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: Click This Link
১৯| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
অপরাজিতা নীল বলেছেন: কি আজব!!!!!!! মেয়েরা কি শুধু ঝগড়াই করে না কি??????
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
অপু তানভীর বলেছেন:
মেয়েরা কেবল ঝগড়া করবে কেন ?? তারা মাঝে মাঝে মারামারিইও করে !!
একটু মশকরা করি !! রাইগেন না প্লিজ !! আমি কিন্তু মায়াবতি মেয়েদের নিয়েও অনেক গল্প লিখেছি !!
এই দেখেন তার প্রমান
Click This Link
Click This Link
২০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: নারে ভাই এই ক্ষেত্রে এই কথা টা ঠিক খাটে না । মনে হয় শুন্য গোয়ালের চেয়ে দুষ্ট গোয়াল অনেক ভালো...
সহমত।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৫
অপু তানভীর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
রোড সাইড হিরো বলেছেন: ভালো। দুষ্ট গোয়ালের চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো...