নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

একজন দুঃখি বয়ফ্রেন্ডে কথা !!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

-আপনার কি গার্লফ্রেন্ড আছে ?

এই রকম প্রশ্ন সাধারনত কারো মুখ থেকে শোন যায় না । অপরিচিত মানুষের কাছ থেকে তো নয়ই । নতুন বন্ধু হলে কিংবা পরিচিত কারো সাথে আড্ডা মারার সময় এমন প্রশ্ন আসতে পারে । কিন্তু একেবারে অপরিচিত কেউ এসে যদি বলে ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে তাহলে ব্যপারটা হজম করা একটু কষ্টকর !

আমারও প্রথমে হজম করতে একটু কষ্টই হল ! আমি বসে আসি রমনা পার্কের বা পাশের গেট টার কাছের একটা বেঞ্চে ! টিউশনীতে যাবো তার আগে একটু হাওয়া খাচ্ছি । এমন সময় এই ভদ্রলোক এসে হাজির ! ঠিক ভদ্রলোক না ! ছোকড়া বললেই মনেহয় ভাল ! আমার থেকে দুএক বছর ছোটই হবে মনে হয় ! আমি যেহেতু এখনও ছোকড়া থেকে লোক হতে পারি নি এই ছেলেটাকে লোক বলাটা ঠিক হবে না ।

আমার পাশে বসতে বসতেই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসলো ! প্রতি উত্তরে আমি একটু হাসলাম ! একেবারে মুখ গুরিয়ে নেওয়াটা একটু অশোভন দেখায় !

এই সময় ছেলেটা আমাকে এই প্রশ্নটা করলো !

-ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে ?

আমি একটু অবাক হলাম ছেলেটার প্রশ্নে ! আরে এমন কথা কেউ কাউকে জিজ্ঞেস করে নাকি ?

কিন্তু ছেলেটার চেহারা দেখে মনে হল সে সব কিচু স্বাভাবিক ভাবেই নিছে । তার মানে এই প্রশ্ন সে আরো অনেকের কাছেই করেছে !

আমি একটু অস্বস্থিতে পড়লাম ।

কি জবাব দেব?

বলে দেই যে নাই !

কিন্তু এখানে আবার দুইটা সমস্যা আছে । প্রথমটা হল সেটা মিথ্যা বলা হবে । আমার গার্লফ্রেন্ড আছে ! আর দ্বিতীয় কারনটা হল এখন কার যুগে যদি কেউ শুনে যে গার্লফ্রেন্ড নাই তাও আবার ঢাকার মত জায়গায় থেকে তাহলে তো তাকে গোনার ভিতরেই ধরে না কেউ । এই ছেলেটাও হয়তো শুনে আমাকে সেই দৃষ্টিতে দেখবে !

কি দরকার !

আমি বললাম

-কেন ? কেন জানতে চাইছেন ?

-আপনার একটা উপকার করতাম ?

-হুম ! উপকার ! আছে ?

-জি আছে ?

-আপনার থেকে ছোট নাকি আপনার সমবয়সী ! মানে আপনার ক্লাসে পড়ে নাকি নিচে ?

আমি আবার একটু ইতস্ত করলাম ! এই খানে ক বলবো ? আসলে নিশি মানে আমার গার্লফ্রেন্ড আমার থেকে একটু উপরের ক্লাসে পড়ে । আমরা সমবয়সী হলেও আমি মাঝখানে একটা বছর ড্রপ দিয়েছিলাম । সেই খানেই এই বিপত্তি !

আমি বললাম

-আমার সাথেই পড়ে । কেন ?

-বেচে গেছেন !

-কেন ? এই কথা কেন বলছেন ?

-আরে ভাই বলবেন না । পিচ্চি মেয়ে গুলো এমন জ্বালাতন করে ! মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই যে দিকে চোখ যায় !

-কি রকম !

ছেলেটা আমার কথার কোন জবাব দিল না কিছুক্ষন । কেবল উদাস হয়ে চেয়ে রইলো সামনের দিকে ! আমি কিছু জানে চাইবো কি না বুঝতে পারতাছি না !

কিছক্ষন পরে ছেলেটাই আমাকে বলল

-জানেন ভাই ট্রিপিক্যাল মেয়েদের সাথে রিলেশন রাখাটা বড়ই ঝামেলার কাজ !

-ঝামেলা ?

-না । ঠিক ঝামেলা না । যন্ত্রনার কাজ ! ভালবাসার মানুষ থাকাটা বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু যদি আপনার ভালবাসার মানুষটি যদি ট্রিপিক্যাল হয় তাহলে আর রক্ষা নাই ?

-আপনার টা কি ট্রিপিক্যাল ?

ছেলেটা যেন আমার এই প্রশ্নের জন্যই অপেক্ষা করতেছিল । একেবারে চিৎকার করে উঠল ।

-ট্রিপিক্যাল মানে ? যদি এমন কোন প্রতিযোগিতা হয় যে কার গার্লফ্রেন্ড বেশি ট্রিপিক্যাল তাহলে জাবিন সেই প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাবে ! গ্যারন্টি !

-জাবিন ?

-আমার গার্লফ্রেন্ডের নাম !

-আচ্ছা !

-আপনার টাও আপনাকে জ্বালাতন করে ?

-নাহ খুব একটা করে না !

ছেলেটার মুখটা একটু যেন হতাশ হল ! আমার দিকে তাকিয়ে বলল

-আপনি তো আসলেই ভাগ্যবান ভাই ! আপনার গার্লফ্রেন্ড আছে ! তার উপর আপনাকে একটুও জ্বালাতন করে না ! এইটা তো ভাল ।

আমি মনে মনে হাসার চেষ্টা করলাম ! মনে মনে ভাবলাম এই বেচারার থেকে মনে হয় আমার অবস্থা ভাল ! বেচারার অবস্থা একটু জানতে ইচ্ছা করলো ! আমি বললাম

-কথা যখন শুরু হয়েই গেছে আসুন পরিচিত হওয়া যাক ! আমি তানভীর ! আপনি ?

এই বলে আমি ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিলাম ।

ছেলেটা আমার হাত ধরে বলল

-আমি জুয়েল !

আমি খানিকটা কৌতুহল নিয়ে বললাম

-জাবিন মানে আপনার গার্লফ্রেন্ড যে ট্রিপিক্যাল এটা কিভাবে বুঝলেন ? মানে আমি বলতে কি কি কাজ করলে গার্লফ্রেন্ডের কে ট্রিপিক্যাল বলা যাবে !

জুয়েল সাহেব একটু যেন চুপ করে রইলো কিছুক্ষন ! তারপর বলল

-ট্রিপিক্যাল মেয়েদের সব থেকে বড় সমস্যা হল তারা কথায় কথায় আপনার সাথে ঝগড়া বাঁধাবে ! বড় সিলি পয়েন্ট ধরবে । তারপর এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখানে আপনি তার উপর বিরক্ত হতে বাধ্য হবেন ! কিন্তু আপনি বিরক্ত হতে পারবেন না । বিরক্ত হলেই আপনি হয়ে যাবেন একজন খারাপ বয়ফ্রেন্ড । মোট কথা সে যেমন টি বলবে আপনাকে ঠিক সেমন ভাবেই চলতে হবে ।

আমি বললাম

-একটা উদাহরন দেন তো ভাই । আমার মাথায় ঠিক মত ধরছে না !

-আচ্ছা আমি আর এক জাবিনের এক দিনের কথা আপনাকে বলি । তাহলেই আপনি বুঝতে পারবেন । একদিন কি কথা নিয়ে আমি জাবিন কে বললাম জানো আজকাল না আয়নায় নিজের চেহারা দেখলে কেমন জানি রাগ হয় । আমার কথা শুনে জাবিন কিছুক্ষন চুপ করে রইলো ! তারপর বলল

-আমাকে দেখলে তোমার এখন রাগ হয় তাই না ?

আমি জাবিনের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম ! আমি বলতে চেষ্টা করলাম

-আরে আমি তো তোমার কথা বলি নাই ! আমি বলেছি যে আয়নায় যখন নিজের চেহারা দেখি তখন আমার রাগ হয় !

-ঐ তো একই কথা ! তুমি মানেই তো আমি ! তোমাকে দেখে রাগ হওয়া মানেই তো আমাকে দেখে রাগ হওয়া !

আম এবার সত্যি সত্যি অবাক হলাম ! মনে মনে বললাম এই মেয়ের সমস্যা কি ? এই মেয়ে আমার সাথে গায়ে পরে ঝগরা বাধাতে চাইছে কেন ?

আমি তবুও নিজেকে শান্ত রেখে বলার চেষ্টা করলাম

-দেখো আমি আসলে ঐ কথা বলতে চাই নি !

জাবিন গলা দিয়ে যেন বোমা ফাটলো !

-আমি বুঝি না তোমার চালাকি ? আমাকে সরাসরি কিছু বলতে পারো না তাই ঘুরিয়ে বল ! আমি বুঝি কিছু বুঝি না ! সেদিন আমি তোমাকে বলেছিলাম না যে তোমার আর আমার মাঝে কোন পার্থক্য নাই ! তুমি আর আমি একই ! তুমি সেই কথাটা মনে রেখেছ ! আর আজকে আমাকে এই ভাবে আক্রমন করলে !

ভাই সাহেব আর বলবেন না ! এই রকম প্রত্যেকটা কথায় আমার কথা ধরে ! একটু উনিশ বিশ হলে আর রক্ষা নাই ! প্যানপ্যানি শুরু হয়ে যায় ! জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে !

আমি খানিকটা দীর্ঘশ্বাস লুকালাম !

জুয়েল বলল

-আপনার টা এরকম না তো ?

-না না ! আামর টা অনেক আন্ডারস্টান্ডিং !

জুয়েল আরো কিছু বলতে যাচ্ছিল দেখলামওর ফোন বেজে উঠল ! মোবাইলের স্ক্রীনটা চোখের সামনে নিতেই জুয়েলর চোখে হতাশা দেখা দিল ! আমার দিকে তাকিয়ে বলল

-আচ্ছা ভাই আমি যাই ! আপনার সাথে কথা বলতে পেরে ভাল লাগলো ! জুয়েল উঠে গেল !

আরে চলে গেল যে !

জুয়েল যেন আরো কিছু বলতে চেয়েছিল ! বলেছিল না যে আমার উপকার করবে ?

কি বিষয়ে উপকারের কথা বলেছিল ?

একবার ভাবলাম ডাক দেই কিন্তু দিলাম না ।

আমি বসে বসে জুয়েলের চলে যাওয়া দেখলাম । জুয়েল যখন চোখের আড়ালে চলে গেল তখনও বসেই রইলাম ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে !

নিজেকে জুয়েলের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করলাম ! মনে করার চেষ্টা করলাম আমার নিশি আমার সাথে এমন করে নাকি !!

কিছু মনে পড়লো আর কিছুটা আমি মনে করতে চাইলাম না !

দুঃসময়ের কথা না মনে করাই ভাল !





ফেবু লিংক

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

রোড সাইড হিরো বলেছেন: ভালো। দুষ্ট গোয়ালের চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো...

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: নারে ভাই এই ক্ষেত্রে এই কথা টা ঠিক খাটে না । মনে হয় শুন্য গোয়ালের চেয়ে দুষ্ট গোয়াল অনেক ভালো...

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

রোড সাইড হিরো বলেছেন: @ওটা আমার মতামত। এতো ঝামেলা হলে গার্লফ্রেন্ড না থাকাই ভালো আমার কাছে। ওহ্ ভীষণ পেইন...

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: হুম !! পেইন !! :D:D:D

৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩

মাক্স বলেছেন: B:-)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: ??
:D :D ;) এতো অবাক হওয়ার কি আছে ??

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

মাক্স বলেছেন: সব মিল্লা গেসে যে ;) ;) ;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: ;);););)

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: আহারে আমার দুঃখী ভাইয়াট!!!!!!!!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

অপু তানভীর বলেছেন: :(:(:(:(
আমার দুঃখ আমার আপি ছাড়া আর এউ বুঝলো না !!

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮

শুঁটকি মাছ বলেছেন: বোন,ফেবু লিংকে গিয়ে একটা ধাক্কা খেলাম।একটু ক্লিয়ার কর ব্যাপারটা :|| :|| :|| :|| :|| :||

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: :|| :|| :|| :||

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

শুঁটকি মাছ বলেছেন: সরি বোন না।ভাই।ভুলে পোস্ট হয়ে গিয়েছিল।কিছু মনে করবেন না।
গল্প সুন্দর হয়েছে

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: :):):):)

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

অনীনদিতা বলেছেন: অপু গল্প বড়ই সইন্দর হইছে;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: সইন্দর হইছে ??
:):):):):)

৯| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা

অপু তানভীরের টিপিক্যাল প্রেমের গল্প থেকে একটু বের হয়ে আসার চেষ্টা !!!

দারুন লাগল !! মজা পাইসি ব্যাপক !!

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ রুমি ভাই !! :):):)

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

বটবৃক্ষ~ বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা

অপু তানভীরের টিপিক্যাল প্রেমের গল্প থেকে একটু বের হয়ে আসার চেষ্টা !!!

দারুন লাগল !! মজা পাইসি ব্যাপক !

++++++++++

কিন্তু ছেলেটা আসলে কি উপকার করতে চেয়েছিলো???????

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: আসলেই ! সেইটা তো জানাই হয় নাই !!

১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

রূপকথার কাব্য বলেছেন: কি ব্যাপার, তুমি কি আমাকে আর সহ্য করতে পারছ না? আরেকজনকে দাঁড় করিয়ে ইশারা ইঙ্গিতে নিজের কথাই বোঝাচ্ছ, তাই না? ওকে ।আজ থেকে তোমার সাথে আর কোন রিলেশন নাই ।গুড বাই ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: কি হইলো ??
গুড বাই জানাইয়া দিলেন ????????? :-B :-B :-B

১২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

রূপকথার কাব্য বলেছেন: আপনি! শেষ পর্যন্ত আপনি! একটু না হয় অভিমান করেছি, তাই বলে আপনি করে বলতে হবে? তুমি কি সত্যিই আমাকে আর ভালবাস না?

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

অপু তানভীর বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) :-/ :-/ :-/

১৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

শেখ মিনহাজ হোসেন বলেছেন: শব্দটা আসলে ট্রিপিকাল না। টিপিক্যাল! Typical! :)

তবে এটা অপু তানভীরের টিপিক্যাল গল্প থেকে বের হয়ে আসার চেষ্টা। সেটা ভালো লেগেছে। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: আমার লেখা গল্প আর বানান ভুল থাকবে না তা তো হয়ই না !!

:):):):)

১৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ বেশ!। কিছুটা ভিন্ন স্বাধ তো আছে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

এরিস বলেছেন: অপমান .... !! X(

১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

অপু তানভীর বলেছেন: B:-) B:-) B:-)

মানে কি ??? আমি তো কিছুই বুঝলাম না !!

১৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

s r jony বলেছেন: আমার মাথা নাই, ব্যাথাও নাই।

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!

১৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

ভুল উচ্ছাস বলেছেন: ছেলেটারে বললেন না ক্যান? যে সেইম এইজের মেয়েরা আরো ভয়াবহ। ছোট হইলে তাও দুই একটা ঝাড়ি দিয়া থামায়া রাখা যায় আর সিমিলার হৈলে ধোলাইও খায় কিছু কিছু পুলা। :(


সে যাই হোক আমিও যেন কিছুটা উদাসী হইয়া গেলাম এই ভর দুপুরে।



তবে নেক্সট টাইম আর ভুল করপো না, এইবার সিনিয়ার। লাস্ট চান্স। :) :)

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: না রে ভাই সবাইরেই ঝাড়ি দিয়া থামায়া রাখা যায় কিন্তু এই ক্ষেত্রে সেই সুত্র খাটে না !!


হুম !! দেখেন =p~=p~=p~

১৮| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

এরিস বলেছেন: কিছু মনে পড়লো আর কিছুটা আমি মনে করতে চাইলাম না !
দুঃসময়ের কথা না মনে করাই ভাল ! [/sb
প্রেমিকার সাথে শুধু দুঃসময়ের স্মৃতি থাকে?? সুসময়ের কিছু থাকেনা???? খালি মিথ্যা কথা X(

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: এতো রাগের কিছু নাই !! আমি তো কেবল একটু মশকড়া করতাছি !!
=p~=p~:D:D:D

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: Click This Link

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: Click This Link

১৯| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

অপরাজিতা নীল বলেছেন: কি আজব!!!!!!! মেয়েরা কি শুধু ঝগড়াই করে না কি?????? X((

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: :D:D:D:D

মেয়েরা কেবল ঝগড়া করবে কেন ?? তারা মাঝে মাঝে মারামারিইও করে !! =p~=p~=p~=p~

একটু মশকরা করি !! রাইগেন না প্লিজ !! আমি কিন্তু মায়াবতি মেয়েদের নিয়েও অনেক গল্প লিখেছি !!

এই দেখেন তার প্রমান
Click This Link
Click This Link

২০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: নারে ভাই এই ক্ষেত্রে এই কথা টা ঠিক খাটে না । মনে হয় শুন্য গোয়ালের চেয়ে দুষ্ট গোয়াল অনেক ভালো...

সহমত।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

অপু তানভীর বলেছেন: সহমত। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.