নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-হ্যালো !
-ফোন দিয়েছো কেন ? তোমাকে না ফোন করতে মানা করেছি !
-আরে এগারো দিন পরে ফোন দিয়েছি !
-এগারো দিন পরে !
সুমি যেন আকাশ থেকে পড়লো ! গলার স্বর আর একটু বাড়িয়ে বলল
-এগারো দিন আগে তোমাকে ফোন করতে মানা করেছি তুমি ঠিক সেই দিন বিকেলেই আমাকে ফোন দিয়েছ !
-আরে বাবা ! তুমি কি বলেছিলে ? তুমি বলেছিলে কাল থেকে আর যেন আমি ফোন না দেই ! আমি তো তাই বিকেল বেলা ফোন দিয়েছি !
-তাই না ? তার একদিন পর কে ফোন দিয়েছিল !!
সুমি অপেক্ষা করে সুমন কি বলে শোনার জন্য ! সুমন কিছুক্ষন চুপ করে থেকে বলল
-আরে আমি তো তার পর দিন তোমাকে ফোন দিয়েছিলাম তোমার ক্লাস মেইট হিসাবে ! মনে নেই ! আমি কিন্তু একবারও তোমাকে আই লাভ ইউ বলি নি ! বল বলেছি আই লাভ ইউ ?
সুমি চুপ করে থাকে !
সুমন আবার বলল
-দেখো যদি আমি তোমাকে প্রোপোজ না করতাম তাহলে কি তোমাকে ফোন করতাম না ? তাই না ? মনে কর আমি আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম না কোন কালে ! সেই হিসাবে আমাদের ভিতর কোন ঝগরাও হয় নি ! ফোন না দেওয়ার কোন কথা হয় নি ! ঠিক কি না বল ?
সুমি মেজাজ টা একটু গরম হল ! এর সাথে তর্ক করে লাভ নাই ! সুমি বলল
-আচ্ছা ঠিক আছে ! আজকে কেন ফোন দিয়েছো ?
-আসলে ...
সুমন একটু ইস্ততঃ করে !
-দেখ আমার কথা বলতে ভাল লাগছে না ! কি জন্য ফোন দিয়েছো বল ! তা না হলে ফোন রেখে দিবো !
-আচ্ছা ! আচ্ছা ! ফোন রেখো না ! আমি বলতে চাই যে আমটা কি আজকের মত যুদ্ধ বিরতি দিতে পারি ? মনে কর শান্তু চুক্তি করলাম !
সুমি সুমনের কথা ঠিক বুঝতে পারলো না !
-মানে কি ?
-মানে হল এখন তো আমাদের প্রেম যুদ্ধ চলছে ! কেউ কারো মুখ দেখছে না ! তো আমি বলছিলাম যদি এই আজকের দিনের জন্য এই যুদ্ধ বিরতি দিতে ! আমরা কয়েক ঘন্টার জন্য কি শান্তি চুক্তি করতে পারি না ?
-কেন ?
-নাম মানে বিশেষ বিশেষ কারনে যুদ্ধ বিরতি হতে পারে না ? শুনো আজ সন্ধ্যার সময়, বড় পুকুরটার পাড়ে আসবা কেমন ? আমি অপেক্ষা করবো !
-জি না ! আমার কোন ইচ্ছাই নাই আসার !
-না না ! আমি জানি তুমি আসবা ! টাটা !!
সুমিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সুমন ফোনটা রেখে দিল !
সুমির মেজাজা টা আবার খারাপ হল ! এই ফাজিল ছেলেটা সব সময় এমন টা করে ! নিজের কিছু একটা হলেই সেটা ওকে বলেই ফোন রেখে দিবে ! সুমির কোন মতামত নিবে না ! সব সময় একটা ডোমেনিটিং ভাব ! সুমির সাথে এই জন্য সুমনের সম্পর্কটা ভাল যাচ্ছিল না কয়েকদিন ! সুমি তাই সুমন কে পরিস্কার করেই বলেছিল কয়েকদিনের জন্য ওদের একটু আলাদা থাকা দরকার । কোন ফোন কল না আবার কোন যোগাযোগ না ! তাহলে নিজের আমরা এক অপরের গুরুত্ব বুঝতে পারবো ! তাই এই কদিন সুমি চেষ্টা করেছে সুমনের সাথে যোগাযোগ না করতে ! কিন্তু ঠিকই ফোন করছে ! সুমি তাই ঝাড়ি দিয়েছে বেশ কয়েকবার ! কিন্তু সুমনকে থামানো যায় নি !
তবে দুজনের এই এগারো দিনে একটা বারও দেখা হয় নি !
কিন্তু আজকে হতে চলেছে !
সুমি মনে মনে ভাবলো যে সে যাবে না বড় পুকুরের পাশে । কিন্তু না গিয়ে থাকতেও পারলো না ! দিনের আলো একটু কমে এলেই সুমি বড় পুকুরে হাজির !
ওর জন্য একটা বড় বিশ্ময় অপেক্ষা করছিল বড় পুকুর পাড়ে ! পুরো পুকুরে মধ্যে আলো নড়ে চড়ে বেড়াচ্ছে !
প্রথমে একটু আশ্চর্য হয়ে গেল ! কেবল পুকুরই না পুকুরের পাড় আশে পাশের এলাকায় সব জায়গায় এই আলো জ্বলতেছে ! আর একটু কাছে গিয়ে সুমি দেখলো আলো গুলো আসলে মোমের আলো ! ছোট ছোট বাটিতে মোম রেখে পানি ভাষিয়ে দেওয়া হয়েছে । পানিতে ওগুলো দোল খাচ্ছে আর মনে হচ্ছে আলো গুলো নড়ছে ! আর ঠিক মাঝ খানে কিছু মোম স্থির হয়ে রয়েছে ! কিছু একটা লেখার চেষ্টা করা হয়েছে ! আর একটু কাছে গিয়েই সুমি বুঝতে পারলো সেখানে লেখা Happy Birthday Jolpori Sumi !
সুমন ওকে আদর করে জলপরী ডাকে !
সুমি কেবল কিছুক্ষন চুপ করেই কিছুক্ষন তাকিয়েই রইলো চরপাশে ! সুমনের মনে ছিল ?
সুমির মনে হয় পাগলটা মনে রেখেছে ! আর কত কিছু না করেছে ! একটা অন্য রকম ভাল লাগার অনুভুতি হচ্ছে ওর মনের ভিতর ! এমন পাগলামো মানুষ করে ! এমন পাগলের কাছে থেকে কি দুরে থাকা যায় ?
কই ?
সুমি খুজতে থাকে সুমন কে ? কিন্তু কোথাও দেখা যায় না ! একবার নাম ধরে ডাকেও । কিন্তু সুমনের কোন দেখা নাই !
সুমি ফোন দেয় ওকে !
-কই তুমি ?
-স্ট্যাম্প কিনতে এসেছি !
-মানে ?
-না মানে শান্তি চুক্তি সাক্ষরিত হবে না !
-তুমি পাঁচ মিনিটের ভিতরে যদি এখানে না আসো তাহলে আমি কিন্তু চলে যাবো !
-ফুহ !!
-মানে ?
-মানে হল তুমি ওখান থেকে যেতেই পারবে না ! আমি জানি !
কথা সত্য ! সুমি এই জায়গা ছেড়ে কিছুতেই যাবে না !
সুমি এবার খানিকটা নরম কন্ঠে বলল
-আচ্ছা যাবো না ! তুমি আসো প্লিজ !
-আগে বল তুমি আর কোন দিন আমার সাথে এমন করবে না !
-কেমন ?
-এই যে আজ এগারোটা দিন তোমার সাথে দেখা হয় নি ! আমি কিভাবে থাকি বল !
সুমির মনটা আবার ভাল লাগার অনুভুতিতে ভরে গেল ! বলল
-আচ্ছা ! আমার বাবুটাকে ছেড়ে আমি কোথাও যাবো না ! এবার আসো প্লিজ !
-এই দেখ ! বাঁ দিকে !
সুমি বাঁ দিকে তাকালো ! সুমন দাড়িয়ে আছে ! মোমের আলোতে ওর চেহারায় কেমন একটা আনন্দ দেখা যাচ্ছে ! সুমন ওর কাছে আসলো !
ওর হাতে একটা ছোট্ট কেক ! তার উপরও একটা মোম জ্বলছে !
-আই লাভ ইউ !
সুমি বুক বেকিয়ে বলল
-হয়েছে আর ঢং করতে হবে না ! এমন ড্রামা করতে পারো না তুমি !
ওরা পাশের বেদিতে বসে একসাথে ! সুমির কেন জানি নিজেকে খুব বেশি ভাগ্যবান মেয়ে মনে হয় ! এমন এককজন ভালবাসার মানুষ পেয়েছে !!
আজকে সত্যি সুমির জন্ম দিন ! জলপরী সুমি ! আমার বন্ধু ! জানি না ওর এমন একজন সুমন আছে কিনা তবে ওর জন্মদিনে দোয়া করি যেন এমন একজন ভালবাসার মানুষ যেন ও পায় !!
শুভ জন্মদিন সুমি !
ফেবু লিংক
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
অপু তানভীর বলেছেন:
২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
অপু তানভীর বলেছেন:
৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
ফুয়াদ মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
অপু তানভীর বলেছেন:
৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আজকে সত্যি সুমির জন্ম দিন ! জলপরী সুমি ! আমার বন্ধু ! জানি না ওর এমন একজন সুমন আছে কিনা তবে ওর জন্মদিনে দোয়া করি যেন এমন একজন ভালবাসার মানুষ যেন ও পায় !!
আমিও জানিনা আমাদের অপু তানভীর ভাইয়ার এমন একজন জলপরী সুমি আছে কিনা। যদি না থাকে, তবে শুভকামনা থাকবে আপনিও যেন এমন একজন ভালো মানুষ পেয়ে যান।
আর জলপরী'র জন্য জন্মদিনের শুভেচ্ছা।
ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
অপু তানভীর বলেছেন: না না না !! সে কেবলই আমার বন্ধু !!
আর আমার কেউ আছে কি না সেটা তো সবাই জানে
ধন্যবাদ।
৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
সিয়ন খান বলেছেন: শুভ জন্মদিন জলপরি শুমি
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
অপু তানভীর বলেছেন: শুভ জন্মদিন
৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ জন্মদিন সুমি !
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
অপু তানভীর বলেছেন:
৭| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন সুমি!!
সুমি নামে আমারও একজন বান্ধবি আছে।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
অপু তানভীর বলেছেন:
৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
অনীনদিতা বলেছেন: শুভ জন্মদিন সুমি
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অপু তানভীর বলেছেন:
৯| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: শুভ জন্মদিন
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
অপু তানভীর বলেছেন:
১০| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
স্বাধীন জামিল বলেছেন: রোমান্স ভালা লাগে না ভাইডি >
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
অপু তানভীর বলেছেন: ভালা লাগেনা ???
১১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
গ্রাম্যবালিকা বলেছেন: শুভ জন্মদিন
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
অপু তানভীর বলেছেন:
১২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: হেফি বাড্ডে+
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
অপু তানভীর বলেছেন:
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
রূপকথার কাব্য বলেছেন: আপনার গল্পের এই ঘটনাগুলো চিন্তা করতে কি যে ভাল লাগে!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
অপু তানভীর বলেছেন: হুম !! আমারও চিন্তা করতে ভাল লাগে
১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: valo laglo
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
অপু তানভীর বলেছেন:
১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
বটবৃক্ষ~ বলেছেন: আম বলতে চাই যে আমটা কি আজকের মত যুদ্ধ বিরতি দিতে পারি ?
গল্পে এতোগুলো আম কেন!!!!!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
অপু তানভীর বলেছেন: আম কেটে দিয়েছি ।
১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
বটবৃক্ষ~ বলেছেন: এই যে আজ এগারোটা দিন তোমার সাথে দেখা হয় নি ! আমি কিভাবে থাকি বল !
সুমির মনটা আবার ভাল লাগার অনুভুতিতে ভরে গেল ! বলল
-আচ্ছা ! আমার বাবুটাকে ছেড়ে আমি কোথাও যাবো না ! এবার আসো প্লিজ !
গল্পটা ভীষন সুইট হয়েছে.....কড়া মিষ্টি...
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
অপু তানভীর বলেছেন:
১৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
এরিস বলেছেন: সবার জীবনে ভালবাসা এমন মাতাল করা মুহূর্ত নিয়ে আসুক ...
শুভ জন্মদিন জলপরী সুমি।
আর এমন করে রাগ করোনা।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: হুম ।
১৮| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭
একজন আরমান বলেছেন:
বাহ।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
এন ইউ এমিল বলেছেন: শুভ জন্মদিন