নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

২২.৫ বছর ঘুমানোর পরে, ২২৮ দিন ধরে বাধরুম ! :-/ :-/

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

সেদিন টিভিতে একটা প্রোগাম দেখছিলাম । প্রোগ্রামে একজন খুব ঘুমাতো ! অন্যজন তাকে বলত তুই তো ষাট বছরের জীবনে ত্রিশ বছর ঘুমিয়ে কাটালি, আর একবছর বাধরুমে ! তা আর বাকি থাকলো কি ?

এইটা দেখে আমার এই পোষ্টা লেখার ইচ্ছা হল ! আচ্ছা দেখা যাক আমার জীবন টা আমি কিভাবে ভাগ করি । মনে করেন একটা দিনে আমরা কত গুলো কাজ করি ! যেমন ঘুমাই, খাই গোসল করি, কাজ করি, ইত্যাদি ! এখন যদি এই হিসাবটাই আমরা আমাদের পুরো জীবন দিয়ে করি তাহলে কেমন হবে ?

ধরে নিলাম আমি ৬০ বছর বাঁচবো ! তাহলে এবার আমার ৬০ বছরের হিসাবে আমার জীবনটাকে ভাগ করি !

আমি দিনে মোটামুটি ৯ ঘন্টা ঘুমাই ! একদম সত্যি কথা ! সেই হিসাবে আমি মোটামুটি ২২.৫ বছর ঘুমাবো !

তারমনে ২২.৫ বছর ঘুমানোর পরে আমার ঘুম ভাঙ্গবে ।

ঘুম ভাঙ্গার পরেও আমি মোটামুটি ১০ মিনিট ধরে আড়মোড়া ভাঙ্গি ! সেই হিসাবে আমি মোট ১৫২ দিন ধরে আড়মোড়া ভাঙ্গবো !

১৫২ দিন ধরে আড়মোড়া ভাঙ্গার পরে আমি যাবো এখন বাধরুমে ! বাধরুমে মোটামুটি ১৫ মিনিট দিলাম !

সেই হিসাবে আমি ২২৮ দিন ধরে বাধরুম করবো !

মাই গড !!

এতোদিন বাধরুমেই যায় !

২২৮ দিন বাথরুমে কাটানোর পরে বাইরে আসবো ! ব্রাস করতে ২ মিনিট করে লাগলে মোট ৩০ দিন ধরে আমি ব্রাস করবো ! ! ৩০ দিন ব্রাস করার পর কুলি করব আরো সাত দিন ধরে !

গোছল করবো ২০০ দিন ধরে !

তারপর সকালের নাস্তা করবো ১৫২ দিন ধরে !

সকালের নাস্তার পর অফিসের জন্য তৈরি হব ১৫২ দিন ধরে !

তারপর ৭৬ দিন ধরে বাসস্ট্যান্ড দিকে যাবো !

বাসে করে কর্ম স্থলে যেতে সময় লাগবে ২ বছর ধরে !

কর্মক্ষেত্রে (অফিস, ভার্সিটি, স্কুল)কাজ করবো ২০ বছর ধরে !

দুপুরে খাওয়ার জন্য সময় ৩০৪ দিন ।

তারপর আবার বাসায় আসবো ৩ বছর ধরে !

বিকেলে হাওয়া খাবো ২.৫ বছর !

টিভি আর কম্পিউটারের সামনে বসে থাকবো ৭ বছর ধরে !

রাতে খাবো আবার ৩০৪ দিন ধরে !



একবার চিন্তা করেন তো এই ভাবে যদি একভাবেই কাজ গুলো করতে হত !!

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

ইয়েন বলেছেন: ভাই কি চিন্তা করাইলেন!! এর জন্য আজকে আরও ১ঘন্টা বেশি ঘুমাইতে হবে!! ;)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

তারেক বলেছেন: হে: হে: ভাইয়ের ধারনা ১০০% ঠিক,

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: B-) B-) :D :D ;) ;)

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

এরিস বলেছেন: শুরুটা যদি ঘুম দিয়ে হয় তাহলে ২২.৫ বছর পরে কমেন্ট এর রিপ্লাই পাবো।
কমেন্ট করবো কি না ভাবছি। :|

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: হুম !! সমস্যা নাই ! আমি এখন ৭ বছর ধরে পিসির সামনে বসে থাকবো !! =p~=p~

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

তামিম ইবনে আমান বলেছেন:
মাথা আউলয়াইয়া দিলেন

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: ঘটনা কিন্তু সত্য !!

৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

নীলতিমি বলেছেন: B:-) B:-)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: :):):)

৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

সুলাইমান হাসান বলেছেন: B:-) :#) B-)) B-))

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: :):):):)

৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

বিডি আমিনুর বলেছেন: ভাই গুরুত্বপূর্ণ একটি কামের কথা বাদ পরে গেছে ঐ ডার হিসাব ডা একটু দিলে ভালা হইত :P :P :P :P :P

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: দেখচু !! বদ পুলাপাইন কয় কি :P:P:P

৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

শান্তা273 বলেছেন: B:-) B:-) B:-)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: :-B :-B =p~ =p~

৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

নির্বাসিত আমি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B-)) B-)) B-)) |-) |-) |-) |-) |-)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

অপু তানভীর বলেছেন: :-B :-B :-B B:-/ B:-/ B:-/ =p~ =p~ =p~ |-) |-)

১০| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভাই খাওয়া-ঘুম এগুলোতো জীবনেরই অংশ, এগুলো নিয়েই জীবন, এর সবই গুরুত্বপূর্ন। খেলামনা, ঘুমালামনা, বসলামনা, দাড়ালামনা, শুলামনা, কিছুই করলামনা, এরকম কিছু সময় যদি যোগ করে একটা হিসাব দাড় করান, সেই সময়টুকুই বরং অস্বাভাবিক। কিছুই করলামনা এরকম অবস্থাহীন একটা অবস্থাকে জীবন বলতে আপত্তি আছে আমার। ঐ সময়টুকুই আসলে অস্বাভাবিক।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

অপু তানভীর বলেছেন: B:-) B:-) B:-)

১১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: matha purai aaula hoia gese....

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

১২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: বিয়াপুক গবেষণা।মাথা আউলাইয়া দেওয়ার জন্য কাইলকা হরতাল দিলাম।জানেন তো হরতাল এখন বাংলালিঙ্ক দামে পাওয়া যায় ;)

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!


তোবা তোবা তোবা!!!!!!!!!!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: হিহিহিহি !!

কাহিনী কিন্তু সবার ক্ষেত্রেই সত্য !!

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

শ্রাবণ জল বলেছেন: :-* :-* :-* :-* :-*

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

অপু তানভীর বলেছেন: এতো অবাক হওয়ার কিছু নাই । ঘটনা কিন্তু সত্য !!

১৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

বাগসবানি বলেছেন: আপনে তো দেখি পৃথিবীর অলস ব্যক্তি । তা আপনের হিসেবে ব্লগে লেখেন কতদিন ধইরে !!!

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

অপু তানভীর বলেছেন: কথা খুবই সত্য !! আমি দারুন অলস ব্যক্তি !!

এখন ব্লগের পিছনেই সব সময় চলে যায় ! :)

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মজা লন অপু ভাই? X( X(


চিন্তায় ফালাইদিলেন!!!

তয় আমি মনে হয় ১৫ বছরের কম পিসির সামনে থাকবো না :!> :!> B-)) B-))

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

অপু তানভীর বলেছেন: ১৫ বছর ??
ভালা বহুত ভালা !!! B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.