নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই দিন মেঘলা ছিল !
টিপটিপ করে বৃষ্টি জল ছেয়েছিল !
তুমি বলেছিলে তুমি চলে যাচ্ছ !
প্রতিদিন যেমন যাও, এ ছটাক বাদাম আর ঝাল মুড়ি খাওয়ার পর,
তেমন করে নয় !
তুমি বলেছিল যাচ্ছে একেবারে !
বলেছিলে আর ফোন দেওয়া হবে না !
আমি যেন ফোনের অপেক্ষা না করি !
আমি শুনিনি ।
আমি শুনতে চাই নি হয়তো ।
সেদিন আমি ছিলাম প্রচন্ড অভিমানী ।
হয়তো আজও আছি ।
সেদিনের সেই চলে যাওয়া আমি মেনে নেই নি !
তোমার চলে যাওয়া আমি মেনে নিতে পারি নি !
সেদিন ক্ষমা করি নি তোমায়
চোখ লাল করে বলেছিলাম
চলে যাচ্ছ ?
যাও !
তবে তোমার প্রাণ পাখিটা আমি নিয়ে যাচ্ছি
আমার টিনের বাক্সেতে আটকে রাখবো আজীবন
বলেছিলাম তুমি শান্তি পাবে না
আমি রাতের পর রাত ঘুমাতে পারবো না
আর তুমি শান্তিতে ঘুমাতে অন্য কারো বুকে মাথা রেখে !
তা হবে না !
তুমি সেই দৃষ্টিতে তাকিয়ে ছিলে
হয়তো ভেবেছিল আমি কি বোকা ?
অথবা ছেলে মানুষী করছি ?
নিষ্ঠুর ভাবছো হয়তো এখন
কিন্তু আমি আজও ক্ষমা করি নি
ক্ষমা করতে পারবো না !!
বুকের ভিতরটা এখনও কেন যেন কেমন করে !
রাতের বেলার যখন খোলা আকাশের দিকে তাকাই,
মনে পড়ে ঐ রাতের তারা একসাথে দেখার কথা ছিল
কথা ছিল আরো বাঁকা বাদের বুকে ঘুরে বেড়ানোর !
আমি আজও হয়তো অপেক্ষায় আছি !
কিন্তু তুমি কথা রাখো নি !
তোমার প্রান পাখিটা আমি এখনও বন্দী করে রেখেছি,
আমি যেমন শান্তিতে নাই
জানি তুমিও নেই !!
তুমি থাকতে পারবে না ! আমি জানি !
তোমার প্রান পাখি আমার কাছে বন্দী !
বন্দী থাকবে আজীবন !
গতদিনে এইটা দিয়েছিলাম ! কেন জানি ড্রাফট করে ফেলেছিলাম । আজকে আবার দিলাম । খানিকটা পরিবর্তন করে ! জানি না কেন লিখলাম এমন একটা লেখা ! মাঝে মাঝে মনে হয় আমিও কি এমন টাই করতেছি ! আমিও কি এমন করেতেছি না ?
কি জানি
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
অপু তানভীর বলেছেন: জানি না কেমন হয়েছে !!
মন খারাপ করিয়ে দেওয়ার জন্য সরি !!
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫
শায়মা বলেছেন: এটা দেখছি সেই রাক্ষসের প্রাণভোমরা টাইপ কবিতা হয়ে গেলো ভাইয়া!!!!!!!!!!!!
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
অপু তানভীর বলেছেন: হুম !! সেই টাইপের কবিতা !!
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
বটবৃক্ষ~ বলেছেন: তোমার প্রান পাখিটা আমি এখনও বন্দী করে রেখেছি,
আমি যেমন শান্তিতে নাই
জানি তুমিও নেই !!
কেন এমন হয়.........
কেন ছেলেরা এত নিষ্ঠুর হয়....
কেন নিস্তার দেয়না ...
প্রাণটা নিয়ে যায় সাথে করে ....
বন্দী করে রাখে......
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
অপু তানভীর বলেছেন: হয়তো একটু নিষ্ঠুরই আমরা !
না আমরা না ! হয়তো আমি !
৪| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩১
আশিক মাসুম বলেছেন: উপ্সসসসস অপু ভাই এর কবিতা !!
ভালা হইছে ব্রো।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
আপনে থাকেন কই ? আমার ব্লগে আসা ছেড়ে দিয়েছেন দেখতে পাচ্ছি
৫| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
আবিদ ফয়সাল বলেছেন: কবিতা ভাল হয়েছে কিন্তু পড়ে মন খারাপ হয়ে গেল
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
অপু তানভীর বলেছেন: মন খারাপ ?
৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ দারুনত আপনি কবিতা কেন লেখেন না ?
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন: কি জানি কেন লিখি না ?
মন ভাল থাকলে কবিতা লিখতে ইচ্ছে করে না ।
তার মানে কিন্তু এই না যে মন ভাল না থাকলেই কেবল আমি কবিতা লিখি !!
৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা ।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬
আশিক মাসুম বলেছেন: ছেড়ে দেওয়া না ভাই , আপনার সাথে রাগ করেছিলাম।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
একজন আরমান বলেছেন:
কবিতা ভালো হয়েছে,
কিন্তু মন খারাপ হয়ে গেল।