নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ ভবিষ্যৎ

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

এই তো মনে হয় সেদিন

চোখ কান লেপের নিচে গুজে

তোমায় বলেছিলাম ভালবাসি !

তুমিও হয়তো শুনেছিলে

তোমার নীল রংয়ের কম্বলে মুখ লুকিয়ে !

হয়তো খানিকটা লজ্জা অথবা কেউ চলে আসার ভয়ে !

কথা যেন বের হচ্ছিল না !

আবার যখন বললাম ভাসবাসি

বললে পাগল একটা !

এমন পাগলামী কেন কর !

কেন বল এতোবার, ভালবাসি !

কেন ভালবাসো এতো ?

আমি যে কিছুই দিতে পারবো না তোমায় !

এমন কি প্রান ভরা ভালবাসা টুকুও না !

আমি হেসে বললাম আমায় দিতে হবে না কিছু !

শুধু বলতে দিও ভালবাসি !

তুমি বললে তাই হয় ? কেবলই কি নিয়ে যাবো শুধু স্বার্থপরের মত

তোমার ভালবাসা যত !

আমি বললাম তবে কেবল একটাই না হয় ভালবাসি বল !

আমার হাতটা একটা বার ধরে হেটো ঐ ইট বিছানো পথে !

যেখানে রইবে পড়ে হাজারো পলাশ ফুল !

আর একটা বার বস আমার সাথে ঐ দেবদারুর তলে !

তাকিয়ে থাকতে দিও কিছুক্ষন তোমার পানে !

তুমি বললে এটাও যে দিতে পারবো না আমি !

বলি, তাহলে না হয় মিথ্যে করেই বল একটা বার !

সেই জাদুকরি তিনটা শব্দ !

তুমি আবারও না বল !

বল সামনে বিবর্ণ ভবিষ্যৎ

সব কষ্টের রঙহীন ফুল গুলো ছেয়ে যাবো আমাদের !

তুমি ঠিকই বলেছিলে ! সামনে বিবর্ণ ভবিষ্যৎ !

আমি সেই রঙহীন ফুলের জন্য প্রস্তুত ছিলাম !

প্রস্তুত ছিলাম সামনের দিন গুলো !

কিন্তু বসন্ত বড় জলদি যেন শেষ হয়ে গেল !

রঙিন ফুল গুলো যেন বড় জলদি বিবর্ণ হয়ে গেল !

তবুও কোন অভিযোগ নাই !

কষ্ট তো হবেই !

আর তোমার উপর রাগ ?

এক বিন্দুও না !

কিভাবে রাগ করি বল ?

তোমার জন্যই যেন বুকের বাম দিকটা আবার কাঁপতে শুরু করেছিল !

এখনও কাঁপছে !

তবুও যেন বিবর্ণ ভবিষ্যৎ টা বড় জলদি চলে এল !

বড় জলদি !!

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

অনীনদিতা বলেছেন: অপু,খুব বেশি ভালো লিখেছো:)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: ভাই আবার কবিতা লেখা শুরু করলেন কবে থেকে? :)

ভাল লাগল।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: গল্প লিখতে পারছি না তাই কবিতা লিখছি !! জানি না কত দিন এভাবে চলবে !
মন বড় বিক্ষিপ্ত !!

৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতায় ভাল লাগা রইল ++++++

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

ইখতামিন বলেছেন:
ভালো লাগা রইল.

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

রেজোওয়ানা বলেছেন: সুন্দর লিখেছেন!

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

অপু তানভীর বলেছেন: প্রথম কমান্ট আপনার আমার ব্লগে !! ভাল লাগলো অনেক ! ধন্যবাদ !!

৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার প্রেমরোগ সারবে কবে ভাইজান ? :( :(

পোস্টে প্লাস ।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: আমার প্রেম রোগ সারিবার নয় মন্ত্রী সাহেব !! :):)
ধন্যবাদ !!

৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

শায়মা বলেছেন: দুঃখ দুঃখ কবিতা কেনো ভাইয়ামনিটা???


এসব মানায় না তোমাকে একদম।:(

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

অপু তানভীর বলেছেন: কি জানি আপু কেন ? :(:(
হুম জানি আমাকে একদম মানায় না !! দেখি কি করা যায় !! :):)

৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭

একজন আরমান বলেছেন:
:( :( :( :(

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

অপু তানভীর বলেছেন: :(:(:(

১০| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৭

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অপু ভাই অসাধারণ।

এতো রোমাঞ্চ পান কৈ?

চরম বস।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
জানি না গো ভাই কোথায় পাই !!

১১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


তবুও যেন বিবর্ণ ভবিষ্যৎ টা বড় জলদি চলে এল !
বড় জলদি !!


:(



সসুন্দর!!

ভাললাগা রেখে গেলাম।

ব্লগে আমন্ত্রণ রইলো।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৭

নষ্ট শয়তান বলেছেন: অপু ভাই অসাধারণ

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

শ্রাবণ জল বলেছেন: তোমার জন্যই যেন বুকের বাম দিকটা আবার কাঁপতে শুরু করেছিল !
এখনও কাঁপছে !


আপনার কবিতা কি আগে পড়েছি??

সুন্দর লিখেছেন।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আমার কবিতা আগে পড়েন নাই ? অবশ্য পড়ার মত খুব একটা না ! তবুও দেখুন । এখানে কিছু কবিতা লিখেছিলাম
Click This Link

১৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: অপু ভাই, ভাল লেগেছে .......+++++

ধন্যবাদ

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

বটবৃক্ষ~ বলেছেন: তোমার জন্যই যেন বুকের বাম দিকটা আবার কাঁপতে শুরু করেছিল !
এখনও কাঁপছে !!!

:(:(:(:(:(:(

আপনার কবিতা পড়ে একটা কবিতা লিখতে মন চাইছে...যদিও পারিনা লিখতে!! কেমন করে লিখেন এমন আশচর্য কবিতা!!???

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: লিখে ফেলুন কবিতা !!

জানি না কিভাবে লিখলাম !! :(:(:(

১৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

ইনকগনিটো বলেছেন: কবিতা ভাল্লাগসে।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

নেক্সাস বলেছেন: কইছিনা ভালবাসা ভালনা ... :) :) :)

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অপু তানভীর বলেছেন: হুম ! হাসা কইছিলেন ভাই !!

১৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

শ্রাবণ জল বলেছেন: দেখলাম। বেশ কিছু পড়েছি আগেই। কমেন্ট ও করেছিলাম। ভুলে গেছিলাম। :)

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অপু তানভীর বলেছেন: :):):)

১৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তোমার জন্যই যেন বুকের বাম দিকটা আবার কাঁপতে শুরু করেছিল !
এখনও কাঁপছে !!!এই লাইন টি অসাধারণ হয়েছে।ভালো লাগা রইল :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

অনেক দিন পরে ? ডাক্তার কি হয়ে গেছেন নাকি ?

২০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: না এখনো হইনি।রেজাল্টের ওয়েট করছি।দুয়া কইরেন।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: :):):)

২১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: অন্য একটা পোস্টে আপনার কবিতার লিংক দেখে চলে এলাম। ভাল লিখেছেন ভাই। অনুভূতিগুলো ছড়িয়ে দিতে পেরেছেন পাঠকের হৃদয়ে। ভাল থাকুন আপনি। শুভকামনা জানবেন।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!
আপনিও ভাল থাকবেন ! :):)

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

অপ্রচলিত বলেছেন: +++ শেষটা দারুণ ছিল :||

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: :):):):)

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

অপ্রচলিত বলেছেন: হাসেন নাকি ভাই? আসলে যার অনুভূতিগুলো, শুধু সেই বোঝে। হয়তো নিজের সাথে কিছুটা মিলে যাওয়ায় কবিতাটি আরও বেশি স্পর্শ করে গেল। আপনার লেখা আগেও পড়েছি, ওয়াচে থাকার কারণে মতামত জানাতে পারিনি। খুব সুন্দর লেখেন আপনি, শুভ কামনা থাকল।

আর ও হ্যাঁ। আপনার কবিতার ছন্দে আপ্লূত হয়ে প্রথমবারের মত আমিও একটা লিখে ফেললাম!! |-) |-) আপনার মত এত সুন্দর করে লিখতে পারিনি, ব্যার্থ প্রয়াস বলতে পারেন। আপনার মতামত জানালে ধন্য হতাম।

Click This Link

ভালো থাকবেন সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

অপু তানভীর বলেছেন: নারে ভাই হাসি না ! আমি ইদানিং কেবল হাসির ইমো দেই । বাস্তবে হাসি না তো তাই এই ইমো !
আমার লেখা গুলো পড়ার জন্য ধন্যবাদ !

আর আমি কবিতা খুব একটা বুঝিও না ! লিখতেও পারি না ঠিক ! কোন কবিতা কেমন হল আমি একদমই বুঝি না !

দেখি কেমন লাগে !

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

শাহরিয়ার নীল বলেছেন: মনে ছুয়ে গেল

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.