নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিতু আমাকে দেখে একটুও অবাক হল না । আমার তো মনে হয় এখন যদি আমি একদিন না আসি তাহলেই বরং রিতু একটু অবাক হবে । রিতু আমার দিকে একটু তাকিয়েই আবার কম্পিউটার স্ক্রীনের দিকে তাকিয়ে মনযোগ দেওয়ার একটা ভাব করলো । যদিও আমি খুব ভাল করেই জানি ওর মনযোগ মোটামুটি আমার দিকেই ।
কেবল রিতুর মনযোগ কেন ওর পাশের মেয়েটার মনযোগ এমন কি বাইরে দাড়িয়ে থাকা দারোয়ানটার মনযোগ আমার দিকে । আমি কি করি সেটা দেখার অপেক্ষা ।
রিতুর পাশে বসা মেয়েটাকে দেখলাম মিসমিস হাসছে । মেয়েটার নাম মনে হয় পলিন !
আসলে মনযোগ কেনই বা আসবে না ? আমি গত সতের দিন ধরে এই বাংলালায়নের কাষ্টমার কেয়ারে আসছি নিয়ম করে । প্রতিদিনই কোন না কাজ নিয়ে । চোখে তো পড়বই ।
রিতুর সামনের চেয়ারটা ফাঁকাই ছিল । আমি ওটা তে বসে পড়লাম । অবশ্য ফাকা না থাকলেও কোন সমস্যা ছিল না । যতক্ষন না রিতুর সামনের চেয়ারটা ফাকা না হয় ততক্ষন আমি অপেক্ষা করতাম । আমি আসলে যে কোন একটা কারন খুজি কেবল এখানে থাকার । যতক্ষন থাকা যায় !
আমি বসার পর একটু সময় অপেক্ষা করলাম । রিতু তারপর আমার দিকে তাকিয়ে বলল
-বলুন তানভীর সাহেব ? আজ কি করবেন ? পোষ্টপেইড প্লান চেঞ্জ নাকি বিল পে ?
-জি । আজকে বিল দিবো !
-আপনার নাকি আপনার কোন বন্ধুর ?
-জি আমারই ।
রিতুর এই কথা গুলো আমাকে জিজ্ঞেস করার কারন আছে । গত কয়দিনে আমি আমার প্রায় পনেরটার মত বাংলা লায়ন বিল পে করেছি । ভাগ্যভাল আমার কলিগ আর বন্ধুবান্ধব অনেকেই বাংলালায়ন ব্যবহার করে তা না হলে একটু বিপদেই পরে যেতাম ।
আমার একটা মডেম দিয়ে আর কবার আসা যায় এখানে ? অফিসের কলিগ আর বন্ধুদের সবার কাছে ফোন করে জানতে চেয়েছি যে তারা কোন নেট লাইন ব্যবহার করে । তারপর নিজ দায়িত্বে সেগুলোর বিল দেওয়ার দায়িত্ব নিয়েছি । বলেছি যে এখন আমি দিয়ে দিচ্ছি । তোমরা সময় মত আমাকে দিয়ে দিও । সবাই খুশি মনে রাজি হয়েছে ।
-আপনায় বিল দেওয়া আছে ।
আমি আবার রিতুর তাকালাম ।
-জি ? দেওয়া আছে ?
-জি দেওয়া আছে ।
-ও আচ্ছা । তাহলে এক কাজ করুন । আগামী মাসের বিলটা না হয় নিয়ে নিন ।
রিতু আমার দিকে তাকিয়ে বলল
-তানভীর সাহেব আপনার আগামী মাসের বিলই দেওয়া আছে । এখন মার্চ চলতেছে । এপ্রিল পর্যন্ত পে করা আছে ।
-আরে এপ্রিল দেওয়া আছে তো কি হয়েছে ? মে মাসেরটাও নিয়ে নিন । একাউন্টে জমা থাকুক কি বলেন ? হা হা হা ।
আমার এই কথা শুনে দেখলাম রিতার পাশের মেয়েটি হেসে ফেলল । রিতু খানিকটা মুখ গম্ভীর করে বলল
-এমন করে তো এতো অগ্রিম টাকা নেওয়া যায় না ।
আমি কিছু বলতে যাবো তার আগেই পাশের মেয়েটি বলল
-আরে কোন সমস্যা নাই । এটা তো মোবাইলের একাউন্টের মত । উনি যত ইচ্ছা জমা রাখতে পারবেন ।
তারপর মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল
-তানভীর সাহেব আমি আপনাকে একটা বুদ্ধি দেই । এবার থেকে আপনি একবারে টাকা ভরবেন না ।
-কি রকম ?
-আরে বুঝলেন না ? এই যে আপনার বিল প্লান হল ১৪৩৭ টাকা । আপনি প্রতিদিন আসবেন একশ টাকা করে জমা দিবেন । রিতুর সাথে গল্প করবেন । ব্যস ।
রিতু মেয়েটির দিকে তাকিয়ে চোখ গরম করে বলল
-পলিন তুই বেশি বুঝে গেছিস । চুপ থাক ।
আমি পলিনের দিকে তাকিয়ে বললাম
-এটা সম্ভব ?
পলিন বলল
-পারতপক্ষে আমরা এমনটা নেই না । তবে আপনার ক্ষেত্রে নেওয়া হবে ।
রিতু আমার দিকে তাকিয়ে বলল
-জি না নেওয়া হবে না । বুঝেছেন ? জি বুঝাছি ।
আমি পলিনের দিকে তাকিয়ে বললাম
-আপনাদের অভিযোগ বাক্সটা কোথায় বলতে পারেন ?
-কেন ?
কথাটা বলল রিতু !
-আমার নামে কমপ্লেইন করবেন ?
-আরে না । কি যে বলেন না ? আমি কি আপনার নামে কমপ্লেইন করতে পারি ?
-তাহলে অভিযোগ বাক্সের কথা জানতে চাচ্ছেন কেন ?
-আমি আমার অভিযোগ আর সমস্যার কথা লিখতাম । কেউ যদি একবারে বিল দিতে না পারে তাহলে কি করনীয় । ভেঙ্গে ভেঙ্গে বিল দেওয়া যাবে কি না । এই সব আর কি ?
রিতু আমার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলো ! তারপর মে মাসের বিলের কাগজটা আমা দিকে ধরিয়ে দিয়ে বলল
-আপনার অগ্রিম বিলপে রশিদ ! ১৪৩৭ টাকা দিন !
আমি টাকা বের করে দিলাম !
হায়রে ভালবাসতে গিয়ে কত গুলো টাকা বের হয়ে গেল ! যাদের টাকা দিয়েছি তারা আবার আমার টাকা না দিলে আমি আবার বড় রকমের বিপদে পড়ে যাবো । কে জানে কি হবে !
-আপনার কাছে ভাংতি নাই ?
-না আর নাই তো !
-এখন ? আমি তো ঠিক এমাউন্ট লিখে ফেলেছি ! আর আমার কাছেতো ভাংতিও নাই !
-আচ্ছা ঠিক আছে ! কোন সমস্যা নাই ! অন্য কোন দিন নিতে আসবো !
পলিন বলল
-হুম তাই তো ! এটা তো ওনার এখন সেকেন্ড হোমবলা যায় ! অন্য কোন সময় এসে নিয়ে যাবে !
পরদিন আবার গিয়ে হাজির হলাম ।
-বলুন আজকে কি করবেন ?
-আজকে কিছু করবো না ! কালকের পাওনা টাকা নিতে এসেছি !
রিতুর মুখে এবার একটু বিশ্ময় দেখতে পেলাম !
-আপনি পনের টাকা নেওয়ার জন্য মিরপুর থেকে এখানে এসেছেন ?
আমি রিতুর এই জবাব দিতে একটু সময় নিলাম ! ওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল
-আপনার কি মনে হয় আমি পনের টাকা নেওয়ার জন্য এতো দুর এসেছি ?
একেবারে ওর চোখের সাথে চোখ রেখে কথা বলছিলাম তাই বলে ব্যাপারটা আমি ধরতে পারলাম ! রিতুর চোখটা যেন একটু কেঁপে উঠলো !
রিতু কিছু না বলে কেবল আমার পনের টাকা বের করে দিল !
-আপনি এখনও বাসায় যান নি ?
আমি একটু হাসি । রিতু আমার দিকে তাকিয়েই থাকে কিছুক্ষন । তারপর বলল
-তানভীর সাহেব । আপনি কি করছেন এসব ? এমন পাগলামো করার বয়স কি আছে আপনার ?
-চা খাবেন ?
-আমি আপনাকে কি বলছি আর আপনি জবাব দিচ্ছেন ?
-চা খাবেন ? চা খেতে খেতে বলি !
-আচ্ছা ।
রিতু বসলো আমার পাশেই । সূর্য ডুবেছে বেশ কিছুক্ষন আগেই । কিন্তু আকাশের লালিমা এখনও রয়ে গিয়েছে । আমি লাল আকাশের দিকে তাকিয়ে বললাম
-জানেন রিতু প্রথম যেদিন আপনাকে দেখি ! ঐ দিন বেশ ভিড় ছিল । আমি লাইন ধরে অপেক্ষা করছিলাম । ঠিক তখনই আপনার দিকে আমার চোখ গেল । আপনি আপনার চশমাটা মাথার উপর তুলে রেখেছিলেন । আপনার দুটো পরিস্কার দেখতে পাচ্ছিলাম । আমি তখন বুঝতে পারি নি কি হল কিন্তু কিছু একটা যে এটা পরিস্কার বুঝতে পারছিলাম । রাতের বেলা যখন ঘুমাতে তখন আশ্চার্য ভাবে টের পেলাম যে আমার ঘুম আসছে না । যতবারই চোখ বন্ধ করতে যাই তখনই কেবল আপনার চোখটা আমার সামনে ভাসছিল । আমি ……
আমি চুপ করলাম ।
-আপনি ?
কিছুক্ষন তাকিয়ে রইলাম । কোথায় যেন পড়েছিলাম মেয়েরা এসব খুব চট করেই বুঝে ফেলে ।
এই মেয়েটা কি বুঝতে পারছে ?
এই ফাজিল মেয়েটা কি বুঝতে পারছে না যে আমি তার প্রেমে পড়েছি !
আমি বললাম
-রিতু রাত হয়ে যাচ্ছে । চলুন বাসার দিকে যাওয়া যাক ।
-আপনি যাবেন আমার সাথে ? আমিও মিরপুরের দিকেই থাকি ! এটা আমার কাছে কেমন যেন লাগলো ।
-আমার সাথে যাবেন ?
রিতু একটু হাসলো !
-আমার জন্য এতো অগিম মাসের বিল দিলেন একটু খানি রিক্সায় চড়াই যায় !
কিন্তু একসাথে যাওয়া সহজ হল না । এখন অফিস ছুটির সময় । বাসে তো ওঠার উপায় নাই । আর সি এন জি ও পাওয়া গেল না । শেষ ভরসা রিক্সা । একবারে হয়তো যাবে যাবে না । ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে । রিতুর সাথে রিক্সা চড়তেই মনটা ভাল হয়ে গেল । ওর চুল গুলো বাতাসে উড়ছিল । মাঝে মাঝে এসে লাগছিল আমার মুখে । মনে হল দিন টা এমন হয় না কেন প্রতিদিন !!
এভাবে ভালই দিন কাটতে লাগলো ! কয়েকদিন পরে গিয়েছি । গিয়ে দেখি কাষ্টমার কেয়ারের সবাই মিষ্টি খাচ্ছে ! আমাকে দেখতেই পলিন নিজেও আমাকে একটা মিষ্টি এগিয়ে দিল ! আমি মিষ্টি মুখে নিতে নিতে বললাম
কিসের মিষ্টি ?
আরে আপনি জানেন না ?
-না !
-রিতুর জব হয়ে গেছে ডাচ বাংলা ব্যাংকে !সামনের মাস থেকে জয়েনিং !
আমি রিতুর দিকে তাকিয়ে বললাম
-ডাচ বাংলা ব্যাংক ?
-হুম ! জুনিয়র অফিসার হিসাবে !
আমি বললাম
-ব্রাক ব্যাংকে করা যায় না ?
রিতু আমার কথা ঠিক বুঝতে পারলো না মনে হয় !বলল
-মানে ? কি বলছেন আপনি ?
-না মানে আমার ব্রাক ব্যাংকে একাউন্ট আছে ! ডাচ বাংলা ব্যাংকে নাই ! এখন আবার আমাকে ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খুলতে হবে !
-আপনি এসব কি বলছেন ?
আমার কিছু বলা আগেই পলিন বলল
-আরে গাধা বুঝলি না ? যদি ডিবিবিএলে একাউন্ট না খোলে তাহলে তোর সাথে টাংকি মারবে কিভাবে ?
-টাংকি ?
রিতু কেবল আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন ! মুখে কেমন একটা দুষ্টমীর হাসি ! আমার দিকে তাকিয়ে বলল
-আপনি একাউন্ট খুলে ফেলুন ! ঠিক আছে ? আর আপনার যত পরিচিত জন আছে সবাইকে বলেন ওখানেই একাউন্ট খুলতে !
আমি বললাম
-আমি বরং একটা কাজ করি ! আমার বাবা আর মাকে আগে একাঊন্ট খুলতে বলি ? ওনারা আপনার সাথে দেখা করুক ওখানে ! কথা বার্তা বলুক ! কি বলেন ?
-আপনি একটা পাগল বুঝছেন !
আমি আসলেই পাগল ! আমি তোমার জন্য পাগল !
ফেবু লিংক
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: আমার কাছে মাইয়া পটবেই !! কুন ভুল হইবো না !!
আপনি পটে গেছেন ??
মানে কি ??
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমাদের এইখানে বাংলালায়ন প্লাজায় কোন সুন্দর রমনী নাই ।
যে দুইটা মেয়ে আছে দুইটাই মারাত্মক বদমেজাজি
পোস্টে প্লাস ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
অপু তানভীর বলেছেন: কুন সমস্যা নাই ! সেইটার পিছনেই লাইগ্যা যান ! কিছু না কিছু হবেই !!
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
ইউসুফ আলী রিংকূ বলেছেন: প্রথম ভালোলাগা জানালাম
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
অন্য হিমু বলেছেন: ঘটনা কী সত্যি?
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: ঘটনা সত্যি না !!
৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
অন্য হিমু বলেছেন: ঘটনা কী সত্যি?
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: ঘটনা সত্যি না !!
৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩
অন্য হিমু বলেছেন: ঘটনা কী সত্যি?
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: ঘটনা সত্যি না !!
৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
পাভেলহক বলেছেন: পোস্টে প্লাস+++++++++++
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
হুমায়ুন তোরাব বলেছেন: apnar lekha porar jonne ami wait kore thaki.
besir vag smy mobile e thaki ble banglish likhte hoi,amr last lekhata porcelen.
2 lakh ma boner.......
as usual apu tanvir,evabe jdi prem bastobe hoto tahole kotoi na valo hoto.
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০
অপু তানভীর বলেছেন: হুম ! আমি পড়েছি !
বাস্তবে এমনটা কখনও হয় না ! তাই তো এখানে এমন করে লিখি ! কি দরকার সব কিছু এতো জটিল করা । কিছু কিছু জায়গায় একটু সহজ হোক !!
৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
নূরূল ইমরান বলেছেন: -আমি বরং একটা কাজ করি ! আমার বাবা আর মাকে আগে একাঊন্ট খুলতে বলি ? ওনারা আপনার সাথে দেখা করুক ওখানে ! কথা বার্তা বলুক ! কি বলেন ?
ব্রাদার, সি.......রাম হইছে।
বটতলায় চা'য়ের রইল।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অপু ভাই বাংলা-লায়নে আমার কিছু বিল বকেয়া ছিলো। আপনারতো ঐদিকটায় প্রায় যাওয়া পড়ে যদি কাইন্ডলি.......
২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
অপু তানভীর বলেছেন: এখন আর লাভ নাই !! সে তো কাম ছাইড়া দিছে !!
১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
সপ্নাতুর আহসান বলেছেন: হা হা হা বাদ যাবে না কোন নারীই
২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০২
অপু তানভীর বলেছেন: একেবারে সঠিক কথা !!
১২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪
সানহিমেল বলেছেন: মজা পাইলাম। আমার ডিবিবিএল এ একটা আকাউন্ট ছিল তো হবু ভাবির সাথে দেখা হওয়ার চান্স আছে।তা উনি কোন ব্রাঞ্চে আছে?
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
আপনার আশায় গুড়ে বালি !!
১৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
ভবঘুরে_পথিক বলেছেন: ভাই আপ্নে দেখি আজকাল খালি নতুন নতুন প্রেম শুরু করসেন।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
অপু তানভীর বলেছেন: কি আর করবো বলেন ভাই ? আগের টা আমারে ছাইড়া চইলা গেছে !!
১৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা নিবেন।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: অপু রাগ কোরনা, এবারের টা ভাল লাগেনি মোটেও।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
অপু তানভীর বলেছেন: রাগ করবো কেন ?
১৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: সানহিমেল বলেছেন: মজা পাইলাম। আমার ডিবিবিএল এ একটা আকাউন্ট ছিল তো হবু ভাবির সাথে দেখা হওয়ার চান্স আছে।তা উনি কোন ব্রাঞ্চে আছে?
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
অপু তানভীর বলেছেন: =p
১৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
মদন বলেছেন: ফিনিশিং ভালো হয় নাই
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
অপু তানভীর বলেছেন: আমিও বুঝতে পারছিলাম লেখার সময় !
১৮| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
অনীনদিতা বলেছেন: একটা গান মনে পড়লো এই গল্প টা পড়ে
পাগল তোর জন্যরে .............
পাগল আমার মন.......
হা হা
খুব সুন্দর
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
অপু তানভীর বলেছেন: অনীনদিতা ধন্যবাদ !!
১৯| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
সিয়ন খান বলেছেন: মিনা বাজার, বাংলা লায়ন এর পর ডাচ বাংলা
ভালই চলসে চলুক
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
অপু তানভীর বলেছেন: হুম !! চলুক !!!
২০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অপু ভাই দাওয়াত রইলো।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন: দাওয়াত নিলাম !!
২১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
শায়মা বলেছেন:
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন:
২২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
++++
আপনি দেখি পুরো দেশব্যাপী ভালবাসা পেতে নেমে পরেছেন। এইবার একটু ক্ষ্যামা দেন জনাব!! লাইনটা ছাড়েন দেখি যলদি।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
অপু তানভীর বলেছেন: না না না !!
আমি এই লাইন ছাড়া আর কোন লাইন জানি না !!
২৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৬
রাইয়ান মনসুর বলেছেন: ভাইয়া সত্যি কইরা একটা কথা কন তো? আপনে এই জীবনে আসলে কয়ডা পেরেম করছেন? :/
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: কি কন মিয়া !! এই সব গোপন কথা পাবলিকের সামনে ??
২৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
চিরতার রস বলেছেন: চরম হৈছে। অনেক দিন তোমার গল্প পড়িনা। মাঝখানে এক ঘেয়ামী লাগছিল। এখন আবার পরিবর্তন দেখতেছি।গুড জব ব্রো।
সমালোচনা করলাম দেইখা মাইন্ড কইরোনা।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
অপু তানভীর বলেছেন: না না কুন ব্যাপার না !!
ধন্যবাদ !!
২৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
কস্কি বলেছেন: তিনশতীন!!! :!> :#>
পোস্টখান বিলাইরে মেইল করেন, ফাওয়ের উপরে এ্যাড কইরা দিলেন!! মিনিমাম এক মাসের বিল মাফ না করলে ........। ( মজা করলাম)
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহা !!
২৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
একজন আরমান বলেছেন:
আহারে আমি তো কিউবি ব্যাবহার করি।
সমস্যা নেই, আমার ছোট ভাই তো বাংলালায়ন ব্যাবহার করে। ওর একাউন্ট আইডিটা তোমাকে দিবো নে। তুমি বিল পে করে দিও।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: সেই দিন শেষ মামু !!
২৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কিউবির কাস্টমার কেয়ারে যায়া খোজা দরকার...
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
অপু তানভীর বলেছেন: আজই খোজ শুরু করুন !!
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
খাঁজা বাবা বলেছেন: ভাই ডিবিবিএল এ কি একাউন্ট খুলছেন?
গল্প ভাল লেগেছে
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
ব্লগার রানা বলেছেন: bangla lion - মেয়ে দেখে পটে যাওয়া সহজ?????????? হমমম সত্যিই, আমিও আজকে রিয়েলি পটে গেছি,,,,,,,,,,,,,,,,,।