নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

১০০% নিশ্চিত থাকুন সাভার ট্রাজেডির কোন দোষীর সাজা হবে না ! X(( X((

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

সরকার কেবল গভীর শোক প্রকাশই করবে ?

আর কিছু না ?

এতো গুলো মানুষ মারা গেল সরকার কেবল বলবে "কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেওয়ালে বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে। ভবন টি ধ্বসে পড়ার পেছনে সেটিও একটি কারন হতে পারে" !

কি হাস্যকর এই কথা !

আসলেই আমার মাঝে মাঝে মনে হয় এই লোক গুলো কিভাবে সরকার গঠন করে ? আর কিভাবে আমরাই আবালের মত তাদের ভোট দিয়ে নির্বাচন করি ?



কথা একদম পরিষ্কার ! কেবল শোক নয় । দোষীদের শাস্তি চাই ।



=> যে মালিক পক্ষ জোর করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করেছে জীবনের ঝুকি থাকা সত্তেও তাদের বিচার করতে হবে !

১.মালিক - নিউ ওয়েভ বটমস লিমিটেড , ত্রতীয় তলার অফিস

২.মালিক - ফ্যান্টম এয়াপারেলস লিমিটেড, চতুর্থ তলা

৩.মালিক - ফ্যান্টম ট্যাক লিমিটেড, পঞ্চম তলা

৪. মালিক - ইথার টেক্সটাইল লিমিটেড, ষষ্ঠ তলা



=> যে ভবনের মালিক, ফাটল দেখা সত্তেও যে হাত গুটিয়ে বসে ছিল, বরং আরো বলেছে যে সামান্য প্লাস্টার খুলে পরেছে সেই মালিকের বিচার করতে হবে ।

১. মো সোহেল রানা, "রানা প্লাজার" মালিক ও স্থানীয় যুবলীগ নেতা



=> রাজউকের সাভার অঞ্চলের অথরাইজড অফিসার হেলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (রানা প্লাজা কর্তৃপক্ষ) কোনো নকশা অনুমোদনের জন্য আমাদের দেয়নি। শুনেছি তারা সাভার পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করেছে - এই দুই প্রতিষ্ঠানের লোকদের বিচার করতে হবে ।

১.হেলাল আহমেদ, অথরাইজড অফিসার , রাজউক

২.আলহাজ মো রেফাতউল্লাহ, মেয়র সাভার পৌরসভা

৩.এহতেশাম হোসেন, নির্বাহী প্রকৌশ্লী, সাভার পৌরসভা



=> সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মো. তৌহিদ জং মুরাদ গিয়ে রানাকে উদ্ধার করেন ! এই আলমগীর মো. তৌহিদ জং মুরাদকেও ধরতে হবে । তার সাহায্যে এক জন আসামী পালিয়ে গেছে ।



কিন্তু হায় !

কিছু হবে না । একটু চোখ বুলিয়ে পেছনে তাকায়ে দেখেন । কারো কিছু হবে না । কোন বিচার হয়েছে ?

কখনও কিছু হয় নি ! আমরা কিছু দিন লাফালাফি করবো । ফেসবুকে ষ্টাটাস দিবো । ব্লগে কয়েকদিন লেখা লেখি হবে । পত্রপত্রিকায় আর্টিকেল লেখা হবে । একদিন শোক পালন করা হবে । কিছু টাকা বরাদ্দ হবে । তার বেশির ভাগই নিয়ে যাবে সরকার দলীয় লোকের আত্মীয়রা । কারন আমরা যতদুর দেখেছি যখনই কোন দুর্ঘটনা ঘটে সরকার দলীয় লোকজনের আত্মীয়রাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ।

তারপর সরকার আড়াই সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি তৈরি করবে । তার সেই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দিবে । আবার সেই সেই তদ্ন্ত রিপোর্টে কি ভুল ছিল সেই ভুল ধরার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করা হবে । এভাবে তদন্ত চলবেই ।

যখন সাংবাদিকরা সরকারের কাছে তদন্তের ব্যপারে জানতে চাইবে তখন আবার কোন আবাল নিশ্চই চলবে "কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেওয়ালে বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে। ভবন টি ধ্বসে পড়ার পেছনে সেটিও একটি কারন হতে পারে" ।





মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

নিয়েল হিমু বলেছেন: এটা জানা কথা যে বিচার হবে না কিছুই । কিন্তু আহত নিহত দের প্রয়জনীয় ক্ষতি পূরণ টা এখন সব কিছুর আগে দরকার ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: হুম ! এটাই আগে দরকার !

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: নিশ্চিত

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: নিশ্চিত

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

পাপাই বলেছেন: ১০০% নিশ্চিত .....................

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: ১০০% নিশ্চিত

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

এম হুসাইন বলেছেন: বিচার ক্যান হবে না? আপ্নে আমি উঠে দাঁড়ালে বিচার হতে বাধ্য, সমস্যা হলো আমরা এখন বেহায়া হয়ে গেছি, যেমন বেহায়া আমাদের নেতা-নেত্রি-মন্ত্রি আর সরকার, তাই সব কিছু কে সিস্টেম্যাটিকেলি ভুলে যাই...

এ লজ্জা আপনার, আমার, সবার...... এই মুহূর্তে সব চেয়ে বড় কথা আটকে থাকা প্রাণ গুলো যেন বেঁচে যায়, আহতরা যথাযথ সেবা পায়......

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: ঠিকই বলেছেন ভাই ! এ লজ্জা আপনার, আমার, সবার.....।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

আমিনুর রহমান বলেছেন:

যেখানে এমপি এবং পুলিশের সহযোগিতায় সে পালিয়েছে আর হরতালকারীরা ফাটল ধরা ভবনটি নড়াচড়া করায় সাভারের "রানা প্লাজা" ধসে পড়তে পারে বলে সন্দেহ করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সেখানে কতখানি তাদের শাস্তি পাবার আশা রাখতে পারি ...

সরকারতো লাশের দাম নির্ধারণ করে ফেলেছে ২০ হাজার টাকা আর কেন শাস্তি চাইবো !!!!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: :(:(:(

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:




২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: :(:(:(

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







১০০ % নিশ্চিত আছি ওস্তাদ!


২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: ১০০ % নিশ্চিত X(( X(( X((

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







১০০ % নিশ্চিত আছি ওস্তাদ!


২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: ১০০ % নিশ্চিত

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

দিশার বলেছেন: মুরাদ কে ধরে ডিম ভরলে রানার খোজ পাওয়া যাবে। এবং তা করতে হবে তুরন্ত।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: কিন্তু ডিম ভরবে কে ?

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

লাবনী আক্তার বলেছেন: শোক নয়, শাস্তি চাই ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: শোক নয়, শাস্তি চাই
সহমত

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

চাঁন মিঞা সরদার বলেছেন:
আমি ১০০% শিওর দোষীদের বিচার হবে না। শুধু তা-ই না। ভবিষ্যতে আরো যেসব বিল্ডিং ধ্বসে যাবে সেই সব ভবন মালিকদেরও বিচার হবে না।

!:#P !:#P !:#P !:#P X( X( X( X( !:#P !:#P !:#P X( X( :(( X( X((

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: আমি জানি এই কথা ভাই !
কিন্তু কিছুই কি করার নাই ?

১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: বিচার হলেইতো অবাক হবার মতো ব্যাপার হবে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: একদম ঠিক কথা !

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: দোষীদের বিচারে কি হবে আর?


তাতে কি এই রকম বিল্ডিং বানানো বন্ধ হবে?


একজনের বিচার হলেও আরেকজন এমনি বানাবে।


যতদিন বিবেক জাগ্রত না হবে মানুষের মাঝে ততদিন কিছুই হবেনা।:(



এত মৃত্যু সহ্য করাই যায়না।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: :(:(:(

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: jiboner khoti puron diben ????
opu vai,desher eto khomota..

apnar 1st comments er answer.









gorib morse,manush more nai..

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: জীবনের ক্ষতিপুরন কিভাবে দিবো সেইটাই তো প্রশ্ন ??

কিন্তু আর কি বা করার আছে ?
দোষীদের তো বিচার হবে না এই মানুষ গুলো জন্য তো কিছু করা দরকার !

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: বিচার হবে না নিশ্চিত আছি অপু ভাইয়া , আজ পর্যন্ত একটা ঘটনার বিচার হয়নি ।

এক একজন জাতীয় কমেডিয়ান । এদের কথা শুনলে ঘৃণা হচ্ছে । এই যে এত মৃত্যু যদি সামান্য ও স্পর্শ করে এমন হাস্যকর কথা কিভাবে বলে জানি না ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: কি বলবো !
এই কমেডিয়ানদের কথা শুনলে এই দুঃখের ভিতরেও হাসি চলে আসে !

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

বটবৃক্ষ~ বলেছেন:



মখা একজন অসুস্থ মানুষ!তাছাড়া রাষ্ট্রের বিপদে ওনার মানসিক ভারসাম্য কিছুটা লোপ পেয়েছে!

তাই প্লিজ ওনার কথাকে সিরিয়াসলি নিয়ে অস্থির হবেননা অযথা!!! /:) /:) /:)

তবে কথা একদম পরিষ্কার ! কেবল শোক নয় । দোষীদের শাস্তি চাই । X( X( X(( X(( X(( X((

তার ফেইস পোস্টারে শোভা পাইলেও সে সেই দলের লোক না!আমরা বিশ্বাস করলাম। সেই নির্দলীয় খুনির গ্রেফতার ও শাস্তি চাই!!

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: শাষ্তি হবে না ! :(:(

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

ইখতামিন বলেছেন:
নিশ্চিত :(

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: :(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.