নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ভাইয়া, আমার ভয় লাগছে !
সাদির নিজেরও ভয় করছে ! যেই পরিস্থিতে ওরা পরেছে এতে সবারই ভয় লাগার কথা ! সাদি আস্তে করে নিজের স্কেটিং সু টা খুলে ফেলল ! কিন্তু একটু একটু চাপ লাগতেই বরফ পৃষ্টের ফাটল যেন আর একটু বাড়লো !
সাদির দেখা দেখি মিমি যখন নিজের স্কেটিং সু টা খুলতে যাবে সাদি বলে উঠল
-না ! খুলবি না !
মিমি খুলল না ! কেবল নিচর দিকে তাকালো একবার ! দেখতে পেল আস্তে আস্তে বরফ পৃষ্টের ফাটল বাড়ছেই ! একটু নড়াচড়া করার সাথে সাথে বাড়ছেই ! যে কোন মুহুর্তে ভেঙ্গে নিচে পড়টে পারে সে ! আর নিচে পড়া মানেই নিশ্চিত মৃত্যু !
মিমির এখন কান্না আসছে ! মিমিই ওর ভাইয় সাদিকে নিয়ে এসেছে এখনে স্কেটিং করার জন্য ! বনের ভিতর একটা বড় লেক এটা ! পানি জমে স্কেটিং করার মত হয়েছিল ! কিন্তু এতোটা শক্ত হবে যে ওদের ভার স হ্য করতে পারে ! প্রথম প্রথম ওরা কেউই বুঝতে নাই ! কিন্তু যখন মাঝ বরাবর এসে হাজির হল তখন আসলে ব্যাপার টা বুঝতে পারলো যে এখনে স্কেটিং করা নিরাপদ না ! কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে ! মিমি মাঝখানে চলে গেছে !
আর তখন থেকেই ফাটল শুরু হয়েছে ! যেকোন সময় মিমি নিচে ভেঙ্গে পড়তে পারে !
সাদি আবার বলল
-তোর কি ভয় লাগছে
মিমি কোন মতে চোখের জল আটকে রেখে বলল
-হুম ! ভয় লাগছে !
-ভয় কি রে ! আমি আছি না ! আমি তোকে কিছু হতে দিবো না ! আমি তোর পাশে আছি !
-তুমি তো প্রতিবারই বল কিন্তু থাকো না তো !
-না ! এবার থাকবো ! তুই দেখিস এবার থাকবো !
এই বলে সাদি আর একটু সরে গেল ! একটু ফাটল বাড়লো ! সাদি জানে ও মিমি থেকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আসে ! কিন্তু বেশি নড়া চড়া করলে সেটাও খুব বেশিক্ষন টিকবে না !
সাদি একটু একটু করে মিমির দিকে এগুতে লাগলো ! যেকোন ভাবেই মিমিকে ঐ জায়গা থেকে সরাতে হবে ! সাদি ভাবলো যে ওর পায়ে যেহেতু স্কেটিং সু আছে কোন মতে একটা ধাক্কা মারতে পারলেই ও দুরে সরে যাবে !
সাদি খুব আস্তে আস্তে এগোতে লাগলো ! যত বারই ওর পা বরফ পিষ্ঠের ইরপ পরছে ততবারই ও বরফ ফাটার আওয়াজ পাচ্ছে ! যে কোন সময় ওর পায়ের নিচের পৃষ্ঠটা ভেঙ্গে যেতে পারে সে ক্ষেত্রে মিমিকে বাচানোর আর কেউ থাকবে না ! তবুও এভাবে বোনটা কে চোখের সামনে মরতে দেখতে পারে না !
সাদি এগোতে থাকে ! আর মাত্র কয়েক হাত !
এই তো !
এই তো চলে এসেছে ! সাদির বুকটা কেমন কাঁপতে থাকে ! তবুও সে মুখে হাসি নিয়ে থাকে ! কারন ওর মুখ বেজার দেখলে মিমি নিজেও আশা হারিয়ে ফেলবে ! যেভাবেই হোক মিমির মনবল টিকিয়ে রাখতে হবে !
সাদি বলল
-শোন মিমি আজকে যখন বাসায় যাবো তখন কিন্তু তোর জমানো চকলেট থেকে আমাকে ভাগ দিতে হবে !
-হুম দিবো !
-আর সেদিন যে তোকে পাশের বাড়ির তমা কে একটা চিঠি পৌছে দিতে বলেছিলাম সেটাও দিতে হবে !
-হুম ! কিন্তু আপু যদি বকে !
-বকলে, বকা খাবি ! সমস্যা কই ! ভাইয়ের জন্য একটু বকুনি খেতে পারবি না ?
-হুম পারবো ! তাহলে তুমিও কিন্তু আমাকে তোমার সাথে করে মাঠে নিয়ে যাবে !
-আচ্ছা !
সাদি দেখলো মিমি স্বাভাবিক হয়ে এসেছে ! এই তো !
আর এক হাত !
মাত্র এক হাত !
ঠিক তখনই সাদি বড় রকমের ফাটলের আওয়াজ পেল !
নাহ আর রক্ষা নাই !
সাদি ঐ অবস্থায় লাফ দিল মিমি কে লক্ষ্য করে ! তবে ওকে ধরার জন্য না ! ওকে ধাক্কা দেওয়ার জন্য !
সাদির ধাক্কা খেয়ে মিমির শরীর টা খানিকটা উড়ে গিয়ে পড়লো কিছু দুরে ! তারপর পিছলে চলে গেল আরো বেশ খানিকটা দুরে !
মাত্র কয়েক সেকেন্ডেই ঘটলো ঘটনা !
সাদি কেবল দেখলো তার বোনটা নিরাপদ দুরুত্বে চলে গেছে ! আর কিছু দেখতে পারলো না ! পায়ের নিচের বরফ পৃষ্ঠ আর ভার স হ্য করতে পারলো না ! ভেঙ্গে পড়লো !
সেই সাথে সাদিও !
একটু দুরে দাড়িয়ে থাকা মিমি কেবল তার ভাইকে নিচে তলিয়ে যেতে দেখলো ! তবুও একটা বারের জন্য মিমি দেখলো তার ভাইয়ের মুখে কোন মৃত্যুর ভয় নাই ! সেখানে কেবল একটা প্রশান্তির ছায়া !!
(একটি মুভির দৃশ্য থেকে অনুপ্রাণিত)
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:২৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৩৮
এম এম কামাল ৭৭ বলেছেন: পড়তে ভাল লাগলো।
২১ শে মে, ২০১৩ রাত ১:৪৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ!
৩| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪৯
হুমায়ুন তোরাব বলেছেন: eta best.
movir nam ki ?
dekhte hbe .
২১ শে মে, ২০১৩ রাত ১:৪৮
অপু তানভীর বলেছেন: rise of the guardian
৪| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো।
২১ শে মে, ২০১৩ রাত ১:৪৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৫| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৪০
বটবৃক্ষ~ বলেছেন: হুম! এতো ছোট কেন!!
২১ শে মে, ২০১৩ রাত ১:৫১
অপু তানভীর বলেছেন: কি করবো ??
৬| ০২ রা মে, ২০১৩ ভোর ৪:৪০
আশরাফুল হক (খুলনা) বলেছেন: rise of the guardian maybe movie name @humayun vai
২১ শে মে, ২০১৩ রাত ১:৫২
অপু তানভীর বলেছেন: ঠিক !!
৭| ০২ রা মে, ২০১৩ ভোর ৪:৪৫
প্রিন্স হেক্টর বলেছেন: ভালা হইছে। পেলাস লন।
২১ শে মে, ২০১৩ রাত ১:৫২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ০২ রা মে, ২০১৩ ভোর ৪:৫৯
আশাবাদী ডলার বলেছেন: মুভির নাম Rise of the Guardians
খুবই সুন্দর মুভি।
২১ শে মে, ২০১৩ রাত ১:৫৩
অপু তানভীর বলেছেন: আসলেই সূন্দর মুভি !!
৯| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১১
সানফ্লাওয়ার বলেছেন: খুব কষ্ট হচ্ছে, মুভি তে যাই থাকুক, আপনি কি গল্পের শেষ টা পাল্টে দিতে পারতেন না?
২১ শে মে, ২০১৩ রাত ১:৫৩
অপু তানভীর বলেছেন: মুভিটা দেখেন ভাল লাগবে !! তখন আর কষ্ট টা থাকবে না !
১০| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৬
আশাবাদী ডলার বলেছেন: সানফ্লাওয়ার, গল্পের শেষ পড়ে হয়ত আপনার মন খারাপ হচ্ছে। কিন্তু, মুভিটা যদি আপনি দেখেন, তাহলে সত্যি সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। কারন, সেখানে কিন্তু একদম শেষে হ্যাপি এন্ডিং-ই হয়
২১ শে মে, ২০১৩ রাত ১:৫৪
অপু তানভীর বলেছেন: ঠিক !
১১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭
ডরোথী সুমী বলেছেন: মন খারাপ করা গল্প। ভাল লাগলনা।
২১ শে মে, ২০১৩ রাত ১:৫৫
অপু তানভীর বলেছেন:
১২| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৪
হান্টার১ বলেছেন: Rise of the Guardians
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অপু তানভীর বলেছেন: কান্না কাটির কি আছে ???
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৩ দুপুর ১২:০১
শাহরিয়ার রোমান বলেছেন: নাইচ