| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নায়ক রাহুল ! আরো ভাল করে বলতে হয় ব্লগার রাহুল ।
একজন রগচটা ব্লগ সুপার ইস্টার। যার সম্বল শুধুমাত্র একটা এইচপি কোর আই থ্রীর একটা ল্যাপটপ, আর অসম্ভব শক্তিশালী লেখার হাত ! রীতিমত শারীরিক ব্যামাগারে গিয়ে সেই শক্তিশালী হাত বানানো !
তাকে অনলাইনে একটু দেখার জন্য অন্যান্য ব্লগাররা ঘন্টার পর ঘন্টা উদ্বেলিত হয়ে অপেক্ষা করতে পারে, তার জন্য সারা অনলাইন জগতের তরুণ তরুণীরা পাগল আর সব ব্লগ আকর্ষনের কেন্দ্রবিন্দু তিনি। ভয়াবহ রকম নন ক্যারিশমাটিক একটি চরিত্র !
ব্লগার রাহুলের একটার পোষ্টের জন্য সবাই দিনের পর দিন অপেক্ষা করতে থাকে । সেই কাঙ্খিত পোষ্ট আসার সাথে সাথে তার অনুসারীরা যুদ্ধ জয় করতে সেই পোষ্টের উপর লাফিয়ে পড়ে । কে কার আগে লাইক দিবে ?
কে কার আগে কমান্ট দিবে !
ওহ ভাইয়া খুব সুন্দর !
এমন লেখা কেবল আপনিই পারেন !
অসাধারন ভাই !
আরো কত শত কমান্ট !
কিন্তু ব্লগার রাহুলের সেই দিকে খ্যাল নাই । সে সামুতে আসে । একট পোষ্ট দেয় । তারপর বেরিয়ে যায় । কে কি কমান্ট দেয় সে দিকে ফিরেও তাকায় না ।
ব্লগ সুপার ইস্টার সাধারনত কারো ব্লগেই ঢুকে না । নিজের ভিতরেই ব্যস্ত থাকে । একদিন হঠাৎ করে একজনের ব্লগে ঢুকে পড়ে ।
এইটাই হল নায়িকা আরোহীর ব্লগ ।
নায়িকা আরোহী তার ব্লগ শিরনামে নায়কের একটা কবিতার লাইন লিখে রেখেছে । রাহুল আর একটু লক্ষ্য করে দেখে নায়িকা আরোহী প্রিয় পোষ্টের তালিকায় সব তার লেখা পোষ্ট !
একটা পোষ্টে নায়ক দেখতে পেল তারই একটা পোষ্ট নায়িকা একটু অন্য রকম ভাবে লিখেছে । শেষে অবশ্য তার নামও দিয়ে দিয়েছে ।
নায়িকা আরোহীর এমন সততা দেখে নায়ক তার প্রেমে পড়ে গেল !
অনেক দিন পর আরোহীর পোষ্টে কমান্ট দিল "আমারই পোষ্ট আমার থেকেও সুন্দর করে লিখেছেন আপনি"
রাহুল তারপর আরোহীর পুরা ব্লগ পড়তে লাগলেন ! বুঝে গেলেন খুব প্রতিভাবান এই ব্লগার । কিন্তু এর পাঠক সংখ্যা বড়ই কম ! তখনই মনস্থির করে ফেললেন যে ভাবেই হোক এই ব্লগার কে হিট বানাতেই হবে !
তারপর থেকেই ব্লগার রাহুল আরোহীর সব পোষ্টে কমান্ট করতে শুরু করা শুরু করলো । রাহুলের দেখাদেখি অনেকেই আরোহীর পোষ্টে কমান্ট করা শুরু করে ! আস্তে আস্তে ব্লগ জগতে আরোহী দুঃখিত ব্লগার আরোহীর নাম উজ্জল হতে থাকে !
এরপর?
টিপিক্যালি আরোহীর সাফল্য; রাহুলের পতনের সমানুপাতিক। সাফল্যের চূড়ায় আরোহণ করে আরোহী, ধীরে ধীরে ব্লগার রাহুলের সেই শক্তিশালী হাত নষ্ট হয়ে যেতে থাকে ।
আরোহীর পোষ্টে যখন কেউ কোন লুল মার্কা কমান্ট করে তখন ব্লগার রাহুল গলা ছেড়ে তাকে গালা গালী করে ! এই নিয়ে অন্যান্য ব্লগারদের সাথে সুপারিস্টারের ঝগড়া লেগে যায় ! কথা কাটাকাটি বাড়তে থাকে !
বেচারা আরোহী কিছু বলতেও পারে না । একদিকে তার ভক্ত অন্য দিকে তার প্রেম ।
ও বলতে ভুলে গেছি ব্লগতের বাইরেও এই দুই ব্লগারের বেশ কয়েকবার দেখাও হয়েছে !
নিন্দুকেরা বলা বলি করতে থাকে যে ব্লগার আরোহীর ব্লগ ক্যারিয়ার এই রগচটা ব্লগার জন্য নষ্ট হতে বসেছে ।
রগচটা হলেও ব্লগার রাহুল তো ব্লগার আরোহীতে ভালবাসে । তাই সে আরোহীর ব্লগে আর আসবে বলে ঠিক করে । এবং ব্লগেও আসা বন্ধ করে দেয় ।
কিন্তু আরোহী ব্লগারকে ফিরিয়ে আনে । তার রগচটা ভাবটা নিয়ন্ত্রন করতে বলে । ব্লগার রাহুল আবার আরোহীর ব্লগে কমান্ট শুরু করে । কিছু পাবলিক লুলামীও করলেও কিছু বলে না ।
সব কিছু ঠিক চলছিল ঠিক তখনই অন্য এক ব্লগার আরোহী আর রাহুলকে নিয়ে একটা পোষ্ট দেয় যা ঝড় তুলে ব্লগে জগতে ।
ঘুমিয়ে থাকা নেশার দানব জেগে উঠলো, ওলট পালট করে দিল সব!
পরিস্থিতি অন্যদিকে মোড় নিতেই রাহুল বুঝতে পারলো আর সেটা ঠিক করার কোন উপায় নাই । তার এখন এই ব্লগ জগৎ থেকে চলে যাওয়াই পারে আরোহীর ব্লগ ক্যারিয়ার কে বাঁচাতে ।
তাই সে নিজের ব্লগ একাউন্ট টি ডিএকটিভ করে দেয় !!
এই হল আশিকী টুর ব্লগ ভার্শন । লেখাটা লিখতে রুমি ভাইয়ের আশিকী টু মুভি রিভিউ টার সাহায্য নিয়েছি । বেশ কয়েকটি লাইন তার কাছ থেকে ধার করা । আসল কথা রুমি ভাইয়ের লেখাটা পড়েই এটা লিখতে ইচ্ছে হয়েছে । যদিও উনারটা আরো দুর্দান্ত !
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !! ![]()
![]()
২|
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: মুভিটা দেখেনি - তয় আপনার লেখা পড়ে মজা পাইছি ![]()
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন:
ধন্যবাদ !!
৩|
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: আশিকী দেখিনাই তাই মজাটা পুরামত নিতে পারলাম না ![]()
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২৯
অপু তানভীর বলেছেন: না দেখলে ভাই দেখার দরকার !! ![]()
![]()
![]()
৪|
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩৬
লিঙ্কনহুসাইন বলেছেন:
এই মুভি দেইক্ষা দেশের নারী সমাজ কেদে কেদে চোখ ফুলিয়ে ফেলেছে
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৩
অপু তানভীর বলেছেন: আমি বুঝি নাই কেন যে কাঁইন্দা কাইট্টা নদীর বানাইয়া ফালাইছে ! ![]()
![]()
![]()
বড়ই আচানক কাহিনী !! :-& :-& :-&
৫|
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মজা হইছে
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৩
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৬|
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০২
বটবৃক্ষ~ বলেছেন: নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মজা হইছে
০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৪
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
৭|
০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৮
বাকপটু বলেছেন:
![]()
দারুণ!!!!!
+
০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৪
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
৮|
০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৬
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৯|
০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৭
জানতে চায় বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৭
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
১০|
০৩ রা জুন, ২০১৩ রাত ৩:৪০
একজন আরমান বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০১
অপু তানভীর বলেছেন:
১১|
০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:২৯
বটের ফল বলেছেন: মজা হইছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১২|
০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ।+
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১৩|
০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:২৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: চরম হইসে !!!
নিজেকে মনে হচ্ছে বেস্ট সেলার উপন্যাসের লেখক !! আর তুমি সেইটা থেকে ফাটাফাটি মুভির ফাটাফাটি চিত্রনাট্য লিখে ফেলসো !!!!![]()
+++++++++++++
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০৩
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
ধন্যবাদ রুমি ভাই !!
লেখাটা সামুতে দিবেন না ??
১৪|
০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:২৯
নির্ণায়ক বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০৩
অপু তানভীর বলেছেন:
১৫|
০৩ রা জুন, ২০১৩ সকাল ৯:২১
শামীম আহমেদ ইভ বলেছেন: ভাই, আরোহী আর আরতি কি এক জন নাকি দুইজন?
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০৪
অপু তানভীর বলেছেন: ভাই একটু প্রিন্টিং মিসটেক আরকি ! বুঝেন না ?
ঠিক করে দিয়েছি !!
১৬|
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৪
অপু তানভীর বলেছেন:
১৭|
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৪
সোহাগ সকাল বলেছেন: উড়ে! সিরাম রিভিউ!
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
১৮|
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৪২
কালা মনের ধলা মানুষ বলেছেন: মুখ ও মুখোশের শর্তানুযায়ী ১ সপ্তা পর দিব। ইনশাআল্লাহ, আগামী ৭ তারিখে।
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: ও আচ্ছা !! ![]()
![]()
![]()
১৯|
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:২৮
লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে
ওরে আমাক কেউ ধর
০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১৭
অপু তানভীর বলেছেন: কেন ভাই জান ?? পইড়া গেলেন মনে হয় ?? ![]()
![]()
২০|
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৯
লেজকাটা বান্দর বলেছেন: অস্থির একটা কাম করসেন
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫১
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
২১|
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
বৃষ্টিধারা বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫২
অপু তানভীর বলেছেন: রিভিউ পড়তেই ঘুম চইলা আইলো ??
মুভি দেখার সময় তো নাক ডাকা শুরু করবেন মিয়া !!
২২|
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আধখানা চাঁদ বলেছেন: রূমী ভাইয়ের টা বস, আপনার টাও হইসে কোন মতন আরকি।
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
২৩|
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সৈয়দ রকিবুজ্জামান ডলার বলেছেন: +++ এমন ব্লগার হইবার মুঞ্চায়
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
অপু তানভীর বলেছেন: চাইলেই হওয়া যায়
২৪|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৩
রাতুল_শাহ বলেছেন: ![]()
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪৩
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
২৫|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩৩
তুন্না বলেছেন: মুভিটা দেখতে হবে।
ভালো লাগলো রিভিউটি পড়ে।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪৪
অপু তানভীর বলেছেন: আপনের দোহায় লাগে মুভি দেইখ্যা কান্দাকাটি কইরা দেশ ভাষাইয়েন না ! ![]()
![]()
২৬|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১০
অন্তহীন বালক বলেছেন: ভাই, কিছুদিন আগেই মুভিটি দেখলাম। পুরাই মিলে গেছে।
ব্লগীয় ভার্ষনটা দারুন হয়চে। পুরাই লুল।।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
২৭|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১২
নাজিম-উদ-দৌলা বলেছেন: আগ্রহ নিয়া বইছিলাম। ১০ দেখার পর আর কিছুতেই ধৈর্য রাখতে পারলাম না! :/
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩০
অপু তানভীর বলেছেন: কি কইলেন ভাই ?
আগ্রহ নিয়ে মুভি দেখতে বইছিলেন নাকি আমার রিভিউ পড়তে বইছিলেন ?? ![]()
২৮|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:১১
মো: আতিকুর রহমান বলেছেন: ভালা হইচে। তয় প্রথমে পড়তে গিয়া কনফিসড হইয়া গেসিলাম। আসিকি ২ এর মধ্যে ব্লগার কই থেইকা পয়দা হইল! পরে মনে পড়লো অলা এটাতো ব্লগ ভার্শন
। মুভিটার শুরুটা ভাল পাইছিলাম। কিন্তু পরে আর তা ছিল না। তয় গান গুলা পুরায় অচাম। এখনও শুনি। ভাল লাগে। + লন
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:১৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! ![]()
![]()
![]()
![]()
২৯|
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১৪
আমি রেদওয়ান বলেছেন: ১৪তম ভাললাগা
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:১৭
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
৩০|
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
সোহাগ সকাল বলেছেন: খালি ইমো দিয়াই দায়সারা রিপ্লাই দেন।
মানিনা মানবো লয়!
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫৪
অপু তানভীর বলেছেন: আরে এটা কেমন কথা হল ??
দায়সারা কেন হবে !
আপনার মন্তব্যে আমি খুশি হয়েছি এটা ইমোর থেকে ভাল করে আর কিছুতে কি বোঝানো সম্ভব ?? ! ![]()
![]()
![]()
৩১|
০৫ ই জুন, ২০১৩ রাত ১:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৩২|
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: আগ্রহ নিয়া বইসিলাম মুভি দেখতে! ১০ মিনিট দেখতে পারছি!
আপনার পোস্টও আগ্রহ নিয়া পড়তে বইসিলাম। পুরাটাই পড়তে পারছি, সমস্যা হয় নাই!
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন: যাক আমার টা পুরা পড়ছেন এতেই চলবে ....![]()
![]()
![]()
৩৩|
০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭
তাসজিদ বলেছেন: দারুণ মিলিয়েছেন।
তা কেমন লাগ্ল ashiqui 2
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
অপু তানভীর বলেছেন: এর থেকে ফাউল রোমান্টিক মুভি আমি জীবনে দেখি নাই !!
৩৪|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
তাসজিদ বলেছেন: কি বলেন?
গান শুনে আমি ত পুরা ............... হয়ে গিয়েছিলাম।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭
অপু তানভীর বলেছেন: গান গুলো অবশ্যই ভাল । তবে গান দিয়ে নিশ্চই মুভি বিচার করা যায় না ! গানগুলো ভাল ছিল বলেই এ যাত্রাই টিকে গেছে !!
৩৫|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:১০
নৈঋত বলেছেন: ভাগ্য ভালো দেখি নাই। আমার এক জুনিয়র বলছে মুভ্যি দেখে নাকি ওর মনে হইছে জীবনের শোয়া দুই ঘন্টা নষ্ট হইছে।এই শোয়া দুই ঘন্টা ও কেনো নষ্ট করলো এই চিন্তা করতে করতে নাকি আরো দুই ঘন্টা গেছে :/
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: হাহাহাহা ! একদম ঠিক কথা ! আমার অবশ্য অতো সময় যাই নাই ! আমি মোটামুটি ১৫ মিনিটে মুভিটা দেখছি !
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল ভাই। ++++