নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মেয়ে, আমি স্বৈরশাসক তোমার মনের !!

১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫

শুনো হে মেয়ে,

আমি স্বৈরশাসক তোমার মনের,

আমি বাকশালী সরকার !

আমি থাকতে তবুও কেন,

তোমার গনতন্ত্র দরকার ?



তোমার মনটা শুধুই আমার,

সেথায় আমার পূর্ন শাসন !

চলবে না কোন সভা সমীতি, আন্দোলন আর অনশন !



শক্ত হতে দমন করবো,

আমি মনের বিদ্রোহ যত !

আমার হাতে বন্দী হবে, তুমি থাকবে আমার মত ।



তোমার মনের অবাধে,

আমি করবো বিরচন !

বন্দী হবে আমার ঘরে তুমি থাকবে আমরন !



তোমার মনটা কর্ম ক্ষেত্র পছন্দ মত চলি !

তোমার মন তো আমার মন আমার অলি গলি !



বাকস্বাধনীতা চলবে না আর,

মার্শাল ল জারি !

আমার ইচ্ছানুযায়ী হবে সবই,

চলবে না বাহাদুরী !



শাহবাগের ঐ মঞ্চে দাড়িয়ে জানাও যতই দাবী !

তোমার দাবীতে তালা ঝুলিয়ে পকেটে রাখিব চাবি !



বন্দী তুমি হবেই মেয়ে,

চলবে না কোন শোক !

শুনো মেয়ে এটা স্বৈরতন্ত্র,

আমি তোমার মনের শাসক !





*******



-পেক পেক পেক !

-এই

-পেক পেক !

-এই

-পেক !

-এই ! খবরদার কিন্তু আর একবার পেক পেক করবা না ! তুমি হাস নাকি ?

-পেক পেক !

-এই ! আমি কিন্তু ফোন রেখে দিবো ?

-তুমি ? রাখো দেখি ! কেমন পারো ?

-পারবো না বলেই আমার উপর এমন করছো ?

-হুম ! আমি স্বৈরশাসক ! আমি বাকশালী !

-ইস !

-কোন ইস না ! আমার আমার মন মত চলতে হবে ! আমি যা বলবো তাই শুনতে হবে !

-শুনবো না !

-তোমাকে জেলে পুরবো মেয়ে ! আমার মনের জেল খানায় !

-তাই ! কবছর কারা বাস ?

-আজীবন ! আমার হাত থেকে তোমার কোন মুক্তি নাই ! হাহহাহহা !!

আমি স্বৈরশাসক তোমার মনের !





Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: :):):):)

২| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা বেশ মজা পেলাম পড়ে!!! ভালো লাগলো!!!!

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: হিহিহিহি !

ভাল লাগার জন্য আপানেক ধন্যবাদ !! :):):)

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
:-& :-& :-&

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১০

অপু তানভীর বলেছেন: কি ব্যাপার মিয়া কি ভাবতাছো ??? ;);)

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: মজার কবিতা । প্রেমের জন্য স্বৈরতন্ত্র ই ভাল । :-& :-&
কমিউনিজম আর গনতন্ত্রে ঝামেলা ।

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১০

অপু তানভীর বলেছেন: একদম ঠিক কথা !!
প্রেমে কোন গনতন্ত্র চলবে না !! :)

৫| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হইছে!! +

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই !! :):):)

৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:০৪

একজন আরমান বলেছেন:
ভয় পাইছি। :(

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

অপু তানভীর বলেছেন: কাকে ???? ;) ;) ;)

৭| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২

বটবৃক্ষ~ বলেছেন: তোমার মনটা শুধুই আমার,
সেথায় আমার পূর্ন শাসন !
চলবে না কোন সভা সমীতি, আন্দোলন আর অনশন !


=p~ =p~ =p~

পেক পেক পেক...!! হাহাহা!ঐ ছড়াটা পড়ে হাসতে হাসতে পরেই যাচ্ছিলাম...

স্বৈরতন্ত্রের ছড়া লাগলো
বেশ বেশ বেশ!!

এ বিষয়ের কাউন্টারে আমার একটা ছড়া আছে পড়ে দেখবেন টাইম পেলে!

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: জি আমি সেই কাউন্টার ছড়া পড়েছি !!
আপনার সেই ছড়া পড়েই আমার এমন ছড়া লিখতে ইচ্ছা হয়েছে !!

৮| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২৪

বটবৃক্ষ~ বলেছেন: তাই নাকি!! ফিলিং অনার্ড!!প্রিয়তে রাখতেই হয়!

কবিতার শেষের কনভার্সেশন টা খুব মজার!:):)

২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: আমিও ফিলিং অনার্ড! B-) B-)

৯| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

টেস্টিং সল্ট বলেছেন: ভালো হয়েছে। মাইনাচ =p~

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: ভাল হইছে তবুও মাইনাচ ?? :(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.