নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলার ঘুম আমার কাছে সব সময়ের জন্যই পছন্দের! কিন্তু ছাত্র জীবনে কি আর ঘুমিয়ে শান্তি আছে ?
কোন শান্তি নাই !! তার উপর স্কুল জীবন ! সকাল বেলা প্রাইভেট পড় তারপর স্কুল । স্কুল থেকে এসে আবার প্রাইভেট !
স্কুল তো সহ্য করা যায় ! ওখানে ইভা আছে । একটা আলাদা রকমের টান !
কিন্তু এই সকাল বেলার মনির স্যরের পড়াটা সহ্য করা বড়ই মুশকিল !
অবশ্য মনির স্যারের ব্যাচেরও ইভা পড়ে কিন্তু ঘুমের কাছে সব প্রেম কেমন যেন ফিকে মনে হয় !
ঘুম থেকে উঠে কেমন বিসন্ন মনে যাচ্ছিলাম, সাইলেক চালিয়ে । আজকে একটা স্বপ্ন দেখছিল । মাঝ পথেই মা এসে ডেকে দিয়েছে !
ভাল লাগে ?
-আরে মামা ! কি খবর ?
স্বপ্নটা কথা ভাবছিলাম । বাস্তবে ফিরে এলাম !
আমি তাকিয়ে দেখি পেছন থেকে সুমন এসে হাজির ! সুমন আর আমি দুজনেই মনির স্যারের কাছে পড়ি ! সাইকেল চালিয়ে আসতেছিল ও মনে হয় পিছন থেকে আমাকে দেখেছে ! তাই ডাক দিয়েছে ।
-এই মামা ! ভাল ! তোমার কি খবর ?
-ভাল না ! স্যার যে কম্পোজিশনটা দিয়েছে মুখস্ত হয় নাই !
-ভাল তো ! কেউ ই পড়ে নাই । এতো বড় টা এক দিনে পড়া যায় নাকি ?
-হুম ! মামা ! লিখতে দিলে একটু দেখাইও !
-আরে কোন ব্যাপার না ! বই তো আছে !
এই ভাবে সুমনের সাথে কথা বলতে বলতে এগিয়ে চলি ! সবে মাত্র নুর নগরের ব্রীজ পার হয়ে আর একটু এগিয়েছি ! এমন সময়ই কেউ একজন রাস্তার অপজিট থেকে আমার নাম ধরে ডাক দিল !
-তানভীর ভাই !
আমি সঙ্গে সঙ্গেই একটা ধাক্কার মত খেলাম !
কন্ঠটা আমার খুব বেশি পরিচিত ! হাজারটা কন্ঠের ভিতর এই কন্ঠ আমি খুব ভাল করেই চিন্তে পারবো !
কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেয়ে এখানে কি করে ?
এই খোলা রাস্তার ভিতর তো এর কোন ভাবেই থাকার কথা না !
আমি কিছুই তো বুঝতে পারলাম না ! সুমনের দিকে তাকিয়ে বলল
-মামা তুমি যাও আমি আসতেছি !
-আচ্ছা মামা !
যাওয়ার আগে সুমনের দিকে তাকিয়ে দেখলাম ও একটু যেন কৌতুকের চোখে আমার দিকে তাকিয়েছে !
মানে কি ?
ও কি তাহলে কিছু বুঝে ফেলল ?
নাকি ইভাকে চিনে ফেলল ?
নাহ !
ইভা মুখে স্কার্প পরেছিল । চেনার কথা না !
আমি সাইকেল ঘুরিয়ে ইভার সামনে হাজির হলাম !
-কি ব্যাপার ? তুমি ?
ইভা কোন কথা না বলে আমার সাইকেলে উঠে বসলো !
-চালাও !
-আরে কি বল ! এভাবে যাওয়াটা তো রিস্ক ! যে কেউ দেখে ফেলতে পারে !
ইভা বেশ গরম কন্ঠেই বলল
-আর কিছু বাদ আছে জানার ? চল।
আমি খানিকটা কনফিউজ হয়ে গেলাম ! জানার আর কিছু বাদ আছে বলতে ইভা কি বোঝাতে চাইলো ! আমি তো যথেষ্ঠ সতর্কতার সাথে থাকি আমার দেখাও হয় খুব সাবধানে ! তাহলে কে জানলো ?
আসলে মফস্বল শহরের প্রেম ভালবাসা ঠিক সহজ জিনিস না । মানুষ জন কেমন চোখে তাকায় ! লোকে কু কথা বলে ! আর আমি আর ইভা দুজনেই স্কুলে পড়ি ! ক্লাস টেনে মাত্র ! এই বসয়ের প্রেম তো কারো কাছেই গ্রহনযোগ্যতা পায় না !
আমি ওকে নিয়ে সাইকেল চালাচ্ছি ! একটু অবাক লাগছে । কেমন একটা ভয় ভয় করছে ! কিন্তু মনের ভিতর একটা অবাক করা ভাল লাগা কাজ করছে । কিছুতেই সেই ভাললাগা ভাষায় প্রকাশ করা যাবে না !
আমার সাইকেল এগিয়েই যাচ্ছে ।
আমি দুচোখ দুই দিকে নজর রাখছে । প্রথমতো কেউ যেন আমাকে দেখে না ফেলে মানে কোন পরিচিত কারো চোখে যেন ধরা না পরে যাই আর এমন একটা জায়গা যেন খুজে পাই যেখানে আমরা দুজন বসে খানিকটা বসে কথা বলতে পারি !
এমন একটা জায়গা পেয়েও গেলাম ! মুল শহর থেকে একটা বেশ খানিকটা দুরে একটা হোমিওপ্যাথি কলেজ ! ওখানে কাউকে দেখা যাচ্ছে না ! আমি ওকে নিয়ে সেখানে হাজির হলাম !
এখানে দুইটা সুবিধা আমরা পাবো ! কেউ আমাদের সন্দেহ করবে না । সবাই ভাববে আমরা এই কলেজের ষ্টুডেন্ট ! আমরা মোটামুটি নিরাপদ থাকব ! আর কোন বখাটে ছোকড়া আমাদের কোন কিছু করবে না । কলেজে পড়তে এসে তো কথা বলতেই পারি !
আমি ওকে নিয়ে কলেজের বারান্দায় উঠে দাড়ালাম । আমার মনে সেই প্রশ্নটা এখনও খেলা করছে ?
ইভা একটু আগেই আমাকে বলেছিল যে জানার কি আর কিছু বাকী আছে ?
আমি আর ইভা বারান্দায় বসলাম চুপ করে । ওর দিকে তাকিয়ে বললাম
-কি হয়েছে বল তো ?
-তুমি বল কি হয়েছে ?
আসলে আমি ঠিক মত কথা বলতে পারছিলাম না ! একটু উত্তেজিত ছিলাম । একে তো ইভাকে নিয়ে এই প্রথম কোথাও এভাবে বের হলাম এবং মনের ভিতর সেই ভয় টা ! কিছুতেই বুঝতে পারছিলাম না !
-কি হয়েছে বল প্লিজ ! তোমার বাসা থেকে কোন সমস্যা ?
-না !
-তাহলে ?
ইভা আমার দিকে কিছক্ষন তাকিয়ে থাকলো !
আহা ! কি সেই চোখের দৃষ্টি ! আমি কোন মতে বললাম
-বল !
-মজিবুল কিভাবে জানলো ?
-কি ? মজিবুল ?
-মিথ্যা কথা বলবা না ! কিভাবে জানলো ?
আমি কিছু বলতেও গিয়েও বললাম না । এই চোখের সামনে মিথ্যা বলা সম্ভব না ! আমি চুপ করে রইলাম !
-কি হল কথা বলছো না কেন ?
-আমি বলেছি !
-কেন বলেছ ?
-আরে ....
আমি কোন যুত সই জবাব খুজে পেলাম না !
-বল কেন বলেছো ?
-আসলে..... ! মজিবুল বন্ধু না ? আর আসন্ন ঝামেলা থেকে ও আমাদের বাঁচাতে পারবে !
-বুঝলাম ! এই বন্ধুদের জন্যই দেখো একদিন সব যাবে ! আমি যত চা সব কিছু সেইফ থাকতে আর উনি আছে বন্ধু নিয়ে ! আমাকে নিয়ে থাকা লাগবে না ! বন্ধু দের নিয়েই থাকো !
ইভা খানিকটা রাগ নিয়েই তাকিয়ে রইলো অন্য দিকে ! আমি চুপ করে ওর পাশে বসে রইলাম !
মনটা একটু খারাপ হল ! এই ভাবে প্রেমিকার ঝাড়ি খাওয়া মোটেও কোন কাজের কথা না !
-কি হয়েছে ?
-কিছু না !
-মুখ বেজার করে রেখেছো কেন ?
-কই রাখি নাই তো ?
-তাকাও আমার দিকে ! তাকাও !
আমি তাকালাম ! ওর দিকে তাকিয়েই আমার মন ভাল হয়ে গেল !
ইভা একটু শান্ত কন্ঠে বলল
-তুমি কেন বুঝো না ? মানুষ জন যত জানবে ততই ঝামেলা !
-আমি বুঝি তো ! কিন্তু খোড়া বাবু ভাইকে তো চেন ? উনি একটু সন্দেহ করেছে ! মজিবুলকে না বললে ব্যাপারটা ঠিক সামাল দেওয়া যেত না !
-হুম ! বুঝলাম ! আচ্ছা ঠিক আছে ! এবার আমার দিকে তাকাও একটু হাসি মুখে !
-না হাসবো না !
-কেন ?
-দাঁত মাজি নাই ! তাই !!
এই বলেই আমি হেসে দিলাম ।
ইভাও হেসে দিল !
চলতে লাগলো আমাদের প্রথম ডেটিংয়ের অপূর্ব কিছু সময় !!
(সত্য ঘটনা)
Click This Link
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
অপু তানভীর বলেছেন: তারপর কি হল ? প্রথম দেখার পরে কি হল সেইটা তো কইলেন না ???
জলদি সব কিছু বলেন তো দেখি ! একটা গল্প লিখে ফেলি !!
আপনাদের দুজনের জন্য শুভকামনা !!
২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ডেটিংএখনো হয় নাই। মনে পড়েএকটা প্রজেকটে ফিল্ড সুপার ভইজার ছিলাম। সেখানে বিকেল সবাই মিলে ই মিষ্টি চা খেয়ে ফিরতাম।এমনইএকসময়ে নাশতার টেবিলে ছোট্ট হোটেলেএমি শ্যোন ফিল্ড নামেএকআমেরিকান ললনা বলেছিল ইউ মাই বয়ফ্রেন্ড। সেইআ্যামেরিকাণ ললনার প্রেমে পড়েছিল সবাই।এত সুন্দর মেয়ে।কৌতুকছলেও যদি বলে থাকে সেটি কিন্তু বিরাট নাটকীয়তা আমার জীবনে।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
অপু তানভীর বলেছেন: কন কি মিয়া এখনও ডেটিং করেন নাই ???
নাহ !! আর হইবো না !
এমি শ্যোন ফিল্ডের খবর কি এখন ??
৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: সি ইজ গন। যাবার আগে বলেছে আমার দাড়ী সাদা হওয়া ও তার চুলপাকার পর সে বাংলাদেশে আসবে। সত্যি সে আর আসে নি।সত্যি ও প্রেমে পড়েছিল!!!
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
অপু তানভীর বলেছেন: আপনে যাইতে পারতেন । সে আসে নাই তো কি হইছে !!
৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯
নিরপেক্ষ মানুষ বলেছেন: ১ম ডেটিং এ যাওয়ার জন্যই প্রেম করতে হয়। আর আমি এখনো সেটাই করিনাই
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
অপু তানভীর বলেছেন: আফসুসু !! আগে একখান পেরেম করেন
৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
অপু তানভীর বলেছেন:
৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩
নিরপেক্ষ মানুষ বলেছেন: কি দরকার নিজে থেকে অর্ধমৃত হওয়ার
১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭
অপু তানভীর বলেছেন: তাই না !!
৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮
তাসজিদ বলেছেন: প্রেম, ডেটিং, গার্লফ্রেন্ড ছাড়া দুনিয়াতে কি আর কিছু নেই।
ক্ষুধা, নির্যাতন, প্রতারনা, ভন্দামি নিয়ে অপু কেন লেখে না
১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮
অপু তানভীর বলেছেন: তাসজিদ ভাই আমার ভিতর আর কিছুই নাই ! কি যে করি !!
৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪০
হান্টার১ বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন:
৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৩নং প্লাস।
১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯
তাসজিদ বলেছেন: আপনে আসলে ভাগ্যবান। জীবনে শুধু ভালবাসা পেয়েছেন।
জীবনের নিষ্ঠুর রুপ খুব একতা দেখেননি। so you are very lucky guy.
আশা করি জীবনের ভয়ঙ্কর রুপ আপনাকে যাতে কখনো দেখতে না হয়।
১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: ভাই সাহেব, জীবনের নিষ্ঠুর রূপ আমার থেকে আর বেশি আর কেউ দেখে নাই ।
আর লাকী বলতেছেন ? থাক ভাগ্যের কথা না হয় নাই বললাম ! উপরওয়ালা বেজার হয়ে যাবে তাহলে !
শুভ কামনার জন্য জন্য ধন্যবাদ !!
১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬
বটবৃক্ষ~ বলেছেন: যাক! আপনি কিছু মানুষকে নিজের সম্পর্কে সুখি ধারনা দিতে সফল হয়েছেন.........এজন্যে প্লাস++
ভালো থাকবেন।
১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০
অপু তানভীর বলেছেন: হুম !! ঠিক বলেছেন !!
১২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++ ছাড়া আর কিছু নাই দাওয়ার।
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯
অপু তানভীর বলেছেন: আর কিছু দেন !!
১৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬
তাসজিদ বলেছেন: আসলে আমার ধারনা, আপ্নে শধু প্রেম এক কষ্ট/ সুখ পেয়েছেন।
অন্য কোন কষ্টের সাথে আপনার এখন সাক্ষাত হয়নি।
হলে সেগুল অবশ্যই আসতো আপনার লেখায়।
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩২
অপু তানভীর বলেছেন: নারে ভাই ! আপনার ধারনা ঠিক না ! যারা কেবল আমার কাছের মানুষ কেবল তারা জানে দুরের কেউ জানে না । আমি চাইও না আর কেউ জানুক !!
১৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮
তাসজিদ বলেছেন: আমি বার বার বলছি, শুধু প্রেমের বৃত্তে নিজেকে বন্দি না করতে। যে প্রতিভা ঈশ্বরপ্রদত্ত তা শুধু প্রেম কে দেয়ার জন্য না।
অনেক ভাল থাকবেন।
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩
অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকবে অনেক !!
১৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯
অপরাজিতা নীল বলেছেন: আপনে আমার নাম নিয়া এত রোমান্টিক একটা গল্প লিখা ফেললেন আর আমি এখন পর্যন্ত একটা প্রেম ও করতে পারলাম না
২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:১১
অপু তানভীর বলেছেন: আপনের নাম ??
আপনের নাম কি ?
১৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬
অপরাজিতা নীল বলেছেন: কেন , ইভা
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন: ইভা ??
কয়েকটি নামের উপর আমার বিশেষ দুর্বলতা আছে !
ইভা !! :!> :!> :#> :#>
১৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৫
অপরাজিতা নীল বলেছেন: ভাইয়া দুর্বলতার হেতু টা কি জানতে পারি??
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১০
অপু তানভীর বলেছেন: এই কথা না হয় নাই জানলেন ...
আফসুস আর আফসুস !!
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
খাঁজা বাবা বলেছেন: ২য় ডেটে কি হইল ?
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২
আদার ব্যাপারি বলেছেন: আর বইলেন না। প্রথম ডেটিং এর কথা কোনদিন ই ভোলা যায় না।
তার সাথে কথা হয় কিন্তু কখনোই মোবাইল নাম্বার টা মুখস্ত করা হয় নাইক্কা। যাই হোক আগের দি ন রাতে কি ভেবে মোবাইল নাম্বারটার দিকে একবার নজর বুলালাম।
পরের ডিন প্রথম ডেটিং এ যাচ্ছি বাসে করে। মোবাইলে চার্জ একেবারে ই কম। তারপর আবার হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি। মনে ফুর্তি ধরে না। যে চিন্তা সেই কাজ। একটু পরই মোবাইল টা বন্ধ হয়ে গেল।
কি করা। পাশের লোকটার কাছে বললাম ভাইয়া একটু ফোন করা যাবে? ইমারজেন্সি। উনি ফোনটা আমাকে দিলেন। ঝাপসা মনে থাকা নাম্বার টা তুলে ডায়াল করতেই অপাস থেকে মায়াবী কন্ঠ। যাক বাবা বাচা গেল। বললাম তুমি ............... খানে থাক আমার মোবাইলে চার্জ নাই। এক পা ও নরবা না। আমি আসছি।
সামস্যা ছিল একটাই। আমরা দুজন ই দুজনার অপরিচিত ছিলাম। সেদিন ই প্রথম দেখা।