নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

খুজে পাওয়া প্রাক্তন প্রেমিকাকে লেখা চিঠি !

২১ শে জুন, ২০১৩ রাত ১১:০২

20.09.08

01.30am



আমার এমপি থ্রীতে একটা চমৎকার গান বাজতেছে । "আগুনের দিন শেষ হবে একদিন" ! আমি জানি আগুনের দিন একদিন শেষ হবে । আমার অপেক্ষার দিন একদিন শেষ হবে !

হবে না বল ?

যাই হোক গানটা আগে শুনি ! অবশ্য এখন গান শোনার সময় না ! এখন ঘুমানোর সময় ! আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু কি যেন মনে হল তোমাকে কিছু বলা উচিৎ ! আসলে তোমাকে কিছু না বলে ঠিক থাকতে পারছিলাম না ! তাই কাগজ কলম নিয়ে বসলাম ! জানি না এই লেখা কোন দিন তোমার হাতে পৌছাবে কি না ! না পৌছানোর সম্ভাবনাই বেশি ! তবুও লিখতে বসেছি ! মনের ভিতর কেবল একটা ক্ষীন আশা যে হয়তো কোন দিন এই চিঠি তুমি পড়বে ! আর মনে মনে হাসবে ! জানতে পারবে একটা ছেলে তোমাকে কত খানি পছন্দ করতো ! আর একটু বাড়িয়ে বলতে গেলে কত খানি ভালবাসতো !

আচ্ছা এবার আসল কথায় আসা যাক ! তোমাকে প্রথম কবে দেখি তোমার মনে আছো তো ? আমার মনে হয় তুমিও আমাকে ঐদিনই প্রথম দেখেছিলে ! অবশ্য আমার সম্পর্কে নিহশ্চই আগেই শুনেছ ? আমি তখন স্কুলের বিখ্যাত মানুষ ! হিহিহি !!

আসলে তোমাকে প্রথম দেখেই আমার ভাল লেগে যায় ! একটু যেন বেশিই ভাল লেগে যায় ! আমার একটা দোষ আছে সেটা মোটামুটি সবাই জানে । সুন্দরী মেয়ে দেখা মাত্রই আমি তার প্রেমে পরে যাই ! কিন্তু সেই প্রেমটা হয় ক্ষনস্থায়ী ! সুন্দরী মেয়ে দেখি টুপ করে প্রেমে পড়ি তারপর আবার মেয়েটা যখন চোখের আড়ালে চলে যায় আমি তার কথা ভুলে যাই !

তোমাকে দেখলাম ! ভাল লাগলো । তোমার প্রেমে পড়লাম ! কিন্তু তুমি যখন চোখের আড়ালে চলে গেলে কিছুতেই তোমাকে ভুলে যেতে পারলাম না । একটু আশ্চার্য লাগল !

এমন তো হবার কথা না ! তাহলে ?

এমন কেন হচ্ছে ?

নিজের মনের কাছেই প্রশ্ন করলাম বার বার !

কোন উত্তর নাই ! তুমি কি জানতে যে কেবল তোমার সাথে পড়ার জন্যই আমি জুনিয়র ব্যাচের সাথে পড়তে গিয়েছিলাম !

একটু যে অস্বস্থি লাগতো না এমন বলব না কিন্তু কি পরিমান যে ভাল লাগতো তোমাকে বলে বোঝাতে পারবো না !

তোমাকে দেখতাম পড়ার আড়ালে !

তুমি কথা বলছ !

কথা বলেই যাচ্ছ ! এতো কথা বলতে পারো তুমি !

সত্যি কথা বলতে কি বেশি কথা বলা মেয়ে আমি একদম দুচোক্ষে দেখতে পারি না ! আমাদের সাথে পপি নামে একটা মেয়ে পড়তো না ?

মনে আছে তোমার ! ঐ মেয়েটাও একটু বাচাল কিসিমের ছিল তুমি জানতে ! ঐ মেয়ে যখন কথা আরাম্ভ করতো মনে হত স্যারের পাশে রাখা বড় ডিকশনারীটা পপির মুখ বরাবর ছুড়ে মারি । আর তুমি যখন কথা বলতে ! আর তুমি যখন কথা বলতে তখন.......




অপু চিঠিটা একটু উল্টে পাল্টে দেখলো ! আর লেখা নেই ! এই রকম অর্ধেক লেখা চিঠি !

সকাল বেলা থেকেই ঘরদোর পরিস্কার করছিল ! হঠাৎই একটা কার্ডটা খুজে পায় ! কার্ডের ভিতরে এই চিঠিটা ছিল ! নিজের লেখা চিঠি ! অনেক দিন আগে লিখেছিল একজন কে ! কিন্তু দেওয়া হয় নাই !





-কি হলে এতো দেরি ?

অপু কেবল একটু হাসলো !

-হাসছো কেন ?

নিশির পাশে বসতে বসতে অপু বলল

-আজকে অনেক কাজ করেছি ! তুমি তো জানোই ! একটু পরিশ্রম হয়ে গেছিল !

-বুঝলাম ! এখন চল !

-নিশি আজকে না যাই !

নিশি খানিকটা অবাক হয়ে বলল

-কেন ?

অপু কিছুটা সময় চুপ করে রইলো !

-ওখানে অনেক ভীড় হবে ! আজকে তোমার সাথে একা থাকতে ইচ্ছা করছে !

নিশি খানিকটা ইঙ্গিত পূর্ণ চোখে বলল

-আচ্ছা ! কোন বদ মতলব নাই তো ?

অপু একটু যেন লজ্জা পেল !

-আরে কি বলছো ?

নিশি হাসতে হাসতে বলল

-তোমাদের ছেলেদের কোন বিশ্বাস নাই !

-নিশি !!!

- আচ্ছা ! চল তাহলে বড় পুকুরটার পাড়ে যাই ! ওখানে নিরিবিলে কথা বলা যাবে ! যা ইচ্ছা তাই বলতেও পারবে আবার যা ইচ্ছা তা ক...।

-নিশি ! প্লিজ ! তুমি এমন দুষ্টামী কেন শুরু করেছ ?

-আচ্ছা ! বাবা ! আচ্ছা ! চল চল !



বড় পুকুরের পাড়টা সব সময়ে একটু নিরিবিলিই থাকে ! লোকজন কম আসে ! ওরা যখন পুকুর পাড়ে এসে বসলো তখন আসে পাশে কয়েকটা জোড়া ছাড়া আর কেউ ছিল না ! নিশি একটা গাড়ের গুড়ি দেখে বসলো ! অপুকেও বসতে বলল !

-এখন বলুন জনাব ! হঠাৎ আমার সাথে এইরকম নিড়িবিলি কথা কি দরকার একটু দেখি তো !

অপু কিছু না বলে নিশির পাশে বসলো ! তারপর পকেট থেকে একটা ভাজ করা কাগজ টা নিশির দিকে এগিয়ে দিল !

-কি এটা ?

-প্রেম পত্র !

নিশি খানিকটা অবাক হয়ে বলল

-তুমি আমাকে প্রেম পত্র লিখেছো ?

-তোমাকে না !

-তাহলে ?

-পড়ে দেখো ! তারপর বলছি !

নিশি কিছুক্ষন চিঠিটা মন দিয়ে পড়লো ! তারপর অপুর দিকে চোখ তুলে তাকিয়ে বলল

-এই চিঠি তুমি লিখেছো ?

-হুম !

-২০০৮ সালে ?

-হুম !

-তারমানে ২০০৮ সালে তোমার একটা প্রেমিকা ছিল !

-না !

-মানে কি ? তুমি তাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছো আর বলছো তোমার কোন প্রেমিকা ছিল না ? ফাজলামো পেয়েছ ? আমাকে বল নাই কেন ?

-আরে বাবা ! মেয়েটাকে আমি পছন্দ করতাম ! কিন্তু বলতে পারি নি ! চিঠি লিখেছিলাম কিন্তু দিতে পারি নাই !

-তাই না ? এতো দিন আমার কাছে কিভাবে গোপন করে রেখেছ !

-আর বাবা ! আমার নিজেরও মনে ছিল না ! আজকে ঘর গোছাতে গিয়ে হাতে পড়লো ! তাই মনে পড়লো !

-তা চিঠিটা দেও নাই কেন ?

-লজ্জায় দিতে পারি নাই !

-লজ্জা ? আমার সামনে তো খুব বীরত্ব দেখিয়েছিলে ? আর ঐ মেয়ের সামনে লজ্জা ?

অপু হাসলো !

-শুনো না ! একটা কবিতাও ছিল চিঠিতার সাথে !

-আরিবাব্বাহ ! আবার কবিতাও লিখতে পারতে নাকি !

-শুনবে ?

-শুনাও !

অপু আবার পকেট থেকে আর একটা কাগজ বের করে নিয়ে আসলো ! তারপর পড়তে শুরু করলো



মেঘ বালিকার মেঘের দেশে !

মেঘ গুলো সব যাচ্ছে ভেসে !

মেঘ গুলো তার সাদা কালো !

মেঘ ছাড়া সে রয় না ভাল !

মেঘের সাথেই করে খেলা !

মেঘকে ভেবেই যায় যে বেলা !

মেঘকে নিয়েই দিনের শুরু !

মেঘ দেখে বুক দুরু দুরু !

মেঘের সাথে কয় যে কথা !

মেঘ না পেলে পায় যে ব্যাথা !



মেঘ দিয়ে তার জীবন শুরু

মেঘ দিয়ে হয় শেষ !

মেঘের ডানায় যাবো আমি

মেঘবালিকার দেশ !




-বাহ ! তুমি আবার কবিতা লিখতে পারো ?

অপু হাসল !

-শুনো কাল থেকে প্রতিদিন আমাকে একটা করে কবিতা লিখে দিবে !

-আরে কি বল ! দেখো না কি হাস্যকর হয়েছে !

-হোক !

-নিশি !

-কোন নিশি ফিসি না ! যাকে কোন দিন বলতে পারো নাই তার জন্য কবিতা লিখতে পারো আর আমার জন্য লিখতে পারবে না ? এটা হতে পারে না ! যেদিন লিখবা না সেদিন তোমার খবর আছে !

-মানে কি ?

-কোন মানে নাই !

অপু চুপ করে রইলো !

নিশি বলল

-ঐ মেয়েটার সম্পর্কে কিছু বল !

-মেয়েটা !!

-নাম কি ছিল ?

-টিয়া !

-টিয়া পাখি ? বাহ ! আর ?

-মেয়েটা আমার থেকে এক বছরের জুনিয়র ছিল ! জানো আমি একদিন আমাদের ইংরেজি স্যারের কাছে গেছিলাম । স্যার তখন জুনিয়র ব্যাচ পড়াচ্ছিল ! তখনই মেয়েটাকে দেখি !

-তারপর ?

-দেখে আমি খানিকটা থ হয়ে রইলাম !

-পরদিনই আমি ব্যাচ চেঞ্জ করে ঐ জুনিয়র ব্যাচে চলে এলাম !

-তাই না ? লুল কোথাকার ! একদিন দেখেই মেয়ের প্রেমে পরে গেলে ?

অপু হাসলো !

-তোমাকে একবার দেখেই কিন্তু তোমার প্রেমে পরেছিলাম !

নিশি আবার বলল

-তুমি আমার সাথে কি করেছিলে মনে আছে ! বাবারে বাবা ! আমাকে দেখে আমার আর পিছুই ছাড়ে না ! সকাল বিকেল ! যেখানে যাই আমার পিছন পিছন ! নেহত সিনিয়র ছিলা ! নাইলে তোমার খবর ছিল !

-হুম ! বুঝলাম !

-শুনো ! কাল থেকে কিন্তু আমার কবিতা চাই ! আর আমাকে এবার থেকে চিঠি লিখবে !

-কি ?

-হুম !

-এই জামানায় কেউ চিঠি লিখে ?

-লিখতে হবে ! কোন কথা শুনবো না !

-নাহ ! তোমাকে দেখনোই ভুল হয়ে গেছে !

-হুম ! ভুল যখন হয়েই গেছে তখন আর কি করা !

-তাই না !

-চল ! ফুচকা খাওয়া যাক !

অপু একটু হাসলো আবার ! একবার ভেবেছিল নিশিকে পুরানো চিঠি টা দেখাবে না ! ও আবার না কি মনে করে ! কিন্তু না দেখিয়ে পারলো না ! তবে এটা ভাল যে নিশি এটা সহজ ভাবে নিয়েছে !

-চল !











লেখাটার কোন মানে নাই ! আজকে সত্যি ঘরের পরিস্কার পরিছন্ন কার্যক্রম চালানোর সময় একটা পুরানো ঈদ কার্ড খুজে পেলাম একটা বইয়ের ভিতর ! তার ভিতরেই ছিল এই চিঠিটা আর কবিতা লেখার কাগজটা ! প্রায় হুবাহুই তুলে দিলাম ! পুরানো কিছু স্মৃতি মনে পড়ে গেল !

চিঠিটা টিয়া পাখি কে লেখা আমার প্রথম চিঠি ! যেটা তাকে দেওয়া হয় নি !

যখন লিখেছিলাম তখন তার সাথে আমার সম্পর্ক ছিল না ! সে ছিল দুরের কেউ ! যখন কাছে এল তখন আমি চিঠিটা হারিয়ে ফেললাম । আর এখন আবার যখন পেলাম তখন সে আবার আমার থেকে দুরে !

বড় অদ্ভুদ !

প্রথম লেখার অনুভুতিটা তাকে জানানো হল না ! তার জন্য প্রথম লেখা কবিতাটাও সে পড়লো না ! :(







Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১২

অপু তানভীর বলেছেন: :):):):):)

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৩৪

দুরন্ত-পথিক বলেছেন: আগুনের দিন শেষ হবে একদিন-আমার খুব প্রিয় একটা গান।

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১৩

অপু তানভীর বলেছেন: হুম ! আমারও একটা পছন্দের গান এটা !!

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

অনন্যমানুষ বলেছেন: এখন সে কোথায়?

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬

অপু তানভীর বলেছেন: ঠিক জানি গো ভাই সে কই ! :(:(:(

৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +++++

ভালো থাকবেন :)

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৩০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই !! :):):)

৫| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০৪

মুশাসি বলেছেন: ভালো লাগা রইলো :)

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মুনসী ভাই !! :):)

৬| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২৮

নিষ্‌কর্মা বলেছেন: শেষটা পড়ে কষ্ট পেলাম।

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭

অপু তানভীর বলেছেন: :(:(:(

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

অপ্রচলিত বলেছেন: শেষটা সত্যিই করুণ, পড়ে মন খারাপ হয়ে গেল :(

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.