নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় দেখে
মাতাল হাওয়া দোল দিয়ে যায় মনে,
তোমায় দেখে
পানকৌড়ি উড়ে আপন মনে !
তোমায় দেখে
শুকনো নদী ভরপরে যায় যৌবনে,
তোমায় দেখে
মৌমাছিরা মৌ ভরে দেয় মৌবনে ।
তোমায় দেখে
কোকিল ডাকে উচ্চ সুরে সুরতুলি,
তোমায় দেখে
নাচে দোয়েল, ফিঙে, শালিক, বুলবুলি !
তোমায় দেখে
লিখলো কবি, সৃষ্টি সুখের উল্লাসে,
তোমায় দেখে
থমকে দাড়ায়, হোক পুরোহিত মোল্লা সে !
তোমায় দেখে
বন্ধ সে হয় ধ্বংশ লীলা মাস্তানী,
তোমায় দেখে
রাজ্য হারা রাজা ভুলে কপাল ভাঙ্গা পাস্তানী !
তোমায় দেখে
রাখাল ছেলে ধেনুর পিঠে অবাক হয়,
তোমায় দেখে
জনম বোবা দৈব গুনে সবাক হয় !
তোমায় দেখে
আগুন ঝরে পলাশ শিমুল কৃজ্ঞচুড়ায়,
তোমায় দেখে
শরতের মেঘ শুভ্র সাদা ওড়না ওড়ায় !
তোমায় দেখে
মহুর নাচে পেখম তুলে ঝুমঝুমিয়ে,
তোমায় দেখে
চৈত মাসেও বৃষ্টি নামে রুমঝুমিয়ে !
তোমায় দেখে
মৌমাছিরা পাগল গানে গুঞ্জরনে,
তোমায় দেখে
কদম কেয়া ফুটছে কত কুঞ্জবনে !
তোমায় দেখে
কাপুরুষও করত পারে বিশ্বজয়,
তোমায় দেখে
আমি কবি ভুলতে পারি মৃত ভয় !
এ কবিতা টি আমার লেখা নয় সম্ভত ! আবার আমার লেখাও হতে পারে ! কদিন থেকেই কেবল পুরানো বই পত্তর ডায়েরী ঘাটা ঘাটি করছি ! সেখানেই এই লেখাটা পেলাম ! আমার একটা ডায়েরীতে ! নিজেও লিখতে পারি আবার অন্য কারো লেখা ভাল লেগেছে বিধায় ডায়রীতে লিখে রাখতে পারি !
কিছু ঠিক করে মনে পড়ছে না ! তবে কিছু কিছু লাইন দেখে মনে হচ্ছে আমিই লিখেছি ! আবার কিছু কিছু লাইন দেখে মনে হচ্ছে আমি লিখি নাই !
কনফিউজড !!
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩
অপু তানভীর বলেছেন:
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৮
মাক্স বলেছেন: সুন্দর!
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩
অপু তানভীর বলেছেন: অনেক দিন পরে এলেন দেখি আমার বাড়ি ! রাস্তা ঘাট কি ভুলে গেছেন ??
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:০৬
একজন আরমান বলেছেন:
ভাইরে কবিতা তো ঠিক ঠাকই ছিল, কিন্তু শেষে আইসাই তো কনফিউশন টা লাগাইলা। :-< :-< :-<
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪
অপু তানভীর বলেছেন: আরে মিয়া কবিতা পড় !!
কে লিখছে সেইটা তো বড় কথা না ! কবিতা ভাল হৈছে কিনা সেইটা বড় কথা !
৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ++++++
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন:
৬| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: কোবতে যারই হোক প্লাস লন
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৭| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা কবি যে ই হোক। +++
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: কথা সেইটাই !!
ধন্যবাদ !!
৮| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৯
সুপান্থ সুরাহী বলেছেন:
প্লাস লন...
+++
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৯| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
কুৎিসত রাণী বলেছেন: এতো দ্বিধা কেন? বলেন যে আমর লেখা বা আমার না..।
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৫
অপু তানভীর বলেছেন: কিভাবে বলবো ? মনে থাকলে তো বলেই ফেলতাম !!
প্রায় ছয়সাত বছরের আগের ডায়রীতে লেখাছিল !!
১০| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০
একজন আরমান বলেছেন:
কবিতা তো ভালোই হয়েছে।
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২
অপু তানভীর বলেছেন:
১১| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
সায়েম মুন বলেছেন: কনফিউজড কবিতা ভাল্লাগছে।
২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
১২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫১
অর্ণব আর্ক বলেছেন: উপরের ফডুটা কেমন যেনো।
প্রথমে পুরাই লুল ভাবছিলাম।
পরে দেখি কাহিনী ভিন্ন
২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: হিহিহিহিহি !!!
১৩| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!!
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯
অপু তানভীর বলেছেন:
১৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩
রাতুল_শাহ বলেছেন: আপনি ডায়েরী লিখেন?
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৩
অপু তানভীর বলেছেন: কি কন ? আরো কত কিছু লিখি ! মানে আগে লিখতাম আ কি !
এখন ব্লগে আর ফেসবুকের জন্য আর কিছু লেখা হয় না !
তবে এখন ডিজিটাল ডায়েরী লিখি !!
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:২২
শূন্য পথিক বলেছেন: +