নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

একজন শিক্ষক কে বাঁচাতে কি এগিয়ে আসতে পারি না আমরা ???

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯

"আমার বাবা একজন শিক্ষক।

পৃথিবীর সকল বাবাই তার সন্তানকে

ভালবাসে,

ভালবাসে আমার বাবাও

আমি ছোট বেলায় খুব ভয় পেতাম

আমার বাবা আমাকে ভয় জয় করতে

শিখিয়েছেন,

আমাকে বাজারে নেওয়ার সময় আমি

বাবার হাতের আঙ্গুল ধরে রাখতাম

যাতে হারিয়ে না যা,

আমাকে সারা পথ জুড়ে শিখাতেন

A,B,C,D অ, আ, ক, খ।

শিখাতেন orrange মানে কমলা

star মানে তাঁরা

শিখাতেন কবিতা

শিখাতেন গান, আবৃতি

আমি ভুল করলে খুব বকতেন,

আবার কিছুক্ষণ পরে জড়িয়ে ধরে

কপালে চুমু দিতেন।

আমাকে সব সময় মাছের বড় মাথা টা

দিতেন।

যেখানে যেই মিটিং হোক না কেন

খাবার গুলো বাড়িতে এনে আমাকে

খাওয়াতেন।

এই লেখাটা লেখার সময় আমার বুকটা

বারবার কেঁপে উঠতেছে

গলাটা আটকে আসছে , তবু লিখতেছি।



আমার বাবা আজ ANAL/CLORECTAL ক্যান্সারে আক্রান্ত

আমি কিছুই করতে পারছি না।

নিতান্তই নিরীহ আর গরীব আমার বাবা।

সামান্য স্কুল শিক্ষক।

আমার বাবা বাঁচতে চাই।

অপারেশান করতে প্রায়

"দশ লাখ টাকা " প্রয়োজন

যা আমার পরিবারের সম্ভব নয়।

আর তাই আপনাদের সহযোগিতা

আশা করছি...

তাই আপনাদের কাছে হাত পাতছি"





লেখাটি শাহরিয়ার নয়ন ইসলাম এর ! আমি তাকে ঠিকমত চিনিও না ! আপনারও হয়তো তাকে চিনেন না ! ফেবুকে হয়তো কেউ কেউ চিনতে পারেন !

আসুন আমরা এই শিক্ষক কে বাঁচাতে এগিয়ে আসি ! যার যা সাধ্য আছে তাই নিয়ে এগিয়ে আসি !




শাহরিয়ার নয়ন ইসলাম এর ফেসবুক লিংক



একজন শিক্ষককে বাঁচাতে ফেসবুক ইভেন্ট



যোগাযোগের ঠিকানা:



EXIM BANK limited

Khulsi Branch

chittagong

AC-06912100018761

contact:01759097097

B-Kash: 01759097097

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮

পাইলট ভয়েচ বলেছেন: বর্তমানে শিষ্ককদের নিয়ে যা শুনা যায় তাতে আর...

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

অপু তানভীর বলেছেন: এটা কি ধরনের কথা হল ভাই সাহেব ??
সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না !

২| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪

সায়েম মুন বলেছেন: প্রথম কমেন্টটা দেখে হতাশ হলাম। উনি বোধয় কোন শিক্ষকের কাছে পড়েননি।

নয়নের বাবার সুস্থতা কামনা করছি। সুস্থতা কামনা করছি একজন শিক্ষকের। যিনি জীবনভর শতকষ্ট বুকে ধারণ করে হলেও মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গেছেন। আশা করি সবাই সহমর্মিতার হাত বাড়িয়ে দিবেন। আবারও সুস্থ হয়ে উঠবেন নয়নের বাবা।

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮

অপু তানভীর বলেছেন: আসলেই আমিও হতাশ হয়েছি !

যাই হোক ! আশা করি সবাই সহমর্মিতার হাত বাড়িয়ে দিবেন। আবারও সুস্থ হয়ে উঠবেন নয়নের বাবা।
ধন্যবাদ !!

৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: নয়নের বাবার সুস্থতা কামনা করছি। :(

২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৪১

অপু তানভীর বলেছেন: নয়নের বাবার সুস্থতা কামনা করছি !!

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



নয়নের প্রোফাইল দেখলাম, সেখানে ব্লগার at Somewhere In Blog । সামহোয়্যার ইন ব্লগ তার প্রোফাইলের about লিখা আছে। নয়ন যদি এখানে এসে একটা কমেন্টস করত তাহলে আরো বেশি ভালো হত। যতখানি সম্ভব করার চেষ্টা করব।


ইনশাআল্লাহ্‌ নয়নের বাবার সুস্থ হয়ে উঠবেন ।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: ইনশাআল্লাহ্‌ নয়নের বাবার সুস্থ হয়ে উঠবেন ।

৫| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কাউসার রানা বলেছেন: অপু তানভীরের এমন কোন পোষ্ট নেই যেখানে ৩০-৪০ টা কমেন্ট পড়েনি। আর যখন একজন বাবাকে নিয়ে উনি পোষ্ট দিলেন তখন মাত্র ৪ টা। খুবই দুঃখ জনক।

আশা করি নয়নের বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আল্লাহ্ উনার উপর শান্তি বর্সীত করুন।

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অপু তানভীর বলেছেন: আশা করি নয়নের বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হবেন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.