নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমি মেয়েটির বাড়ির সামনে বসে চিকেন স্যুপ খেতাম !!

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০২

-মামা আর এক বাটি দিমু ?

আমি স্যুপ মামা দিকে একবার তাকালাম আর একবার তাকালাম আমার হাতের খালি বাটিটির দিকে ! ইতি মধ্যে দুই বাটি খেয়ে ফেলেছি । এটা নিয়ে তিন নাম্বার বাটি হবে !

আমি স্যুপ মামার দিকে তাকিয়ে একটু ইতস্তত হাসি দিলাম ! বললাম

-এক দিনে কি এতো গুলো সহ্য হবে ?

-আরে হইবো মামা ! আমার স্যুপে কুনো ভ্যাজাল নাই ! কোন সমস্যা হইবো না ।

এই বলে মামা আরেক বাটি ভরতে লাগলো ! আমি বললাম

-দাও ! তিন নাম্বার বাটি !



আমি আমার তিন নাম্বার স্যুপের বাটির জন্য অপেক্ষা করতে লাগলাম । আসলে ঠিক তিন নাম্বার বাটির জন্য না । আমি অপেক্ষা করছি তার জন্য । মেয়েটা আজকে আসছে না কেন ? আর যদি আধাঘন্টার মধ্যে না আসে তাহলে আমাকে চলে যেতে হবে । আর কত স্যুপ খাওয়া যায় এক দিকে । পেটের ভিতর এর মধ্যে কেমন একটা ডাকা ডাকি শুরু করেছিয়েছে ! অন্য দিন তো একটা বাটি খেতে না খেতেই মেয়েটি হাজির হয় । আজকে কেন বের হচ্ছে না ?

আসলেই মেয়েদের সময় জ্ঞানেরখুব অভাব ।

স্যুপ মামা আমাকে স্যুপের বাটি হাতে হাতে দিতে বলল

-মামা এইডার ভিতর ঝাল কম দিছি ! মজা পাইবেন ।

-হুম বুঝলাম । তা তোমার রেগুলার কাষ্টমার কই গেল ?

মামা আমার কথা শুনে আবার হাসলো ।

-হ ! আমিও তো খুজতাছি । আজকা আহে না ক্যান ?

-বাসায় আসে তো ?

-কি জানি কইতে পারি না !



আমার কেন জানি মনে হচ্ছে রাইসা বাসায় নেই । বাসায় থাকলে এতোক্ষনে নিশ্চই চলে আসতো ! অন্তত একটা বার জানলা দিয়ে উকি মারতো ! কিন্তু মেয়ের কোন খোজ নাই !



যে কেউ ভাবতে পারে যে মানুষ একবার বসেই পরপর তিনবাটি স্যুপ খেয়ে ফেলতে পারে তার নিশ্চই স্যুপ খুব পছন্দ ! কিন্তু ব্যাপারটা আসলে তা না । স্যুপ মামার নাম মনে হয় রমিজ ! এলাকায় এই স্যুপের দোকান টা খুব বেশি নতুন না ! আর আমার অবশ্য অত জানার আগ্রহও নাই ! আমার চিকেন কর্ন স্যুপ খুব একটা পছন্দও না ! আমি ফুসকা খাই । মাস দুয়েক আগের কথা । বাসা থেকে বের হতে যাবো বড় আপু আমার হাতে একটা বাটি দিয়ে বলল

-আসার আমি যেন এক বাটি স্যুপ নিয়ে আসি । খানিকটা বিরক্ত হলেও কিছু বললাম না । বাটি হাতে নিয়ে বের হয়ে এলাম ।



মামার স্যুপের দোকানটা খুব বেশি বড় না ! একটা বাড়ির সিড়ি ঘরের সামনে একটা বড় নীম গাছ রয়েছে তার নিচে ছোট্ট একটা ঘর ! সাময়িক ! কেবল সন্ধ্যা বেলা বসে । কয়েক ঘন্টার জন্য ! সিড়ি ঘরের আসে পাসেই কয়েকটা বেঞ্চ পাতা । মানুষ জন ওখানে বসে স্যুপ খায় ! আমিও ওখানে দাড়িয়ে অপেক্ষা করতে লাগলাম স্যুপ নেওয়ার জন্য !

অপেক্ষা করছি ঠিক এমন সময় আমার বুকের মাঝে একটা ধাক্কা লগলো !

লাম্বায় আমার থেকে একটু ছোট হবে ! কালো জিন্স পর আর কালো টিশার্ট পরা এক মেয়ে ! একদম ঝড়ের মত এল !

এসেই সবাই কে উপেক্ষা করে মামার দিকে একটা বড় বাটি বাড়িয়ে দিয়ে বলল

-জলদি একবাটি স্যুপ দেন ! একটুও দেরি করতে পারবো না !

এমনিতেই বেশ ভিড় ছিল ! আমার মত অনেকেই অপেক্ষা করছিল ! কিন্তু দেখলাম মামা সবার আগে মেয়েটাকেই স্যুপ দিয়ে দিল !

মেয়েটি যেমন ঝড়ের মত এসেছিল ঠিক তেমন করে চলে গেল !



মেয়েটি যাওয়ার পরে আমার একটু হুস ফিরলো ! এতোক্ষন আমি কি দেখলাম ! আর কি ভাবছিলাম !

রাতের বেলা কেন জানি মেয়েটার কথাই বার বার ঘুরে ফিরে মনে আসতে লাগলো ! ঠিক মত বুঝলাম না ।

পরদিন ফুচকা খাওয়া বাদ দিয়ে কেন জানি স্যুপ খেতে হাজির হয়ে গেলাম !

অপেক্ষা করতে লাগলাম মেয়েটার জন্য !



হাতের স্যুপের বাটিটাও প্রায় শেষ হয়ে আসছে । এখনকি করি ?

মামার দিকে তাকাতেই বলল

-মামা ! আর এককাপ হবে নাকি ?

-দাড়াও মামা ! আগে এইটা শেষ করে নেই !

-মামা ! আজকা মনে হয় আফামনি আর আইবো না !

-হুম !

আসলেই রাইসা আজকে মনে হয় আর আসবে না ! আমি যখন ধরেই নিলাম যে রাইসা আর আসবে না ঠিক তখনই রাইসা এসে হাজির ! বাইরেই গিয়েছিল । পোষাক দেখেতো তাই মনে হচ্ছে ! হাতেও দেখি বেশ কয়েকটা ব্যাগ !

আমার দেখেই কি যেন ভাবলো ! তারপর আমাকে অবাক করে দিয়ে আমি যে বেঞ্চে বসে স্যুপ খাচ্ছিলাম সেখানে বসে পড়লো ! তারপর মামাকে বলল

-স্যুপ মামা ! একবাটি স্যুপ দিন ! ঝাল বেশি করে দিবেন ।

-আফা ! কই গেছিলেন ?

-এই একটু শপিংয়ে । কেন মামা ? কেউ কি খোজ করছিল আমার ?

এই কথা বলে রাইসা আমার দিকে তাকালো ! একটু যেন মিচকি হাসলো !

স্যুপের বাটি হাতে নিতে নিতে আমার দিকে তাকিয়ে রাইসা আসতে করে বলল

-ক বাটি খেয়েছেন ?

-আমি ?

-হুম !

-এই তো শুরু করলাম মাত্র !

-তাই ? আমি তো জানি তিন বাটি চলছে !

আমি খানিকটা অবাক হয়ে তাকাল রাইসার দিকে ! এই মেয়েটা কিভাবে সব কিছু জেনে যায় !

আমি যে রাইসার জন্য অপেক্ষা করি এটা তো ওর জানার কথা না । দোকান টা যেহেতু ওদের বাসার সামনে সেহেতু যে কেউ ই এখানে স্যুপ খেতে আসতে পারে সেই হিসাবে আমিও আসি ! কিন্তু কদিন থেকেই আমার কেন জানি মনে হচ্ছে রাইসা ঠিকই টের পেয়েছে যে আমি কেবল ওর জন্যই এখানে আসি !

মামা আবার বলে নাই তো ? নাহ ! মামার তো বলার কথা না ! অবশ্য মামাও কদিনের ভিতর টের পেয়ে গেল আমার মনের কথা ! অন্তত আমার আচরন তো তাই বলছিল ! মামাকে মেয়েটার ব্যাপারে টুপটাক কথা বার্তা জিজ্ঞেস করতাম ! মামাও হেসে জবাব দিতো !



দুই সপ্তাহ আগের কথা ! আমি সন্ধ্যা বেলা বসে আছি । টিপটিপ বৃষ্টি হচ্ছিল এটা দেখে কাস্টমারও কম ছিল !

কয়েক মিনিট পরেই রাইসা এসে হাজির !

আজকে দেখলাম ওর হাতে কোন বাটি নাই । খালি হাতে মেয়েটা আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন ।

-আজকে স্যুপ খাইবেন না আফা !

-নাহ ! আজকে খাবো না ! এমনি এলাম ।

এই বলেই রাইসা আমার পাশ দিয়ে আস্তে করে চলে গেল ! যওয়ার সময় আস্তে করে বলল

-এতো স্যুপ খাওয়া ভাল না !

আমি রাইসার কথা শুনে অবাক হয়ে গেলাম । স্যুপ মামার দিকে তাকিয়ে দেখি সেও মিটমিট হাসতেছে !

আমি মামার দিকে তাকাতেই মামা বলল

-কাম হইতাছে মামা !

-কি বল মামা ?

-মামা ! আপনি ঠিকই জানেন আমি কি বলতাছি ! লাইগ্যা থাকেন ! সিগনাল গ্রিন !

তার পর থেকেই রাইসা সাথে আমার চোখাচোখির খেলা চলতে শুরু করলো ! রাইসা আসতো ! আমি স্যুপ খেতাম । স্যুপ খেতে খেতে ওর দিকে তাকাতাম । ওর আমার দিকে তাকাতা ! ওর আমার দিকে তাকাতো !

আর আজকে এই ব্যাপার !



আমি একটু সংকুচিত হয়ে বসলাম !

রাইসা বলল

-সিরিয়াস লি ? এখানে বসে তিন বাটি স্যুপ কিভাবে খেলেন ? মানে আপনার মত রোগা পাতলা একজন মানুষ কিভাবে তিন বাটি স্যুপ খেয়ে ফেলল ! আসলেই সরুর পেটে গরু আটে !

আমি কেবল রইসার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষন ! রাইসা এমন ভাবে কথা বলছে যেন আমাকে অনেক দিন আগে থেকেই চিনে !

কিন্তু সমাস্য হচ্ছে এই মেয়েটা এতো খবর কিভাবে জানে ?

আর আমি যে তিন বাটি স্যুপ খেয়েছি এটাই বা মেয়েটা কিভাবে জানে ?

জানুক ! যে ভাবে জানে জানুক !

আমি বললাম

-আমি তিন বাটি স্যুপ খেয়েছি তোমাকে কে বলল

-কিভাবে জানি সেটা তো বড় কথা না ! ক্থাটা সত্য কিনা বলেন ?

-হুম !

-কেন ?

আমি কোন জবাব দিলাম না ! রাইসা আবার বলল

-আমার কি মনে হয় জানেন ? আপনি ইতিহাসে প্রথম একজন যে কিনা মেয়ে পটানোর জন্য বসে বসে স্যুপ খান ?

-মানে কি ?

-মানে কিছু না ! আমার খাওয়া শেষ ! আমি যাই !

এই বলে রাইসা উঠে গেল । মামার কাছে বাটি দিতে দিতে বলল

-আজকে আমার স্যুপের বিল তানভীর সাহেব দিবে !

তানভীর ?

এই মেয়ে আমার নাম জানে কিভাবে ?

আশ্চার্য !

রাইসা আমার দিকে আবার তাকিয়ে একটু হেসে চলে গেল !

আমি খনিক্ষন বসে রইলাম চুপ করে । কি হচ্ছে ?

কেমন করে হচ্ছে ?

মামার দিকে তাকিয়ে বললাম

-কি হল এটা মামা ?

-মামা ! আমি আগেই কইছিলাম ! সিগনাল গ্রিন !

আমি বিল দিয়ে বাড়ির দিকে হাটা দিলাম !



আসলেই মনে হচ্ছে সিগনাল গ্রিন !! সিগনাল গ্রিন !



Click This Link

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++


পড়তাছি দাড়ান।

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

অপু তানভীর বলেছেন: :):):):)

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~



আরেকটু লেখতে পারতেন।

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

অপু তানভীর বলেছেন: ছোট গল্প তো !! :):)

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ওয়াও ম্যান, নো প্রবলেম বিল আমি দিবো ;) এড্রেস দেন :D

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !
না এই বিল আমিই দিয়ে দিতে পারবো !! :D :D :P :P

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কাম টা ঠিক করলেন নাহ X( X( X( X( X( X( :#> :-<
বাট ভাল লাগলো :) ভাল থাকবেন

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: কি কাম ভালা করলাম না ভাই ?? :-/ :-/ :-/

৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

মদন বলেছেন: বাথরুমে যাবার সিগন্যাল গ্রীন

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: বাথরুমে যাবার সিগন্যাল গ্রীন =p~ =p~ =p~ =p~ =p~

৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

বটবৃক্ষ~ বলেছেন: আপনার গল্পের নায়ক এ পর্যন্ত কোনদিন রেড সিগনাল পাইসে!! :-P

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক ! ভাগ্য ভাল যে আমার গল্পের নায়ক গুলো বাস্তব দিকটা ফেস করে না !

৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩২

মাক্স বলেছেন: ম্যাজিক অফ স্যুপ ;) ;) ;)

৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) :P :P

৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতার পুস্টে আইলে খালি পেম আর পেম । ভয়ে রাস্তায়ই বাইর হই না , ছাদে যাই না , পাছে আবার পেম আমাকেও ধরে ফেলে ;) হাহাহাহা ++++++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: কি যে কন না ? আমি তো সব জায়গায় যায় । খালি একবার প্রেম আমাকে ধরে ! ;);)

ধন্যবাদ !! :):)

৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

শাকিল ১৭০৫ বলেছেন: আমিও চিকেন স্যুপ খামু! আমার ও প্রেম করা লাগবো /:) /:) /:)

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: মিয়া কেবল চিকেন স্যুপ খাইলেই কাম হইবো ?? :P :P :P :P

১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩২

আমি ময়ূরাক্ষী বলেছেন: এখানে বসে তিন বাটি স্যুপ কিভাবে খেলেন ? মানে আপনার মত রোগা পাতলা একজন মানুষ কিভাবে তিন বাটি স্যুপ খেয়ে ফেলল ! আসলেই সরুর পেটে গরু আটে !


হা হা

মজার

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):):)

১১| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪

নাজমুল শািকল বলেছেন: ++++++++ :-B

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

১২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

ভুং ভাং বলেছেন: এই ভাবে প্রতি পর্বে নতুন নায়িকা আসলে তো ;) সুপ থেকেই তো ভাল কিছু.................

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

অপু তানভীর বলেছেন: একদম হাসা কথা ;);)

১৩| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

রিফাত হোসেন বলেছেন: ++ আপনি পারবেন :) =p~

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অপু তানভীর বলেছেন: B-) B-) ;) ;) ;)

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

হান্টার১ বলেছেন: অপু ভাই, আমার সুপ এর বিল টাও দিয়া দিয়েন :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:০৫

অপু তানভীর বলেছেন: অবশ্যই দিয়ে দিবো ! :):):)

১৫| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫

নীলতিমি বলেছেন: :) :) :D :D

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

অপু তানভীর বলেছেন: :):):):)

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

খাঁজা বাবা বলেছেন: ঘরের খবর পরে জানল কেম্নে?
রহস্য তোঁ ক্লীয়ার করলেন না ভাই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২

অপু তানভীর বলেছেন: :-&

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

স্যুপ খাও আর প্রেম কর! ভাইডি, স্যুপ মামার দোকান জানি কুনদিকে ;)
হা হা হা

হালকা চালের পলকা গল্পে ভাললাগা :)

+++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: এতো পুরানা গল্পের খোজ পেলেন কোথায় ! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.