নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশি, আমি এবং নিশির রাগ ভাঙ্গানোর গল্প !!

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩১

-এই ! এই !

-কি ?

-ওরে বাব্বাহ ! রাগ করে আছো ?

কোন কথা নাই ! আমি নিশিকে আবার বললাম

-রাগ করে আছো ?

-বুঝো না ? তুমি নিশ্চই কচি খোকা নও ?

-তা তো বুঝলাম ! কিন্তু নারী মন কখন কি যে চায় স্বয়ং ওবামাও কনফিউজ হয়ে যায় !

-ওবামা কনফিউজ হয়ে যায় মানে কি ? ফাজলামী করতেছো তুমি আমার সাথে ?

-আরে আরে রাগ কর কেন ? আমি বোঝাতে চেয়েছি যে দুনিয়ার সব চেয়ে ক্ষমতাধর মানুষটাও নারীর মন বুঝতে পারে না ! সেখানে আমি তো নাদান বাচ্চা ! এখনও গ্রাজুয়েটও হই নাই !

-এই তুমি কি বললা ?

-কি বললাম ?

-তোমাকে না বলেছি গ্রাজুয়েশন নিয়ে আমার সাথে কথা বলবা না ! তোমাকে না বলেছি গ্রাজুয়েট নিয়ে আমাকে খোটা দিবা না ?

-খোটা ?

আমি যেন আকাশ থেকে পড়লাম এমন একটা ভাব করলাম ! মানে সরাসরি হলে হলে নিশি হয়তো আমার মুখের এক্সপ্রেশন বুঝতে পারতো কিন্তু ফোনে রয়েছে বলে মুখ দিয়ে একটু অবাক হওয়ার আওয়াজ করলাম !

-এই এমন আওয়াজ কেন করতেছ ? মনে হচ্ছে কুকুর কানতেছে !

নাহ ! এই মাইয়ার সাথে কথা বলেও শান্তি নাই !

আমি বললাম

-আমি অবাক হয়েছি বুঝাতে চেয়েছি ! জীবনের প্রথম কাউকে শুনলাম যে তাকে গ্রজুয়েট বললে খোটা দেওয়া হয় ! আরে তুমি তো গ্রাজুয়েট ....।

-একদম চুপ !

-আচ্ছা চুপ ! এই তো চেইন আটকে দিলাম !

-চেইন আটকে দিলাম মানে ? আবার ফাজলামো শুরু করেছ ?

-আরে বাবা ফাজলামো করলাম কোথায় ?

আমি বললাম

-আমি আমার মুখের চেইন আটকে দিলাম ! তুমি যা বলবে তাই !

-আচ্ছা তাহলে ফোন রাখো !

-আরে আরে .......

-কি ?

-যে জন্য ফোন করেছি সেটাই তো বলা হল না !

-কি জন্য ফোন করেছ ?

-একটু বারান্দায় আসবে ? দেখো আকাশে কি চমৎকার চাঁদ উঠেছে ?

-চাঁদ ? এখন বাজে বেলা তিনটা এখন চাঁদ পেলে কোথায় তুমি ?

-মানে !! এখন না উঠবে আর কি ? এখন এমনি তাকাও ! চাঁদ যখন উঠার উঠবে !

-দেখ অপু ! আমার মাথা ধরেছে ! তোমার সাথে কথা বলতে ভাল লাগছে না !

-আসো না একটু বারান্দায় ! রাগ করেছ বুঝলাম ! একটু আসো প্লিজ !



কিছুক্ষন কোন কথা হল না ! একবার ভাবলাম নিশি হয় তো ফোন রেখে দিয়েছে ! চোখের সামনে মোবাইল এনে দেখলাম রাখে নি ! খুব রাগ না করলে এটা স্বাধারনত নিশি করে না !

আজকেও ও খুব বেশি রাগ করে নাই আমার যতদুর মনে হচ্ছে । কিন্তু প্রত্যেক বয়ফ্রেন্ডের এটা দায়িত্বের ভিতরে পরে তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙ্গানো ! না হলে সম্পর্ক ভেঙ্গে যেতে পারে !

কিছুক্ষ পরেই নিশিকে বারান্দায় দেখতে পেলাম ! কানে হেড ফোন লাগিয়ে বারান্দায় এসে হাজির । ওর কোলে টিংকু !

টিংকু হচ্ছে ওর বিড়ালে নাম ! বড় আদরের বিলাই !

-হ্যালো !

-হুম !

-তোমার টিংকু কেমন আছে ?

-ভাল !

নিশি মনে হয় আমাকে এখনও দেখে নাই ! দেখলাম টিংকু কে নিয়েই ব্যস্ত !

-নিশি !

-হুম !

-একটু এদিকে তাকাবা ? এই বাম দিকে ? ল্যাম্পপোষ্টের দিকে ! দেখো একটা অসহায় ছেলে কতক্ষন ধরে দাড়িয়ে আছে ।

-অসহায় ?

-অসহায় না বল ? বেচারার গার্লফ্রেন্ড তার উপর রাগ করে আছে । এর থেকে আর কি হতে পারে ?

-তা রাগ করার কাজ না করলেই হয় !



আসলেই রাগ করার কাজ না করলেই হয় ! কিন্তু একটা স্টাটাসে লাইক না দেওয়া কি রাগ করার পর্যায়ে পরে ? কাল রাতেই এর জের ছিল! তার উপর আজকে সকালে নিশি একটা স্টাটাস দিয়েছিল ! আমার চোখ এড়িয়ে গেছে । আর যাবো কোথায় ! কালকে আমি কথা শুনিয়েছি আর আজকে ও সেইটার শোধ নিচ্ছে !

অবশ্য আগেই বলেছি স্বয়ং ওবামা যেখানে নারীর মন বুঝতে অক্ষম আমি সে খানে কোন ঘাটে মাঝি ! যাই হোক আজকে নিশিকে কোথাও নিয়ে গেলে হয়তো ওর মন ভাল হবে !



-একটু নিচে আসবে ?

-কেন ?

-ও যে তুমি আমার কাছে টাকা পেতে না ? টাকা গুলো ফেরৎ দিতাম ।

-আবার ফাজলামী শুরুর করেছো ?

-আরে বাবা ! এতো দুর থেকে তোমার সাথে দেখা করতে এলাম । একটু মিষ্টি করে কথা বলবে, নিজে থেকেই নেমে আসবে তা না ! কেন ? কি ? এতো প্রশ্ন করতে পারো তুমি ? তোমার তো ......।

থাক কথাটা আর শেষ করলাম না ! আবার বললাম

-আসো প্লিজ ! আর শুনো একটু হাতে সময় নিয়ে এসো !

-মানে কি ?

-মানে হল বাসায় বলে এসে একটু সময় লাগবে তোমার ফিরতে !



নিশি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না ! দেখলাম বারান্দা থেকে ভিতরে চলে গেল ! আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম !



কাল রাতে নিশির সাথে একটু খারাপ ব্যাবহার করে ফেলেছিল ! কালকে যদিও ও আমাকে কিছু বলে নাই । কারন দোষ খানিকটা ওর ছিল ! কিছু না বললেও ওর মনটা খারাপ হয়েছিল বুঝতে পেরেছিলাম ! তখনই ইচ্ছা ছিল আজকে ওকে নিয়ে ওর পছন্দের জায়গায় যাবো ! ওকে কষ্ট দিলে সে মুছে দিতে হয় ! না হয় কষ্ট টা জমতে জমতে অনেক লম্বা হয়ে যায় !





নিশিকে যতবার এখানে নিয়ে আসি নিশির আনন্দ কে দেখে ! বিশেষ করে এই কাশ বনের এই পুকুর পাড়টা ওর অনেক বেশি পছন্দ ! এখানে একটা বড় শান বাঁধানো পুকুর আছে ! চারিদিকে কাশের বন আর মাঝ খানে এই বড় পুকুর টা !

নিশি এখানে পা ডুবিয়ে বসে থাকতে অনেক পছন্দ করে !

নিশি নিজের চুরিদারটা একটু গুটিয়ে পানিতে পা ডুবিয়ে বসে আছে ! আর ক্ষনে ক্ষনে পানির ছিটিয়ে দিচ্ছে ! একবার আমার দিকে একটু পানি ছিটিয়ে দিল !

-এই !

-কি ?

আমি হাসলাম ।

-কিছু না ! মন ভাল হয়েছে ?

-না !

যদিও নিশির মুখ দেখে মনে হচ্ছে না যে ওর মন খারাপ আছে এখনও মন খারাপ ভাল না হওয়ার কোন কারন নাই !

আমি বললাম

-এখনও ভাল হয় নাই ?

-না ! কাল রাতে আমি একটুও ঘুমাই নাই ! তুমি...।

-তাই ? ঘুমাও নাই ? আমি ঘুমাই নাই !

-তুমি আমাকে কষ্ট দিলে কেন ?

-আমি কষ্ট পাই নি বুঝি ! দোষ কিন্তু তোমার ছিল !

এবার দেখলাম নিশির মুখটা একটু গম্ভীর হয়ে গেল ! পানি থেকে পা তুলে উঠে গেল ! হাটতে লাগলো কাশ বনের ভিতর দিয়ে !

আমি নিশির পিছন পিছন গেলাম !

-কোথাও যাও ?

-যে খানে ইচ্ছা ! সব দোষ তো আমারই ! আমি তো দুষী মাইয়া !

নিশির কথা শুনে আমি হেসে ফেললাম !

-আরে শুনো না ?

-না ! শুনবো না !

-নিশি ! বাবু ! একটু শুনো !



দেখলাম আমাদের পাশ দিয়ে একটা পিচ্চি মত ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে । ছোটা বেলায় আমরা যেমন করে সাইকেল চালানো শিখতাম তেমন করে ! সাইকলেটা পিচ্চিটার তুলনায় একটু বড়ই ! নিশ্চই বিকেলে বেলা ঘুরে বেড়েচ্ছে । এখানে অবশ্য অনেকেই আসে বেড়াতে ! জায়গা টা সুন্দর !

নিশিকে দেখলাম কাশের ফুলে হাত দিয়ে হাটছে আপন মনে ! আমি পিচ্চি ছেলেটার কাছে গিয়ে বললাম

-তোমার সাইকেল টা একটু ধার দিবে ?

আমার কথা শুনে পিচ্ছিটা একটু সন্দেহর চোখে দেখছে ।

-কেন ?

আমি নিশি কে দেখিয়ে বলল

-ঐ মেয়েটাকে দেখছো না ?

-হুম !

-মেয়েটা আমার উপর রাগ করেছে ! ওকে যদি সাইকেলে নিয়ে একটু ঘুরি তাহলে হয়তো একটু কাজ হতে পারে !

পিচ্চিটার বয়স খুব বেশি হলে ১০/১২ বছর হবে । নিশ্চই স্কুলে পড়ে ! এটুকুতো বোজারই কথা যে নিশির সাথে আমার কি সম্পর্ক !



পিচ্চিটা একটু কি যন ভালবো ! তারপর আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলল

-আইচ্ছা ! তয় ? বেশি দুরে যাইেবন না কিন্তু !



আমি সাইকেল নিয়ে নিশির পাশে হাজির হলাম ! প্রথমে আমাকে লক্ষ্য না করলেও একটু পরে যখন আমার দিকে তাকালো তখন নিশির চোখটা আনন্দে চকচক করে উঠলো !

-এটা কোথায় পেলে ?

-কোথায় পেলাম সে তো জরুরী না ! তুমি চড়তে চাও ?

-না ! আমি তো ........

-নিশি ! এমন কেন কর ? এই যে আমরা এতো দুর এলাম ! কেন এলাম ? বিকজ আই লাভ ইউ ! এটা তুমি নিজেও খুব ভাল করে জানো ! তাহলে তুমি কেন বার বার ঐ ঐ এক কথাটা বল ! যেটা আমি শুনতে পছন্দ করি না সেটা যদি বারবার আমার সামনে বল তাহলে আমার মেজাজটা গরম হবে না ? এটা বুঝতে হবে !

নিশি আমার কথায় চুপ করে শুনলো ! তারপর কি যেন ভাবলো !

আমি বললাম

-এখনও রাগ করে থাকবে ?

-আচ্ছা ! আর বলব না !

-এই ভাল মেয়ে ! এখন এসো ! তোমাকে নিয়ে সাইকেলে চড়ি !

এর পর নিশিকে নিয়ে সাইকেলে চড়লাম !

-এই শুনো না ?

-কি !

-বিয়ের পরে আমরা একটা সাইকেল কিনবো ! ঠিক আছে ?

-ঠিক আছে !

-প্রতিদিন রাতে আমরা এই ভাবে ঘুরতে বের হব ! ঠিক আছে ?

-হুম । ঠিক আছে !

-শুনো.....

নিশি কথা বলতেই থাকে ! নিজের কথা । নিজের স্বপ্নের কথা ! আমার কথা ! আমাদের সামনের দিনের কথা !



হঠাৎ করেই আমার মন খারাপ হয় ! নিশি নিজের স্বপ্ন গুলো কি চমৎকার করেই না বলে যাচ্ছে কিন্তু যা কোন টাই হয়তো পুরন হবে না !



নাহ ! আমি এসব ভাবতে চাই না । সামনে কি হবে এটা এখান ভাববো না । এটাই আমাদের মাঝে কথা হয়েছিল । আমরা এখন কেমন আছি, এখান কেমন থাকবো এটাই কেবল ভাববো ! আর কিছু না ! আর কিছু না !



-এই !

নিশির কথায় আমি বাস্তবে ফিরে এলাম !

আমি বললাম

-বল !

-তুমি আমার কথা শুনছো না ?

-শুনছি তো !

-বল আমি সব শেষ কি বলেছি !

-আই লাভ ইউ !

-বলেছি ?

-আই লাভ ইউ !

আমি একটু হাসলাম !

নিশিও হাসলো !

-পারো তো কেবল এটাই !! এই শুনো অনেক দুরে চলে এসেছি ! চল এখন ফিরে যাই ! বুঝেছ !!



আমি সাইকেলটা ঘুরালাম ! নিশি আবারও নিজের স্বপ্ন গুলোর কথা বলতে শুরু করলো ! আমাদের স্বপ্নের কথা !





(একজন আমার উপর রাগ করে আছে ! জানি এই লেখাটা তার চোখে পরবে ! যদি তার রাগ করে তাহলে যে সে এখানে একটা কমা্ট করে যায়)







Click This Link

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: :):):):)

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কি করছিলেন ভাই??? যে ভাবি এতো রাইগা আছে??


;) ;)

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: আমি কিছু করি নাই ! আমি ভালা পুলা ! :D :D :D

আর আগেই কইছি ওবামাই যেখানে বুঝে না মেয়েদের মন আমি আর বুঝবো কতক্ষন !! ;);)

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৭

রাকিবুল৯০ বলেছেন: ভাই, ফোন দিয়া রাগ ভাংগান।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: দেখা যাক কি করে ভাঙ্গাইতে হয় !! :(:(

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৬

বটবৃক্ষ~ বলেছেন: বাহ খুব সুইট হয়েছে.....!!:) :)

মিষ্টি ঝগড়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তো!! ;) B-) B-)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

অপু তানভীর বলেছেন: আমি জানি তো !! :):):)

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

আর.হক বলেছেন: আমি রাগ করি নাই কিন্তু

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: হুম !! আমি জানি !! :)

৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৩

মাগুর বলেছেন: ২য় পিলাস থাকলো ;)

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! :):):)

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:০৫

নিষ্‌কর্মা বলেছেন: আর.হক কি সেই জন যিনি রাগ করেছিলেন?

গল্প ভালো হৈসে!

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: নাহ !! সে সেই জন না ! :):)

ধন্যবাদ !!

৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪২

মাক্স বলেছেন: :)

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: :):):):)

৯| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

নির্ণায়ক বলেছেন: চাইর লম্বর পিলাস...

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ !! :):):)

১০| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: রাগ ভাঙ্গাইতে হইলে রিয়েল লাইফ হিরু হইতে হইব ভ্রাতা ;)

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

অপু তানভীর বলেছেন: কথা একেবারে সত্য !!
রিয়েল লাইফ হিরু !! ;)

১১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

অপরাজিতা নীল বলেছেন: ভাইয়া জায়গাটা কই??

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২২

অপু তানভীর বলেছেন: আমার কল্পনার জগতে !!! :):)

১২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩১

চটপট ক বলেছেন: কমেন্ট করতে গিয়েও, চুপ থাকি। ফেবুতেও ঠিক তাই। তবে আজ করি, , , আপনি কি রিয়াল লাইফে সুখি??

০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৮

অপু তানভীর বলেছেন: আমার বসবাস এই কল্পনার জগতে !
কি দরকার বাস্তত জগৎ টা টেনে আনার !!

:):):)

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

হান্টার১ বলেছেন: নাহ ! আমি এসব ভাবতে চাই না । সামনে কি হবে এটা এখান ভাববো না, একদম ঠিক কথা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৩

অপু তানভীর বলেছেন: আমি কি কখনও বেঠিক কথা কইতে পারি !? ;);)

১৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৭

Mira বলেছেন: আপনি শেয়ার করা গল্প সত্যিই সুন্দর, undertale yellow আমি তাদের ভালোবাসি

১৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৮

Mira বলেছেন: The stories you share are really https://undertaleyellow.com/ lovely, I love them

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬

JacqueFelix বলেছেন: Great to see them finally addressing those security concerns. https://snaptiktake.com/ Better late than never, I guess.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.