নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক দেশের জনৈক মন্ত্রী নিজের অফিসে বসে ছিলেন । একটু চিন্তিত । নির্বাচনের সময় চলে আসতেছে । অনেক ওয়াদায় করেছিলেন কিন্তু অনেক কিছুই এখনও পূরন করা হয় নাই । তার উপর আবার দুর্নীতির বেশ গুরুতর অভিযোগ লাগানো হয়েছে তার বিরুদ্ধে । কি যে করবেন ?
-স্যার আসবো ?
মন্ত্রী তাকিয়ে দেখেন তার পিএস । হাসি মুখে দরজায় নক করছে ! ছেলেটার হাসি সুন্দর । পড়ালেখা জানা ছেলে ! মাথায় বুদ্ধিও আছে অনেক ! অনেক বিপদে ছেলেটা সঠিক সময়ে সঠিক বুদ্ধির পরিচয় দিয়েছে । ভেবে রেখেছিলেন নিজের ভাইয়ের মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিবেন । কিন্তু ফাজিল মেয়ে আগেই একজনের সাথে বিয়ে করে ফেলেছে ।
মন্ত্রী আসতে করে মাথা নাড়লেন ! তার শরীরে একটা ক্লান্তি ভাব লাগছে । ইদানিং বেশির ভাগ সময়ে তিনি একটা ক্লান্তি অনুভুব করেন ! যখন ক্ষমতায় এসেছিলেম তখন একটা জোস ছিল শরীরে এখন যেন আর সেইটা পান না ।
পিএস ঘরের ভিতর এসেই মন্ত্রীকে বলল
-স্যার ! আপনি কি ক্লান্ত ? শরীর খারাপ নাকি ?
-নাহ !
-কোন কিছু নিয়ে চিন্তত !
মন্ত্রী কোন উত্তর দিলো না । কেবল উদাস হয়ে জানালার দিকে চেয়ে রইলো ।
পিএস বলল
-স্যার । আগামী মাসে বিশ্বব্যাংক পদ্মাসেতুর দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করবে ।
-হুম !
-শোনা যাচ্ছে তাদের হাতে বেশ বড়সড় প্রমান আছে । কি করবেন স্যার ?
-হুম !
-আপনাকে প্রধান আসামী করেছে !
-হুম !
মন্ত্রীর কাছে হুম হুম করা ছাড়া আর কোন জবাবই নাই । ঠিক বুঝতে পারছেন না কি করবেন । এমনিতেই বেকাইদায় আছেন তার উপর যদি দুর্নীতি প্রমান হয়ে যায় তাহলে তো সমস্যায় পরবেন ।
পিএস বলল
-স্যার এ একটা বুদ্ধি দিবো ?
-কি ?
-এতে করে আপনি সকল ঝামেলা থেকে উদ্ধার পেয়ে যাবেন !
-তাই নাকি ?
মন্ত্রীর চেহারা উজ্জল হয়ে উঠলো !
-সত্যি বলছো ! পারবে ? বল পারবে ?
-হুম স্যার । পারবো ! কেবল ছোট্ট একটা কাজ করতে হবে ।
-বল কি করতে হবে ? যদি কাজ হয় তাই করবো ! কেবল একটা বার বল !
পিএস হাসলো । তারপর বলল
-স্যার আপনাকে একটা গল্প বলি !
-আহা ! এখন তো গল্প বলার সময় না ! কাজের কথা বল !
-তাই তো বলছি ! শুনুন ! তাহলে আপনি নিজেই বুঝে যাবেন কি করতে হবে !
-আচ্ছা !
পিএস গল্প শুর করলো !
আমাদের গ্রামে আবুল কাসেন নামে একজন চেয়ারম্যান ছিল ! সেছিল বড় বজ্জাত । কেবল মানুষের গরু দখল করে নিত ! যদিও কোন ঝামেলা হত সে তার এক জাদরেল উকিল দিয়ে সেগুলো সামাল দিতো ! কিন্তু একবার ঠিকই আটকে গেল । এক গরীব কৃষকের কাছ থেকে গরু চুরি করতে গিয়ে দখল ধরা খেল ।
যথারীতি বিচার ডাকা হল !
গরীব কৃষক অভিযোক করলো যে তার লাল রংয়ের একটা গরু আবুল কাসেন মেরে দিয়েছে ।
কিন্তু বিচারে দেখা গেল কেউ গরীব কৃষকের কথা বিশ্বাস করলো না । কারন কি ?
কারন হল গরীব কৃষক লাল গরুর কথা বলেছিল কিন্তু চেয়ারম্যান যে গরু হাজির করলো সেটা ছিল কালো রংয়ের !
মন্ত্রী বলল
-মানে কি ? লাল গরু কিভাবে কালো হয়ে গেল ?
-সেটাই তো বিষয় ! চেয়ারম্যান রাতারাতি লাল গরু কালো করে ফেলেছিল ! এখন দেখেন লাল গরুও নাই । সুতরাং লাল গরু চুরিও হয় নাই !
এই বলে পিএস কিছুক্ষন তাকিয়ে রইলো মন্ত্রীর দিকে ! কিন্তু মন্ত্রী ঠিক মত বুঝতে পারলো না কি বলবে ।
পিএস বলল
-আরে বুঝলেন না !
-না !
-আমাদের নামে অভিযোগ এসেছে পদ্মসেতু ! এখন যদি পদ্মা নদীই না থাকে !
-মানে কি ?
-মানে হল পদ্মা নদী থাকবে না ! সুতরাং সেটার উপর দিয়ে কোন সেতুই হবে না ! আর সেতু না হলে কোন দুর্নীতিও হবে না !
-আরে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি গেল কোথায় ? এটা তোমার লাল গরু নাকি যে রাতারাতি গায়েব হয়ে যাবে ? নদী আমি কিভাবে গায়েব করবো ?
পিএস হেসে বলল
-আরে স্যার নদী গায়েব না হোক ! নাম তো গায়েব হতে পারে ! এখন কিন্তু স্যার আর কেউ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর খুজে না ! সেটা বিলিন হয়ে গেছে কাগজে কলমে ! আমাদের কেবল কাগজে কলমে পদ্মা নদীর নাম গায়েব করতে হবে ! আর কিছু না !
হঠাৎই মন্ত্রীর মুখ উজ্জল হয়ে উঠলো !
-আরে ঠিক বলেছো তো ! না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি !
একমাস পরে !
বিশ্বব্যাংকের সকল অভিযোগ থেকে জনৈক মন্ত্রীক অব্যাহতি দেওয়া হলো ! প্রতিবেদনে বলা হলে উক্ত দেশে পদ্মা নামক কোন নদীর অস্তীত্বই নাই । যেখানে ঐ নামে কোন নদীই নাই সেখানে পদ্মাসেতু তৈরির জন্য ঋণ নেওয়ার প্রশ্নই আসে না ! পদ্মা সেতু টপিকটি মিডিয়ার সৃষ্টি !
আবার মন্ত্রীকে বিমর্ষ দেখা গেল !
পিএস বলল
-স্যার আপনি চিন্তিত কেন ?
-আরে আর বল না ! এখন পদ্মা সেতুর কি হবে ! আমি তো কথা দিয়ে ছিলাম পদ্মা সেতু বানাবো ! সেটার কি হবে ? জন গনের কাছে আমার একটা ইজ্জত আছে না !
-কোন চিন্তা নাই ! আমার গ্রামে একটা ছোট নদী আছে । মাথাভাঙ্গা নাম ! আমরা একটা করি ! ঐ নদির নাম চেঞ্জ করে পদ্মা রেখে দেই ! আপনি ভিত্তি প্রস্তর স্থাপন করেন ! দেশের সব মিডিয়ে সেটা প্রচার করুক ! ব্যাস ! ঝামেলা শেষ !
মন্ত্রীম মুখ আবারও উজ্জল হয়ে উঠলো !
আনন্দের চোটে তিনি পিএসকে জড়িয়ে ধরলেন ! মনে মনে স্থির করলেন নিজের মেয়ের সাথেই এই ছেলেকে বিয়ে দিবেন !
আরও একমাস পরে !
সকাল বেলা সব গুলো দৈনিক প্রত্রিকার প্রধান শিরোনাম !
নিজেস্ব অর্থায়নে পদ্মাসেতু ! আজ পদ্মা নদীর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন জনৈক মন্ত্রী !
আরও দুই মাস পরে !
পত্রিকার শিরোনাম !
আজ থেকে সর্বসাধারনের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে পদ্মাসেতু ! সকাল দশটার সময় পদ্মাসেতু উদ্ভোদন করবেন জনৈক মন্ত্রী ! উদ্ভোদনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে দেশের সব গুলো টিভি চ্যানেল !
(ফানপুষ্ট ! সকল ঘটনা ও ব্যব হৃত নাম কাল্পনিক ! জীবিত মৃত বা অর্ধমৃত কারো কাছে কোন মিল নাই ! দয়া করে মিল খুজতে যাইয়েন না)
Click This Link
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
অপু তানভীর বলেছেন: আমিও মজা পেয়েছি !!
২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
মদন বলেছেন: সেইরাম বুদ্ধি।
তাইলে নিশি বাদ দিয়া মন্ত্রীর মেয়েরে বিয়া করতাসেন?????
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯
অপু তানভীর বলেছেন: মন্ত্রীর মাইয়া বলে কথা ! এই সুযোগ কি ছাড়া যায় ??
৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
হুমায়ুন তোরাব বলেছেন: ভাবছিলাম এই বার প্রেম হৈব পদ্মা সেতুর উপ্রে .
হল না আপচুচ
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
অপু তানভীর বলেছেন: আরে মিয়া দেখো না মন্ত্রীর মাইয়ার লগে বিয়া ঠিক হওয়া গেল ! প্রেম হইলা না মানে ......
৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭
মাক্স বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
অপু তানভীর বলেছেন:
৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আহলান বলেছেন: কামেল পোষ্ট! ভাত ভুনারে ফ্রাইড রাইস নামে খাইলেই হলো!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: কামেল !!
৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮
আরজু পনি বলেছেন:
মন্ত্রী মশায় এই বুদ্ধি পেলে আপনাকে নির্ঘাত পুরষ্কৃত করবে
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
অপু তানভীর বলেছেন: আরে বুঝেন নাই ? ঐ পিএস তো আমিই । আমার সাথে তো মন্ত্রীর মেয়ের বিয় ঠিকই হইয়া গেছে । পুরুষ্কার তো পাইয়াই গেছি
৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১০
বটের ফল বলেছেন: বিয়াফুক মজা পাইলাম।
এই লন পিলাস।
++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৫
~মাইনাচ~ বলেছেন: সুপার
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭
অপু তানভীর বলেছেন:
ধন্যবাদ !
৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমারে কিছু কইলেন নাকি ??
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
অপু তানভীর বলেছেন:
১০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
জাহিদ ২০১০ বলেছেন: নিশি শেষ পর্যন্ত ছ্যাক খাইলো। ওরে আছিস নিশিরে বিয়া করব।
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
অপু তানভীর বলেছেন: খবরদার ঐ দিকে হাত বাড়াইলে কিন্তু খরব আছে !
১১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পিউর বিনোদন................
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৩
অপু তানভীর বলেছেন:
১২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:২১
চোর - ডাকাইত বলেছেন: হা হা হা অসাধারন হয়েছে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৫
অপু তানভীর বলেছেন:
ধন্যবাদ !!
১৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০১
অপূর্ণ রায়হান বলেছেন: ইউনিক মজারু +++
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
অপু তানভীর বলেছেন:
১৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
কামরুল আহসান খান বলেছেন: সাপ মরল লাঠিও ঠিক রইল
হাসতে হাসতে শ্যাষ
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন:
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
খাঁজা বাবা বলেছেন: বুদ্ধি টা ভাল ছিল
কিন্তু সরকার বুদ্ধিটা কাজে লাগায় নাই
কাজে লাগাইলে এত দিনে সেতুর কাজ শেষ হয়ে যেত।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।