নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশি আর অপুর খুনসুঁটি ছোট্ট গল্প !

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

নিশির মেজাজ ক্রমেই খারাপ হচ্ছে ! মেজাজ খারাপের প্রধান কারন হচ্ছে ওর পেটের ভিতর ইদুর দৌড়াদৌড়ি করছে সেই কখন থেকে ! সকাল থেকে কিছুই পেটে পড়ে নি । একটা মিডটার্মের পরেই প্রায় দুই ঘন্টা ধরে প্রাকটিক্যাল ক্লাস করতে হয়েছে ! কিছু মুখে নেওয়ার সুযোগ হয় নাই !

এখন বসে আসা কিছু খাবে বলে !

ঝামেলা টা সেখানেই ! নিশির ইচ্ছা ছিল ক্যাম্পাসের ক্যান্টিন থেকেই খেয়ে বের হবে ! কিন্তু অপু কারনে সেটা হয় নাই । ক্লাস থেকে বের হয়ে যখন ক্যন্টিনের দিকে যাবে তখনই অপু ওর সামনে এসে দাড়ালো !

-কোথায় যাচ্ছিস ?

-খুদা লেগেছে ।

-আমারও লেগেছে ।

-তাহলে চল ! এক সাথে খাই !

-উহু ! এখানে না । চল তোকে শমসের মামার তেহরী খাইয়ে নিয়ে আসি !

নিশি একটু ভাবলো ! তারপর বলল

-না থাক ! এখন ভাল লাগছে না ! প্রচন্ড খুদা লেগেছে । এখন আর কোথাও যেতে ভাল লাগছে না !

-আহা ! চল না ! পাঁচ মিনিটের পথ ! প্লিজ ! জারুল তলায় বসবো ! তুই বসে থাকিস ! আমি গিয়ে নিয়ে আসবো ! চল না ! প্লিজ !

নিশির যদিও ইচ্ছা ছিল না ! তবুও অপুর কথা ফেলতে পারলো না !



নিশি আবার ঘড়ি দেখলো ! ঠিক একুশ মিনিট আগে অপু ওকে এখানে বসিয়ে রেখে গেছে ! এখনও ফেরার নাম নাই ! যতই সময় যাচ্ছে নিশির মেজাজ ততই খারাপ হচ্ছে ! নিশির যখন বিরক্তির চরম সীমায় পৌছে গেছে তখন অপুর দেখা পাওয়া গেল !



-এতো সময় লাগলো ?

অপু একটা হাসার চেষ্টা করলো ! নিশির তবুও মেজাজটা ঠান্ডা হল না !

-আসলে তোর সাথে আমার আসাটাই ভুল হয়েছে ! এতোক্ষনে খেয়ে-দেয়ে একটা ঘুম দিতে পারতাম হলে গিয়ে ! তা না !

-আর এতো রাগছিস কেন ? তোকে নিয়ে কি যে করবো না ! জানি না বিয়ের পরে আমার কপালে কি আছে !

-কি বললি ? বিয়ে ?

-কেন ? আমাকে বিয়ে করবি না ?

-মরে গেলেও না !

-আচ্ছা দেখা যাবে ।

-হুম । দেখা যাবে ।

নিশির গলার আওয়াজ একটু নমনীয় হয়ে এল !

যদিও মুখে কিছু বলল না তবুও একটু রাগ পরে এল অপুর উপর থেকে !

-কোথায় তোর তেহরী !

অপু প্যাকেট থেকে একটা তেহরী বক্স বের করে দিল !

নিশি অবাক হয়ে বলল

-সেকিরে ! একটা কেন ? তোর টা কই ?

-তুই খা ! তোর খিদে লেগেছে না ! আমি পরে খাচ্ছি !

-পরে খাচ্ছি মানে কি ? এখনই বের কর !

-আহা ! আমি খাবো তো ! তুই শুরু কর !

-দেখ ঢং করবি না ! আমার সাথে লাঞ্চ করবি বলে আমাকে নিয়ে এলি আর এখন বলতেছিস পরে খাবি !

অপু চুপ করে রইলো !

-কথা বলছিস না কেন ?

-আসলে ?

-কি আসলে ?

অপু বলল

-আরে এভাবে কেন কথা বলছিস ! মানে আমার কাছে টাকা ছিল না ! দোকানে কিনতে গিয়ে দেখি টাকা নাই দুইটা কেনার !

নিশি কিছুক্ষন অপু দিকে তাকিয়ে রইলো ! অপু যেন কিছু লুকাতে চাইছে !

আর অপু পকেটে টাকা নাই এটা কেমন যেন শোনালো ! অন্তত নিশি অপুকে যতদিন ধরে চেনে অপু রুম থেকে বের হওয়ার আগে আর কিছু চেক করুন না করুন নিজের মানি ব্যাগ টা ঠিকই চেক করে ! সুতরাং টাকা না নিয়ে বের হবে এটা ঠিক বিশ্বাস যোগ্য না । তার উপর ওর কাছে যদি টাকা না থাকতো তাহলে অপু কোন দিনই নিশিকে তেহরী খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসতো না !

-অপু !

-হুম !

-আমার দিকে তাকা !

-বল !

-সত্যি করে বল ! কি হয়েছে !

অপু একটু ইত্স্তত করলো ! কিছু একটা বলবে কিন্তু বলতে পারছে না !

-বল বলতেছি !

-আসলে ! আমি তেহরী নিয়েই আসছিলাম ! আসার সময় রাস্তার পাশে একটা মাঝ বয়সী লোক আমাকে ডাক দিলো !

-তারপর !

-লোকটার সাথে আর একটা বুড়ি মত মহিলা ছিল ! মনে হয় লোকটার মা ! তারপর লোকটা স্ত্রীও ছিল ! সাথে দুটো বাচ্চা !

-তো ?

-লোকটা বলল ওরা নাকি সাকলে ঢাকায় এসেছে । গাবতলী থেকে বাসে উঠেছিল ! তারপর ওদের পকেট নাকি মার হয়ে গেছে ! এখন আর কারো কাছে কোন টাকা নাই ! সকাল থেকে ওরা না খেয়ে আছে !

-ও বুঝেছি । আর আপনি ওমনি সব টাকা ওদের কে দিয়ে দিয়েছেন ?

-সব দেই নি তো ! মানে আর কি ?

নিশি খুব বিরক্ত হল !

-তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কোন দিন ?

-না দেখ । সত্যি মনে হচ্ছিল ওরা বিপদে পরেছে ।

-হয়েছে । বুঝলাম ! আমি বুঝতেছি না তোকে নিয়ে আমি কি করবো ! দেখা যাবে তুই চাকরীর বেতন নিয়ে আসছিস ! কেউ তোর কাছে হাত পাতলো ! তখন পুরো টাকাটা তুই দিয়ে দিবি !

অপু একটু হাসার চেষ্টা করলো !

-দাঁত বের করবি না খবরদার ! তখন আমি কি করবো ! পুরো মাস আমি চালাবো কিভাবে ?

-চালাবি ! তুই চাকরী করবি না ?

-তাই না ? আমি চাকরী-বাকরী করতে পারবো না ! আমাকে খাওয়ানোর দায়িত্ব তোর ! আহা ! বিয়েও করবে আবার বউকে দিয়ে চাকরীও করাবে !

-আচ্ছা ঠিক আছে । এখন আর রাগ করিস না ! আমি এবার থেকে সাবধান থাকবো ! কোন চিন্তা করিস না । এখন একটু খেয়ে নে ! তোর না খিদে লেগেছে !



নিশি কিছু বলতে গিয়েও আর বলল না ! প্যাকেট খুলল ! ওর আসলেই বেশ খিদে লেগেছে !

অপু মোবাইল বের করে কি যেন টেপাটেপি শুরু করলো !

-নে !

-আরে তুই খা !

-ঢং করতে হবে না !

-আরে বাবা ! আমার ওটো খিদে লাগে নি তো ! তুই খা !

-বলেছি না ঢং করতে হবে না ! নে !

অপু নিশির হাতে নলাটা মুখে নিল ! একটু চিবুতে চিবুতে বলল

-বিয়ের পরেও এভাবে খাইয়ে দিবিতো ?

-আগে বিয়ে করে নে, তারপর !

-চল ! এখনই তোকে বিয়ে করবো !

-হয়েছে ! নে !



এভাবেই দুজনের খুনসুঁটি গল্প এগিয়ে চলতে থাকে ! হয় তো সামনে এমন দিন আসেবে তখন নিশি প্রতিদিন এই ভাবেই অপু নিজের খাওয়া থেকে খাইয়ে দিবে ! অথবা অপুকে সামনের দিন গুলোতে একা একাই খেতে হবে !

কে জানে ভাগ্যে কি লেখা আছে !





মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই নিশিটা কে ? আমার কিন্তু একটা আপু আছে নাম নিশি । ও নাতো আবার ?? ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: তাই নাকি ? তার একখান ফটু পাঠান তো দেখি ! মিলে গেলে আপনে তো আবার আমার আত্মীয় হয়ে যাবেন ! ;) ;) :D :D

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্ট পড়িনি । পরে পড়ব ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: ওকে ! :)

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১ম কমেন্ট দিতে পারি নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: তাই তো ! কই ছিলেন !!

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: খুনসুটির গল্প পড়লাম।
ভালো থাকবেন ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকবেন !

আপনার লেখাটা পড়ছিলাম ! এখনও শেষ হয় নাই ! শেষ হলে মন্তব্য দিবো !!

৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

টুম্পা মনি বলেছেন: সুন্দর।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ভাল লাগল। অপু কে একা চলতে হবে না বলেই মনে হয়/

পোস্ট এ +++ :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

অপু তানভীর বলেছেন: আমরাও তাই আশা করি ! :):):)

ধন্যবাদ !!

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: চমৎকার :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উনার অনুমতি নিয়ে ফেস বুক আই ডি লিঙ্ক ইনবক্স করবনে কালকে । B-))

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

অপু তানভীর বলেছেন: অবশ্যই !
তাহার ফেস বুক আই ডি লিঙ্ক পাইবার জন্য আকুল/বেকুল হয়ে অপেক্ষায় থাকলাম !! :!> :!> :#> :#>

৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
খুনসুটি ভালো লেগেছে। :)

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

অপু তানভীর বলেছেন: ভাল লেগেছে !! :):):):)

১০| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

আর.হক বলেছেন: ধুর মিয়া............ খালি স্বপ্ন দেখান। দিল্লী কোনদিকে?

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

অপু তানভীর বলেছেন: দিল্লী যেদিকেই হোক না কেন স্বপ্ন দেখেতে থাকেন ! কারন আপনি যেদিকে চাইবেন দিল্লী সেদিকেই হবে ! :):)

১১| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

রহস্যময়ী কন্যা বলেছেন: খুঁনসুটি ভালো পাইলাম :)

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: :):):):)

১২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২

বটবৃক্ষ~ বলেছেন: যাক বাংলা একাডেমির পরিচালক কে আর ডাকতে হলো না এখানে!! ;) :#) B-) B-)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

অপু তানভীর বলেছেন: :-P :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.