নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মহিলা র‌্যাব অফিসার সুরাইয়া এবং আমার সম্ভাব্য প্রেমের ছোট গল্প !

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

রাতের বেলা গাড়িটা চালতে আসলেই একটু মজা লাগে ! পুরো রাস্তা পাওয়া যায় ফাঁকা ! ইচ্ছা মত স্পিড তোলা যায় ! আর সব থেকে মজার ব্যাপার হল দিনের বেলায় যে রাস্তায় ২০ কিলোমিটার বেগে গাড়ি চালানো যায় না এই রাতের বেলা সেখানে ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালানো সম্ভব !

আমি গাড়ির গতি আর একটু বাড়িয়ে দিলাম । এটাতে ১২৯ কিলোমিটার পার আওয়ার পর্যন্ত ওঠে ! দেখা যাক আজকে কত দুর তুলতে পারি !



যখন ১১০ পর্যন্ত উঠেছে তখনই পেছনে সাইরেন শুনতে পেলাম !

সর্বনাশ !

পুলিশ ! এতো রাতে ! ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় দুইটা বেজে গেছে ! এতো রাতে তো পুলিশের থাকার কথা না ! কাজ সেরেছে !

আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখার চেষ্টা করলাম ! সঙ্গে সঙ্গে গাড়ির গতিও কমিয়ে আনলাম ! পুলিশের গাড়িটা আর একটু কাছে আসেই আমার বুকটা একটু ধক করে উঠলো !

আবারও সর্বনাশ !

এতো র‌্যাবের গাড়ি !

র‌্যাব জিনিসটা সবাইই একটু ভয় পায় ! আমিও একটু ভয় পাই । যদিও খুব একটা ভয় পাওয়ার কারন নাই ! আমার বড় মামা র‌্যাবে আছেন । কোন সমস্যা হলে সামলানো যাবে ! তবুও এই রাতের বেলা যদি র‌্যাবের গাড়ি আপনার গাড়ির পিছু নেয় ভয় পাওয়ার কারন আছে বৈকি !



আমি গাড়ি গতি কমিয়ে আনতে আনতে একেবারে কমিয়ে আনলাম ! আর তখনই র‌্যারের গাড়িটা আমাকে ক্রস করে সামনে চলে এল ! মনে একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো গাতিটা আমাকে ওভার টেক করে চলে যাবে । কিন্তু সেই আশায় গুড়ে বালি ! গাড়িটা থামলো ঠিক আমার গাড়ির সামনে ! বাধ্য হয়ে আমাকেও গাড়ি থামাতে হল ! থামানোর সঙ্গে সঙ্গেই দুজন কালো পোষাক পরা অফিসার আমার গাড়ির দিকে এগিয়ে এল ! কালো পোষাক, কালো বুট আর মাথায় কালো স্কার্প ! চোখের কালো চশমাটা দেখা যাচ্ছে না ! একজন দাড়ালো আমার গাড়ির সামনে ! মনে হয় নাম্বার প্লেট চেক করছে !

আর একজন আমার গাড়ির জানলার কাছে । আমার দিকে কিছু বলতে গিয়েও থেমে গেল ! আসলে ওরা ভেবেছিল আমি হয় গাড়ি চুরি করে পালাচ্ছি ! অথবা রাতের বেলা ঢাকার কিছু অভিজাত ঘরের ছেলে মেয়ে রাস্তায় বের হয় গাড়ি নিয়ে ! রেস করে ! কিন্তু আমার গায়ে অফিসে ফরমাল পোষাক দেখে লোকটি কিছুটা ইতস্তত করতে লাগলো !

দেখলাম যে লোকটা আমার গাড়ির নম্বর প্লেট দেখছিল সেও প্রথম লোকটাস এসে দাড়ালো ! দুজনের চোখা চোখি কিছু কথা হল ! কিছু একটা ইশারা করলো মনে হয় !

আমি গাড়ির কাচ নামালাম !

-কোন সমস্যা অফিসার ?

প্রথম জন আমার দিকে তাকিয়ে বলল

-কোথায় যাচ্ছেন ?

-বাসায় যাচ্ছি !

-এতো রাতে ?

-জি ! অফিসে একটু কাজ ছিল ! বের হতে হতে একটু দেরি হয়ে গেছে !



-কোন অফিস রাত দেড়টা পর্যন্ত চলে আমার ধারনা ছিল না !



আমি কেবল অবাক হয়ে তাকালাম কিছুক্ষন ! কারন কথাটা লোক দুজনের মুখ থেকে এবর হয় নাই ! বের হয়ে হয়েছে একটা মেয়ের কন্ঠ থেকে !

এই রাতের বেলা মেয়ে কন্ঠ !!

আমি লোক দুটোকে ছাপিয়ে ওদের গাড়িটার দিকে তাকানোর চেষ্টা করলাম !

ল্যাম্পপোষ্টের হলুদ আলো পড়েছে র‌্যাবের গাড়িটার উপরে ! র‌্যাবের গাড়ির গায়ে হেলাম দিয়ে একটা মেয়ে দাড়িয়ে আছে ! কালো র‌্যাবের পোষাক পরে আছে ! তবে মেয়েটার পোষাক টা ঠিক র‌্যাবের পোষাকের মত না ! মানে এতো ঢিলা ঢোলা না ! বেশ টাইট ফিটিং ! বিশেষ করে মুভির নায়িকারা যখন কোন পুলিস অফিসারের রোল করে তখন যে টাইপের ড্রেসআপ করে সেই রকম !

কোয়াইট হট !!



কোন র‌্যাবে এমন সুন্দর মেয়ে আছে ?

ও মাই গড !



দেখলাম আমার সামনের দুজন লোক একটু দুরে সরে গেল ! মহিলা অফিসার আমার দিকে এগিয়ে এগিয়ে আসতে লাগলো !

আমি নায়িকার চেহারাটা আরো ভাল করে দেখতে পেলাম ! হলুদ আলোতে মনে হচ্ছে ....

কি মনে হচ্ছে থাক ! সব কিছু বললে আপনারা আবার আমাকে বদ পুলা বলবেন ।

আরো একটু কাছে আসতেই দেখলাম এই মহিলা অফিসার কালো চশমা পরেছে ! হিরোইন স্টাইল !

আর মাশাল্লা ! একটু আগে যে বলেছি মহিলা আসলেই মুভির হিরোইন দের মত দেখতে !

আমার দিকে এগিয়ে এসে বলল

-এতো কোন অফিস খোলা থাকে ?

আহা ! এই কন্ঠ নিয়ে আপনার তো কোন নিউজ চ্যানলের সংবাদ পাঠিকা হওয়ার দরকার ছিল ! আপনি র‌্যাবে কি করেন ! নাহ ! ভুল সিদ্ধান্ত নিয়েছেন ! আমি বললাম

-আসলে ম্যাম ....।

-বাইরে আসুন !

আমি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম !

-ম্যাম ! আমার...।

-আপনার আইডি কার্ড দেখান ?

কি রে ভাই ? এতো ভাব নেয় কেন ?

কিন্তু কোন কাজ হচ্ছে না ! আসলে মেয়েটা তার কথা বার্তায় একটা কাঠিন্য আনতে চাচ্ছে কিন্তু খুব একটা কাজ হচ্ছে না ! এতো মিষ্টি কন্ঠস্বর থেকে ধমন শুনতে ভালই লাগছে !

আমি আইডি কার্ড বের করে দিলাম !

মহিলা র‌্যাব অফিসার কিছুক্ষন আমার আইডি কার্ডের দিকে তাকিয়ে থেকে বলল

-কোন অফিসে চাকরী করনে আপনি ?

-আমার মনে হয় আপনি পড়া লেখা জানেন ?

মহিলা অফিসার আমার দিকে সরু চোখে তাকালো !

আহা ! মেয়েটা চেহারায় আরো যেন একটা আবেদনময় ফুটে উঠলো ! আমি নিশ্চিত যদি এখন এই মেয়ে র‌্যাবের পোষাক না পরা থাকতো তাহলে একটা কাজই হত !



কি কাজ হত ?

বলা যাবে না !



মহিলা অফিসার আমার দিকে শীতল গলায় বলল

-যা জানতে চেয়েছি তার সোজা এবং সহজ উত্তর দিবেন আশা করি !

আমি আামর অফিসের নাম বললাম !

-এতো রাতে বাসায় যাওয়া কারন ?

-আসলে ম্যাম ! ঐ এটা মাল্টিন্যাশনাল কোম্পানি তো । একটা ভিডিও কনফারেন্স ছিল ! আর বোঝেনই তো ওদের সময় আর আমাদের সময় ঠিক এক না ! তাই এতো দেরি !



আমার কেন জানি মনে হল মহিলা অফিসার আমার কথায় ঠিক সন্তষ্ট হল না !

-শফি !

দেখলাম দাড়িয়ে থাকা দুজন অফিসের একজন এগিয়ে এল !

-জি ম্যাম !

-গাড়ি চেক কর ! আমার তো মনে হয় এখানে কিছু আছে !

তারপর আমার দিকে তাকিয়ে বলল

-চাবি !

আমি চাবি এগিয়ে দিলাম !

দেখলাম শফি মিয়া অনেক খোজা খুজি করলো আমার ডিক্কির ভিতর ! কিছু পেল না !

যখন আবার আবার আমাদের সামনে এল তখন তার মুখে হতাশা !



মহিলা অফিসারও একটু হতাশ হল !

কিছুক্ষন কি যেন ভাবলো । তারপর

-ঠিক আছে আপনি আসতে পারেন ! এতো রাতে ঢাকায় রাস্তায় ঘোরাঘুরি করবেন না !

আমি তখনও তার দিকে তাকিয়ে আছি ! বিশেষ করে তার চোখ চ দুটো আসলেই কেমন নেশা ধরিয়ে দেয় !



মহিলা অফিসার তার সাথে দুই অফিসার কে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হল ! আমি পেছন থেকে বলল

-মিস সুরাইয়া !

তিনজনই দাড়িয়ে গেল ! আমার দিকে পিছন ফিরে তাকালো !

-আমাকে কিছু বলছেন !

-আপনার নামতো সুরাইয়াই ! তাই না ? আপনার আইডি কার্ডে তো তাই লেখা আছে ! একটা কথা বলতাম !

-বলুন !

-আপনার অফিসার দের যদি একটু দুরে যেতে বলতেন !

-কেন ?

-না মানে ! কিছু না !

সুরাইয়া বলল

-বলুন !

-আপনার চোখ দুটো অনেক সুন্দর ! আপনি র‌্যাবে না থাকলে আমি নির্ঘাত আপনার প্রেমে পড়ে যেতাম !



দেখলাম সুরাইয়ার চোখে এক টা বিশ্ময় ! আসলে কেউ যে ওকে এই কথা বলতে পারে এটা ও ভাবতেই পারে নাই ! আমি আরো কিছুক্ষন তাকিয়ে রইলাম মহিলা র‌্যাব অফিসারের দিকে !

সুরাইয়া আমার দিকে এগিয়ে এল !

আবারও শীতল কন্ঠ বলল

-আপনার সাহস তো কম না ! ক্যাম্পে নিয়ে গিয়ে রুলের ডলা দিলে ঠিক হয়ে যাবে !

আমি হাসলাম !

-যদি আমার সাথে একদিন লাঞ্চে যেতে রাজি হোন তাহলে ১০ দিন রুলের বাড়ি খেতে রাজি আছি !

এবারও দেখলাম সুরাইয়া শীতল চোখে আমার দিকে তাকিয়ে আছে !

আহা ! কি সেই দৃষ্টি !

একটু একটু রাগ যেন উঠছে ! নিজের রাগ কে দমানোর চেষ্টা করছে !



আমি শফি সাহেবের দিকে তাকালাম ! যদিও অন্ধকার ল্যাম্পপোষ্টের আলোতে তাদের চেহারা বেশ ভালই দেখা যাচ্ছে । দুজনের চেহারায় একটা হাসি হাসি ভাব ! আমার কথায় তারা দুজনেই বেশ মজা পেয়েছে !

আমি শফি সাহেব দিকে তাকিয়ে বললাম

-শফি সাহেব, আপনাদের সুরাইয়া ম্যাম কি বিবাহিত ?

-জি না ! ম্যাম গত মাসেই আর্মী থেকে এখানে এসেছে !

-শফি গাড়িতে বস !

সুরাইয়া ধমক দিয়ে উঠল ! তারপর আমার দিকে তাকিয়ে বলল

-আর একটা কথা যদি বলেছেন তাহলে সত্যি সত্যি কিন্তু আপনার খবর আছে !

সুরাইটা কন্ঠটা একটু কাঁপছে ! তারমানে সত্যি সত্যি রেগে গেছে !

-আচ্ছা ! ম্যাম ! আপনি রেগে যাবেন না ! আমি না হয় পারিবারিক ভাবেই প্রস্তাব পাঠাবো !



সুরাইয়া আর কোন কথা বলল না ! সোজা পিছন ঘুরে হাটা দিল !

-মিস ! একটু শুনেন প্লিজ !



আর কোন কথা হল না ! মহিলা র‌্যাব অফিসার গাড়িতে করে চলে গেল !

আমি দাড়িয়ে রইলাম !

পাশ দিয়ে যাওয়ার সময় আমি হাত নাড়লাম গাড়ির দিকে !





Click This Link

মন্তব্য ৭৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

মুদ্‌দাকির বলেছেন: দারুন ++++++++

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

অপু তানভীর বলেছেন: :):):)

২| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

সবুজ নীলিমা বলেছেন: ভাইজান হয়ে গেছিলো প্রায়,,,,,,,,,,,,,

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

অপু তানভীর বলেছেন: হুম !! প্রায় !! :):)

৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

যোগী বলেছেন:
আপনার গল্পে প্রায় সব সময় গাড়ির ব্যাপার থাকে আর থাকে সুন্দরী নারী।
অনেকটা জেমস বন্ডের মত।
আমার খুব ভাল লাগে, গাড়ীও নাই নারীও নাই তাই। যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো :(




স্যার, কি অনেক বড় চাকুরি করেন?

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

অপু তানভীর বলেছেন: মোটেই না ! আমি গাড়ি কম ব্যবহার করি ! আমি আম পাবলিক তাই বাসে যাওয়া আসা করি !! ;);)

আর বড় চাকরী ?
হুম ! একদিন করবো !! =p~ =p~ =p~

৪| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ঘটনাটা শুধু গল্পেই সম্ভব, বাস্তবে নয়।

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

অপু তানভীর বলেছেন: ছানা ভাই গল্পই তো লিখছি !! :P :P :P

৫| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

শ্রাবণধারা বলেছেন: ভাইরে, আপনাকে তো ক্রস-ফায়ারে দেবার কথা.......। না হলেও নিদেন পক্ষে কানে ধরে উঠ বোস। যাকম সুরাইয়া ম্যামের মনে হয় দয়ার শরীর তাই বেঁচে গেছেন.....।
যাক, গল্পটা মন্দ হয়নি.......। ++++

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

অপু তানভীর বলেছেন: কানে ধরে উঠ বোস !! :-/ :-/ :-/
দেখেন আমি ভদ্র পোলা ! আসলে ঠিকই কানে ধরে উঠ বোস করাতো কিন্তু আমার পোষাক দেখে করাই নাই ! :):):)

আর একজন র‌্যাব অফিসারকে প্রোপোজ করেছি ! মানতেই হবে আমার সাহস আছে । মেয়েরা সাহসী ছেলে পছন্দ করে !! B-) B-)

৬| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬

তাসজিদ বলেছেন: কত্ত কত্ত লুল।

B-)) B-)) B-)) B-)) B-)) B-)) শেষ পর্যন্ত rab ও বাদ গেল না। তবে আরেক্তু বড় হলে ভাল হত।

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

অপু তানভীর বলেছেন: বাদ যাবে না একটি মেয়ে !! ওয়েট এন্ড সি !

আর একটু বড় লিখতাম কিন্তু আর বেশি কিছু বললে ক্রসফায়ার খাইতাম !! B-) B-) :D :D

৭| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

তাসজিদ বলেছেন: কবে একটি aston martin কিনে যে ঢাকায় চালাবো??? গতি ১৫০+

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

অপু তানভীর বলেছেন: ;) ;) B-) B-)
আমাকে একদিন ধার দিয়েন !!

৮| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

আহমেদ নিশো বলেছেন: ++++++++++++++++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: :):):):)

৯| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

মাহমুদুর রাহমান বলেছেন: ;)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: :):)

১০| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

অপু তানভীর বলেছেন: যোগী কুকুর বিলাইয়ের ঘেউ ঘেউ আর মিউ মিউ এর জবাবে কি মানুষেরও ঘেউ ঘেউ করা উচিত্‍ ! বুদ্ধি থাকলে বাকিটা বুঝে নাও ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: যোগী, তুমি যদি আমার লেখার সমালোচনা করতা তাইলে খুশি মনে সেইটা গ্রহন করতাম কিন্ত তুমি গায়ে পরে ঝগড়া করতে আইছ !
তাই তোমার তিনটা অহেতুক মন্তব্য মুছে দিলাম !
আর এই দুই বছরে আমি মাত্র একজন কে ব্লক করেছি ! তুমি দ্বিতীয় জন হইয়ো না !
আমি আশা করবো তুমি ভদ্র ঘরের পোলা !

১১| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১

জেরিফ বলেছেন: সেরাম লিখেছেন ভাই ,

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: :):):):):)

১২| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

htusar বলেছেন: এত্তগুলা দুষ্টু তুমি । :!> :!> :!> :!> :!>

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: আমি ভালা পুলা ! :):):)

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ভ্রমন কারী বলেছেন: মজা পাইলাম। +++++++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

১৪| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: হাহাহাহা.. লাস্টে কেমন লুইচ্ছা লুইচ্ছা লাগছে B-) B-) B-) B-) B-) :#) :#) :#) :#) :D :D :D

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: উহু ! শব্দ চয়নে ভুল হইছে !
শব্দটা হবে লুলীয় ! B-)) B-)) B-))

১৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

লাভ ভাই বলেছেন: ভাই আপনি কবে থেকে বই লেখা শুরু করবেন????? :-B :-B :-B :-B

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২

অপু তানভীর বলেছেন: প্রকাশক আসুক ! কালকেই বই বের করমু !
কিন্তু প্রকাশক কই ! :(:(

১৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

নীলতিমি বলেছেন:

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: :):):):)

১৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনে বাইচা আছেন তো অপু ভাই??????????

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: এখনও পর্যন্ত তো বাইচ্চা আছি !! :):)

১৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

মদন বলেছেন: ইভ টিজিং করতে করতে শেষ পর্যন্ত র্যাব টিজিং এ চলে গেছেন????

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: র‌্যাব টিজিং ?? হায় হায় কন কি ??
আমার তো খবর হইয়া যাইবো !! :D :D :D

১৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

আম্মানসুরা বলেছেন: হাসলাম

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: :D :D :D আমিও !

২০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আগেই পড়ে গিয়েছিলাম। কমেন্ট দিতে পারিনি জিপির কল্যানে। ভাল লেগেছে। প্লাস। :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

আর.হক বলেছেন: সুরাইয়া তুমি কই কই রে ............. প্রান বুঝি কান্দে রে.. :(( :(( :(( :(( :(( :(( :((

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

অপু তানভীর বলেছেন: কান্দা কাটির দরকার নাই ! :)

২২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: কাহিনী সত্য হলে ভালোই ছিল।র‌্যাব,পুলিশ টাইপ মেজাজী বন্দুকধারী মাইয়াগুলার লগে দূর্ভেদ্য প্রেমে আলাদা একটা ফিল আছে ;)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

অপু তানভীর বলেছেন: না রে ভাই কাহিনী সত্য হওয়ার কুনো চান্সই নাই !
একেবারে খাঁটি বানানো গল্প !!

২৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

খাটাস বলেছেন: :) :) :) প্লাস। কখনও বড় চাকরি করলে আর গাড়ি কিনলে আর জোরে গাড়ি চালিয়ে সুন্দরী নারী রাবের হাতে ধরা খাইলে অবশ্যই গল্প টা সত্যি করে দিব, যা থাকে কপালে। B-)) B-)) B-))

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: হুম ! যা থাকে কপালে !!

২৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

যারা ঢাকার রাস্তার গাড়ি চালায় তাদের কাছে এই গল্পটা শুরুতেই মার খাবে।
যত যাই বলুন স্পীডটা কিন্তু বেশি রকমেরই বেশি হয়ে গেছে ! :|

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক ! একটু বেশি হয়ে গেছে ! আর একটু কম দেওয়া উচিৎ ছিল !
কিন্তু কি দরকার এতো ভেবে চিন্তে গল্প লেখার ! গল্প ভাল লাগলেই হল !! :):):):)

২৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আহা জীবনটা যদি এইরাম হইত /:)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

অপু তানভীর বলেছেন: নারে বাই ! জীবন এতো সোজা না ! :( :(

২৬| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮

ফারিয়া বলেছেন: মজার তো! :)
কেমন আছো? B-))

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

অপু তানভীর বলেছেন: :):):)

আমি তো আছি ভাল !!
আপনি কেমন আছেন ? :)

২৭| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আর একটু খওয়ার দরকার ছিল, অন্তত পারিবারিক প্রস্তাব পাঠানো পর্যন্ত নিতেন।
প্রস্তাব পাঠানোর নিয়মটা একটু শিখে নিতাম

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

অপু তানভীর বলেছেন: র‌্যাবের সাঠে বেশি রিস্ক নেওয়া ঠিক না ! ;) ;)

২৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

ফারিয়া বলেছেন: আমি ভালোই আছি! :) সবকিছুই ভালো চলছে!

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

অপু তানভীর বলেছেন: :):):):)

২৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৬

বটবৃক্ষ~ বলেছেন: ওরে কতো প্রেম করে রে!!!!!!!!!! ;) B-) :P :P

বাদ যাবেনা একটি মেয়েও ....

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: বাদ যাবেনা একটি মেয়েও .... :-0 :-0 :-0

৩০| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

ভুং ভাং বলেছেন: র‌্যাবের মানেই কি ডিম থেরাপি নাকি:-B তাদের মনে কি প্রেম ভালবাসা নেই ! =p~

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

অপু তানভীর বলেছেন: অবশ্যই আছে !!
তাই তো এই লেখা ! :):):)

৩১| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

নির্ণায়ক বলেছেন: চমৎকার। :)

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

অপু তানভীর বলেছেন: :):):):):)

৩২| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;) ;)

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

অপু তানভীর বলেছেন: ;););)

৩৩| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: ৯০% হইয়াই গেছিল। সুরাইয়া আপা জীবনেও আপনারে ক্রসফায়ার দিত না। মনে মনে ভালা লাগসে তো তাই। আরো একটু আগে বাড়াই যাইত। B-)) B-)) B-))

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) B-)) B-)) B-)) B-))

৩৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: মজার। ভালো লেগেছে। :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

৩৫| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

কামরুল আহসান খান বলেছেন: ক্যাম্পে নিয়ে গিয়ে রুলের ডলা দিলে ঠিক হয়ে যাবে ! B:-) :-* :-/ :-< |-)

লেখক বলেছেন: বাদ যাবেনা একটি মেয়েও .... :-0 :-0 :-0

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

অপু তানভীর বলেছেন: আসলেই বাদ যাবে না একটি মেয়েও !! :):):)

৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

ইকরাম বাপ্পী বলেছেন: ফাজিল ব্যাটা র‍্যাবের সাথে বদমাইশি? ডলা লইলাম দিয়াই দিমু... ... তখন বান্দরবান গিয়া কেন মায়ানমার গিয়াও কুল পাইবা না......... B-)) B-))

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

অপু তানভীর বলেছেন: কুনো ভয় নাই । ক্রস ফায়ারে ডরে না প্রেমিক !

B-)) B-)) B-))

৩৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

চটপট ক বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: ওরে কতো প্রেম করে রে!!!!!!!!!! ;) B-) :P :P

বাদ যাবেনা একটি মেয়েও ..

আফায় কি কয় ভাই? ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: আফায় যাই বলুক না কেন, বাদ যাবে না একটি মেয়ে !! ;)

৩৮| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩১

মোঃ আব্দুল্লাহ আল গালিব বলেছেন: রুলের ডলা খাইতে মুঞ্চায় :``>>

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

অপু তানভীর বলেছেন: :D

৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

তাসবীর হক বলেছেন: বাদ যাবেনা একটি মেয়েও;);)
-অপু ভাইয়া দ্যা গ্রেট

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: বাদ যাবে না একটি কন্যাও ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.