নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বিসিএস পরীক্ষায় যদি চালু হয় ফেসবুক কুটা !!!

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

এখন ফেসবুক আমাদের জীবনের একটি গুরুত্বপুর্ন অংশে পরিনত হয়েছে । একবেলা ভাত খেয়েছি এই হিসাব এখন করে না কিন্তু এক বেলা ফেসবুকে স্টাটাস দিয়েছি কি না সবাই এটা নিয়ে চিন্তিত । আগে মুরগী কাটতে গিয়ে হাত কেটে গেলে মানুষ স্যেভলন আনতে যেত এখন যায় ক্যামেরা আনতে, সেই হাট কাটা ছবি তুলে ফেসবুকে দিয়ে কয় ফ্রেন্ড আমার খুব কষ্ট তাই হাত কেটে রক্ত ঝরালাম ! কাউকে পানিতে ডুবতে দেখলে তা না বাঁচিয়ে আগে ফেসবুকে স্টাটাতে দেয় ওয়াচিং ডুবন্ত মানুষ !



ফেসবুকেই এখন আন্দোলন হয় ফেসবুকেই হয় মারামারি । ফেসবুকেই এখন ঝরে পড়ে দেশপ্রেম । সুতরাং ফেসবুকই হোক সকল কিছুর মাপকাঠি !

কদিন আগে এমন একটা খবর পত্রীকায় প্রকাশ পেয়েছিল যে চাকরীর ক্ষেত্রে ফেসবুক জনপ্রিয়তা একটা যোগ্যতা । যাই হোক এতো কিছুই যখন ফেসবুক তখন বিসিএস পরীক্ষায় কেন ফেসবুক কুটা চালু হবে না ?



আসুন ধরে নেই আগামী বার বিসিএস পরীক্ষায় চালু হচ্ছে ফেসবুক কুটা । জেনে নেই কি থাকছে এই কুটার এবং কারা কারা পাচ্ছেন এই কুটা সুবিধাঃ

১. ফেসবুকে যাদের ফলোয়ারের সংখ্যা ৫০ হাজার বা তার থেকে বেশি তারা পাবেন ১৫%

২. ফেসবুকে যাদের ফলোয়ারের সংখ্যা ২০ থেকে ৫০ হাজারের ভিতর তারা পাবেন ১০%

৩. ফেসবুকে যাদের ফলোয়ারের সংখ্যা ১ হাজার থেকে ২০ হাজারের তিতর তারা পাবেন ৭%

৪. ফেসবুকে যাদের ৫০০০ হাজার বন্ধু রয়েছে তারা পাবেন ৫%

৫. ফেসবুকে যাদের ২ থেকে ৪ হাজার বন্ধু রয়েছে তারা পাবেন ৩%

৬. যারা ফেসবুক ফ্যান পেইজের সম্মানীয় এডমিন তারা পাবেন ৫%

৭. যারা ফেসবুক গ্রুপের সম্মানীয় এডমিন ৫%

৮. যাদের প্রতিটি স্টাটাসে গড়ে ৫০০ লাইক আর ২০০ কমান্ট পড়ে তারা পাবেন ২০%

৯. ফেসবুক সেলিব্রেটিদের সন্তান ১০%

১০ ফেসবুক প্রতিবন্ধী (যারা কোন কিছু না বুঝেই সেলিব্রটিদের পোষ্টে লাইক দেয়) ৫%



এই ৮৫% !

আর বাদবাকী ১৫% হল সাধারন ফেসবুক ব্যবহার কারীদের জন্য !



জয় ফেসবুক !

জয় কুটা !



(সিরিয়াসলী নেওয়ার কিছু নাই । তবুও এমন কিছু হলেও হতে পারে ;);))

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসস :)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: :):):):)

২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ফেসবুক প্রতিবন্ধী (যারা কোন কিছু না বুঝেই সেলিব্রটিদের পোষ্টে লাইক দেয়) ! এইটা অস্থির! :P :P :P :P :P :P

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

নৈঋত বলেছেন: ব্লগারস কোটা হবে না? ফেসবুকার+ ব্লগার ? :(

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

অপু তানভীর বলেছেন: কেবল প্রথমিক পর্যায়ে আছে তো !! সামনে আরো উন্নয়ন হবে ।
না হলে আমরা আন্দোলন করে কুটা সংস্কার করিব !
চিন্তা কি ;)

৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

নৈঋত বলেছেন: ৬. যারা ফেসবুক ফ্যান পেইজের সম্মানীয় এডমিন তারা পাবেন ৫%
৭. যারা ফেসবুক গ্রুপের সম্মানীয় এডমিন ৫%
প্রত্যেক পেইজের জন্যে কি আলাদা ৫% অ্যাড হবে?আর ইন্টারন্যাশনাল পেইজ, গ্রুপের জন্যে কি প্লাস হবে?আর পেইজ ফ্যানের আর গ্রুপ মেম্বার সংখ্যার ওপর কি পার্সেন্টেজ বাড়তে পারে? :P :P

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

অপু তানভীর বলেছেন: বললামই তো এখন কেবল প্রথমিক পর্যায়ে আছে । সামনের এই কুটা প্রথা আরো উন্নয়ন হবে ! ;) ;) ;)

৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

h3mdsa বলেছেন: জটিল লেখছেন...

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-))

৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

একজন আরমান বলেছেন:
আমি ব্লগার কুটা চাই ;)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

অপু তানভীর বলেছেন: মিয়া কয়জনের ব্লগে একাউন্ট আছে ?
ফেসবুকই বেষ্ট !!
;) ;) ;)

৭| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

আদম_ বলেছেন: চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং কোটা ব্যবস্থা বাতিল না হলে, সামনের ভোট আমলীগের **** দিয়ে ঢোকানে হবে ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

অপু তানভীর বলেছেন: কুল !! কুল !!
এতো গরম হইয়েন ভাই !
:D :D :D

৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
এর লাইগাই তো কইলাম ব্লগেও চাই। ;)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

কোঠায় কুটাময় .........

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

অপু তানভীর বলেছেন: সব জায়গায়ই কটাময় ।
কুটা চাই ! কুটা !! :D :D :D

১০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

না পারভীন বলেছেন: অস্থির কুটার ভাগাভাগি :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

১১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ফেসবুক প্রতিবন্ধী :P :P :P

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৭

অপু তানভীর বলেছেন: :P :P :P =p~ =p~

১২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

বটবৃক্ষ~ বলেছেন: ওয়াচিং ডুবন্ত মানুষ !......... :-& =p~ =p~

ফেসবুক প্রতিবন্ধী!! হাহা, এইটা খুব ভালো বলসেন!!

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.