নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-তুমি এমন করে তাকিয়ে আছো কেন ?
-তোমাকে দেখছি !
-আমাকে এতো দেখার কি আছে ?
-কিছু নেই ?
-না । আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি ।
-জানো আজকে কত দিন পরে সেই কাঙ্খিত রিংটোনটা বেজে উঠেছে ? আমার বুজের ভিতরটা ধড়াৎ করে লাফিয়ে উঠেছিল ।
-তাই ?
টিয়া হাসলো ! অনেক দিন পরে সেই হাসি দেখলাম । অনেক দিন পরে আমার মন যেন একটু জুরালো ।
আমি টিয়ার হাত ধরতে ধরতে বললাম
-এতো দিন ফোন কর নি কেন ?
টিয়া কোন উত্তর দিলো না । একটু যেন অভিমান করলো । তার পর বলল
-তুমি জানো কেন আমি ফোন করি নি !
আমি জানি ?
সত্যি কি জানি ? কিছুটা বিভ্রান্ত হলাম !
আমার কিছু যেন মনে পড়তে গিয়েও পড়লো না । আমি খুব বেশি মনে করার চেষ্টাও করলাম না । টিয়ার হাতটা ধরেই রাখলাম । আর কিছু মনে করার দরকার নাই ।
এমন সময় দেখলাম টিয়া আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল । প্রথমে কিছু বুঝতে না পারলেও একটু পরে বুঝতে পারলাম ।
আমরা বসে ছিল ঢালু জমি টার ঠিক পাশেই । বাঁ পাশের কয়েক হাত গেলেই পায়ে হাটা রাস্তা । সেদিক দিয়ে একজন দাড়ি টুপি পারা মানুষ এগিয়ে আসছে । তাকে আসতে দেখেই টিয়া হাত ছাড়িয়ে নিয়েছে ।
-চল ! এখানে বসতে হবে না ।
-কোথায় যাবে ?
-চল । হাটি । এখানে অনেক মানুষ । রাস্তার পাশে এভাবে বসার কোন মানে না ।
আমরা উঠে পড়লাম । হাটতে থাকি পাশাপাশি । টিয়ার হাতটা অবশ্য আবার ধরা যায় এখন । ধরবো কি না বুঝতে পারছি না । আবার যদি কেউ চলে আসে । এতো ভয় ওর !
-তোমার ফোন কোথায় ?
-কেন আমার কাছে ?
-এই না ! ঐ টা ।
ঐটা বলতে টিয়া কোন ফোন টার কথা বলছে আমি বুঝতে পারলাম । বললাম
-এক ছোট ভাইয়ের ফোন নষ্ট হয়ে গেছে । বাড়ি যাওয়ার আগে তাই আমার ফোনটা নিয়ে গেছে ।
-সিম সহ !
আমি একু হাসার চেষ্টা করলাম ।
-তুমি ফোন দিয়েছিলে ওখানে ?
-জি ! আমি ওখানেই প্রথমে ফোন দিয়েছিলাম । আমার তো ওখানেই ফোন দেওয়ার কথা। তাই না ?
টিয়া কপট রাগ দেখালো ।
কেবল টিয়ার জন্য সেই সিমটা কিনেছিলাম । অন্য কারো ফোন আসে না সেখানে । নাম্বারটা কেবল ঐ জানে । আজ কত দিন সেই নাম্বারটাতে রিংটোনবেজে উঠে না । আমি ভেবেছিলাম হয়তো আর কোন দিন বাজবেও না । তাই দুয়েল সিম ফোনটা দেওয়ার সময় সিম টা খুলে নেই নি । ওখানেই রয়ে গেছে ।
আমরা হাটতে থাকি । মনের ভিতর একটা আনন্দ । অসম্ভব আনন্দ । আজ কত দিন পরে টিয়ার সাথে হেটে বেড়াচ্ছি । আর একবার ওর হাতটা একটু ধরি । হাতটা ধরি । যে দেখে দেখুক !
টিয়া হাত আর ধরতে পেরেছিলাম কি না মনে নেই । এর পরেই আমার ঘুম ভেঙ্গে যায় । অনেক দিন পরে আজ কে টিয়া আমার স্বপ্নে ধরা দিল । কত দিন পরে সেই পরিচিত মুখটা দেখলাম । পরিচিত হাসিটা দেখলাম । কত দিন পরে আজকে টিয়ার হাত ধরলাম ।
হোক স্বপ্নে তবুও তো !!
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
অপু তানভীর বলেছেন: হুম ! আজ সকাল থেকে মন খারাপ আপু !!
তুমি কেমন আছো আপু ??
২| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
রসায়ন বলেছেন: বরাবরের মতই সেইরাম হৈসে
সেকেণ্ড পিলাচ !
আর আপ্নার ব্লগে এটা আমার ফার্স্ট কমেন্ট ভ্রাতা !
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ! অনেক বেশি ধন্যবাদ !!
৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
অপরাজেয়আমি বলেছেন: অনেক দিন পর
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
অপু তানভীর বলেছেন: কি অনেক দিন পর ??
৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২
বটবৃক্ষ~ বলেছেন: মন খারাপ হয়ে গেলো.......
কোন একজনের হাত অধরাই রয়ে গেলো....
আমার অধরা ভালোবাসা.........
"আমার স্বপ্ন গুলো কেন এমন স্বপ্ন হয়??? "
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
অপু তানভীর বলেছেন: আমার স্বপ্ন গুলো কেন এমন স্বপ্ন হয়???
৫| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
বটবৃক্ষ~ বলেছেন: আপনি কেন মন খারাপের গল্প লিখসেন!! একটুও মানায়নাই !!
মাইনাস....
১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
অপু তানভীর বলেছেন:
৬| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৫
ইকরাম বাপ্পী বলেছেন: অন্যগুলার মত এটা খুব একটা ভালো লাগে নাই। এবার বসে বসে কান্দেন।
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
অপু তানভীর বলেছেন: ভাইরে এইটা ঠিক গল্প না ।
বাস্তবে এমন একটা স্বপ্ন দেখছি
৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন:
৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন:
৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন:
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
অপ্রচলিত বলেছেন: স্বপ্নের মধ্যেই একটি প্লাস দিলাম
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
অপু তানভীর বলেছেন: আপনাকে একটা ধন্যবাদ দিলাম !!
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: মন খারাপ করা....
কিন্তু সুন্দর!!!