নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

কেউ কি ....

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬

কেউ কি আমার চাঁদর হবে

শীতের কুয়াশাতে ?

জড়িয়ে তারে হারিয়ে যেতাম

সাত প্রহরীর রাতে !



কেউ কি জাগবে আমার সাথে

যখন অন্ধকার !

আমার হাতে হাত ধরে

নিষিদ্ধ অভিসার !



কেউ কি যাবে আমার সাথে

হাটবে পায়ে পায়ে

এক নদী যে পারই হবে

ছোট্ট কোন নায়ে



কেউ কি আমার হাতের মুঠো

ধরবে নিজের হাতে

যতদুরই যাক না কেন

নিবে আমায় সাথে !



কেউ কি হবে, কেউ কি রবে ?

কেউ কি দিবে হাসি !

কেউ আবার বলবে আমায়

তোমায় ভালবাসি !

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আহ্ এই কেউ কি ডাক'টা
কেউ কি শুনবে না!!
অবশ্যই শুনবে,
চালিয়ে যান আপনার এই
কবিতার ঝর্ণাধারা,
দেখবেন কেউ কি-এর দল
আপনার ডাকে চলে আসবে!!
তখন কিন্তু এই কবিতা রিভার্স হবে :)

...................
মজা লইলাম :)
কবিতা ভালা লাগছে।
++

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):):)

২| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৭

বটবৃক্ষ~ বলেছেন: :) তোমায় ভালবাসি !

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

অপু তানভীর বলেছেন: আমিও তোমায় ভালবাসি :)

৩| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১০

বটবৃক্ষ~ বলেছেন: এই ছেলে!
তোমায় ভালবাসি ! :)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

অপু তানভীর বলেছেন: এই মেয়ে !!
তোমায় ভালবাসি ! :)

৪| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১২

বটবৃক্ষ~ বলেছেন: আমার কোন দোষ নাই! সার্ভার প্রবলেম করছিলো তাই ২বার দিতে হয়েছে!! :(

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

অপু তানভীর বলেছেন: দ্বিতীয় বার কে ৩য়, ৪র্থ, ৫ম বার দিবে ! কোন অসুবিধা নাই !! :):):)

৫| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

সরদার হারুন বলেছেন: তোমার প্রেম বৃষ্টির মত টাপুর টুপুর পরে,
ঝরর্ণা ধারা ঝরছে যেন সাগর প্রেমের তরে।

ফুলে ফুলে উড়ে ভ্রমর ফুলের মধু খায়
কুঞ্চ বনে পুষ্প মেলায় সঞ্চারিতে চায়।

তেমনি তুমি হাত বাড়িয়ে ডাক প্রেমিক জন
আসছে সবাই ছুটে দেখ ভরতে তোমার মন।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

অপু তানভীর বলেছেন: :) :) :)

৬| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৯

আরজু পনি বলেছেন:

ছড়া ভালো লাগলো , অপু।।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আরজুপনি :):):):)

৭| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪০

সরদার হারুন বলেছেন: এটা যদি ছড়া হয় তবে কবিতা কোনটাকে বলব ?

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

অপু তানভীর বলেছেন: কবিতা আরো কঠিন জিনিস ! আমি সহজ ছড়া লিখি !! :):)

৮| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১০

সরদার হারুন বলেছেন: 'তোমার কবিতা কাননে ,
'এখনও মাধুবী লতা,
কহেনি কুসুম কথা জড়াইয়া তরুর গলে।
এখনও ফোটেনি ভাষা আধ ফোটা ভাল বাসা
ঢাকা লাজ পল্লব তলে।'
এখনও শিখনি ছন্দ কবিতার সূচনা বন্দ
কবে আর তুমি কবি হবে ?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

অপু তানভীর বলেছেন: আমি কবি না ভাইজান !
ছড়া লিখছি !! :| :| :|

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০

একজন আরমান বলেছেন:

দারুন কবিতা। :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১০| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫২

সরদার হারুন বলেছেন: বোন, কবিতা বলতেই ছন্দময়- ভাবময় কথাকে বুঝায়। ছন্দ অনেক প্রকার । সর্ব শেষ বিশ্ব কবি
প্রচলন করেন গদ্য কবিতা যার ভাব আছে তবে ছন্দর মিল নাই।
আপনাকে ধন্যবাদ। লিখে যান , ভাল করবেন।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

অপু তানভীর বলেছেন: বোন !!! :-/ :-/ :-/ :-/ :-/

এইডা কি কইলেন ভাইজান ???


১১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা ভাল হইছে, মাগার ছবিটা ভালা পাইলাম না। এই ছবি পোস্টের মান কমাইছে! :(

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

অপু তানভীর বলেছেন: কন কি ?? :-/ :-/ :-/

১২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

সৈকতে আমি বলেছেন: +++++++

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৮

অপু তানভীর বলেছেন: :):):):)

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: আমিও নাজিম ভাইয়ের সাথে একমত ! ছবি পছন্দ হয়নি!! মাইনাস! :-P

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২

অপু তানভীর বলেছেন: হুহহহহ !! :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.