নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ছিল ছোট্ট পরী । সে সারা দিন আপন মনে খেলা করতো ! কত শত গান গাইতো । নাচতো আপন মনে ! ফুলের বাগানে ঘুরে বেড়াতো !
প্রতিদিন বিকেল বেলা সেই ছোট্ট পরী তার বাবা-মার হাত ধরে ঘুরে বেড়াতো ! বাবা আর মা কে সে অনেক ভালবাসতো !
রাতে বাবাকে ছাড়া ঘুমাতোই না !
পরীর বাবা প্রতিদিন পরীকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো !
একদিন পরীর বাবা পরীকে ছেড়ে অনেক দুরে চলে গেল ! পরী অনেক কাঁদলো ! কিন্তু পরীর বাবা আর ফিরে এল না !
পরীর মা অনেক বুঝালো ! কিন্তু পরী তবুও কাঁদতো !
আর আগের মত নাচতো না ! গাইতো না ! একা একাই থাকতো !
এই ভাবেই পরী আস্তে আস্তে বড় হতে থাকলো !
একদিন হঠাৎ করে পরীর জীবনে এক ডায়নীর ছায়া পড়লো ! ডায়নী পরীর কত ক্ষতি করতে চাইতো কিন্তু পরীর কোন ক্ষতি করতে পারতো না ! তবুও ডায়নী টা পরীর পিছনে লেগেই থাকতো !
পরীর তখন আর একটু বড় ! দুর দেশে হাজির হল পড়া লেখার জন্য !
কত কিছু শিখতো ! কত কিছু জানতো ! আবার পরীর নিজের ভিতর নিজেকে ফিরে পেল !
আবার পরী গাইতে শুরু করলো । নাচতে শুরু করলো !
এমন একদিন পরী বনের ভিতর আপন মনে গাইছিল ! হঠাৎ করেই এক রাজকুমারের সাথে পরীর দেখা হয়ে গেল !
রাজকুমার অনেক দিন থেকে পরীর গান শুনে আসছিল লুকিয়ে লুকিয়ে !
প্রথম দেখা তেই পরীর প্রেমে পরেছে ! সব কিছুর ছেড়ে পরীর কাছে আসতে চাইলো সে !
পরীও সেই রাজকুমার কে ভালবাসলো !
কিন্তু সেই ডায়নী এখন পরীর পিছু ছাড়ে নি ! সেই ডায়নী রাজকুমার কে মন্ত্র দিয়ে তার সব স্মৃতি ভুলিয়ে দিল ! পরীর সব কথা রাজকুমারের মন থেকে হারিয়ে গেল !
পরী আবার একা হয়ে গেল ! পরী আবার একা একাই দিন কাটাতে লাগলো ! সব কিছু ভুলে থাকতে পরী নিজেই নিজের এক জন কাল্পনিক বন্ধু বানিয়ে নিল !
সেই কাল্পনিক বন্ধুর সাথেই পরীর দিন কাটতে লাগলো ! এতো কিছুর মাঝেও পরী গান গাইতো ! আপন মনে নাচতো ! আট নিজের কাল্পনিক বন্ধুর সাথে কথা বলতো ! এভাবেই দিন কেটে যাচ্ছিল পরীর
আস্তে আস্তে পরীর গুনের কথা মানুষ জন জানতে শুরু করলো ! দুরদুরান্ত থেকে মনুষ আসতো পরীর সাথে কথা বলার জন্য ! পরীর কন্ঠের গান শোনার জন্য !
পরী কিন্তু কারো সাথে দেখা করতে পারতো না ! সেই ডায়নী যাবার আগে পরীকে মন্ত্র দিয়ে আটকে রেখে গিয়েছিল ! সেই মন্ত্রের তোড় সে একটা বোতলে ভরে নিয়ে গেল নিজের সাথে । নিজের গলায় ঝুলিয়ে !
পরী ঘরের পাশে একটা বড় বারান্দা ছিল কাঁচে ঘেরা ! পরীর যখন গান গাইতে ইচ্ছা করতো তখন বারান্দায় এসে গান গাইতো ! মানুষজন বারান্দার নিচে দাড়িয়ে গান শুনতো !
এমনই করে দুর দেশের আরেক সাধারন ছেলে আসলো পরীর গান শোনার জন্য ! সবাই যখন চল গেল গান শুনে সেই ছেলেটি তবুও বসে রইলো পরীকে দেখার জন্য ! পরীর কন্ঠ ঠিক তার বড় বোনের মত ! ছেলেটির বড় বোনও তাকে ঠিক এই ভাবেই গান শোনাতো !
ছেলেটির বড় বোন মারা গেছে অনেক দিন আগে !
সেই একবার পরীর সাথে দেখা করতে চাইলো !
কিন্তু পরী দেখা দিল না !
এভাবে যখন সাত দিন সাত রাত পার হল তখনও ছেলেটি সেই জায়গায় বসে রইলো !
তখন পরীর একটু মায়া হল !
প্রহরীকে বলে সে ছেলেটি কে নিজের প্রাসাদের ভিতর নিয়ে এল ! পরী পর্দায় আড়াল থেকেই দেখতে কে দেখতে লাগলো !
যখন ছেলেটি কে খাবার দেওয়া হল সে খেতে অস্বীকৃতি জানালো ! সে বলল যে সে পরী কে নিজের চোখে না দেখে কিছু খাবে না !
পরী কি করবে কিছুই ভেবে পেল না ! পরী বলল তার দেখা করতে হলে সেই ডায়নি বুড়িকে মেরে তার গলায় ঝুলানো লকেট নিয়ে আসতে হবে ! আর লকেটক টা আনতে হবে ঠিক তার জন্মদিনের চার দিনের মাথায় ! তা না হলে দেখা হবে না !
ছেলেটি তখনই বের হয়ে গেল ! কারন হাতে সময় ছিল খুব কম !
সাত দিন সাত রাত পার করে ছেলেটি সব থেকে উচু পাহারে গিয়ে হাজির হল যেখানে ডায়নী বুড়ি ছিল !
ডায়নি বুড়ির কে মেরে ছেলেটি বুড়ির গলার গলায় ঝুলনো বোতল নিয়ে আবার রওনা দিল পরীর প্রসাদের উদ্দেশ্য !
ঠিক ঠিক পরীর জন্মদিনের চার দিনের মাথায় হাজির হল পরীর রাজ প্রসাদের সামনে ! আজকে পরীর সাথে তার দেখা হবে ! বোতলে রভেতরে ধোঁয়া জাতীয় কিছু ছিল । ছেলেটি সেই ধোঁয়া প্রসাদের চারি পাশে ছিটিয়ে দিল ! মন্ত্র দুরে হয়ে গেল ! এখন পরী মুক্ত !
পরী কি এখন বের হবে ?
তার মত একজন সাধারন ছেলের সাথে দেখা করবে ! তবুও ছেলটি দারিয়েই রইলো !
এতো দিন পরে ছেলেটি তার হারানো কাউকে ফিরে পাবে ! এই আশায় ছেলেটি দাড়িয়ে রইলো !
আজ কি তার সাথে পরীর দেখা হবে ? ঐ তো সূর্য অস্ত যাচ্ছে । ঠিক তখন প্রাসাদের দরজা খুলে গেল ! এই তো বেড়িয় আসছে !
কেউ একজন বেড়িয়ে আসছে !
পরী আপুর জন্মদিনে ঢাকাতেই ছিলাম না ! কি করি !! একটু দেরী হয়ে গেল ।
যাক না !
আমি জানি পরী আপুর কাছে এটা কিছু মনেই হবে না !
একটু দেরীতে হলেও আপু তোমাকে জানাই শুভ জন্মদিন !!
ঠিক পরীর মতই যেন সুন্দর হয় তোমার জীবন !!
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
অপু তানভীর বলেছেন: হুম !!
কি হুম !
২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
অপু তানভীর বলেছেন:
৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩
সিলেটি জামান বলেছেন:
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
অপু তানভীর বলেছেন:
৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩
ইখতামিন বলেছেন: আপনার পরীকে তো এখনও এই পোস্টে দেখলাম না
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
অপু তানভীর বলেছেন: না আসলে আর কি করবো ?
দেখা যাক ! আসবে ! আসবে !!
৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি মন্ত্র পড়ে দিচ্ছি পরী এখনই আসবে....পরী এসে যাও......শাহজাহান ইজ কলিং
ইউ................আকাশলীনা.............কোথায় উড়ে আসো ।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন: শাহজাহান ????
এইডা আবার কেডা ???
আকাশলীনা তো আসবেই .....
৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২০
অনীনদিতা বলেছেন: পরী আপুকে অন্নেক ভালোবাসি
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮
অপু তানভীর বলেছেন: হুম !! অনেক !
৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
শায়মা বলেছেন: এসে গেছি অপুভাইয়া!
ইখুবেবির হিংসামীতে কান দিও না!আই লাভ ইউ সো মাচ!
অনেক অনেক থ্যাংকস তোমাকে!
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০
অপু তানভীর বলেছেন: তার কথায় কে কান দেয় !!
আমি জানি তো তুমি আসবা !!
৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
আমিনুর রহমান বলেছেন:
রূপকথায় +++
আর শায়মাকে আরো একবার জন্মদিনের শুভেচ্ছা
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
পরী আপুকে জন্মদিনের শুভেচ্ছা
৯| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন: কাহিনির সাথে মিলিয়ে ছবি দেয়া বহুত ঝামেলার কাছ।
বহুত খাটছেন পোষ্টের জন্য ! প্লাস +++
শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার !!
১০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: +++++++
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
অপু তানভীর বলেছেন:
১১| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮
ইখতামিন বলেছেন: ইশ্্
আমার যেন বয়েই গেছে o.O
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন:
১২| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
জুন বলেছেন: কিন্তু সেই ডায়নী এখন পরীর পিছু ছাড়ে নি ! সেই ডায়নী রাজকুমার কে মন্ত্র দিয়ে তার সব স্মৃতি ভুলিয়ে দিল ! পরীর সব কথা রাজকুমারের মন থেকে হারিয়ে গেল !
কে সেই ডাইনি জানতে চাই একটু। আর পরীকে জন্মদিনে হাজার শুভেচ্ছা ।তা পরীদেরও কি জন্মদিন বলে কিচু আছে নাকি
সুন্দর লিখেছেন
+
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬
অপু তানভীর বলেছেন: না না না !! সেই ডাইনীর কথা খুব বেশি না জানাই ভাল !!
আর এই পরী হল স্পেশাল পরী ! তাই এই পরীর জন্মদিন আছে !
ধন্যবাদ !!
১৩| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
বটবৃক্ষ~ বলেছেন: পরী আপুকে শুভেচ্ছা আরেকবার!!!!
রুপকথা সুন্দর হয়েছে........
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন:
১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা যাকে শাহজাহান বলে সে শাহজাহান । শাহজাহনের কাছে তার নিরব পদচারণা।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
অপু তানভীর বলেছেন: :-& :-& :-& :-&
১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
এ রুপকথা তো আমাকে নিয়ে লেখা আর তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রুপকথা আমার কাছে।
তবে রুপকথাতে একটু এডিটিং দরকার ছিলো। কারণ এটা ২০১৪ আর সেটা ছিলো ২০১৩ .......
কম সময় নহে ভাইয়া মনি।
৩৬৫ দিন........ কতগুলো ঘন্টা, প্রহর মিনিটস!!!!!!!!!!!
যাইহোক তবুও রুপকথা তো একবারই লেখা হয় তাই এটাই সেই সর্বকালের রুপকথা যা আমার একটা প্রিয় ভাইয়া লিখেছিলো একদিন!!!!!!
লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন: আরে এটা গতবারের টা । আর এডিট করবো না ।
আমারও এটা প্রিয় রুপ কথা !
লাভ ইউ টু আপু
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
ইখতামিন বলেছেন: হুম...