নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

হয়তো, কবিতা !!

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮



আমি কিছুটা সময় তার দিকে তাকিয়ে থাকি ! কিছুটা সময় যেন সময়টা থমকে দাড়ায় । আশে পাশের সব কিছু যেন কোথায় হারিয়ে যায় নিমিষেই ! আমি তাকেই কেবল দেখতে থাকি !

কত দিনের পর দেখা তবুও ঠিক যেন সেই পরিচিত !

যেন কালকেই তার সাথে শেষ কথা হয়েছে !

যেন কালকেই তার সাথে জারুল গাছটার নিচে বসেছিলাম ! সে মেহেদী দিয়েছিল হাতেই । সেই হাত ধরেই তার দিকে চেয়েছিলাম !

তার চোখে কিছু হয়তো খুজছিলাম !

হয়তো সে বলেছিল

-কি দেখো এমন করে ! এই চোখে কিছু নাই !

আমি হয়তো কিছু বলি নি ! অথবা কিছু বলতে পারি নি ! কেবল চেয়ে থেকেছি !

সন্ধ্যায় হয়তো বড় চাঁদ উঠেছিল আকাশে ! আমি দ্বিধায় পড়ে গিয়েছিলা কার দিকে তাকাবো ! তার দিকে নাকি দুর আকাশের ঐ চাঁদের দিকে !

সেই সিদ্ধান্ত নিতেই হয়তো কেটে গেল কিছুটা সময় !







তোমার জন্য এই দেখ এই

জারুল গাছের তলে,

দেখতে এসেছি তোমার হাসি

জীবনটা মোর তোমার ছাড়া একলা কিভাবে চলে !

কিভাবে ঐ দিন কেটেছে

আধার রাতে চাঁদ হেটেছে

আমার পাশে

এখনও যে মনটা আমার

মন বলে সেই কবে কোথার !









বারে বার ঐ পিছন পানে

ফিরে চেয়েছি

হাতরেছি সেই অন্ধকারে

একটু ধরবো হাত বলে

এক মাথা তোমার কোলে !

দুজন মিলে বাঁকা হাসি

তোমার স্বপ্নে বিভর ভাসি !









এই যেন তুমি আমার পাশে

আমাকে এই চাঁদের সাথে !

একলা দেখে

একটু খানি গল্প একে !

তোমাকেই আমি খুজে ফিরি

তোমার ছায়া !!

মনের মত মনটা খুজি, হয়নি যেন খুব যে দেরী !



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: :)

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

অপু তানভীর বলেছেন: :) :)

২| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইকরাম হোছাইন জারিফ বলেছেন: অনেক ভাল

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর +++

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :)

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

অনীনদিতা বলেছেন: ভালো ভালো ভালো :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ! :)

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ইখতামিন বলেছেন: +++

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

অপু তানভীর বলেছেন: :):):)

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মানের মত মনটা খুজি, হয়নি যেন খুব যে দেরী !

কবি এটাকি মনের মত মনটা হবে নাকি? মনের বানানে ভুল মানা যায়না। নাকি অন্য কোন ব্যখ্যা আছে। আপনার ছবি গুলো দারুণ হয়েছে।প্রসঙ্গিক। তবে ছবি দেখে মনে হচ্ছে কয়েক জুটির প্রেম নিয়ে কবিতা। তারপরও পরিবেশনা প্রাসঙ্গিক মনে হল।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

অপু তানভীর বলেছেন: একটু ভুল ছিল ! ঠিক করে দিয়েছি !

ছবি গুলো দিয়েছি এমন করেই । খুব বেশি কিছু চিন্তা না করেই !
ভাল লেগেছে জেনে ভাল লাগলো ! ধন্যবাদ !!

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

একজন আরমান বলেছেন:
দেখতে এসেছি তোমার হাসি
জীবনটা মোর তোমার ছাড়া একলা কিভাবে চলে !

সুন্দর দুটি লাইন। :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.