নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কদিন আগে নেটের স্পীড বাড়িয়ে নিয়েছি । এখন আর ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় না । সরাসরিই দেখা যায় । কদিন থেকে পছন্দের কিছু গান ঘুরে ফিয়ে দেখছি ! আজকে বসে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য !
আর কি যেন হয়েছে মাথায় ভিতর । কিচ্ছু ভাল লাগছে না । কিছু লিখতে ইচ্ছা করছে না ! তাই এই মিউজিক ব্লগ !
স্পর্শীয়ার একটা চমৎকার মিউজিক ভিডিও ! সাথে তুহিন মাহমুদের গানটিও চমৎকার !!
তাহসান আর এলিটার অসাধারন একটা গান । গানটা কতবার শুনেছি কে জানে ! আপনারাও শুনতেও পারেন ।
তাহসানের আরেকটা গান ! মনফরিং এর গল্পের গান !
তাহসানের এই গান টার কথা তো বলার অপেক্ষাই রাখে না ! নেই ।
মাঝে মাঝে মনে হয় আসলেই কিছুই নেই !
এই গান টা যখন প্রথম শুনি গান পাওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছিল । কোথায় পাবো ? কিভাবে পাবো ? গানটা শোনার প্রায় এক বছর পরে হাতে আসে ! আহা !!
বটবৃক্ষের খুব পছন্দের গান এটা ! আমারও !
বটের আরেকটা প্রিয় গান !
অনেক দিন আগে অফবীট নামে একটা নাটক দেখেছিলাম । ব্লাক ব্যান্ডের শিল্পীদের নিয়ে ! সে যে বসে আছে ! অবশ্য অর্নবের কন্ঠেই গানটা বেশি ভাল লাগে !
সজল মিয়া এখানে ব্যাপক ভাব নিছে । দেখেন মজা পাবেন ! গানটা তো সুন্দরই !
শ্রুতি মধুর একটা চমৎকার গান !
স্পর্শীয়ার গান ! :!> :!> :#> :#>
শিল্পী কেডা জানি না । তবে গানটা খারাপ না !!
তাহসানের গান দিয়েই তো পোষ্ট ভরে যাবে দেখছি !
তাহসান মিথিলার এই গান টা না দিলে কি আর ভাল লাগে ?
ফাহমিদা নবীর এি গানটাও কিন্তু খারাপ না ! শুনতে পারেন
তাহসান -- প্রত্যাবর্তন ! আমি আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই !
অনেক তো গান হল এবার একটা শর্ট ফ্লিম হোক ! আমার জীবনের দেখা শ্রেষ্ঠ শর্ট ফ্লিম ! আপনাদেরও খারাপ লাগবে না !
ভাল থাকবেন !
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: স্পর্শিয়ারটা নামাইতেছি এহনি ............
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন: দুইটা আছে স্পর্ষীয়ার গান !
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
শায়মা বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম!!!!
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপু !!
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
নূর আদনান বলেছেন: প্রেম-পাগলা মানুষের কাছে তো এই ফিল্মই শ্রেষ্ট হবে....
না...আমারো খারাপ লাগে নাই
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
অপু তানভীর বলেছেন: আমি কিন্তু এতোটা প্রেম পাগল না যতট দেখা যায় !!
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে অনেক।!!
আর সবচে সুন্দর গান গুলো আমার জান্টুশ তাহসান বেইবির :> :> গাওয়া দেখেছো??? :#> :!> :#> :#>
স্পসর্শিয়া টর্শিয়া কে দিয়ে কিছু হবেনা! ফুহ!!
না পারে গান , না জানে একটিং! আমার জানু বেইবির মত সবাই তো আর অলরাউন্ডার হতে পারেনা! হুহ!
তাহসানের সবগুলো নাটক একত্রে পেলে ভালো হত! দেখি! আমিই করে ফেলবো!! কিউটি বানি একটা!! :!> :!> :#>
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬
অপু তানভীর বলেছেন: তুমি আমার সাথে দুইদিন কথা বলবা না পাজি মেয়ে !!
আমি এখনই তাহসানের সব গান গুলো এই পোষ্ট থেকে মুছে দিবো !!
৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: ঐ মিয়া তুমি যে তাহসানের ভক্ত সেটা আগে কইবা না? হাত মিলাও মিয়া! আমার তো কলেজ লাইফ কাটছে "আমার এই আঁধার আমার কবিতা", "বাতাসে ফুলের সৌরভ" আর "দূরে তুমি দাঁড়িয়ে" শুইনা শুইনা!!
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭
অপু তানভীর বলেছেন: আমারও ঠিক এমনটাই কাটছে । তাখন তাহসানের গান ছাড়া আর কারও গান শুনতানই না !! বিশেষ করে ঈর্ষা গান টা !!
৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯
কাইয়ূম খান রাহাত বলেছেন: signs আমার জীবনের দেখা শ্রেষ্ঠ শর্ট ফ্লিম গুলোর েকটা
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
অপু তানভীর বলেছেন: ঠিক আমারও !!
৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭
মুর্দা ফকির বলেছেন: শেষের টা চমৎকার । প্রিয়তে .....
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাইস পোষ্ট ! এর মধ্যে অনেকগুলো গানই আমার বেশ প্রিয়!
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই!
আমারও অনেক পছন্দের গান এগুলো!
১০| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
আমিনুর রহমান বলেছেন:
প্রিয়তে ও প্লাস।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই
১১| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
আমি তুমি আমরা বলেছেন: বেশিরভাগই শোনা হয় নাই। শুনে দেখার ইচ্ছা আছে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
অপু তানভীর বলেছেন: শুনে দেখেন!! আশা করি ভাল লাগবে!
১২| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
বটবৃক্ষ~ বলেছেন: হিহিহাহাহাহিহিহি হাহহাহা!!
উখে উখে বেইবি!!
আমি তো ২দিন কেন ১সপ্তাও কথা ছাড়া থাকতে পারবো! তুমি ফোন না দিলেই হবে আরকি!!
:> :> :>
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১
অপু তানভীর বলেছেন: তাই না?? খুব পারবা?
আমার বোঝা আছে!!
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বটবৃক্ষ~ বলেছেন: ওহ!! ভুলেই গেসি বলতে!
সাইনস ফিল্ম টা বেস্ট!! একদম অসাধারন!!!
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩
অপু তানভীর বলেছেন: সাইন ফ্লিম টা নিয়ে আমার একটা গল্প আছে!! পড়েছো তো গল্প টা?
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: সবগুলোই দেখা আছে ধন্যবাদ
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩
এম মশিউর বলেছেন: বুঝাই যাচ্ছে, আপনি তাহসানের একজন ভক্ত! সাথে অন্যগান গুলোও ভালো লেগেছে।
প্রিয়তে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: আপনার ধারনা তো একদম ঠিক! আমি আসলেই তার এসি!
ধন্যবাদ
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০
অপরাজিতা নীল বলেছেন: তাহসান এর প্রতিটা গানই অসাধারণ ।
আই জাস্ট লাভ তাহসান
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১
অপু তানভীর বলেছেন: ভালা কথা!!
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কিছু গান, প্রিয়তে নিলাম।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ!!
১৮| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১
এ্যাপোলো৯০ বলেছেন: ঈর্ষা গানের এল্বামের লাস্ট একটা গান ছিলো যেইটার টাইটেল বা কোনো লাইনই আমার মনে নাই। কিন্তু কলেজে থাকতে গানটা শুনে ভেবেছিলাম, বিয়ের পরে প্রথম সকালে হাব্বিকে বল্বো গানটা গেয়ে শুনাতে
"জলকনা উড়ে যায়" গানটি থেকেই আমার আগের ফেবু আইডির নাম দেওয়া "জলকনা" এবং অতঃপর "জলজ স্বপ্ন"
নষ্টালজিক হয়ে পড়লাম
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
অপু তানভীর বলেছেন: হাহাহা!! দেখা যাচ্ছে আপনার জীবনের উপর তাহসানের ব্যাপক প্রভাব রয়েছে!
ভাল থাকবেন!!
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
জেরিফ বলেছেন: শর্ট ফিল্ম টা অসাধারন , লাভ দিস
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন: আমারও অনেক পছন্দ ওটা!!
ধন্যবাদ
২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
আমি ইহতিব বলেছেন: শায়মা আপির শোকেসে দেখে এই পোস্টে এলাম। অফিসে You Tube বন্ধ। বাসায় গিয়ে শুনবো, আপাতত প্রিয়তে রাখছি।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: বন্ধ হইছে ভালই হইছে ! না হলে মানুষজন খালি কাম ফালাইয়া ভিডিও দেখতো !!
দেখেন বাসায় গিয়ে !
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
শুকনোপাতা০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম। ধন্যবাদ