নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগ ডে ২০১৩ কেমন গেল ! একটি চমৎকার দিনের কথা ! মিরপুর ব্লগ ডে আড্ডা থেকে ...

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮



সকালবেলা ঘুমের সময় কেউ ফোন দিলে মেজাজ খারাপ হয়ে যায় ! গতকালকে আমার এক বান্ধবী ফোন দিল সকাল বেলা ! যদিও তখন প্রায় দুপুর কিন্তু আমার কাছে তো ভোর বেলা ! যাই হোক ফোন দিয়ে কয় নোকিয়া লুমিয়ার জন্য সেটিং চাচ্ছে, কি করবো ? আমাদের এখানে যেটা আছে সেটা পাঠিয়ে দিবো !

আমার এই বান্ধবী জিপির কাস্টমার কেয়ারে জব করে !

আমি মনে মনে কই কি রে ভাই তুই হইলি কাস্টমার ম্যানেজার তুই জানবি আমি কেমনে জানবো কি পাঠাবি না পাঠাবি ?

একটু পরে ও নিজের বলল

-আরে ধুর তুমিতো তানভীর ! আমি তো মনে করেছি তানজির ভাই !

কি আর কইব মনের দুঃখের কথা ! বান্ধবী সকাল বেলা ফোন দিয়েছে তাও আবার ভুল করে ! দুর ! ভাবছিলাম কিছু সুখ দুঃখের কথা কইবে ! তা না !

আমি ফোন রেখে আবার ঘুমিয়ে পড়লাম ! ঘুম কি আসে !



আজকেও তাই ! সকালবেলা (বেলা ১.২৯) ফোন এসে হাজির ! মোবাইলের রিংটোন টা এতো কর্কশ যে ঘুম থেকে না উঠে উপায় নাই ! মোবাইলে স্ক্রীনে দেখি অপরিচিত নাম্বার ! মেজাজটা একটু খারাপ হল !

এই সকাল বেলা আবার কে ফোন দেয় !

-হ্যালো !

-হ্যালো ! অপু তানভীর ভাই বলছেন ?

ছেলে মানুষের গলা ! এইডা কিছু হইলো !

-জি !

-আমি কান্ডারী অর্থব !

আমি প্রথমে ঠিক মত শুনি নাই ! আমি আবার বললাম

-কে ?

-কান্ডারী অর্থব !

মুহুর্তের ভিতর আমার সব বিরক্ত বীলিন হয়ে হয়ে গেল ! কান্ডারী ভাই আমাকে ফোন দিছে এটা আমি ভাবতেই পারি নি ! নিজের কাছেই যে ভাল লাগলো আবার একটু লজ্জাও লাগলো !!

উনির নিজেই বললেন মিরপুরের ব্লগে আড্ডাতে আসার জন্য !

আসলে আমার নিজের ব্লগ আড্ডাতে যাওয়ার কোন ইচ্ছে ছিল না ! আর ঠিক উপায় ছিল না ! আমার পরার সেন্ডেল ছিড়ে গেছে গতকাল রাতে ! কেনার সময় পায় নি !

কিন্তু এখন তো না গিয়ে উপায় নাই !

আরমান কে মেসেজ পাঠালাম ! সে বলল সেও আছে ওখানেই !



তাড়াতারি করে ঘুম থেকে উঠলাম ! হাত মুখ ধুইলাম ! রান্না করে খেয়ে বের হতে হতে চারটা বেজে গেল প্রায় ! সেন্ডেল ছিল না পাশের রুমের এক জনের কাছ থেকে ধার নিয়ে বের হলাম ! সেটাও আবার ছেড়া ! কই যাই ! মুচির কাছে গিয়ে শেলাই করে নিতে হল !



কিভাবে যাবো ভাবছি ! বাসস্ট্যান্ডে গিয়ে লেগুনায় উয়ে পড়লাম ! বাসে করে গেলে ভাল হত ! কিন্তু সেটার জন্য আমাকে আসাদ গেইটে যেতে হবে ! তার উপর আরও একটা কারন অবশ্য আছে ! আমার একটু আগে আগেই এক মেয়ে উঠলো ! আমিও উঠে পড়লাম ! মেয়েটি বসলো আমার দিকে মুখ করে !

আমি এখন কি করি ! আবার দেখি লেগুনার দেওয়ালে লেখা ভদ্রতা বজায় রাখুন ! শেয়ালের কাছে মুরগি বর্গা দিয়া যদি বলা হয় এই মুরগি খাবি না এমন কথা আমার দেওয়ালেরই ভদ্রতা বজায় রাখুন লাইন দেখে মনে হল !



যাই হক মেয়েটা নেমে গেল শ্যামলিতে ! মন বড় খারাপ হল !

এইডা কিছু হইলো !

উপরওয়ালার কাছে কইলাম এই তুমার কেমুন বিচার ? সবে মাত্র কিছু একটা শুরু হয়েছিল ! আর এখনই..... ?

মনে হলে বিচার দেওয়াতে কাজ হল ! লেগুনায় এক চশমা আর জিন্স পরা উঠলো ! কথা বার্তায় বুঝলাম মেয়েটির গন্তব্য ১০ নাম্বার পর্যন্ত !

আহা !

উপরওয়ালাকে ধন্যবাদ !!



জার্নি ভালই হল ! কালশীর মোড়ে গিয়ে পড়লাম আরেক ঝালেমায় ! সেখানে আড্ডা হচ্ছে সেই জায়গাটা আমিও চিনি না ! রিক্সাওয়ালাও চিনে না ! এক লোক কে জিজ্ঞেস করলাম ! সে এক পথ দেখলো ! বেশ কিছু দুর যেতে যেতে আরমানের ফোন !

কোথায় ? এতো সময় কেন লাগছে ?

আমি বললাম ব্রিজের কাছে !

আরমান বলল

-আরে এতো দুর গেছো কেন ?

আবার রিক্সা ঘুরিয়ে আসলাম ! কি এক ঝামেলা !



শেষে পৌছালাম সেই আসল জায়গায় ! ততক্ষনে অনেকেই পৌছে গেছে ! আমি যেতেই জনাব মাহবুব আর কান্ডারী ভাই আমার ফটু তুলে আপলোড দিয়ে দিলেন !

দেখা হল অনেকের সাথে ! স্নিগ্ধ শোভন, মাগুর, সোহেল হোসেন, কুনোব্যাঙ, খাটাস, স্বপ্নবাজ অভি, একজন আরমান, পরিবেশ বন্ধু, এম মশিউর, জনাব মাহবুব ও ব্লগার কাণ্ডারি অথর্ব, জেরিফ, সেলিম আনোয়ার আরও অনেকের সাথে !



আরও পরে এল এস আর জনি, এ্যাপোলো ৯০, চিরতার রস, কাল্পনিক ভালোবাসা, মোমের মানুষ, নীল সাধু, রোদেলা,আহমেদ আলাউদ্দিন, আশরাফুল ইসলাম দুর্জয় মাহতাব সমুদ্র আর অনেকে।



তারপর এল আমাদের মডু শরৎ ভাই ! শুরু হয়ে গেল আড্ডা ! বলতে গেলে জম্পেস আড্ডা ! মডু ভাই একাই আড্ডা মাতিয়ে রাখলেন ! সঙ্গে যোগ দিলেন জনিভাই আর জাদীদ ভাই ! আড্ডায় আমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গেলাম ! লুল গ্রুপ ! এই ছিল সব থেকে বড় বড় দল আমাদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন সেলিম আনোয়ার ভাই ! আর আমাদের প্রতিনিধি বা মুখপাত্র হল জনি ভাই !

সুশীল দলে গেল কুনোব্যাঙ আর এক আপু ! আরমান গেল আলু গ্রুপে ! আর কবি গ্রুপে গেল পরিবেশ বন্ধু ! তার দলে আরো দুজন কে পাওয়া গেল !

জাদীদ ভাই মানে কাল্পনিক ভালবাসা অনেক বার পাল্টি খাওয়ার পরে গেলেন আম জনতা পার্টিতে ! আর একদল হল হল ক্যাচাল বাজ ! সেখানে যোগ দিলেন ব্লগার মোমের মানুষ আর নীল সাধু !

আর আমাদের মডু শরৎ ভাই হলেন বিদেশী শক্তি !

শুরু হয়ে গেল আমাদের বিতর্ক !

আর একটা কথা বলতে ভুলে গেছি কান্ডারী ভাই কিন্তু আমাদের দলে যোগ দিলেন ! এমবিয়ে হিসাবে ! ম্যারেড বাট এভেইলএবল !

চায়ের সাথে আড্ডা চলতে থাকলো ! সবার দিকে শরৎ ভাইয়ের ক্যামরার ফ্ল্যাশ যাচ্ছে !

ওদিকে কান্ডারী ভাই তখন আমাদের আপ্যায়নে ব্যস্ত ! কেক নিয়ে এলেন তার পরে নাস্তা ! আসলেই অনলাইনে যতখানি না আন্তরিক বাস্তবে তিনি তার থেকেও বেশি আন্তরিক !



কেক কাটা হল ! নাস্তাও হল ! আরো আড্ডা হল অনেকক্ষন ! সবার শেষে এল আমাদের আমিনুর ভাই !



অনেক দিন পরে চমৎকার একটা দিন গেল ! আসলেই চমৎকার একটা দিন ! অনলাইনের পরিচিত মানুষ গুলোকে আরো সামনা সামনি দেখে ভাল লাগলো অনেক !



সবাইকে, যারা আজকের ব্লগ ডে আড্ডাতে হাজির ছিল, জানাই অনেক অনেক ধন্যবাদ । বিশেষ করে কান্ডারীভাই কে !

ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি আমরা যারা যারা উপস্থিত ছিলাম জানা আপু আমাদের সবার সাথে কথা বলেছেন ফোন করে ! এটাও একটা চমৎকার বিষয় ছিল !



পরিশেষে আবারও ধন্যবাদ ! সবাইকে ব্লগ ডের শুভেচ্ছা !!





ছবির জন্য এই পোষ্টে যান

মন্তব্য ৮২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফার্স্ট কথা, ইউ হ্যাভ গেইনড ওয়েইট B-))

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

অপু তানভীর বলেছেন: ভূয়া কথা ! :P :P :P
আমার নামে এমুন অপবাদ আজপর্যন্ত কেউ দিতে পারে নাই ! :D :D
যার সাথেই দেখা হয় সেই ই এই কথার উল্টা কথা কয় ! :(

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

গৃহ বন্দিনী বলেছেন: ছবি কই ?

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: ছবি দেখুন নিচের একটা লিংক দেওয়া আছে ! ঐখানে পাবেন ! আর অপেক্ষা করেন । কালকের ভিতর আর কিছু ছবিওয়ালা পোষ্ট চলে আসবে !!

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অপু ভাই শুধু এইটুকু বলতে চাই আমি আপনাকে ব্যাক্তিগত ভাবে ভীষণ পছন্দ করি ও ভালোবাসি।

ব্লগ দিবসে এসে আমাকে যে খুশি আপনি দিয়েছেন তার জন্য চির কৃতজ্ঞ। শুভেচ্ছা ও শুভ কামনা অগনিত।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

অপু তানভীর বলেছেন: একদম সত্যি কথা ভাই ! ব্লগ ডে ক্যানসেল হওয়ার পর থেকেই ভেবেছিলাম যাবো না ! এমন কি সকালে আপনার ফোন পাওয়ার আগ পর্যন্তও এই ধারনাই ছিল ! কিন্তু আপনার ফোন পেয়ে আসলেই অনেক ভাল লেগেছে !
সিদ্ধান্ত নিতে একটুও দেরী হয় নাই ! এবং মনে হচ্ছে সিদ্ধান্তটা ছিল একদম সঠিক ! আজকে না গেলে হয়তো একটা চমৎকার দিন একটা চমৎকার সময় মিস করতাম !!

আপনাকেও অসংখ্যা ধন্যবাদ আমাদের কে এমন ভাবে আপ্যায়ন করার জন্য ! ! :):):)

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে এটাই আমার প্রথম সাক্ষাৎ খুব ভাল লেগেছে।পশাপাশি বসে একজন বিখ্যাত গল্পকারের সান্নিধ্য দারুণ উপভোগ করেছি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: আপনার সাথেও কথা বলে অনেক ভাল লাগলো সেলিম ভাই ! অনেক দিন পর মনে হল একটা চমৎকার দিন কাটালাম ! আশা করি খুব তাড়াতাড়িই আবার দেখা হয়ে যাবে !

আমরা সবাই খুব আনন্দ করে আজকে !! :):)

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: অপু ভাইয়া চমৎকার হয়েছে আপনার লেখাটা ।
গ্রুপে ভাগ হয়ে বিতর্ক করার আইডিয়াটা কার ? মজার আইডিয়া । অনেক মজার আড্ডা হয়েছে বোঝাই যাচ্ছে ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

অপু তানভীর বলেছেন: সময়টা কেটেছো আরো ভাল ! আরো চমৎকার !

আর গ্রুপ ভাগটা হয়েছে শরৎ ভাইয়েই আইডিয়ায় এবং উপস্থাপনে ! ঐ টা ছিল আর বেশি মজা !

অনেক বেশি মজা হয়েছে আজকে ! :)

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আড্ডা প্রাণবন্ত ছিল। মনে রাখবার মত।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: একদম সত্য কথা বলেছেন ! মনে রাখার মত একটা প্রাণবন্ত আড্ডা হয়েছে আজকে ! :)

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: অনবদ্য আড্ডা ! চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

অপু তানভীর বলেছেন: আসলেই অনবদ্য আড্ডা ! প্রানবন্ত আর মজার !

তোমারেও মিয়া থেঙ্কু !! :)

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১

শায়মা বলেছেন: সবচাইতে মজার পোস্ট হয়েছে এটাই!:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

অপু তানভীর বলেছেন: তুমি আইলা কেনু ? তুমি আইলে কত্ত ভালু হইতো !! :(

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩

চাঙ্কু বলেছেন: আড্ডার বিস্তারিত লেখেন নাই কেনু? মাইনাস :-*

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

অপু তানভীর বলেছেন: হে হে হে ! আরে আইজকাই যদি সব কিছু কইয়া দেই তাহলে কাল কমু কি ?
কাল পরশুর ভিতর আসবে শরৎ ভাইয়ের ছবি সহ পোষ্ট ! সেইটা দেখইখা আরো মজা পাইবেন !! :D :D

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



শায়মা আপু বলেছেন: সবচাইতে মজার পোস্ট হয়েছে এটাই


শতভাগ সহমত। অপু ভাই রক্স। !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

অপু তানভীর বলেছেন: মজার হয়েছে এমনটা একটা দিন কেটেছে বলেই ! এই ভিতর আপনার অবদানও কিন্তু শতভাগ !! :) :)

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

বেঈমান আমি. বলেছেন: পরিবেশ বন্ধু এবং সেলিম আনোয়ার জুটি দারুন মানাবে।চো কিউট ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

অপু তানভীর বলেছেন: তা আবার কইতে ! পরিবেশ বন্ধুর সৃচিত কবিতা শুনেছি আমরা !! :)

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আড্ডা ভালই জমছে! আড্ডায় আপনারা ভালই মজা করছেন সেটা লেখা থেকে বোঝলাম!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

অপু তানভীর বলেছেন: আরে কি কি করেছি তার কিছুই তো লিখি নি !
তবে আড্ডা জমেছিল আসলেই ! কেবল অনলাইনে চেনা মুখ গুলো নিয়ে এতো ভাল ভাবে সময় কাটবে ভাবি নি ! আসলেই সময় ভাল কেটেছে !

থ্যাঙ্কস টু কান্ডারী ভাই !

:):)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

বিষন্ন একা বলেছেন: দারুন !!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: :):):):)

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

মোমেরমানুষ৭১ বলেছেন: সত্যিই খুব ভাল লাগল আজেকর আড্ডাটা। এবং মিস করেছিলাম আগের ইভেন্ট গুলো। আর এক সাথে এত ব্লগারদের পেয়ে খুব ভাল লাগল। এত দিন শুধু লেখাই পড়তাম, আজ লেখকদের দেখলাম। কয়েকজনের ছবিই কেবল দেখেছিলাম আগে , কিন্ত ব্যক্তিগত ভাবে কাওকেওই চিনি না, এ নিয়ে খুবই বিব্রত অবস্থায় ছিলাম, কি বলব? কেউ যদি না চিনে? সবাই কিভাবে নিবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাছে যাওয়ার পর মনে হল কত দিনের চেনা আপনজন সবাই আমার। মেতে উঠলাম তুমুল আড্ডায়। তবে একটা ব্যাপারে কনফিউজ ছিলাম, ভেবেছিলাম ব্লগাররা সবাই আমার মত ছোট্র পোলাপান কিন্তু দেইখা মনে হইল আমার বড় চাচ্চুর বয়সের অনেকেই.....। কয়েকজন আমার মত ছো্ডই..... হ্যা হ্যা হ্যা

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: এই ব্যাপারটা আমার ভিতরেও ছিল আগে ! এমন কি এখনও আছে ! আমি আসলে এমন আড্ডা সব সময় এড়িয়ে চলি ! কাউজে চিনি না ! কেউ যডি কিছু বলে এই আশংকায় !
কিন্তু আকে এমন কিছু মনে হয় নি ! সবাই সবার সাথে কথা বলছিল যেন কত দিনে পরিচিত ! এই জিনিসটা অনেক ভাল লেগেছে !

ইয়ে মানে আপনের মত ছুডু পোলাপাইন !! :D :D :D
হুম ! একডম সত্য কথা ! ছুডু পুলাইন ঠিক আপনার মতই ;) ;)

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২

বটবৃক্ষ~ বলেছেন: :( :(
ইশশশশশ!!!!! কত্তোওওও মজা হইসে!!!!!
আর আমিযে ফোনে প্রেজেন্ট ছিলাম!! এই কথাটা কই!!!!!!! হবেনা!!! X(( X(( X((

পোস্টে পিক এড করো জলদি!!!

:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

অপু তানভীর বলেছেন: তুমি যে ফোনে প্রেজেন্ট ছিলা তা সবাই জানে । এই কথা এই খানে কইলে মানুষ কইবে অন্য কথা ! বুঝেছো !! :):)

আর পোষ্টে কি ছবি এড করবো ! শোভনের পোষ্টটা তো এড করে দিয়েছি ! ওখানে সব ছবি পাওয়া যাবে ! :)

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: তুমি আইলা কেনু ? তুমি আইলে কত্ত ভালু হইতো !! :(


আমরা অন্য একদিন যাবো।:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

অপু তানভীর বলেছেন: সেই অন্য একদিন কবে আইবে কও দেখি !! :(

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

তাসজিদ বলেছেন: সেই রকম মজা করেছেন। যেতে পারলাম না :(( :(( :(( :((

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

অপু তানভীর বলেছেন: কেন কেন ? আষতে পারেন নাই কেন !

আপনাকে কারন দর্শানোর নোটিশ পাঠানো হইলো !!

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি পরিবেশ বন্ধুকে বলেছিলাম কবিতা আবৃত্তি করতে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: আপনে ক্যামনে কইলেন ?
কথা বার্তা কেমুন জানি সন্দেহ হইতাছে ! কন দেখি ক্যামনে কইলেন !! ;) ;)

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

হান্টার১ বলেছেন: পিলাস+

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):)

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক মজা করলেন
যাইতে পারিনাই
:( :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: এইডা কোন কথা হইলো ?
আপনে ছিলেন কই মিয়া ??

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

একজন আরমান বলেছেন:
মেয়ে ছাড়া কোন কথা নাই ! :-P :-P :-P

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

অপু তানভীর বলেছেন: আরমান ভুইলা যাও ক্যান আমি লুল গ্রুপের সম্মানীয় সদস্য !!
মনে নাই ;) ;)

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

খাটাস বলেছেন: আমি প্রথমে বুঝতে পারি নি, আপনি সেই বিখ্যাত গল্পকার অপু তানভীর। :) অনেক পরে বুঝেছি :) তাই ভেবেই রেখেছিলাম, আপনার থেকে অসাধারন একটা পোস্ট পাব আড্ডা নিয়ে। আশা পূর্ণ :) সাথে লুল সম্প্রদায়ের সম্মান ও রক্ষা করেছেন দেখছি :D

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: আমিও কিন্তু চিন্তা করি নাই আপনে এতো পিচ্চি হইবেন ! আমি তো ভাবছি আমিই সব থেকে পিচ্চি পোলা হমু !!

আর আমি আবার বিখ্যাত হইলাম কবে :P :P

এমন একটা দিনের কথা যদি কলম বন্দী না করি তাহলে কি ভাব লাগে বলেন ?
যাক অনেক সুন্দর সময় কাটলো আপনাদের সাথে ! অনেক ধন্যবাদ আসার জণ্য !

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: গল্পকারের এই এক সুবিধা! দুর্দান্ত হইছে!

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

অপু তানভীর বলেছেন: মিয়া তোমারেও আরেকটু বড় মনে করছিলাম ! অন্তত ছবিতে তো দেখে বেশ বড়ই মনে হয় ! কিন্তু তুমি তো মিয়া পিচ্চি পোলা !! :D :D

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: এইডা কিছু হইলো !
বুঝলাম, অনেক মজা হইছে!! আর আপনার লেখার মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। গুড পোস্ট!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: এইডাই তো হইলো !

আপনে না গিয়ে কেমনে বুঝবেন কন ! লেখা পইড়া যড়খানি না বুঝতে পারছেন ঐ খানে গেলে আরো ভাল করে বুঝতে পারতেন !! :):)

ধন্যবাদ !

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

এম মশিউর বলেছেন: অপু ভাই, আসার ঘটনা বললেন না যে? এইটুকু বাদ পড়ে গেল না? শেষ পর্যন্ত মাহতাব সমুদ্র, আপনি ও আমি আসলাম; মিরপুরে আবার দেখা। সব মিলিয়ে দারুণ একটা দিন কাটালাম।

পোস্ট অনেক ভালো লেগেচে। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: সব কথা কি আর বলা লাগে নাকি ! আসার কথা ভাবছিলাম বলবো তারপর ভাবলাম থাক ! কিছু কথা মানুষ বুঝে নিক ! সব কিছু বলে দিলে আবার কেমন হয় !

থেঙ্কু !!

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

জেমস বন্ড বলেছেন: ব্লগ দিবস শুভ হউক :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

অপু তানভীর বলেছেন: ব্লগ দিবস শুভ হইয়া গেছে ! :):)

আপনারও ব্লগ ডে শুভ হোক !
:)

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগল। তুমি আমি আর মাহতাব একটা চমৎকার রিকশা ভ্রমন দিলাম সেটাও জোস ছিল।!! আর এক সাথে রাস্তায় নেমে দলবদ্ধ ভাবে.... থাক বাকিটা আর কইলাম না। :#> :#> :!>

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: এইসব কি বলেন জাদীদ ভাই ? সম্মিলিত কার্যসম্পাদনের কথা একটু গোপন থাকুক ! এই কথা জনসম্মুখে না বলাই উত্তম !

আর রিক্সা ভ্রমন ছিল চমৎকার ! চমৎকার দিনের শেষের চমৎকার ভ্রমন !

যাক আপানর ঐ রম্য লেখাটা শুরু করে দিছি ! কাল পরশুর ভিতর দিয়ে দিবো !! :):)

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

তাসজিদ বলেছেন: নোটিশের জবাবঃ

সময় পরিবর্তন করার হেতু ব্লগ ডে তে যেতে অসমর্থ হলাম। তীব্র প্রতিবাদ জানাচ্ছি সময় পরিবর্তন করার এবং দেরিতে ইনফরম করার জন্য

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: ইহা কোন কথা নহে .......
আমি নিজে পৌছাইছি পাঁচটার দিকে । তখনও খুব মানুষ আসে নাই ! বলতে গেলে ছয়টার পরেই সবাই আসছে !
ইচ্ছা থাকলেই আসা যাইতো ......
আপনার তীব্র প্রতিবাদ জানানোকে তীব্র ভাবে প্রতিবাদ জানাইছেছি !!

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

জনাব মাহাবুব বলেছেন: অপু ভাই আপনাকে কাছ থেকে দেখে অনেক ভালো লেগেছিল। সবার আনন্দ মূখর অংশগ্রহণ ব্লগের আড্ডাটাকে করেছিল জমজমাট। B-) B-) B-)


আমার তোলা ছবিগুলো আপলোড করার মত সময় পাচ্ছি না। ব্যস্ততা কমে গেলে ছবিগুলো নিয়ে একটি পোষ্ট দিয়ে ফেলবো।

শুভ কামনা রইল।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

অপু তানভীর বলেছেন: মাহবুব ভাই আমারে ভাই বলে ডাকলে খানিকটা লজ্জা লাগে ! নাম ধরে ডাকবেন !! আর কথাটা সত্য বলেছেন ! সবার আনন্দ মূখর অংশগ্রহণ ব্লগের আড্ডাটাকে করেছিল জমজমাট।

জলদি জলদি ছবি আপলোড করে ফেলুন ! সব গুলো পোষ্ট এক করে ফেলি !!

আপনার জন্যই শুভ কামনা !! :):)

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

আমিনুর রহমান বলেছেন:




সরি ব্রাদার তোমাদের সাথে আড্ডা দিতে পারলাম না, খুব মিস করেছি আমি ... একটা পার্সোনাল কাজে আটকে গিয়েছিলাম তাই দেরী হয়ে গিয়েছিলো। তবে একদিন আড্ডা দিবো সবাই মিলে আবার ইনশাআল্লাহ্‌।


২/১ জন বাদ দিয়ে সবার সাথেই আমার আগে ২/১ বার দেখা হয়েছে তুমি ছাড়া তোমার সাথে এবার দেখা না হলে খুব মিস করতাম এবং কষ্টও লাগতো তোমার সাথে দেখা না হলে ...


ভালো থেকো সবসময় ...

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

অপু তানভীর বলেছেন: আপনে মিয়া একটা কাম করছেন ! মোটামুটি পরিচিত সবাই তো ছিল আর আপনে ছিলেন কই ! আইলেন তাও আবার সবার শেষে !
যাই হোক দেখা যে হয়েছে এইটাই বড় কথা ! এর পরের দিন গুলোতে আপনি হাজির হবেন সবার আগে ! মনে থাকে যেন !!

আপনার সাথে না দেখা হলে আসলেই একটা আফসোস থেকে যেত । শেষ মুহুর্তে দেখে হয়ে ভাল লাগলো !!

আপনিও ভাল থাকবেন সব সময় !! :)

৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হেহেহীহ! আপনারেও আরো বড় মনে করছিলাম , আপনেও বাচ্চা পোলা , কিউটি টাইপের!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

অপু তানভীর বলেছেন: আমি তো এমনিতেই পিচ্চি পোলা B-) B-) B-)

তবে কিউটি বলাতে তোমাকে থেঙ্কু দিতে পারলাম না ! অন্য কুনো মাইয়া কইলে অবশ্য বহুত খুশি হইতাম ! :D :D :!>

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আমিনুর রহমান বলেছেন:




আমি শুরুটাতে ছিলাম। একটা জরুরী কাজে আমাকে ৪.৩০ এর দিকে ওখান থেকে বের হয়ে যেতে হয়েছিলো। আমার মনটা ওখানেই পড়ে ছিলো ব্রাদার।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: আমিও বুঝতে পারছিলাম ! এমন কি আমি যখন চলে আসি তখনও আমার মনটা ওখানে পড়ে ছিল !
ব্যাপার না ! সামনে আবারও দেখা হবে ! :):)

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: শুভব্লগ জন্মক্ষন
সবার তরে অভিনন্দন

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: আপনাকেও অভিনন্দন !
শুভব্লগ জন্মক্ষন :):)

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

শুঁটকি মাছ বলেছেন: আমার মনে অনেক গুলা প্রশ্ন।
কি ক্রাইটেরিয়া থাকার কারণে সেলিম আনোয়ার ভাই লুল চেয়ারম্যান হলেন?
কিসের ভিত্তিতে ক্যাচালগ্রুপের মেম্বার সিলেক্ট হল?
আরমান ভাই আলুগ্রুপে গেল তার কারণ জানি।কিন্তু আলু গ্রুপের শানেনজুল কি?

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: হে হে হে ! এইটাই তো আসল মজা ! ঐখানে থাকলে আপনি সব কিছু পরিস্কার বুঝতে পারতেন ! এই খানে তো মিস করছেন !!

কেবল আলু গ্রুপের শানে নজুল টা বলি ! সে টা হল আলু যেমন সব তরকারীতে ফিট খায় ! তেমনি আলু গ্রুপের মেম্বাররা লুল, আমজনতা সুশীল, ক্যাচালবাজ সব গ্রুপে ফিট খায় !

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: সরি ব্রাদার আপনার সাথে আড্ডা দিতে পারলাম না, খুব মিস করেছি আমি ... একটা পার্সোনাল কাজে আটকে গিয়েছিলাম তাই দেরী হয়ে গিয়েছিলো। তবে একদিন আড্ডা দিবো সবাই মিলে আবার ইনশাআল্লাহ্‌। ;) ;) ;) ;) ;)


হাঃ হা হাঃ.....

পোস্ট দারুন।

শুভকামনা ভাই।

(আপনারেও আরো বড় মনে করছিলাম , আপনেও বাচ্চা পোলা.......)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

অপু তানভীর বলেছেন: হুম আসলেই মিস করেছেন ! দেইখেন এর পরের বার যেন আর মিস না হয় !! একদিন আড্ডা দিবো সবাই মিলে আবার ইনশাআল্লাহ্‌।

আপনার জন্যও রইঅ শুভকামনা !!

ভাল থাকবেন !!


:):):):):)

৩৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: অদৃশ্য মানবের অপেক্ষায় ছিলাম ।তিনি আর দৃশ্যমান হলেন না। আফসুস। নাজিমুদ্দিন সাহেবও আসেন নি ওনার সঙ্গেও দেখা হলো না। এ দুজনকে ভাল রকম মিস করেছি।অনুষ্ঠানে দারুণ মজা পেয়েছি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

অপু তানভীর বলেছেন: হুম ! আসলেই ! আরও কয়েকজন কে আশা করেছিলাম । যাক ব্যাপার না ! সামনের বার আরও ভাল হবে ! :):)

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

নিরপেক্ষ মানুষ বলেছেন: এমন এক জায়গায় থাকি যেখানে আর কোন ব্লগারও নেই ৯০% নিশ্চয়তা সহ :/।কবে যে এসবে যোগ দিতে পারবো... :(

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

অপু তানভীর বলেছেন: কোন টেনশন নাই ! সামনের বার চলে আসবেন ! :):)

৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগের দিন ব্লগে ;) ;) ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

অপু তানভীর বলেছেন: ;);););)

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

ইখতামিন বলেছেন:
গল্পটা দারুণ হয়েছে
আগে একবার পড়েছিলাম
অনেক মজা করেছিলেন
আপনাদের মজা দেখে আমরাও মজা পেয়েছি খুব

যাক.. কী খবর
কেমন আছেন

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: ইহা কুনো গল্প নহে ! বাস্তব সত্য কথা !!

আপনার যে কোন খোজ খবর নাই ! কই আছেন ?

৪০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

নিরপেক্ষ মানুষ বলেছেন: দেখা যাক।গত ব্লগ ডেও মিস্ করছিলাম

২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

অপু তানভীর বলেছেন: সামনের ব্লগডে হবে নিশ্চই ! :)

৪১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কান্ডারি অথর্ব একজন ভালো মানুষের নাম :) পোস্টে ভালো লাগা রইল :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: একেবারে হাচা কথা কইছেন ! :):):)

ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.