নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোষ্টঃ বাসর ঘরে কোন ব্লগার কি করবেন .... :D :D

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪



অনেক মানুষের বিয়ে হয় ! আমার বিয়া কবে হবে কে জানে ?

যাক, সেই দিকে না যাই !

মানুষ বিয়ে করলে নিজের রিলেশনশীপ স্টাটাস চেঞ্জ করে । নিজেদের বিয়ের ছবি শেয়ার করে । আরো কত রকম গল্প করে নিজের বিয়ে কে নিয়ে !

কিন্তু বিয়ের যে গুরুত্বপূর্ণ পার্ট সেইটা নিয়ে সহজে কেউ কোন কথা বলে না । মানে হল বাসর রাতে সে তার প্রিয় মানুষটির সাথে কি আলাপ করলো এই কথা কেউ বলে না ! বললেও অনেক পরে ! রহস্য রহস্যই থেকে যায় ! তো আজকে সেই রহস্য উন্মোচন করার জন্যই নিয়ে এলাম সামু ব্লগারস বাসর রাইত টকস ! কোন ব্লগার বাসর রাতে তার প্রিয় এবং সদ্য বিবাহিত মানুষটির সাথে কি কথা বলবে কিংবা কি কথা বলেছে তাই নিয়ে আজকের ব্লগ ! আসুন দেখে নেওয়া যাক !





বেঈমান আমি

বাসর রাতের বাইরে ফুটফুটে জোঁছনা ! ঘরের সব আলো বন্ধ ! জোছনার আলোয় ঘর আলোকিত !! এমন সময় বেঈমান আমি ভাই বাসর ঘরে প্রবেশ করল !

খাটের উপর তার বউ ঘোমটা দিয়ে বসে আছে ! লাল শেরওয়ানী পরা বেঈমান আমি ভাই এগিয়ে চলল খাটের দিকে ! তার বউ তখনও বসে আছে চুপ করে ঘোমটার আড়ালে ! বেঈমান আমি খাটের উপর বসলো !

আস্তে করে নতুন বউয়ের ঘোমটা তুলল !

-এই কি খবর তোমার ? তোমার ব্রো কেমন আছে ?

নতুন বউ কোন কথা না বলে তাকিয়ে রইলো তার মুখের দিকে ! তারপর বলল

-এটা কি ধরনের কথা হল ?

-কেন ? কি হল আবার ? আমি কি করলাম ? আমি বললাম তোমার ব্রো কেমন আছে ? ঐ যে তোমার একটা পিচ্চি ব্রো আছে না ?

-আমি কি করলাম মানে ? নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে ?

-আসলে প্রথমবার বিয়ে করেছিতো তাই নিয়ম কানুন ঠিক জানি না !

-তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এর আগে আর কত শত বিয়ে করে এসেছি !

-আরে তুমি এমনভাবে নিচ্ছো কেন ! আচ্ছা শুনো আজকে আমরা এই বিষয় নিয়ে না কথা বলি ! আমরা অন্য কিছু নিয়ে কথা কেমন !

-হুম ! তাই বলা উটিৎ ! কিন্তু এমন ভাবে শুরু করলা ? তোমার মুখটা আসলে..।

-আমি আবার কি করলাম ? আমি কেবল জানতে চেয়েছি তোমার ছোট ব্রো কেমন আছে । এটা কি দোষ হয়ে গেছে ?

-না দোষ হয় নি ! কিন্তু এটা এই প্রশ্ন করার সময় না ! তুমি জানোই জানোই না কোন কথা কখন বলতে হয় !

-হুম ! আর তুমি তো খুব জানো ! কথায় কথায় খালি দোষ ধরা !

-এই ! ভাল হবে না বলছি ! নতুনু বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো ! বদ লোক !

- আহা ! আমার ভালু মাইয়া ! আর তার উপর তুমি তো আর নতুন কেউ না !

-আমি কি ?

-তুমি তো সেই ....।

-এই খবরদার ! আর একটা কথা বলবি তো .....

-আরে ....।

-ঢিসুম ঢিসুম ঢিসুম !

-একটু আস্তে ঢিসুম ! ঢিসুম !

-আবারও ঢিসুম ! ঢিসুম ! ঢিসুম !

-ঢিসুম ! ঢিসুম !





নোমান নমি

নোমান ভাইয়ের বিয়েও কোন এক জোঁছনা রাতে ! চারিদিকে জোঁছনার আলো থই থই ! সেই জোছনার আলো গায়ে মেখে নোমান ভাই বাসর ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে ! প্রস্তুতির প্রথম পর্যায়ে নিজের মোবাইল বের করে একটা স্টাটাস দিয়ে দিল !

"আজ মধুরাত আমার ফুলশয্যা" !

বাসর ঘরে ঢোকার আগেই সাড়ে চার'শ লাইক এসে হাজির !

নোমান ভাই দরজা ঠেলে ঘরের ভিতর ঢুকলেন ! ভেবেছিলেন সামনে দেখবেন তার নব বিবাহিত বউ মাথায় লম্বা ঘোমটা টা বসে আছে থাকবে তার জন্য ! কিন্তু ঘরে ঢুকে দেখে তার নববিবাহিত বউও মোবাইল নিয়ে বসে আছে !

নোমান কে ঘরে ঢুকতেই তার দিকে তাকিয়ে বলল

-কি ব্যাপার এই জালপরী মিলি টা কে শুনি ?

নোমান ভাই কিছু না বোঝার ভান করে বলল

-তুমি কার কথা বলছো ?

-ন্যাকা সাজবা না ! তুমি একটা স্টাটাস দিতে দেরি নাই আর মেয়ে লাইক কমান্ট দিয়ে ভাসিয়ে ফেলে ! এই দেখো কি লিখেছ !

কাচুমুচু ভাবে নোমান ভাই ভাবির মোবাইলের দিকে এগিয়ে গেল !

একটু আগে দেওয়া স্টাটাসেই মেয়েটি কমান্ট করেছ !

"নোমার তুমি কেন এমন করলে ? আমার স্বপ্নে এভাবে ভেঙ্গে দিলে ?"

কামন্টে দেখা যাচ্ছে আবার ১৪টা লাইকও পরেছে ! বেটা বদমাইশ নিপুন দেখি আবার কমান্ট করেছে "মিলি আফা আপনের টেনশন নাই ! নোমান ভাই গেছে তো কি হইছে আমি তার রুমমেইট ছিলাম । আমরা তো আছি" !

ভাবি বলল

-কি কথা বলছো না কেন ?

-আমি কি বলবো বল ! কত মানুষই তো কামন্ট দেয় ! সবারটা কি দেখতে পারি বল !

-এই মেয়ের সাথে কোন দিন চ্যাটিং কর নাই তো ?

-না না ! ছি ছি ! কি বল এই সব ! চ্যাটিং কেন করবো ?

-খুব যে সাধু সাজতেছো ! তাই না ? মোবাইল দাও !

-কেন ?

-আজ থেকে ফেসবুক ব্যবহার বন্ধ ! তোমার মডেম কাল সকালে আমার কাছে জমা দিবা ! বুঝছো ?

নোমান ভাই বিমর্ষ কন্ঠে বলল

-বুঝেছি !

-গুড বয় ! এখন আমার পাশে এসে বস তো ! আমার আমাকে একটা কবিতা শোনাও ! আজ থেকে তোমার সব কবিতা হবে আমার জন্য ! বুঝেছো ?

-হুম ! বুঝেছি !







নাজিম-উদ-দৌলা

চারিদিকে নিঃছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে । বাসর ঘরটি তৈরি হয়েছে টাইটেনিয়াম ধাতু দিয়ে । চার কোন বিশ বাই বিশ ফুট মাপে ! পুরো ঘরটি সম্পূর্ন ভাবে ওয়াটার প্রুফ এবং সাউন্ডপ্রুফ ! ঘরের চার দিকে চার জন গার্ড অটোমেটিক অস্ত্র নিয়ে পাহারায় আছে ! সব রকম আক্রমন ঠেকাতে তারা প্রস্তত !



এমন সময় রিমোট কন্ট্রলের সুউচ টিপ দিল নাজিম ! দরজা খুলে গেল নিঃশব্দে ! নাজিম ঘরে ঢুকে পড়লো ! সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল !

ঘরে ঢুকেই নাজিম চারিদিকে একটু চোখ বুলিয়ে নিল ! সব কিছু ঠিক আছে কি না বুঝার চেষ্টা ! দরজার ডান পাশের কোনার দিকে সেট করা অটোমেটিক সেন্সসরের দিকে তাকিয়ে নিল চট করে ! সেখানে সবুজ বাতি জ্বলছে ! তার নতুন বউয়ের শরীরের তাপমাত্রা এবং তার নিজের শরীরের তাপমাত্রা সেন্সসরে সেট করা আছে ! যদি তার বউ ব্যাতীত অন্য কেউ ঘরে ঢোকার চেষ্টা করতো কিংবা কোন আষ্টম মাত্রার বোবট তার বউয়ের ছদ্ববেশ নেওয়ার চেষ্টা করতো তাহলে সেন্সসরে লাল বাতি জ্বলে উঠতো !



নাজিম আস্তে আস্তে যান্ত্রিক পালঙ্কটার দিকে এগিয়ে যায় ! আধুনিক যুগের সব সুযোগ সুবিধা রয়েছে পালঙ্কটাতে !

নাজিম আস্তে করে খাটের উপর বসে ! সঙ্গে সঙ্গে এক মধুর সংগীত বেজে উঠে ! নাজিম একটা সুইচ টিপ মারে ! ছাদ থেকে একটা যান্ত্রিক হাত চলে আছে । নব বিবাহিত স্ত্রীর শাড়ির ঘোমটার সাথে আলতো করে লেগে যায় । উঠে যেতে থাকে বউয়ের ঘোমটা ! নাজিম অপেক্ষা করতে থাকে তার বউয়ের চেহারা দেখার জন্য !!







অন্যমনস্ক শরৎ

পুরো বাসর ঘরটা লাল গোলাপ দিয়ে সাজানো ! রুমের চার দিকে চারটা ৫০ ওয়াটের এনার্জি সেভিং লাইট জ্বলতেছে । পুরা ঘরে একেবারে দিনের আলোর মত ফকফকা আলো জ্বলতেছে !

ভাবি বসে আছে লাল গোলাপের বিছানায় ঠিক মাঝখানে ।

ঠিক এমন সময় শরৎ ভাইয়ের প্রবেশ ঘরের ভিতর । গায়ে পাঞ্জাবী কাধে তার চিরো পরিচিত ব্যাগ খানা !

শরৎ ভাই খাটের উপর ব্যাগ খানা খুলে রাখলেন !

ভাবি বুঝতে পারছেন এখনই শরৎ ভাই তার ঘোমটা খালি তুলে ধরবে !

এই আস্তে আস্তে শরৎ ভাই ভাবির ঘোমটা খানি তুলে ধরলেন ! ভাবি লজ্জা পাচ্ছে ! ঠিক মত তাকাতে পারছে না ! ভাবি মনে করছে এখই শরৎ ভাই কিছু বলবে ! ভাবী অপেক্ষায় আছেন !

তখই ভাবী শরৎ ভাইয়ের গলার আওয়াজ শুনতে পেলেন !

-এই একটু বাঁ দিকে মাথাটা ঘোরাও তো ! আর চোখটা একটু খোল ! ঐ যে সামনে যে নীল রংয়ের শোপিচ আছে না ঐ দিকে তাকাও !

ভাবী তো অবাক ! কি শুনবেন ভেবেছিলেন আর কি শুনছেন ?

শরৎ ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন তিনি ক্যামরা নিয়ে প্রস্তুত !

-কই তাকাও !

ভাবি তাকালেন !

শরৎ ভেইয়ের ক্যামারা কথা বলে উঠল ! ভাবি মনে করলো এই বুঝি ছবি তোলা শেষ !

-হুম ! এই তাকাও ডান দিকে ! ঠিক ফুল দানিটার দিকে ! এই তো ! .....ঠিক আছে !...... ভেরি গুড !

আরও কয়েকটা ছবি উঠলো !

ভাবির এবার মনে হল হয়তো আর ছবি উঠবে না !

-আরে নড় না তো ! একটু হাতটা তোল তো !

-এই ! এবার মাথাটা একটু উপরে উঠাও ! হয়েছে ! ......এই তো !

-এই বার ঘোমটা আরেকটু উপরে তুল ! হুম ! ....গুড !



এভাবে চলতে থাকলো ছবি তোলা ! কিছুক্ষন পরে ভাবি আর থাকতে না পেরে বলল

-তুমি কি কেবল ছবিই তুলবে ? আজকের রাতে কেউ ছবি তোলে ?

-আরে তুমি এইটা কি বলছো ! একজন প্রফেশনাল ফটোসাংবাদিক হওয়ার সুবাধে এইটা আমার প্রথম এবং নৈতিক দায়িত্ব হল জীবনে সব থেকে অবিস্মরনীয় মুহুর্ত গুলো ফ্রেমে বন্দী করা ! আমি তো এই দায়িত্ব থেকে পিছু হটতে পারি না ! ঠিক আছে আবার শুরু করা যাক !

-রাখো তো নৈতিক দায়িত্ব !

ভাবির রাগ করে উঠর বারান্দার দিকে গমন !







কাল্পনিক ভালবাসা

কাভা ভাই দুরু দুরু বুক নিয়ে ঘরে প্রবেশ করলো ! আজকে অন্যতম একটা বিশেষ দিন । সারা জীবন মনে রাখার মত একটা দিন !



কাভা ভাই একটু চিন্তিত সাথে একটু উত্তেজিতও ! প্রথমবারের মত বিয়ে করে প্রথমবারের মত বাসর ঘরে ঢুকছেন !



আলো আধারীর খেলা চলছে পুরো ঘরে ! তার মাঝখানে ভাবী বসে আছে সাজানো খাটটার মাঝ খানে !

আস্তে আস্তে এগিয়ে চললেন কাভা ভাই ! বুকের মাঝে এখনও সেই উত্তেজনাটা কাজ করছে !

কি বলবেন ......

কি বলবেন না এইস সব !



কাভা ভাই খাটের কাছে এসে দাড়ালেন ! এখন কি বলবেন ভাবছেন !

উনি তো সব সময় ভদ্র মানুষ ! হঠাৎ বললেন

-ইয়ে ! বসবো ?

ভাবী মুখ তুলে তাকালেন । তারপর বললেন

-তুমি কি চাকরীর ইন্টারভিউ দিতে এসেছো যে বসার আগে অনুমুতি চাইছো ?

কাভা ভাই বসতে বসতে বলল

-তুমি কিন্তু একটা চমৎকার পয়েন্ট বলেছ ! আমি তোমার সাথে সম্পূর্ন এক মত প্রকাশ করছি ! এই রকম একটা দিনে আমার বক্তব্য হওয়া উচিৎ ছিল আরো যুক্তিযুক্ত এবং অর্থপূর্ন ! আসলেই আমার এই রকম একটা বক্তব্য কিছুতেই গ্রহন যোগ্য না ! আমার তোমার সাথে সম্পূর্ন সহমত প্রকাশ করতেছি !

ভাবি কিছুক্ষন তাকিয়ে রইলেন কাভা ভাইয়ের দিকে !

কাভা ভাই আবার বলল

-আসলে আমাদের মনে এই রাতটাকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া উচিৎ ! সেই সাথে একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিৎ যেটা আমার এবং তোমার পরবর্তী জীবনের উপর একটি সুস্পষ্ট প্রভাব ফেলবে ! আমাদের মনে হয় এখন থেকেই আগামী দিনের জন্য একটি যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহন করা উচিৎ সেই সাথে আমরা যাতেই সেই সিদ্ধান্তটা ভালভাবে এবং ভালবাসার সাথে পূরন করতে পারি, আমাদের দুজনকেই সেই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে !

কাভা ভাইয়ের কথা শুনে ভাবীর মাথা ঘুরতে লাগলো !

কাভা ভাই আবার বলল

-আর শুনো আর তোমার সাথে আরেকটা অতি গুরুত্বপূর্ন বিষয় এখনই আলোচনা করে ফেলতে চাই ! আমার মনে হয় কথা বলাট জন্য এমন রাতের থেকে আর কোন সুন্দর এবংন উপযোগী রাত পাওয়া যাবে না ! তুমি .....। আরে এই এই কি হল ........ কি হল তোমার ?

ভাবি মাথা ঘুরে খাটের উপর পরে গেল !











বিঃদ্রঃ বেশ কিছুদিন আগে আলিম আল রাজি একটা পোষ্ট দিয়েছিল ! ঠিক এই শিরোনামেই ! অবশ্য অনেক দিন আগে ! যাদের কে নিয়ে লিখেছিলেন কেবল হাসান ভাই ছাড়া আর কেউকেই এখন ব্লগে দেখা যায় না ! তাই মনে হল এখনকার কয়েকজন কে নিয়ে এইরকম একটা পোষ্ট দেওয়া যাক ! দেখা যাক কেমন হয় !

আরেকটা কথা । এইটা একটা একান্তই ফান পোষ্ট ! আশা করি ফান হিসাবেই নিবেন ! তাহলে বড় খুশি হব !

আরো কয়েক পর্ব লেখার ইচ্ছা আছে এই পর্বে কেবল অবিবাহিত ব্লগার নিয়ে লিখলাম সামনের বার দেখা যাক বিবাহিতদের নিয়ে লেখা যায় নাকি !!

মন্তব্য ১৭০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: রোমান্টিক ভাললাগা
শুভেচ্ছা +

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু !!

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

শায়মা বলেছেন: ভাগ্যিস কোনো আপু ব্লগার নিয়ে ভাবো নাই ভাইয়া!!!!!!!!!!!

ভাইয়া তুমি লক্ষী!!!!!!!!!!!!!!!!!!!!:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: কি যে কও আপু ! আপুদের নিয়ে লেখার উপায় আছে ! তবে লেখার একটা ইচ্ছা যদি আগে আপুদের অনুমুতি নিতে হবে ! :):)

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

পথহারা নাবিক বলেছেন: আমিতো ভাবছি বেইমান আমি বন্ধু বান্ধব নিয়া ঢুকব!! নামের একটা বেপার আছে না!!ঃপ

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: এই সব কি কন ??? :-* :-* :-*

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: ভাইয়া হাসতে হাসতে শেষ আধাটা পড়েই!!!!!!!!!!!! :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহা !!

:):):)

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পুরাই মাইন্ড লইছি আমার নাম না দেখে ;) ;) ;) ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: কুনো ব্যাপার না ! সামনে আরও পুষ্ট আইবে ....... B-) B-)

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

লজিক মানুষ বলেছেন: চরম হয়েছে.....। +++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):):)

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, বেঈমান আমি গান গাবে,

পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়.....

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: এই গান পাইলেন কুঠায় ?

লিংক দেন দেখি ! তবে কথা কিন্তু খারাপ কন নাই ! ভাই কিন্তু এমন গান গাইতেও পারে !

পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়.....

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

শায়মা বলেছেন: আর শুনো আর তোমার সাথে আরেকটা অতি গুরুত্বপূর্ন বিষয় এখনই আলোচনা করে ফেলতে চাই ! আমার মনে হয় কথা বলাট জন্য এমন রাতের থেকে আর কোন সুন্দর এবংন উপযোগী রাত পাওয়া যাবে না ! তুমি .....। আরে এই এই কি হল ........ কি হল তোমার ?
ভাবি মাথা ঘুরে খাটের উপর পরে গেল !




সাথে সাথে কাভা বাবার আগের পক্ষের মৃতা স্ত্রী এর মেয়ে শায়মানোভা নাতালিয়া বাতালিয়া দৌড়ে এলো জল আর পাখা হাতে..... হায় হায় বাবা নতুন মা তো মাথা ঘুরে পড়ে গেলো!!! অক্কা টক্কা পেলো নাকি!!!!!!! শিঘ্রী শিঘ্রী ক্যাডবেরি আনো, টবলারন আনো......

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !
মামুন ভাইয়ের পোষ্টার সাথে এই পোষ্টের চরম একটা মিল পাইলা তো আপু !!

একদম ঠিক ঠিক হইছে !
=p~ =p~ =p~

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

কানের নিচে তবলা বাজামু বলেছেন: বিয়াফুক গো+এষণা’র জন্য +++++++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: ইহা গো এষণা নহে । ইহা ব্লগেষণা !!

আপনেরে থেঙ্কু !! :):)

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

দিবা স্বপ্ন বলেছেন: বেসম্ভব ফানি পোস্ট। পড়ে ব্যাপক বিনুদন পাইলাম। লন ভাই প্লাস লন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ ফান পোষ্ট পড়ার জন্য !

:):):)

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

ড. জেকিল বলেছেন: ভাল হইছে।

বাসর রাতের অভিজ্ঞতা নাই তো, তাই কিছু কইতে পারতেছিনা :!>

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: ভাইরে এই দুঃখ আমারও আছে ! এই অভিজ্ঞতা আমারও নাই !
কবে হইবো কইতে পারি না !! :(

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: আরো অনেক কিছু লিখতে ইচ্ছা করছে কিন্তু যদি আবার কোনো পাগলা ষাড় ছুটে আসে তাই ভয়ে চুপ আছি ভাইয়া।:(


:P

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: কোন পাগলা ছুটে আসবে ? কুনো সমস্যা নাই !

তুমি কইয়া ফালাও ! আমি আছি না !! :)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক ! নোমান ভাই আর জাদিদ ভাইয়ের টা সিরাম হইছে !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: আমি জাদীদ ভাইয়েরটা লিখতে গিয়া নিজেও মজা পাইছি !! :):)

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

টেস্টিং সল্ট বলেছেন: কি অপু মেয়ে ব্লগার দের কি চোখে পড়ে না??

টিঙ্কুর লেজ কাইট্টা তোমার নাম দিয়া দিমু কিন্তু X(( X(( X(( X((

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: লিখুম তো কিন্তু আপুদের নিয়ে লিখতে একটু সমস্যায় পরতে হইতে পারে !
যাক যদি অনুমুতি পাওয়া যায় তাহলে তো লিখাই যাবে !
নু টেনশন !! :):):)

আর টিংকুর লেজ কাটলে কিন্তু তার মা আপনেরে খাইয়া ফেলবো !!

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

শায়মা বলেছেন: অনুমতি দেওয়া হইলো না। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: এইডা কোন কথা !!

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

বৃতি বলেছেন: মজার পোস্ট B-) B-) নাজিমেরটা পড়ে বেশি হাসি পাইসে ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: হেহেহেহে !! :):)

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
আমি বাসর রাতে সাপ-লুডু খেলিব ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: কি টাইপের সাপ লুডু ? জাতি জানিতে চায় ...... ;)

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল লাগায় দিমু !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: আমি ক্যাচাল ভুই পাই :(:(

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: সবগুলা মজার হৈছে ;) তয় নাজিমের টা স্পেশাল! পুরা সাইফাই বাসর রাত B-) B-)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: নাজিম তো স্পেশালই ! তাই তার টা তো স্পেশালই হইবোই !! ;) ;)

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: জটিল হয়েছে ভাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):)

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মামুন রশিদ বলেছেন: কাল্পনিক ভস্কাভস্কি আব্বাভস্কি বাসর রাত শেষ না হতেই মনের দুঃখে জঙ্গলবাসী হইছিল । এর পর থেকেই তার নাম কাল্পনিক গাব্বার সিং :P =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: কাল্পনিক গাব্বার সিং =p~ =p~ =p~ =p~ =p~

ভাইরে তো জব্বর লাগতাছে !!

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: ব্যাপক মজা পাইলাম। =p~ =p~ মিয়া রাতের ভাত খাইয়া আসলাম পড়তে। এহন হাসতে হাসতে আমার ভাত তো হজুম হয়ে যাচ্ছে!! এই গেল গেল!! হজমই হয়ে গেল। মিয়া কাজটা ভাল করেন নাই! এখন যদি আবার ক্ষিধা পায়, তবে কিন্তু.........কইলাম না। X( X(

পুস্টু মুজু হইছু!! !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: খাইছে ? কি কন ! আগে শুনছি হাজমোলা খাইয়া হজম হয় ! এখন দেখি আমার পোষ্ট পইড়াও হজম হয় !
=p~ =p~ =p~ =p~

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

বেঈমান আমি. বলেছেন: আরে দুর বাসর রাতে এত সাজগোজ কানের দুল হাতের ছুড়ি পড়ে সে বসে আছে।ভালো লাগে বলো?তাই তোমার কথা দিয়া শুরু করছি। ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: হুম ! একটা ভাল কথা বলছেন ! তবে আমি শিওর যে আপনের বাসর রাইতে এমন কিছু অবশ্যই হবে !

দেইখ্যান ! আমার কথা ঠিক হইবো !! ;)

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহােহেহেহেহহ হাসতে হাসতে হাসতে পুরাই উল্টায়ইয়া চেয়ার থেকে খাটে...খাট থেকে...ফ্লোরে গড়ায়া পড়লাম।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: যাক আপনাকে নিয়েই ভয় ছিল ! আপনে কিছু মনে করেন নাই দেইখা ভালা লাহলো !

আসলে কালকে আপনার কথা বলার স্টাইলটা আমি দেখছিলাম ! আর আপনার ফটো তোলাটা কাজে লাগিয়েছি !!

যাক এখন আবার উইঠা পড়েন !!

অনেক ধন্যবাদ মডুভাই !! :):)

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

বটবৃক্ষ~ বলেছেন: প্রথমটাই বেস্ট হইসে!! হিহিহিহিহ!! !

ঢিসুম ঢিসুম!! ;) ;) ;)
বেঈমান ভাঈয়াআআআআআআ!!!!!!!!! :#) :#) B-) B-) B-) B-) :P :P


শায়মা বলেছেন: আরো অনেক কিছু লিখতে ইচ্ছা করছে কিন্তু যদি আবার কোনো পাগলা ষাড় ছুটে আসে তাই ভয়ে চুপ আছি ভাইয়া।

আপি তোমার ভয় নাই, আমরা আছি!! চিন্তা নাই!!
আপি তুমি এগিয়ে যাও! আমরা আছি তোমার পিছে!!
:) :) :)

তোমার আব্বাভস্কিও আছেন!! হাহহাহা!! =p~ =p~ =p~

ফানপোস্টে ব্যাপক বিনোদন ! আজকে খালি হাস্তেই আছি!! সন্ধ্যা থেকে পরিবেশ ভাইয়ের ভিডিও দেখে হাস্তেসি আর আম্মু বলে কিরে একলা একলা হাসিশ ক্যান!! :|| :|| :-& :-0

আমি কইঃ কিসুনা মা!!! এমনি!! B-))
=p~ =p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: আইছো তুমি এতোক্ষন পরে ?
আমি ভাবতেছিলাম আমার নিজেরও একটা বাসর রাইতের কথা লিখমু ! সাথে থাকবো টিংকু ! পরে ভাবলাম না থাক ! পরে আলাদা কইরা লিখমু সেইটা !!

ঠিক আছে না ! ;)

আর শায়মা আপু তুমি এগিয়ে চল আমরা আছি তোমার সাথে !! :):)

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মহিদুল বেস্ট বলেছেন: ভাই... চুনোপুটিদের নিয়াও লেইখেন কিন্তু

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: আসলে সবার লেখার ভিতর একটা নিজেস্ব স্টাইল থাকে ! সেই জন্য পরিচিত যাদের লেখার ধরনটা ধরতে পেরেছি সেরকম করে লিখেছি !!
তবে আরো কয়েকটা পর্ব লেখার ইচ্ছা আছে !!

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রার্থনা করি , আমাদের হলেও হতে পারে ভাবিগণ যেনও এই পোস্ট না পড়ে ! =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: কেন কেন ? এমন প্রার্থনা কেন ??

জাতি এই রহস্য জানতে চায় ! ;)

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

গৃহ বন্দিনী বলেছেন: নাজিম উট দৌলা ভাইয়ের টা বেশি মজার হইসে ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):)

নাজিম তো পুরা হিট ! তারটা তো মজা রহইবেই !! :)

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:

এই কি খবর তোমার ? তোমার ব্রো কেমন আছে ?



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: হেই ব্রো কেমন আছেন ?
অনেক দিন দেখা নাই ;);)

৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাসতে হাসতে মরে গেলে বিবাহ হবে ক্যামনে!! :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: কি সর্বনাশের কথা !!

একটু পরেই তো পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে খুনের দায়ে !

এখন আমি কি করি !! ;););)

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

বটবৃক্ষ~ বলেছেন: =p~ =p~ =p~
নাজিম ভাঈয়ের টা পড়ে বেশি হাসছি!! :#) :#) B-) B-) B-)

আর হ্যা নিজেরটা আলাদা স্পেশালি লিখতে হবে!! (আহ্লাদি হওয়ার ইমো হবে!! ) :>

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: এইটা তো জানোই !!

আমাদেরটা আলাদা ভাবে লিখতে হবে ! :):):)

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

সায়েম মুন বলেছেন: ব্যাফক গবেষণামূলক পোস্ট। হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। কিছুক্ষণ আগে ভাত খেয়েছি। দিলেন তো হজম করে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

অপু তানভীর বলেছেন: কি গো ভাই আপনি কন একইকথা ! এবার থেকে খাদ্য হজম করার জন্য দেখি মানুষ কেবল আমার পোষ্ট করবে !

:D :D :D

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
বেঈমান ভাইয়েরটা আর শরৎ দারটা পড়ে বেশি মজা পাইছি :#) :#) :#)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: হে হে হে !!

আর বাকি গুলো !! :)

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:






সবগুলাই পারফেক্ট মনে হইছে ক্লাসিক বাসর রাত। আচ্ছা ধারনা করেন দেখি আমার বাসর রাত কেমন হইছিলো ? :D :D

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

অপু তানভীর বলেছেন: আমি তো সেই অপেক্ষাতেই আছি !
সামনের বার আপনে আছেন তালিকায় ! কিছু ইনফরমেশন জানায়েন তাইলে সুবিধা হইবো !! :):)

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: জটিল হইছে ভাই...... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: থেঙ্কু ভাই ! :):):)

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহ! মাইরা লা!!! আম্রে মাইরালা!!!
আমরা না হয় বাক্যবানে পর্যদুস্ত করিয়া বিড়াল মারিব, কিন্তু বাছা তোমার কপালে তো আর বিলাই মারন নাই!!! :P :P =p~ =p~ =p~ B-) টিংকু মরিয়া গেলে তোমার কি হইবে!!!


@ শায়মানোভাস্কি জন্মের আগেই যদি বার মাম্মিভস্কি মইরা যায়, কেমনে কি হইব।। :P :P

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: টিংকু !!

না না ! টিংকু মরিলে কি আর উপায় আছে ! মানুষ কয় বাসর রাইতে বিড়াল মারিতে হয় আমার বেলায় হইবে বাসর রাইতে বিলাই বাঁচাইতে হইবে না, না হলে আমি শহীদ হইয়া যাইবো !! ;)

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

হুমায়ুন তোরাব বলেছেন: amar ki biye shadi hoybo na opu vai ?
ami soto bole amar sathe emon korben ??

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: সবার বিয়া হইবে ! কুনো টেনশন নিও না ! সবুর কর !! ;)

৩৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

তামিম ইবনে আমান বলেছেন: মজা পাইলাম। বেশি পাইছি বেঈমান ভাইর টা পড়ে।
আরো মজা হত যদি লিখতেন, "কি খবর ব্রো, কেমন আছো ;) "

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

অপু তানভীর বলেছেন: আমিও প্রথম ভাবতাছিলাম এই লাইনটা কিভাবে লিখবো !
কিন্তু নতুন বউরে কেমনে "কি খবর ব্রো" কইবো কন ? তাই আর কইতে পারলাম না !! ;););)

৪০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

এক্সপেরিয়া বলেছেন: কাভা ভাই আর শরত দা এর টা ফাটাফাটি হৈসে!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!

:):):):)

৪১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: হাহাহাহাহাহা

মজার , মজার, অনেক মজার হইসে ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! থেঙ্কু !! :):):)

৪২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

ইউর হাইনেস বলেছেন: আরে ধুর মিয়া চিন্তায় ফ্যালায়া দিলেন। কী যে কইত্তাম আর এখন কী যে কমু তাহা এখন বেঠাহর।।।। B-) :D B-)) :!> :|| :|

এক্কে সেইরাম হইছে।।

শুভেচ্ছা রইলো অফুরন্ত।।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

অপু তানভীর বলেছেন: এখন থেকেই চিন্তা ভাবনা শুরু কইরা দেন মিয়া ! কি কইবেন আর কি কইবেন এখন থেকেই ঠিক কইরা নেওয়া ভাল । :D :D

আপনাকেও অনেক ধন্যবাদ !! :)

৪৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

সোজা কথা বলেছেন: হাহাহা।ব্যাপক বিনুদিত হলুম ভাই।সাংঘাতিক দায়িত্বপরায়ণ শরত্‍ দা আর কাভা ভাইয়ের টা খুব বেশি মজা দিয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহা !
আমি মাত্র তাদের কমেন্ট আর কথা বলার ধরনটা খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র !! :D :D

৪৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

প্রিন্স হেক্টর বলেছেন: /:)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

অপু তানভীর বলেছেন: হেক্টু মিয়া কি হইলো ? এমন কর ক্যা ? :-& :-&

৪৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

ভার্চুয়াল ফাইটার বলেছেন: ব্যপক লুল পোস্ট !
তবে বিবরন একটু সর্ট হলে মনে হয় আরও কয়েকজনের যায়গা হতো ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

অপু তানভীর বলেছেন: কোন সমস্যা নাই ফাইটার সাব ! এই পোষ্টের আরো পর্ব বের হবে !! :):)

৪৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

আশিকুর রহমান অমিত বলেছেন: :D :D

রাজির পোষ্ট টা অসাম হয়েছিল ভাই। আশা করি এটাও জোশ হবে। আরো কিছু ব্লগারের কাহিনী পড়ার অপেক্ষায় :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

অপু তানভীর বলেছেন: রাজি ভাইয়ের পোষ্ট তো আসলেই জোস ! সেই কথা তো আর বলার অপেক্ষা রাখে না !

:):)

৪৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

আশিকুর রহমান অমিত বলেছেন: :D :D

রাজির পোষ্ট টা অসাম হয়েছিল ভাই। আশা করি এটাও জোশ হবে। আরো কিছু ব্লগারের কাহিনী পড়ার অপেক্ষায় :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

অপু তানভীর বলেছেন: :):):)

৪৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১

চটপট ক বলেছেন: কাভা ভাই আর নাজিম ভাইয়ের টা বেশি ভাল্লাগসে:)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

৪৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

মাগুর বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহ! মাইরা লা!!! আম্রে মাইরালা!!!
আমরা না হয় বাক্যবানে পর্যদুস্ত করিয়া বিড়াল মারিব, কিন্তু বাছা তোমার কপালে তো আর বিলাই মারন নাই!!! =p~ =p~ =p~ =p~

পুস্ট এবং কমেন্ট সকল পড়িয়া বিয়াফুক মজাক পাইলাম! B-))
+++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫১

অপু তানভীর বলেছেন: চিন্তা নিয়েন না মাগুর ভাই ! সামনের পর্বে আপনার বাসর রাইতের তথ্য ফাঁস হইবে !

;););)

৫০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩০

রাতুল_শাহ বলেছেন: বেঈমান আমি ভাই এর টা অস্থির হইছে।

হা হা হা হা......................

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

অপু তানভীর বলেছেন: বেঈমান আমি ভাই তো মানুষটাই অস্থির ! তারটা তো অস্তির হইবেই !! :)

৫১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

ইঞ্জিিনয়ার আলী আযম বলেছেন: উঠে যাচ্ছে পঁচিশ পয়সা ও চার আনার প্রচলন

স্টাফ রিপোর্টার : : বর্তমান বাজারে এক টাকায় একটি চকলেট পাওয়া যায় । এক টাকার কয়েন বাজারে অভাব নেই । একটি আট আনার দুই আধুলি অথবা চার আনার পচিশ পয়সার দুইটি সিকি একসাথে এক টাকা । এই মুদ্রা গুলির সংযোগে একটি সিকি হারিয়ে গেলে বার আনায় বিক্রেতা চকলেট নাও দিতে পারে । একটি চার আনা দিয়ে বাজারে কোন জিনিস মেলে না । ভিক্ষুকরাও চার আনার ভিক্ষা নিতে নারাজ । অনেকে প্রশ্ন করে বলেন , চার আনার প্রচলন কি উঠে গেলো ? জানা যায় , আজ থেকে আশি নব্বই বছর আগে এদেশে পোয়া পয়সা , আধা পয়সার প্রচলন ছিল । পোয়া ও আধা পয়সার প্রচলন উঠে গেছে । সে যুগে পোয়া পয়সার সওদা মিলতো । মুদ্রার মূল্যায়ন হ্রাসের কারণে ধীরে ধীরে পোয়া ও আধা পয়সার প্রচলন উঠে যায় । পোয়া ও আধা পয়সা তামা দিয়ে তৈরি হতো । এখনও অনেক প্রবীণ ব্যক্তি জীবিত আছেন যারা পোয়া ও আধা পয়সার দিয়ে জিনিস কিনেছেন । সেই পোয়া ও আধা পয়সা এখন প্রতœ সম্পদে পরিণত হয়েছে । ব্রিটিশ আমলে পোয়া ও আধা পয়সার প্রচলন হয় । ব্রিটিশ কর্তৃপক্ষ এদেশে যখন সরকারী মুদ্রা প্রচলন করে সে সময় পোয়া , আধা ও এক পয়সা চালু করা হয় । সে সাথে এক পয়সা , দু’ পয়সা , এক আনা , দু’ আনা , সিকি , আধুলি এবং এক টাকা মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলন করা হয়েছিল । ব্রিটিশ রাজত্বের শেষ দিকে পোয়া ও আধা পয়সার প্রচলন উঠে যেতে থাকে । পাতিস্তানী শাসন আমলে এক পয়সার প্রচলন ছিল । তামার এক পয়সার মাঝে গোলাকার ছিদ্র ছিল । ষাটের দশকে দশমিক মুদ্রা চালু করা হয় । এক, দু, পাঁচ, দশ, পঁচিশ পয়সার ধাতব মুদ্রা চালু করা হয় । সাথে সাথে আগের এক পয়সা দু’ পয়সা, এক আনা দু’আনা, সিকি আধুলি ধীরে ধীরে বাজার থেকে উঠিয়ে দেয়া হয় । ৭১- এর স্বাধীনতার পরও এক ও দু’ পয়সার প্রচলন ছিল । পরে আর এক বা দু’পয়সার কোন সওদা মিলতো না । বাংলাদেশ ব্যাংক বাজার থেকে এগুলো উঠিয়ে নেয় । পাঁচ ও দশ পয়সার মুদ্রা তৎপরবর্তীতে উঠিয়ে নেয়া হলেও সরকারীভাবে চালু থেকে এখন প্রয়োগে অনুপযোগী । এখনও চার আনা বা পঁচিশ পয়সা ও আট আনা বা আধুলি ধাতব মুদ্রা চালু রয়েছে ঠিকই কিন্তু কমে যাচ্ছে প্রয়োগ ।দেশের

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

অপু তানভীর বলেছেন: ইঞ্জিিনয়ার আলী আযম সাহেব, কার ছেলে কার কোলে দিলেন ? কোথাকার মন্তব্য কোথায় দিলেন ? :-& :-&

৫২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

আকিব আরিয়ান বলেছেন: নোমান ভাইরটা অস্থির হইছে, হাসতে হাসতে শ্যাষ :D নাজিম ভাইয়েরটা পারফেক্ট, উনি এমনই করব :P

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

অপু তানভীর বলেছেন: নাজিম এই রকমই কিছু একটা করবে এটা আমার বিশ্বাস ! হেহেহেহে !!

৫৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: জাদীদ আর নাজিমের টা অনেক মজার হইছে

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

অপু তানভীর বলেছেন: ইমে মানে সামনে আপুদের বাসর রাতের রহস্য নিয়ে এমটা পোষ্ট করার ইচ্ছে আছে । আপনার অনুমুতি প্রার্থী ! :D :D

৫৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: শরৎ দা ভাবীর সাথে মডুগিরি করবেন না ?

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: ভাবী মডু গিরি করিবে শরৎ ভাইয়ের সাথে । সেই কথা কি আর এখানে বলা যায় ! ;) ;)

৫৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

ডট কম ০০৯ বলেছেন: পইড়া খুব মজা পাইলাম। হাহহাহহা

ধন্যবাদ অপু তানভীর ভাই।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: হেহেহেহেহে !!

আপনাকেও ধন্যবাদ !! :)

৫৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

তাসজিদ বলেছেন: সবারটাই আছে। ভাল কথা। অপুর টা কোথায়?তাই আমিই
অপুর বাসর রাতের বিবরণ: ১৮+ নহে

দুরু দুরু বুকে বাসর ঘরে প্রবেশ করিল বিশিষ্ট লাভার বয় অপু মিয়া। এই রাত্রি নিয়া তাহার কত ভাবনা, কতই না যাতনা।

(বেচারার বড়ই আশা ছিল প্রেম করিয়া বিবাহ করিবে। কিন্তু তাহা আর হইল কই। নিশি গেল, টিয়া পাখি গেল। তাই শহরের নারীকুলের প্রতি বিরক্ত হইয়া গ্রামের সরল সহজ অবলা এক নারীকেই পথ চলার সঙ্গি হিসেবে বাছিয়া নিলো। কিন্তু গ্রাম সম্পর্কে তাহার পর্যাপ্ত ধারণা নাই। তাহা বুঝিল,কিন্তু ততক্ষণে যা হইবার তাহা হইয়া গেছে। )

কিন্তু একি। তার বওয়ের ঘোমটা ফেলা। চোখ দুইটি জ্বল জ্বল করিতেছে। রাগে নাগিনীর মত ফুস ফুস করিতেসে। সর্প যেভাবে ব্যাং ধরে সেইভাবে তাহার বও তাহার কলার চাপিয়া ধরিল।

বল, টিয়া পাখি কেডা, নিশি কেডা, জলদি ক, না কইলে মাইরালামু। এইভাবে আরও গোটা দশেক প্রেমিকা/ গার্ল-ফ্রেন্ড এর নাম বলিয়া ফেলিল। অপু মিয়া বুঝিতে পারিল যে এই মাইয়া ব্লগ/ ফেসবুক সম্পর্কে খুব ভাল করিয়াই জানে।
তবু ভান করিয়া বলিল, ইয়ে মানে তুমি কি বলিতেছ, তাহা আমি বুঝিতে অক্ষম।


তাহার বও রাগে আরও ক্রোধান্বিত হইয়া গেল। প্রচণ্ড এক ধাক্কায় তাহাকে বেড হইতে ফালিয়া দিল। অপু মিয়ার দৃঢ় বিশ্বাস হইল যে এই মাইয়া WWF রেস্লিং করিত।

একান্ত অনুগত বাধ্য প্রজার মত কান ধরিয়া অপু কহিল ঃ দেখ যা করিয়াছি, ভুল করিয়াছি। আর করিবনা। ব্লগের নামে কসম কাটিলাম।

একবার তাহার বও একটু নরম হইল।

আরও লুলামি করবিঃ অপুঃ না
আমার একান্ত অনুগত থাকবিঃ হা
আমার সেবায় নিজেকে উৎসর্গ করবিঃ হা
সংসাররে যাবতীয় কাজ করবিঃ হা হা হা।
প্রমাণ দে।



কি প্রমাণ চান আপনি?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমার পদযুগল কিঞ্চিত ব্যথা করিতেছে.........

অপু মিয়া তাহার ডিউটি পালন করিতে থাকিল।



Just kidding. মাইন্ড কইরেন না B-) B-) B-) B-) B-)


২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
কোন চিন্তা নহে !!

আমার বাসর রাত নিয়ে আগে একটা পোষ্ট দিয়েছি সামনে আলাদা ভাবে আরও একটা পোষ্ট দিবো !

:)

৫৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

সাদমান সাদিক বলেছেন: হাহহা =p~ =p~ ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

অপু তানভীর বলেছেন: :) :) ;)

৫৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আমি ইহতিব বলেছেন: আপনার কল্পনা শক্তির প্রশংসা না করে পারছিনা।

সকাল সকাল অনেক হাসলাম। :) :) :)

নাজিম, শরৎ ভাই আর জাদীদ ভাইয়েরটা বেশী জোস হয়েছে।

+++

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):):)

আমার কাছে তো বেঈমান আমি ভাই ই সেরা !! ;)

৫৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

শুঁটকি মাছ বলেছেন: হাইস্যা শ্যাষ!!!!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: :) :) :) =p~

৬০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: B-) B-) B-) B-)


অনেক মজা পেলাম
নোমান ভাইয়েরটা খুব ভালো লাগলো :D

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !! :):):):)

৬১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

চিরতার রস বলেছেন: ভাবতেছি অপু তানভীরের বাসর ঘরের কাহিনী কি হপে ? B-)) B-)) B-)) অপু নির্ঘাত বাসর রাইতে বিলাই মারতে পারবোনা। :#) :#) কারণ টিংকুর গায়ে হাত দিলে বাসর ঘরে আগুন লাইগা যাইবো =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: এইটা নিয়া আমি নিজেও ব হুত চিন্তিত ! না জানি কি হয় !
আমি বিলাই কেমনে মারুম ?
আমার বিলাই মারা কর্মসূচি বাদ দিয়া বিলাই বাঁচান কর্মসূচি গ্রহন করতে হবে যদি আমি সুখে শান্তিতে বসবাস করতে চাই আরকি :D :D

৬২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

জেমস বন্ড বলেছেন: নাজিম ভাইয়ে কি বেহুলার লক্ষ্মীন্দর নাকি যে বাসর ঘরে এত সিকিউরিটি :-0 :-0 :-0

বেঈমান আমির বিয়ে :P , হচ্ছে তাহলে ? অহ এইটা ত গল্প তাই না :D

নোমান ভাইয়ের বিয়ের দিন পৃথিবীর সবচেয়ে খুশি মানুষটির নাম হবে "নিপুণ" , খুশীতে মিলাদ ও দিতারে :P

কা.ভা. ভাইয়ের বিয়ে কোন এক বধির এর সাথে করা উচিত , লম্বা বক্তিতা শুনে যে অজ্ঞান হবে না


( এই তো :P )

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: নাজিম তো বেহুলার লক্ষ্মীন্দর আধুনিক ভার্শন ! তাই তো এতো সিকিউরিটি !!
আর আপনে কি বুঝাইতে চাইলেন ? গল্প এবং বাস্তব দুই জায়গাতেই এমন হবে কোন চিন্তা করিবেন না !

কাভা ভাইয়ের বিয়ে হবে সামনের বছরে দেখা যাক কি হয় ! আমরা অপেক্ষায় থাকলাম !! :):)

সামনের পর্বের কোন একটাতে আপনেও কিন্তু আছেন । তাই কেমন বাসর রাইত চান এখনই জানান । সেই হিসাবে লেখা হবে ! :)

৬৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

তওসীফ সাদাত বলেছেন:



:P :P :P :P :P :P :P :P :P :P


সিরাম হৈচে !!

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: থেঙ্কু ! :):)

৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: মজা পাইলাম অনেক =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপনেরে !!

৬৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

এম মশিউর বলেছেন: চারিদিকে এতো মজা কেনো? কি হয়েচে? B:-)

ও বুঝেছি, বিয়ের কথা! :-B
আমি তো ভাবছিলাম... =p~ =p~ =p~




২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: আপনে কি ভাবছিলেন কন দেখি ??
আমি ও জাতি জানতে চায় !

৬৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: চরম হইসে অপু ভাইয়া =p~ =p~ =p~ =p~ =p~
স্পেশালি নাজিম ভাইয়ার আর কা_ভা ভাইয়ারটা পড়ে তো হা হা প গে =p~

আর চিরতার রস ভাইয়ার কমেন্ট পইড়া হাসার ভাষাও হারিয়ে ফেললাম :P B-)

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: চিরতার রসের কমেন্ট পইড়া আমি নিজেও খানিকটা চিন্তিত ! না জানি সামনে কি হবে !
একটা সমাধান দরকার !! :D :D

৬৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: হাহাহা.. তানভীর ভাই একদম ফাটিয়ে দিলেন :) অনেক অনেক ভালো লাগা আপনার পোস্টের জন্য ;) :#) :#)

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: তানভীর ভাই আপনাকেও ধন্যবাদ !! :):):)

৬৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

বেঈমান আমি. বলেছেন: তিন দিন আগে তোমার আপু বাসর ঘর নিয়া একটা পত্র দিছিল।ইচ্ছা করছিল শেয়ার করি বাট পারমিশন দেয়নাই :(

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: এইটা কোন কথা হইলো ! এই পত্র থেকে জাতিকে কিছুতেই বঞ্চিত করা উচিৎ নয় !

আবারও পারমিশনের জন্য আপিল করেন !

৬৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

বেঈমান আমি. বলেছেন: টপ সিক্রেট কে ওপেন সিক্রেট করার দায়ে আমাকে শাস্তি পেতে হবে তাহলে। ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

অপু তানভীর বলেছেন: তা না হয় একটু পাইলেনই !! ;)

৭০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

হান্টার১ বলেছেন: চরম মজা পাইলাম, তাসজিদ এবং চিরতার রস ভাই কে ও ধন্যবাদ অপু ভাই এর ফিউচার দেখানুর জন্য :) :) :) :D :D :D :D =p~ =p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: না না না ! আমার ফিউচার এমুন কিছুতেই হবে না !
কইয়া দিলাম !!

B-) B-) B-)

৭১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: =p~ =p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

আমি সাজিদ বলেছেন: হে হে

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: হিহিহি !

৭৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

নোমান নমি বলেছেন: বেঈমান ভাই বাসর ঘরে ঢুকার পর দেখবে ভাবী উনার কাছে আস্তেছে না, কাহিনী কি?
পরে ভাবী বলবে "তুমি মাল্টি থেকে না, নিজের নিকে আস" :D

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: এইটা একটা জোস কথা কইছেন !
আসলে বেঈমান ভাইয়ের বাসর রাতে কি কি যে হবে এইটা কিছুতেই নিশ্চিত ভাবে বলা যাবে না !

=p~ =p~ =p~

৭৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

ফালতু বালক বলেছেন: B-) B-) B-)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: :D :D :D B-) B-)

৭৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

বেঈমান আমি. বলেছেন: ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩ ০
নোমান নমি বলেছেন: বেঈমান ভাই বাসর ঘরে ঢুকার পর দেখবে ভাবী উনার কাছে আস্তেছে না, কাহিনী কি?
পরে ভাবী বলবে "তুমি মাল্টি থেকে না, নিজের নিকে আস" :D
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬ ০
লেখক বলেছেন: এইটা একটা জোস কথা কইছেন !
আসলে বেঈমান ভাইয়ের বাসর রাতে কি কি যে হবে এইটা কিছুতেই নিশ্চিত ভাবে বলা যাবে না !


;) B-)) :P :P :P :P :P :P আমি মেইন নিকেই বাসর ঘরে যাবো B-)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২

অপু তানভীর বলেছেন: ঠিক তো ??

দেইখেন কিন্তু !! ;);)

৭৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

নৈঋত বলেছেন: ভাগ্যভালো আপুরা নাই :-P

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩

অপু তানভীর বলেছেন: আপুদের টাও আসিবে !
অপেক্ষা করেন ! :)

৭৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মিউজিক রাসেল বলেছেন: নোমান নমি ভাইয়ের টা তো পুরাই লুল পার্টির মত অবস্থা সব মিলিয়ে ভাল লাগল......... B-)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: :):):):):)

৭৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

অশ্রু কারিগড় বলেছেন: বেঈমান আমি ভাইয়ের পর্বটা জটিল ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):)

৭৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

তন্ময় ফেরদৌস বলেছেন: জোস

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

অপু তানভীর বলেছেন: আরে সর্বনাশ !! তন্ময় ভাই যে ! :) :) :)

৮০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন:

কাভা ভাইয়েরটা বেস্ট হইছে! ;)
বেঈমান আমি ভাই কি মাইর দিল না বৌয়ের হাতে মাইর খাইল নাকি ঘরের মধ্যে টিভিতে বাংলা সিনেমা চালু হইল বুঝলাম না! :P
নোমান ভাই শেষটা আগেই আন্দাজ করতে পারছিলাম! :P

ভাগ্য ভাল আমারটা ঘোমটা খুলার যায়গায় থামাইছ! অবশ্য ঘোমটা খুলার কাজটার পর বাকি সময় আর কোন অটোমেটেড প্রসেস চলবে না, কিছু কিছু সময় ম্যানুয়ালি কাজ করাই ভাল! /:)

তাসজিদ ভাইরে ধইন্না অপুরটা লেখার জন্য! অসাম! :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: হেহেহে ! আরও কিছু লিখবো ভাবছিলাম ! ভাবছিলাম ঘোমটা খুলেই তোমার বউ অটোমেটিক পিস্তল নিয়ে হাজির হবে তোমার সামনে তারপরে তোমার সাথে একটা ফাইট লেগে যাবে কিন্তু পরে ভাবলাম না থাক ! বেচারারে শান্তিমত একটু বিয়াডা করতে দেই !!

:D :D :D

আর আমার বাসর রাইতের কথা নিয়া আলাদা পোষ্ট আসবে !!

৮১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

rakibmbstu বলেছেন: ভাই আগে পরে যে যেভাবেই প্রবেশ করুক ঘোমটা নামানোর পর তো সবই এক...........

......রে পাগলা........

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: ঘোমটা নামানোর পরে কি হবে সেটা এখানে আলোচনা করা যাইবে না ! :P :P

৮২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

সংগ্রামী মন বলেছেন: Na comment kora jaba na ,tahola najani tanvir vai ar aro khoroc bara jaba

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: কমেন্ট করলে khoroc কেন bara jaba ??

বুঝলাম না ! একটু যদি বলতেন বুঝিয়ে ? :D :D

৮৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

সংগ্রামী মন বলেছেন: bolllam je tanvir vai ar cost bera jaba,karon aro natun natun basor gor korta hoba to tai ;) ;) ;) ;) ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

অপু তানভীর বলেছেন: ;);););););)

৮৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১

এক্স রে বলেছেন: সবার টাই দারুন। নোমান ভাইয়ের টা বেশি ভালো লেগেছে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১০

অপু তানভীর বলেছেন: :D :D :D

৮৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৯

মুনেম আহমেদ বলেছেন: সিরাম মজা পাইছি। :D

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

অপু তানভীর বলেছেন: মজা পাইছেন তো ? এখন ২০ টেকা ফিলেক্সি পাঠান ;););)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.