নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ ধুম থ্রি

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪



আমাদের দেশের মানুষ বাংলা সিনেমা দেখতে চায় না ! অন্যকে বলতেছি কেন আমি নিজেও ভাল ভাল গুলো ছাড়া খুব একটা দেখি না ! সবার একটাই অভিযোগ হল বাংলা সিনেমায় কোন কাহিনী নাই । প্রথমটা দেখলে শেষটা বলে দেওয়া যায় !

আসলে দুনিয়ার মোটামুটি সব সিনেমার কাহিনীই একই রকম ! প্রথম ভিলেন নায়কের বাবা কে মেরে ফেলে তারপর নায়ক বড় হয়ে সেই ভিলেন কে মেরে ফেলে ! সব সিনেমাই এই ভিত্তি করে তৈরি হয় !

আর দুষ খালি বাংলা সিনেমার, তাই না ?



তো সবার কাঙ্খিত সেই বিখ্যাত ছবি ধুম থ্রিও মোটামুটি একই কাহিনী !

ছবির শুরুতে নায়ক মানে আমির খানের বাপ মারা যায় ! বড় হয়ে আমির খান সেইটার প্রতিশোধ নেয় !



আরেকটু ভাল করে বললে বলতে হয় আমিরের বাবা ব্যাংক থেকে লোন নিয়ে একটা সার্কাস চালাইতো কিন্তু সার্কাস খুব ভাল চলতে ছিল না ব্যাংক লোন পরিশোধ করতে পারে নাই ! তাই ব্যাংক সার্কাসের সব কিছু নিয়ে নিছে ! এই দুঃখে আমির বাবা বন্দুকের গুলি করছে নিজের মাথায় !

দুষ কার ?

ব্যাংকের !

এখন আমির বড় হইয়া এর প্রতিশোধ নিবে !

কি করবে ?

ওয়েস্টার্ন ব্যাংক অব সিকাগো ধ্বংশ করিবে !

এই হল কাহিনীর সারমর্ম ! আর কিছু নাই !





যাক এবার আরো কিছু কথা বলা যাক ! ছবির শুরুর দিকে দেখা যায় এক লোক রাস্তার পাশে বইসা ভিক্ষা করতাছে ! কেউ তারে ভিক্ষা দেয় না ! হঠাৎই দেখা যায় তার পাত্রে একটা ১০০ ডলারের নোট !

কে দিলো ?

ফকির অবাক সাথে আমিও !

হায় হায় এ যুগে ১০০ ডলার আবার কে দিল ফকির কে ?

আরেকটু পরে দেখা গেল আসলে একটা নোট না আরও অনেক নোট বাতাসে উড়তাছে ! কোন এমুন চোর আছে যে টাকা চুরি করে কিন্তু সেই টাকা না নিয়া উড়ায়া দেয় ?

আছে ! ইন্ডিয়ান পার্ফেকশনিষ্ট মিষ্টার আমির খান !

টেকাটুকা বাতাসে উড়তাছে ! মানুষজন টেকা কুড়াইতে ! আর তখনই আমির খান কে দেখা গেল বিল্ডিং বাইয়া দৌড়ায়ে নামতেছে !

না না ! ভুল বুঝবেন না ! সিড়ি দিয়ে না ! তিনি নামতেছেন দেয়াল দিয়ে দৌড়ায়ে !

রাস্তায় নাইমায় সে দৌড় দিল একটা ভ্যানের ভিতর ! আমি ভাবলাম বেটা বেকুব নাকি ? দৌড়ায় কেউ ভ্যানের ভিতর যায় নাকি ?

কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভ্যান ভাইঙ্গা মোটরসাইকেল নিয়ে বের হইল ! আরে মোটরসাইকেই যদি চড়বি তা সেইটা ভ্যানের ভিতর রাখার কি দরকার ? রাস্তার উপর রাখলেই তো ভাল হইতো ! তাড়াতাড়ি পালাইতে পারতি !

যাই হোক নায়ক পালায়া গেল !





লেডি অফিসার ভিক্টরিয়া হাজির ! চোর ব্যাংকের ভল্টের গায়ে হিন্দিতে কিছু লিখেছে তাই আর কারো কাছে না যাইয়া ডাক পড়লো মুম্বাইয়ের পুলিশ জ্যায়ের !

আচ্ছা বুঝলাম চোর হিন্দিতে কিছু লিখছে তাই বলে দুনিয়ার তামাম অফিসার থাকতে হিন্দি জানাওয়ালা পুলিশ কেন লাগবে ? আম্রিকার পুলিশ কি হিন্দি চোর ধরতে পারে না ?



তো হিন্দি জানাওয়ালা পুলিশ চলে এল ! সাথে হাজির হল জোকার আলী ! পুলিশ ব্যাংকের মালিককে বলল এবার কেবল একবার চোর চুরি করতে আসুক ! তার খবর আছে !

টিভিতে ইন্টারভিউও দিল যে এবার চোরের খবর আছে !



আবার চোর সেই ইন্টারভিউ দেখে পুলিশের সাথে গিয়ে দেখা করলো ! বলল সে চোর কে চিনে ! সে চোর কে ধরতে স্যাহায্য করতে পারবে !



চোর চুরি করতে এল !

এবং চুরি করে চলেও গেল !

ইন্ডিয়ান পুলিশ কিছুই করতে পারলো না । তবে হ্যা ! একটা গুলি লাগালো চোরের গায়ে !



পুলিশ তো বিরাট বুদ্ধিমান ! সে বুঝে গেল আসলে সাহায্য করতে আসা সেই লোকই চোর ! সোজা চলে গেল তার সার্কাসে !

ও হ্যা বলতে ভুলে গেছি নায়ক তার বাপের মত সার্কাস দেখায় !



পুলিশ তো জানে চোরের গায়ে গুলি লেগেছে ! সুতরাং জামা খুললেই চোর ধরা খাবে !

আমির খান জামা খুলল ! কিন্তু গুলির কোন চিহ্ন নাই ! পুলিশ অবাক সাথে আমিও ! কেবল হাত দিয়ে না স্ক্যানার দিয়েও খুজেও কোন গুলির চিহ্ন পাওয়া গেল না !



রহস্য একটু পরেই ধরা পরলো ! আসলে আমরা যে চোর কে একজন মনে করছিলাম এই চোর একজন না ! দুই জন ! জমজ ভাই ! দুইজন আমীর খান !

একজন সাহেল খান আরেকজন সামার খান !

সাহেল একটু বেশি বুদ্ধিমান আর সামার একটু বোকাসোকা ! কিন্তু এই রহস্য আর কেউ জানে না ! দুনিয়ার চোখে তারা একই জন !



এই হল কাহিনী ! একবারের শেষের দিকে যখন দুই আমীর এক সাথে পুলিশের কাছ থেকে ভাগতেছে তখন আলিয়া এসে হাজির !



ও ! এর ভিতর আবার আলিয়া আইলো কোথা থেকে ?

আসলে এই মুভিতে আলিয়া মানে ক্যাটরিনার কোন দরকার ছিল বলে আমার মনে হয় নাই ! আলিয়া কে দেখা যায় কেবল তিনটা গানের সময় ! আর সামারের সাথে একবার একটু ডেট এ যায় আর একটা চুম খায় !

ব্যাস ! এই হল আলিয়ার ভুমিকা !



তো যাক ! শেষের দিকে ভিনেল যেমন নায়িকা ঢাল হিসাবে ব্যবহার করে এখানেই সেই রকম একটু চেষ্টা আরকি ! নায়ক পালাইতাছে পুলিশ আলিয়া নিয়ে নিয়ে হাজির !

আলিয়া চিৎকার করে বলল

সামাআআআআরররররর !! সব কিছু ঠিক হয়ে যাবে !

সামার কনফিউজ ! নায়িকার চোখে পানি ! কেমনে পালায়া যায় !

আসলে এই জন্য নায়ক গুলা ধরা খায় ! যাক শেষ টুকু আর নাই বললাম !



এই হল প্রতীক্ষিত সেই ধুম থ্রি !





তবে পুরা মুভির ভিতরে নতুনত্ব ছিল আমীরের বাইক খানা ! এই বাইক একই সাথে মাটি এবং পানিতে চলতে সক্ষম ! শেষের দিকে আমি তো ভাবছিলাম বাইকটা উড়তেও পারবে ! যদিও একটু উড়ালও দিছিল !

আর নতুন কিছু পেলাম না !

গান গুলো মোটামুটি ভাল ছিল !





আমি ঠিক বুঝলাম না এই ছবি নাকি প্রথম দিনে ৩৬ কুটি রুপি আয় করেছে । এই কাহিনী নিয়ে একদিনে ৩৬ কুটি ?

যেমনি চেন্নাই এক্সপ্রেসের বেলাও ঠিক বুঝতে পারি নাই !





২০১৩ সালে সব মুভি গুলো দেখে এমুন হতাশ কেন হইতাছি !!





প্রিন্ট খুব বেশি ভাল না তবে দেখা যাবে । ডাউনলোড লিংক

মন্তব্য ৬২ টি রেটিং +০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

জেমস বন্ড বলেছেন: অ্যাঁ ধুরো :-B :-B :-B

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: আসলেই ধুরো .......

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মুভি রিভিউঃ ধুম থ্রী ভালই লাগল। ছবিটা অনলাইনে দেখলাম পুরে কেমন যেন আমারও ভাল লাগে নাই।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: আমারও খুব একটা ভাল লাগে নাই !
কেন লাগে নাই কে জানে !!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

শায়মা বলেছেন: হায় হায় এইটা তো ওয়েস্টার্ন হিরো না ভাইয়া। :P

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: হেহেহেহেহেহে !! :P :P :P

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

বটবৃক্ষ~ বলেছেন: আমাদের জলিল রে নিয়া তাইলে এতো তামাশা করার কি আছে !!! /:) /:)




আর এই সব ফাউল হিন্দি মুভি যে কেমনে শহ্য করো!! উফফফফ!!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: আসলেই !
আমাদের জলীলভাই ই ভাল !!

তুমি কেনু রাগ কর !! :):)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধুম থ্রী এখানে Click This Link

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: আমার প্রিন্টাও এইরকম !! :):)

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: ভাই, ফাঁকা কলসি বাজে বেশী!! নিজের ঢোল নিজেই পিটাতে হয়, অন্যে পিটালে ফাইট্টা যায়!! এইডা হইল মূল কথা। আমির খান নিজের মুভির পাবলিসিটি এমন করে, মানুষ খইব না কেন, খাইতেই হবে!! ওই ব্যাডা, মিডিয়াতে এত কথা কয়, মানুষ জোর করেই মনে হয় ওর মুভি দেহে!
আমি এখন, আর হিন্দি মুভি তেমন দেহি না। খালি গান, মারামারি আর নাচ!! :P
কুনু কাহিনী নাই। X( X( এর চেয়ে ইংলিশ মুভিই ভাল।


আপনেরে নিয়ে,আমার একটা ব্যক্তিগত অভিযোগ। আপনি খালি পোস্ট দিয়ে যান, মাগার অন্যদের পোস্টে যান না। ব্যাপারটা আমার কাছে ভাল লাগে নাইক্কা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: আসলেই এরা এমন ভাবে পাব্লিসিটি করে মানুষ এমনিতেই খায় !
তবে এই বছরে যে কয়টা মুভি দেখেছি একটারও কাহিনী নাই যেটা দেখে মনে রাখার মত ! একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছা হইবে !!

আপনার অভিযোগ কিছুটা সত্য ! আবার কিছুটা সত্য না ! আমি পোষ্ট পড়ি কিন্তু মন্তব্য করি কম !
আসলে আমি মনিটরে কোন লেখা আমি খুব বেশি মনযোগ দিয়ে পড়তে পারি না । তাই আমি বেশির ভাগ পোষ্ট পড়ি প্রিন্ট করে ! এখন এই কারনেই মন্তব্য করা হয় খুব একটা !

আশা করি বুঝবেন !! :)

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

কি-বোর্ড বলেছেন: ধুম থ্রী না মামা ধুম থ্রি হইব। বানানটা একটু দেইখ্খা লন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: তাই নাকি ? আমি তো জানি "থ্রী"ই হবে !
যাই হোক আপনার কথার উপর ভরশা করে ঠিক করে দিলাম ! সব দায় দায়িত্ব কিন্তু আপনার !!

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ব্যাপক স্পয়লার পোস্টে /:)

তবে এটা যে ফাস্ট ফিউরিয়াস, ইটালিয়ান জব, ওশেন ইলিভেন এসব থেকে আইডিয়া নিয়ে একটা হেস্ট ম্যুভি বানানোর চেষ্টা করেছে তা আগেই বুঝেছি। এখনতো দেখছি দ্য ইল্যুশনিষ্ট, দ্য প্রেস্টিজ থেকেও মেরে কেটে দিয়েছে।

১ম যে সিনের কথা বললেন ওটাও পরিচিত আবার সাহায্য করতে আসা লোকই অপরাধী এটাও কোন একটা ম্যুভিতে দেখেছি। আমি নাম মনে করতে পারছিনা। এই ম্যুভি তো দেখছি মহাচোরা কাহীনির সিনেমা।

ধুর!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: আপনার প্রথম অভিযোগ সত্য ! তবে আপনার কমেন্টের উত্তর দেওয়া আগে আমি যথা সম্ভব সবগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি !
:):):)

আপনার কথা টা ঠিক ! আমারও ঠিক এই কথাটাই মনে হয়েছে ! কোন একটা মুভি যখন দেখি তখন যদি মনেই হয় যে এইটা আগে কোথাও দেখেছি তাইলে কেমন লাগে !!

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

মোঃ শিলন রেজা বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত না হতে পারার জন্য দূঃখিত। বর্তমানে বাংলা সিনেমার অনেক উন্নোি হয়েছে বলে মনে করি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: বাংলা সিনেমার মান অনেক উন্নতি হয়েছে এটা সত্য ! আমি আপনার সাথে একমত !!

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

সানড্যান্স বলেছেন: ধুয়ে দিলেন পুরাই!!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: :):):)

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

এস বাসার বলেছেন: কৃষ ৩, চেন্নাই এক্স.... সব গুলানই আমার কাছে ভিডিও গেমের মতো খেলনা খেলনা লাগে :-/ যদিও কোনটাই পুরাটা দেখি নাই। অল্প একটু দেখেই বন্ধ লাগাইছি।

ধুম ৩ তেমনি হবে, অন্তত আপনার রিভিউ পড়ে তাই মনে হলো :P

আসলে যারা একটু হলিউডি মুভি দেখে , তাদের কাছে হিন্দি ছবিগুলান হজম করা বেশ কঠিন।

রিভিউ ভালা হইছে, বিশেষ করে পোস্টের শেষের ২/৩ প্যারা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

অপু তানভীর বলেছেন: আসলে যারা একটু হলিউডি মুভি দেখে , তাদের কাছে হিন্দি ছবিগুলান হজম করা বেশ কঠিন।

কথাটা সত্য !!

আর শেষ দুই প্যারার কথা গুলো ........ ;);)

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: এইটা নিয়ে এত হৈচৈ /:)
আমি অবশ্য ধুম কোনটাই দেখিনি

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

অপু তানভীর বলেছেন: ধুমের দুই নাম্বারটা ভাল লাগছিল !! ঐটা দেখতে পারেন !

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

দূষ্ট বালক বলেছেন: রিভিও টা পড়ে বইটা দেখতে মন চাইতাছে, দিালম ডাউনলোডে লাগাইয়া

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: দেন ডাউনলোড !
কেমুন লাগে কইয়েন ! :)

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

চিরতার রস বলেছেন: রিভিউটা দারুণ হৈছে। আপাতত ডাউনলোডাইতে মন চাইতেছেনা। ফালতু মুভি দেইখা নেট খরচা কইরা লাভনাই।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: আরো ভাল প্রিন্ট আসুক ! তারপর দেইখেন !! :):)

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: It is SPELLBINDING !! Yes .. just out of DHOOM 3 !! Still searching for the right words to describe it," Amitabh Bachchan tweeted.

ধূম-3 নতুন রেকর্ড গড়েছে।কৃশ-3এবং চেন্নাইএক্সপ্রেসএর অপেনিং ডে রেকর্ড ভেঙ্গে ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: তাই তো দেখা যাচ্ছে !!

কেমনে ভাঙ্গলো কে জানে ? :-& :-&

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

পথহারা নাবিক বলেছেন: টরেন্ট এ ডাউনলোড দিছি কিন্তু স্পীড পাইতেছে না!! :| :|

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: টরেন্টে বেশি এমবির মুভি নামায়া লাভ নাই ! এখন সব প্রিন্ট একই রকম হবে ! উপরে একটা লিংক দিছি দেখেন কাম হয় নাকি ! নামানোর আগে প্রিন্ট টা দেখেন নিয়েন !!

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

রাজীব বলেছেন: চোর ব্যাংকের ভল্টের গায়ে হিন্দিতে কিছু লিখেছে তাই আর কারো কাছে না যাইয়া ডাক পড়লো মুম্বাইয়ের পুলিশ জ্যায়ের !

নামটা মনে হয় জয় হবে। বানান ঠিক করে দিন।
এই নাম লিখতে ভুল করলে আপনি বাংলার নগরিকত্ব হারাবেন। X(( X((

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: আসলে বাংলায় জয় এর হিন্দি উচ্চারন জ্যায় ! তাই এই বানান লিখলাম আর কি !! :D :D :D

আর আপনি একটা ভাল কথা কইছেন ! এই বানান ভুল করলে আমার গ্রেফতার হওয়ার সমুহ সম্ভাবনা আছে !! ;) ;)

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: প্রথম আলোর নিউজে কমেন্ট সেকশনে পাঠকদের মন্তব্য দেখে হাসতে হাসতে প্যা খু গে! এরা কি আসলে হলিউডি ম্যুভি দেখেনা? আজব ব্যাপার, ধুম থ্রির ট্রেলার দেখলেইতো বোঝা যায় এটা কাট-কপি-পেস্ট।

আমি ভালো প্রিন্ট আসলে ম্যুভিটা একবার দেখবো, কোন কোন সিনেমার কপি করলো দেখার জন্য। কোন রিভিউ যদি পেয়ে যাই ইন্টারনেট ম্যুভি ডেটাবেজে বা কমেন্ট থ্রেড যেটায় কোন ম্যুভিগুলো থেকে চুরি করেছে তা বিস্তারিত থাকবে তাহলে আর দেখবোনা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহা !!

আরে কেবল চুরি ধরার জন্য কেন দেখবেন ?
বেচারা আমীর খান কতদিন পরেএকটা মুভি বানালো ! তাও দেখবেন না ? ;) ;) ;)

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

HHH বলেছেন: জীবনে যতগুলা ছ্যাচড়া জাত দেখলাম তার মধ্যে ভারতীয় রা সর্বোচ্চ। আইডিয়া
চুরি করে ছিনেমা বানায় যে ছ্যাচড়াদের লজ্জা লাগে না? আবার আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করে। লুজারের বাচ্চারা

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: :D :D :D =p~ =p~ =p~

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
:-< :-< :-<

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: কি হইলো ? ঘুমাও ক্যা ?

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমীর খানের অভিনয় দেখতে হলে "তারে জামিন পার" দরকার হলে আরেকবার দেখবো, প্রয়োজনে "আন্দাজ আপনা আপনা" আবার দেখবো। সে আসলেই পারফেকশনিস্ট।

সে তার রোল প্লে যে চমৎকার করেছে তা নিয়ে কোন সন্দেহ নেই :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: আমার কাছে অবশ্য থ্রি ইডিয়েটসও বেশ ভাল লাগছে ! আর তার রোল প্লে নিয়ে কোন সন্দেহ নাই ! এটা সত্য কথা !!

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হুদাই আমির খানের নামে চলছে আর আইটেম গানের জন্য ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: আইটেম গান খানা চমৎকার ছিল B-) B-) B-)

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

তাসজিদ বলেছেন: তারপরও দেখবো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

অপু তানভীর বলেছেন: দেখবাই তো মিয়া :P :P :P

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

প্রিন্স হেক্টর বলেছেন: ফালতু মুভি। কাহিনী ভালো না। তবে ইন্ডিয়ায় ছবি হিট হইতে কাহিনীর কোন ভুমিকা লাগে না। খেয়াল করে দেখবেন ন্যাশনাল এ্যাওয়ার্ড, আইফা সহ ম্যাক্সিমাম এ্যাওয়ার্ডে সমালোচকের ভোটে যেই মুভি সেরা নির্বাচিত হয়, সেগুলো বেশিরভাগই ব্যাবসায়িক ভাবে ফ্লপ।

দেখি নাই। দেখার ইচ্ছাও নাই। ব্লুরে এইচডি কোয়ালিটির পাইলে দেখা যাবে। তবে মুভি রিভিউ ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬

অপু তানভীর বলেছেন: কথা সত্য ! ইন্ডিয়ায় ছবি হিট হইতে কাহিনীর কোন ভুমিকা লাগে না।
ছবির নামের সামনে আমির খানের ট্যাগ লাগানো আছে । ছবি হিট করার জন্য এটাই যথেষ্ঠ !!

আমিও দেখমু আরেকবার যখন ভালা প্রিন্ট পামু !!

:):)

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

আকিব আরিয়ান বলেছেন: ধুর মিয়া আপনে পুরাই এইটার বলাত্‍কার কইরা দিছেন, গল্পকে গল্পের আকারে দেখলে, মনোযোগ দিয়ে উপভোগ করলে এমন লাগত না :(
ধুম আমার ফেবারিট সিরিজ, আমি দেখব এবং জানি আমার কাছে এটা ভালোও লাগবে :D

তবে কৃষ ৩ ও চেন্নাইর মতো ফালতুর চে একটু হলেও ভালো হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

অপু তানভীর বলেছেন: জি না জনাব ! আপনার ধারনা ঠিক না !
মুভি দেখার বিষয়ে আমার বাছবিছা না ! আমি যা পাই তাই দেখি এবং মনযোগ দিয়া দেখি !

যেটা ফালতু লাগছে সেইটারে তো খারাপ বলবোই ! আপনি আগে মুভি টা দেখেন তারপর এসে বইলেন যে আমার কোন কথাটা এখানে বেঠিক হইছে !

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

সজল_হাসান বলেছেন: ধুম ৩ না রেখে চোর ৩ নামটা রাখলে ভালো হতো । =p~ ইন্ডিয়াতে বাজে মুভি ভালো ব্যবসা করে । /:) ইন্ডিয়ান ক্রিটিকরা পয়সা খেয়ে রেটিং দেয়! X( ইন্ডিয়ান মানুষ মুভি দেখতে যায় রেকর্ড গড়ার অঙ্গীকার নিয়ে । :P "আমির খান ক্রিস্টোফার নোলানের মুভি থেকে নকল করে" বলতে গেলে অন্ধভক্তরা আন্দোলন শুরু করে দেয়! X( তারা নিজের পিতা মাতার থেকে বেশি আমির খান কে শ্রদ্ধা করে। X((

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
কথা অবশ্য সত্য বলেছেন !!

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

ডট কম ০০৯ বলেছেন: সব ত বলেই দিলেন আর কষ্ট করে দেখুম না। হাহাহহাহহা

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

অপু তানভীর বলেছেন: দেখা আর না দেখা সমান কথা !! :)

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

অশ্রু কারিগড় বলেছেন: আগেই সন্দেহ হইছিল যে কৃশ ৩ এর মত হইব, ঘটনা তাইলে হাছা ? :!> :|| :#>

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

অপু তানভীর বলেছেন: ঘটনা অনেক খানি হাছা ;) ;)

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

নিরপেক্ষ মানুষ বলেছেন: আসলে ইন্ডিয়ার মানুষ অখাদ্য একটু বেশিই খায়তো তাই মুভিটা এত্ত হিট হইছে।অনেক দিন আগেই ইন্ডিয়ান মুভি দেখা ছাইড়া দিছি।ইন্ডিয়ান মুভির ভক্ত আমার এক কাজিনের মোবাইলে এটার ট্রেইলার দেখেই তারে কইছিলাম এটা ফাস্ট এন্ড ফিউরিয়াস এর নকল

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

অপু তানভীর বলেছেন: না ঠিক ঐ মুভিটার নকল না !
তবে পুরো মুভি দেখার ভিতর কোন কাহিনী আমি খুজে পেলাম না !

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ক্যাটরিনারে দেহার লাইগা খালি ডাউনলোড দিলাম... আপনার রিভিউ পইড়া আর মুভি কষ্ট কইরা দেখুম না। B-))

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: দেখো !
পুরো মুভির ভিতর ক্যাটরিনার গান গুলোই ভালা ছিল !

আচ্ছা তোমার ফেসবুক আইডির কি হইছে ?
হ্যাক হইছে নাকি ?

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
এইসব প্রিন্ট এ মুভি দেখে মজা নষ্ট করতে চায় নাহ ! এনিওয়ে আমিরের সব মুভিই কমবেশি ভাল লাগছে এইটাও লাগার কথা :|

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

অপু তানভীর বলেছেন: আমার প্রিন্ট খুব একটা গুরুত্বপূর্ন মনে হয় না ! এর আগে আমীর খানে থ্রি ইডিয়েটস দেখেছিল ! আমার মনে আছে প্রথম প্রিন্ট টা ছিল যাচ্ছেতাই ! কিন্তু মুভিটার উপর সেটার কোন প্রভাব ফেলে নাই !
মুল সমস্যা হল এই মুভিতে মনে রাখার মত কোন কাহিনী আমি খুজে পাইনি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.