নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ভিডিও ব্লগঃ মন ছুয়ে যাওয়া শর্টফ্লিম গুলো !!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭



একটা আনন্দের গল্প পড়লে আমাদের মনে আনন্দের অনুভুতি সৃষ্টি হয় আবার কষ্টের গল্প পড়লে কষ্ট লাগে গল্পের চরিত্রটির জন্য ! কবিতার ক্ষেত্রেও ঠিক তেমনি ! তবে আমার কাছে মনে হয় একটা গল্প পড়ে আমি যত খানি মজা যাবো যদি গল্পটা চোখের সামনে দেখতে পাই তাহলে অনুভুতির পরিমান হবে হবে আরো বেশি ! আমার কাছে মনে হয় একটা গল্প থেকে একটা মুভি মানুষের অনুভুতিকে স্পর্ষ করতে পারে আরো ভালভাবে !

মুভির ভিতর হতে পারে দীর্ঘ সময় ধরে চলা আবার অল্প সময় ধরে চলা কোন মুভি ! সময়টা আমার কাছে কোন ব্যআপার না । মনে হয় কোন একটা মুভি দেখে যদি নিজের মনের ভিতর কোন অনুভুতিই সৃষ্টি না হল তাহলে সেটা আবার কিসের মুভি !

কদিন ধরেই কিছু শর্টফ্লিম দেখছি ইউটিউবে ! বলতে গেলে রাতের পর রাত যখন ঘুম আসে না তখন এই মুভি গুলো দেখেছি ! আমার কাছে ভাল লেগেছে বেশ ! আপনাদের কেমন লাগবে কে জানে ?



প্রথম মুভিটা সমর্পন ! এই মুভিটা দেখলে আপনার চোখ সিক্ত হতে বাধ্য !





The coincidence





sign





The most beautiful thing





The anti social network





Definitely Maybe





Invention of love





A love story





Two + two = five





Paradox





Vacuity





Identity





An ordinary day





Inbox





Sniffer





Plastic





Proximity





The girl





The coffee won’t stain





Memories





Bus 44













আপাতত এই মুভিগুলো দেখেন ! খারাপ লাগবে না আশা করি ! আর কারো যদি ভাল শর্টফ্লিমের দেখা থাকে প্লিজ লিংকটা দিয়ে যাবেন ! আমি নিজেও দেখতে আগ্রহী !



মন্তব্য ৭৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

মুহামমদ মিনহাজ বলেছেন: ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: ;)

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

মুর্দা ফকির বলেছেন: অনেক ধইন্নবাদ, আপাতত প্রিয়তে পরে দেখব.....

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ !!

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রথম দুটো দেখেই ভালো লেগে গেলো । প্রিয়তে নিলাম , আস্তে আস্তে সব দেখবো !

শুভেচ্ছা, ভালো থাকবেন । :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আস্তে আস্তে দেখেন । আমিও দেশতে শুরু করি আরো কয়েকটা !!

ভাল থাকবেন !

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট! প্রিয়তে নিলাম।

যে শর্টফিল্ম গুলো দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি আগেই দেখেছি। বর্তমানে যে ব্লগিং ধারা প্রচলিত আছে তার পরবর্তী ধাপ বা লক্ষ্য হতে পারে এই ভিডিও ব্লগিং। সৃজনশীল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র থেকে শুরু করে সিটিজেন জার্নালিজম, সুবক্তা এবং পাবলিক কনসার্ন তৈরীসহ ইত্যাদি ক্ষেত্রে নিঃসন্দেহে এটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালক করবে।

এই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশের ধীর গতির ইন্টারনেট স্পীড ব্যাপারটি। এই ক্ষেত্রে সরকারী সঠিক নীতিমালার অভাবে আমরা দেশের আইএসপিগুলোর একধরনের সিন্ডিকেটবাজীর শিকার হয়ে প্রয়োজনের চাইতে বহুগুন অতিরিক্ত পয়সা দিয়েও কাংখিত স্পীড পাই না।

যাই হোক, অনেকদিন পর একটা চমৎকার পোষ্ট পেয়ে আনন্দ লাগছে। আশা করি সামুর সার্ভার আমাদের আবার মন খারাপ করিয়ে দিবে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: আমাদের দেশের নেটের যে অবস্থা তাতে শর্টফ্লিম গুলো দেখতে কত সময় লাগবে কে জানে । আমি শর্টফ্লিম গুলো দেখছি একদম গভীর রাতের বেলা । তখন একটু শান্তিমত দেখা যায় !

আর যতদিন না স্বল্প মূল্যে নেটের স্পীড বাড়ছে ততদিন সিটিজেন জার্নালিজম, সুবক্তা এবং পাবলিক কনসার্ন তৈরীসহ ইত্যাদি ক্ষেত্রে এই ভিডিও ব্লগের অবস্থান খুব বেশি শক্ত হবে না । আগে চাই দ্রুত গতির ইন্টারনেট !
কিন্ত কে দিবে .........??


অনেক অনেক ধন্যবাদ জাদীদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য ! :):)

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আমিই মিসিরআলি বলেছেন: ২য় প্লাস + প্রিয়তে :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৫

অপু তানভীর বলেছেন: দ্বিতীয় প্লাস দিলেও আপনাকে প্রথম ধন্যবাদ !! :):)

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

ইউর হাইনেস বলেছেন: প্রিয়তে নিচ্ছি,পরে দেখব।। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৩

অপু তানভীর বলেছেন: ঠিক আছে পরে সময় করে দেখে নিবেন !! :):):)

ধন্যবাদ !!

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর কালেকশন পোস্টে ++++

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:





ধীরে ধীরে সব গুলো শর্ট ফ্লিম দেখবো ...

প্লাস ও প্রিয়তে :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: আস্তে আস্তে স গুলো দেখেন । আশা করি ভাব লাগবে ! :):)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

পথহারা নাবিক বলেছেন: এই মাত্র inbox টা দেখলাম!! ভালো লাগলো!! ধন্যবাদ এতো কষ্ট করার জন্য!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: ইনবক্সটা আমার কাছে দারুন লেগেছে ।

অনেক অনেক ধন্যবাদ !! :):)

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পছন্দের কিছু শর্টফ্লিম শেয়ার করলাম।

ব্ল্যাক বাটন

স্ন্যাপ

The Life and Death of a Pumpkin


Kiwi!

"PLEASE!"

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: অনেক অনে ধন্যবাদ জাদীদ ভাই !! সব গুলো দেখবো !! :):)

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

বি, এম, ইমন বলেছেন: প্রথমটাই দেখি আমার :)
ব্যাপক খুশি লাগলো দেখে :D

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: আরে মিয়া আপনে ছিলেন কই ! আপনারটা নিয়ে একটা গল্প পর্যন্ত লিখে ফেললাম ! আর আপনি দেখলেন না !! :)

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

সায়েম মুন বলেছেন: প্রথমটা দেখলাম। ভাল লেগেছে। প্রিয়তে রাখলাম। সময় করে বাকীগুলোও দেখা যাবে। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: আশা করি সব গুলো ভাল লাগবে !! :):)

ধন্যবাদ !!

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

নতুন বলেছেন: জটিল জিনিস দিছেন... ধণ্যবাদ.. ++

প্রিয়তে নিয়া রাখলাম...

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ! সব গুলো দেখার পরে জানাবেন কেমন লাগলো !! :)

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

অন্য কথা বলেছেন: প্রিয়তে রাখলাম। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :)

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

আবু শাকিল বলেছেন: আমার দেখা sign শর্টফ্লিম টা সত্যি অসাধারন লেগেছে।ধন্যবাদ আপনাকে ।লাস্ট কলকাতার একটা শর্টফ্লিম দেখলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: আমার দেখা প্রথম শর্ট ফ্লিম ছিল সাইন ! এতো ভাল লেগেছিল বলে বোঝাতে পারবো না !!

যাক আপনারটা কেমনলাগে দেখি !!

ধন্যবাদ !!

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) ভালো পোস্ট

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

খাটাস বলেছেন: সরাসরি প্রিয়তে। এক এক করে দেখতে হবে। পোস্টে প্লাস। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: আপানাকে সরাসরি ধন্যবাদ !! :):)

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

ওয়ান ডাউন বলেছেন: টাইম নাই দেখার ভাই B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: কি আর করা তাইলে ............

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

তাসজিদ বলেছেন: লাভার বয়, ভালা পোস্ট।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):)

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

তাসজিদ বলেছেন: তবে জিপির যে গতি X( X(

দেখতাম পারতাম বল্লা মনে আয় না

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: জিপি দিয়া দেখার চেষ্টা না করাই ভাল ! তবে ডাউনলোড করে দেখতে পারেন ! :)

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

কসমিক- ট্রাভেলার বলেছেন:




++++++++
++++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভাই, দারুন! শেয়ার করার জন্য ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !! :):):)

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: নিয়ে গেলাম সাথে করে !

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: কই নিয়া গেলা মিয়া ?? ;);)

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

এম মশিউর বলেছেন: অবশ্যই প্রিয়তে।


আমার দেখা সেরা SIGN ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: আমারও তাই ! আমার কাছেও সাইনটা খুব ভাল লেগেছে !! :)

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

এম মশিউর বলেছেন: এইটাও দেখতে পারেন-

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: ওকে দেখবো অবশ্যই !! :):)

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

আনোয়ার ভাই বলেছেন: প্রিয়তে নিলাম

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! :):)

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কালেকশন। দেখতে হবে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: সবগুলো দেখেন ! আশা করি ভাল লাগবে ! :):):)

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

রাতুল_শাহ বলেছেন: + :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):)

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

জেরিফ বলেছেন: দেখছি কয়েকটি ,



বাকী গুলাও দেখতেছি ।

সাথে প্রিয় তে নিয়া রাখলাম । আপনার গল্প গুলা দিয়ে শর্ট ফিল্ম বানাতে পারেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

অপু তানভীর বলেছেন: বানানো তো যাই কিন্তু বানাইবো কেডা কন ? এমুন লোক পাইমু কই ?

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো জিনিস শেয়ার দিছেন। কয়েকটা আগের দেখা, এখন আরও কয়েকটা দেখলাম। ওরডিনারি ডে, সাইন, দ্যা মোস্ট বিইটিফুল থিংকস আর ইনবক্স একি টাইপের মনে হল! তবে ইনবক্সটা ইন্টারেস্টিং

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

অপু তানভীর বলেছেন: ওরডিনারি ডে, সাইন, দ্যা মোস্ট বিইটিফুল থিংকস আর ইনবক্স গুলো লাভ স্টোরি !
ইনবক্সটা কিন্তু আসলেই একটু অন্য রকম !
দ্যা মোস্ট বিইটিফুল থিংকস টাও কিন্তু একটু অন্য রকম !

সাইন টা বাকি গুলোর থেকে বেষ্ট ! :):)

ধন্যবাদ !!

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

হান্টার১ বলেছেন: অনেক সুন্দর, ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

৩২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০১

জেরিফ বলেছেন: হতাশ হওয়ার কিছু নাই


মাথায় রাখেন দেখবেন এক সময় কেউ নিজ থেকে আসবে :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

অপু তানভীর বলেছেন: রাখলাম মাথায় ।
দেখা যাক কেউ আসে নাকি ! পথ চেয়ে রইলাম ! :)

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

বটবৃক্ষ~ বলেছেন:


আমার ল্যাপি আর নেট ঠিক হলে সবগুল দেখবো!! :(

প্রিয়তে জমিয়ে রাখলাম

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: তোমার ল্যাপি আর জীবনে ঠিক হইছে !! :D :D :D

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

আবু শাকিল বলেছেন: আজকে সব গুলা দেইখা শেষ করলাম।
আবারও ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

অপু তানভীর বলেছেন: :):):):):)

৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অবশ্যই প্রিয়তে । সময় নিয়ে সব দেখবো । অনেক ধন্যবাদ এমন পোস্টের জন্য ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তে নিচ্ছি।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

অপু তানভীর বলেছেন: :):):)

৩৭| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৬:৫৭

নোমান নমি বলেছেন: :D

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:১২

অপু তানভীর বলেছেন: :D

৩৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২১

অস্পিসাস প্রেইস বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: সমর্পণ আর বাস ৪৪ দেখলাম। বাকীগুলোও দেখবো। তাই প্রিয়তে নিয়ে নিলাম। দুর্দান্ত একটা পোস্ট। কাল্পনিক_ভালোবাসা এবং আরও কয়েকজন আরও কয়েকটা লিংক দিয়েছেন। এগুলো বোনাস হিসাবে পেয়ে গেলাম। :)
অনেক ধন্যবাদ অপু।

৪০| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:০১

অনিমেষ সাহা বলেছেন: :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.