নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবিব্লগঃ আমার ছোট্ট শহর পরিচিত, প্রাণের চুয়াডাঙ্গা !

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬





আমি ছোট্ট একটা শহর থেকে এসেছি । এমন একটা জায়গা আগে অনেকেই চিনতো না । আসে পাশের জেলার নাম বললতে তারপর চিনতে পারতো ! যারা চিনতো তারা চিনতো চরমপন্থি এলাকা বলে । আসলেই কিন্তু কথা সত্য । একটা সময় আমাদের এলাকায় চরমপন্থি লোকেদের ঘাটি ছিল । যাক সেদিকে না যাই । আজকে নিজের ছোট্ট শহরের ছোট্ট কিছু ছবি নিয়ে হাজির হলাম । নিজের শহরটা পরিচিত করানোর জন্য ।



দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলা। উত্তর-পশ্চিমে মেহেরপুর, উত্তর-পূর্বে কুষ্টিয়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত এই জনপদ রাজধানী ঢাকা হতে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে অবস্থিত। মাথাভাঙ্গা, ভৈরব, কুমার ও নবগঙ্গা নদীর পলল সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ আয়তনে খুব বড় না হলেও এর রয়েছে সমৃদ্ধময় অতীত।

চুয়াডাঙ্গার আয়তন ১১৭০.৮৭ বর্গকিঃমিঃ, জনসংখ্যা ১১,২০,০৯৮জন মোট ভোটার সংখ্যা ৭,০৯,৪১২ জন, উপজেলা, থানা ও পৌড়সভার সংখ্যা চারটি করে । ইউনিয়ন পরিষদ ৩৫টি । মহাবিদ্যালয় ১৯টি, মাধ্যমিকবিদ্যালয় ১৪০টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫৮টি,

আরো বিস্তারিত জানতে এই ওয়েব সাইটে যান



আসুন শুরু করা যায় । সবার আগে আমাদের জেলার ম্যাপ টা দেখে নেই





আমাদের প্রথান ডাক ঘরটা , সন্ধা আগে আগে তোলা ছবি তাই ভাল আসে নি । এই জন্য দুঃখিত !



চুয়াডাঙ্গা সদর হাসপাতাল





নতুন বানানো স্টেডিয়াম । যদিও এখনও জনসাধারনের জন্য খোলা হয় নি !



এইটা হচ্ছে পুরাতন স্টেডিয়াম



বিজয় দিবসে স্টেডিয়ামের ভিতরের কুচকাওয়াজ





এই হচ্ছে রেলস্টেশন



রেলস্টেশনের সামনের দিকটা





চুয়াডাঙ্গার বিখ্যাত কালিপদের মিষ্টির দোকান । এখানকার চমচম আর দই যে একবার খাবে জীবনেও এর স্বাধ ভুলবে না !





আরেকটি মিষ্টির দোকান । এখানকার দইটাও ভাল অনেক ।







শহরের মাঝে টাউন ফুটবল মাঠ !





চুয়াডাঙ্গা পৌরসভা





শয়ন বিলা । চুয়াডাঙ্গার ফাইভ স্টার হোটেল ;)





সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়



সরকারি বালক উচ্চ বিদ্যালয় (ভিজে হাই স্কুল)



আদর্শ উচ্চ বিদ্যালয়



চুয়াডাঙ্গা সরকারি কলেজ । আমার কলেজ



কলেজের ভেতর টা





সরকারি মহিলা কলেজ







চুয়াডাঙ্গার সব থেকে উচু বিল্ডিং । মালেক টাওয়ার । আট তলা । যদিও আমাদের চুয়াডাঙ্গাতে পাঁচতলা বেশি বানানোর নিয়ম নাই !





শিল্পকলা একাডেমি





নিউমার্কেটের সামনের ফটক



ভেতরের দিক



আরেকটা মার্কেট





রেলবাজারের মাজেদা প্লাজার নিচে বাংলালিংক আর এয়ারটেল কাস্টমার কেয়ার !







চুয়াডাঙ্গা সড়ক ভবন





সার্কিট হাউজ





আবাহাওয়া অফিস





চুয়াডাঙ্গা পুলিশ লাইন





জেলা পরিষদ





এলজিইডি ভবন





চুয়াডাঙ্গার সব চেয়ে বড় ইন্ডাস্ট্রি । রাফিদ পোল্টি ফিডের একটা অংশ



আরেকটা অংশ, মেইন অফিস





তাল্লু স্পিনিং মিল





জেলা কারাগার





আদালত ভবন



ডিসি কোর্ট





রূপছায়া সিনেমা হল





কবরী রোড ! এই রোডে একবার নায়িকা কবরী এসেছিল, কি একটা অভিনয়ের কাজে । তারপর থেকে এর নাম কবরী রোড হয়ে গেছে ।





পশু হাসপাতাল





সরকারি গ্রন্থাগার





আজকে আপাতত এই ! সবাইকে আমাদের চুয়াডাঙ্গায় আসার আমন্ত্রন রইলো !



(ছবির গুলোর প্রায় সবই আমার নিজের । কয়েকটা ছবি আমাদের জেলার একটা পেইজ থেকে নেওয়া)

মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: আপনি দেখি পুরা চুয়াডাঙ্গা তুলে দিয়েছেন। গুড পোস্ট। তবে পরের বার কিন্তু চমচম ও দই নিয়ে আসতে হবে!! :P :P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: পুরা চুয়াডাঙ্গা আর তুলতে পারলাম কই ! কেবল একটা অংশ তুলে দিয়েছি !

চমচম খাইলে চাইলে আমার সাথে যাওয়া লাগবে । কারন মিষ্টি আনতে আনতে আমি নিজেই খেয়ে দিবো সব ! ;);)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

মদন বলেছেন: ২বার গেছি। (সম্ভবত) গুলশানপাড়াতে ছিলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: আরে তাই নাকি ?
গুলশান পাড় হল সব কলেজের স্যারদের বাসা । যখন কলেজে পড়ি তখন ঐ এলাকায় নিয়মিত যেতাম স্যার কাছে পড়ার জন্য ! :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

মদন বলেছেন: চুয়াডাঙ্গার মিষ্টি অসাধারন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: আর ভাই কইয়েন না ! কতদিন বাড়িতে যাই না আর কত দিন মিষ্টি খাইনা !
আহা !!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

বটবৃক্ষ~ বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে অনেক!!

:)

কলেজটা পছন্দ হয়েছে!!

বেশি ছোট ও না আবার বেশি বড়োও না, ছিমছাম শহর, পরিপাটি।
ভালোই!!

ব্লগার সাহেবের ঐতিহাসিক ভিটে টার ছবি আশাকরি সরেজমিনে দেখতে পাবো আমরা???!
;) :D :D B-) :P


৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: হুম ! কলেজটা ভিতরে আরো সুন্দর !

আর আমার ঐতিহাসিক ভিটে টার ছবি তো আপনে দেখছেনই । মনে নাই নাকি ? ;)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গুড পোস্ট।পুরা চুয়াডাঙ্গা দেখ holo

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: আরও ভাল করে দেখা হবে যদি চুয়াডাঙ্গাতে আসেন ! :):):)

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

মেমননীয় বলেছেন: সাতভাই পুকুরের কাহিনী কি?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: সাতভাই পুকুরের নামটা আমি শুনেছি কিন্তু সঠিক করে কিছু আমার জানা নাই !

ধন্যবাদ :)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

গৃহ বন্দিনী বলেছেন: সুন্দর পোস্ট । আমার বড়চাচা চুয়াডাঙ্গা বিএডিসিতে ছিলেন অনেক দিন । যাব যাব করেও কখনো যাওয়া হয় নি।

ফাইভ স্টার হোটেল তো দেখি সেইরাম ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: বিএডিসি !!
আরে কন কি ? আমাদের অদিকাংশ সময়ই তো কাটে ঐ খানে । দারুন জায়গা সময় কাটানোর জন্য ! বিকেলবেলা হলে তো কথাই নাই ।

আর ফাইভ স্টার হোটেল !! হেহেহে ! এইটা চুয়াডাঙ্গার ফাইভ স্টার হোটেল !! বুঝেন অবস্থা !! :D :D

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

মামুন হতভাগা বলেছেন: সুন্দর,হয়ত কোন একদিন যাব আপনাদের শহরটায়

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: আপনার আমন্ত্রন রইলো !! :):):)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বাহ চুয়াডাঙ্গা সম্পর্কে অনেক কিছু জানা গেল আমার এক ঘনিষ্ঠ বন্ধুর শশুরবাড়ি চুয়া ডাঙ্গা । ভাবি আমাদেরইয়ারমেট।সয়েল সাইন্স এর ছাত্রী ছিলেন। যাওয়া হয়ে ওঠেনি সুযোগ থাকা সত্ত্বেও ।এ পোস্টের সুবাদে অনেক কিছু দেখা হলো ।তাদের কিন্তু এফেয়ার ম্যারেজ। :) ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: বাহ ! তাহলে তো কোন কথাই নাই । চলে আসেন একদিন আমাদের চুয়াডাঙ্গায় !! :):):)

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

কলাবাগান১ বলেছেন: Click This Link

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: এই খবর পাইলেন কই ?

হেহেহে ! এইটা অন্য থানা ! আমি থাকি সদর থানায় !

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

বটবৃক্ষ~ বলেছেন:



কই !! কিসসু মনে আসছে নাতো!!! #:-S #:-S 8-| 8-| ;)


(সব কিসু ভুইল্লা যাওয়ার ইমো হবে ;) :P )

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: হুম ! লক্ষ্যন ঠিক সুবিধার মনে হইতাছে না । ইয়ে আমারে চিনেন তো ? ;)

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

রায়হান কবীর বলেছেন: চুয়াডাঙ্গা যাওয়া হয়নি এখনো।

ছবি দেখে ভালো লাগলো। পোস্টে প্লাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: যাওয়া হয় নি একদিন চলে আসবেন ! :):):)

ধন্যবাদ !!

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২

bappyalmamun বলেছেন: সার্কিট হাউজ,আবাহাওয়া অফিস,চুয়াডাঙ্গা পুলিশ লাইন,জেলা পরিষদ,এলজিইডি ভবন এগুলোতে না হয় আমার আধিপাত্য কম একটু... ;)

তয় তাল্লু স্পিনিং মিল, জেলা কারাগার(এর সামনে আমার বাড়ী),রাফিদ পোল্টি ফিডের একচ্ছত্র আধিপাত্য বিস্তার কারীকে না জিগায়য়া পুষ্টু দিলেন আর আমার সম্পর্কে কিচু লিকেন নাই।

এইবার আসেন বিচার করমু আমি....... X( X( X( X( X(

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২

অপু তানভীর বলেছেন: হায় হায় কন কি ? আপনে আমার এলাকা বাসী নি ?
আগে কইবেন না ?
না কইলে ক্যামনে বুঝমু ?

বাড়িত ক্যামনে যামু কন ? অবরোধ চলতাছে .......

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

বেঈমান আমি. বলেছেন: আই নোয়াখাইল্লা ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২

অপু তানভীর বলেছেন: এইডা তো আমি জানি খুব ভাল কইরাই ;)

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২০

রামন বলেছেন:
বেলগাছির কয়েকটা ছবি আশা করেছিলাম। যাইহোক তারপরও ভালো লেগেছে ছবিগুলো। ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: আরে বেলগাছি ? আমার পাশের গ্রাম !!!

আমারও দেওয়ার ইচ্ছা ছিল ! কিন্তু সেই ছবি দিতে গেলে পোষ্ট অনেক বড় হয়ে যেত । তাই শহরের বিশেষ বিশেষ জায়গার ছবিগুলো নিয়ে পোষ্ট দিতে চেয়েছি !

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আরেকটা পোষ্ট দিবো !

আপনার বাসা বেলগাছি নাকি ?

আপনাকেই ধন্যবাদ !!

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২০

আমিই মিসিরআলি বলেছেন: ছবি পোষ্ট ভালা পাই +++++ :) :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

অপু তানভীর বলেছেন: আপনেরে ধন্যবাদ !
আপনারেও ভালা পাই ! :)

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: বাহ দারুণ পোস্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: আরে আমার মনটাই ভাল হয়ে গেল ।
থেঙ্কু শরৎ দা ! :):):)

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :)

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

জেরিফ বলেছেন: সুন্দর সুন্দর

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !! :):)

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

একজন আরমান বলেছেন:
কালিপদের মিষ্টি কবে খাওয়াবা? /:) /:) /:)

মহিলা কলেজের ভেতরটা না দেখানোয় তোমারে মাইনাচ ! :-P :-P :-P ;) :P

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

অপু তানভীর বলেছেন: আমি নিজেই খাইতে পারি না কালিপদের মিষ্টি কত দিন তার ঠিক নাই আর তুমি আইচো কই থেইকা ! যাক আগে আম খাই তারপর তোমার জন্য আনমু !!


আর মহিলা কলেজে পুরুষ পুলার কি কাম শুনি ? ;)
লক্ষ্যন কিন্তু খুব ভালা মনে হইতাছে না !

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:




অসাধারন পোস্ট অপু ভাই। পোস্টে +++

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

অপু তানভীর বলেছেন: থেঙ্কু কান্ডারি ভাই ! আপনার দাওয়াত রইলো কালীপদের মিষ্টি খাওয়ার ! :):):)

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বেড়াতে যেতে চাই ! দাওয়াত দেন , দিন তারিখ ঠিক করে , ৩ দিন থাকবো :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

অপু তানভীর বলেছেন: দেশের অবস্থা শান্ত হোক একদিন সবাই মিলে যাওয়া যাবে !! :):):)

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে চুয়াডাঙ্গা ঘুরে আসলাম :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

অপু তানভীর বলেছেন: একদিন চলে আসুন স্বশরীরে..... :):)

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

চাঙ্কু বলেছেন: কালিপদের মিষ্টির দোকানের নাম অনেক শুনছি কিন্তু দোকানের বাইরের চেহারা দেখে হতাশ হইলাম :(

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: ভাইরে চেহারার সাথে যাইয়েন না !
আমাদের ওখানে সব থেকে হাইফাই চেহারার দোকানের মিষ্টি খাইলে বমি চইলা আসবে ।

বৃক্ষ তোমার নাম কি ?
চেহারায় নয় ফলেই পরিচয় !

একদিন মিষ্টি খাইয়া দেইখেন ! :০

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩

চাঙ্কু বলেছেন: চেহারা বলতে আসলে পরিষ্কার-পরিচ্চন্নতার কথা বুঝাইচিলাম।
ঠিক আছে, মিষ্টি খাওয়ার জন্য হলেও একবার চুয়াডাঙ্গা যামু :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

অপু তানভীর বলেছেন: ভিতরে যথেষ্ঠ পরিস্কার পরিছন্ন !!

দাওয়াত রইলো !! :):):)

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫

এহসান সাবির বলেছেন: দারুন অপু ভাই।

নতুন বছরের শুভেচ্ছা!!

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

অপু তানভীর বলেছেন: আপনাকেই নতুন বছরের শুভেচ্ছা রইলো ! :)

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

একলা ফড়িং বলেছেন: কিছুদিন আগে এক ফ্রেন্ডের সাথে যশোরে ঘুরতে গেছিলাম। সকালে খুলনা থেকে ট্রেনে করে যশোর, সারাদিন ঘোরাঘুরি আবার বিকেলের ট্রেনে ফেরত :) :) তো রিকশায় উদ্দেশ্যবিহীন ঘুরতে ঘুরতে এক জায়গায় দোকানের সাইনবোর্ডে দেখলাম জায়গার নাম লেখা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, যশোর! :-* নামটা নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম! =p~ :P এই পোস্টটা দেখে সেই দিনের কথা মনে পড়ে গেলো :| :|

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: সে কি !!
কেন কেন ? হাসাহাসির কি হইলো ? :-* :-*

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

একলা ফড়িং বলেছেন: যশোরের জায়গার নাম চুয়াডাঙ্গা তাইইইই নিয়ে আর কি!! B:-/ B-) :P

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: এই রকম তো সব জেলাতেই আছে ! আমাদের জেলাতেও যশোর বাসস্ট্যান্ড আছে ! :)

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

জেরিফ বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: বাহ দারুণ পোস্ট।


হ্যাপি নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: শরৎদা তো বলল ! আপনের বক্তব্য কি শুনি ?

আপনাকেও হ্যাপি নিউ ইয়ার :)

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: ছবি ব্লগ ভাল লাগল। ছোট, শান্ত, ছিমছাম চমৎকার শহর। যাবার ইচ্ছে থাকল। চুয়াডাঙ্গা নিয়ে বাবা মায়ের কাছে অনেক গল্প শুনেছি। স্বাধীনতা যুদ্ধের সময় এই নবদম্পতি (তৎকালীন) কিছুদিন আশ্রয় নিয়েছিলেন আলমডাঙ্গায় কোন এক ফার্ম হাউসে। এটা নাকি চুয়াডাঙ্গা জেলাতেই ??

ভাল থাকুন। নতুন বছরের শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: আলমডাঙ্গায় হল চুয়াডামঙ্গার একটা থানা শহর !
আরপনাকে আমন্ত্রন রইলো ! :):)

ধন্যবাদ :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.