নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করুন ক্লাস ফাইভের পাঠ্য বইয়ের সাথে নির্বাচন নামক একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে । এখন সেই বিষয়ের পরীক্ষা শুরু হবে । প্রশ্ন কি হবে ? প্রশ্ন প্রত্র নিম্নরূপঃ
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিষয়ঃ নির্বাচন (দশম জাতীয় সংসদ নির্বাচন)
পূর্ণনম্বরঃ ১০০, সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
ক. বহু নির্বাচনী প্রশ্নঃ (১ X ১০) = ১০
১. ৫ জানুয়ারী ১০ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের কয়েকটি স্থানে হিন্দু সম্প্রাদায়ের উপর যে হামলা হয়েছে তা কারা করেছে ?
ক. জামাত বিএনপি
খ. আম-জনতা
গ. আওয়ামীলীগ
ঘ. এলিয়েন
২. দশম জাতীয় সংসদ নির্বাচন কেমন ভাবে অনুষ্ঠিত হয়েছে ?
ক. জনগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে হয়েছে
খ. জনগন ভয়ে ভয়ে ভোট দিতে গেছে
গ. প্রহসনের নির্বাচন জনগন প্রত্যাখান করেছে
ঘ. জনগন খিচুরী খাওয়ার জন্য ভোট দিতে গেছে !
৩. দশম জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে ?
ক. ৫ শতাংশ
খ. ১৭ শতাংশ
গ. ৩৯ শতাংশ
ঘ. ৫২ শতাংশ
৪. দশম জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট কাস্ট হয়েছে কত শতাংশ ?
ক. ০%
খ. ২৫%
গ. ৫০%
ঘ. ১০০%
৫. দশম জাতীয় নির্বাচনে নিজ এলাকার নির্বাচন প্রার্থীকে এলাকার কত ভাগ মানুষ চিনে ?
ক. ০%
খ. ২৫%
গ. ৫০%
ঘ. ১০০%
৬. দশম জাতীয় নির্বাচনে প্রত্যেক প্রিজাইডিং অফিসারের উপর উপর কি নির্দেশ ছিল ?
ক. নির্বাচন নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার
খ. নির্বাচন বর্জন করার
গ. যে কোন ভাবে নির্বাচনে ৬০% ভোটে কাস্ট করানোর
ঘ. ভোটারদের কে ভাপা পিঠা খাওয়ানোর
৭. কে ভোট কেন্দ্র গুলো পোড়ানো হয়েছে সে গুলো কে পুড়িয়েছে ?
ক. জামাত বিএনপি
খ. আওয়ামীলীগ
গ. স্কুলের প্রধান শিক্ষক
ঘ. এলিয়েন
৮. দশম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ভুমিকা কেমন ছিল?
ক. সম্পূর্ন নিরপেক্ষ
খ. ২৫% নিরপেক্ষ
গ. ৫০% নিরপেক্ষ
ঘ. সম্পূর্ন দলীয়
৯. দশম জাতীয় সংসদ টিকে থাকবে কত দিন বলে ধারনা ?
ক. ছয় মাস
খ. এক বছর
গ. দুই বছর
ঘ. পাঁচ বছর !
১০. দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আপনার অনুভুতি কি ?
ক. ব্যাপক বস !
খ. ভাল
গ. খারাপ !
ঘ. খুব খারাপ !
খ. সত্য/মিথ্যা নির্বাচন করুন ! (১ X ৫) = ৫
১. দশম জাতীয় নির্বাচন সংগঠিত হয়েছে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে !
২. দেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে শেষ হল জাতীয় সংসদ নির্বাচন !
৩. নির্বাচনের আগের রাত পর্যন্তও শোনা গেছে সমর্থকদের শ্লোগান এবং মিছিলের আওয়াজ !
৪. পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে সকল নির্বাচনী এলাকা !
৫. বিরোধীদলের সকল চক্রন্ত বিফল করে মানুষ উপস্থিত হয়েছে ভোট কেন্দ্রে !
গ. রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোন তিনটিঃ (১০ X ২) = ২০
১. দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী ঘটনা সমুহ সংক্ষেপে আলোচনা কর !
২. দশম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ভুমিকা আলোচনা কর ?
৩. দশম জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি কেমন ছিল সংক্ষেপে আলোচনা কর ।
৪. দশম জাতীয় নির্বাচন দেশকে কোন দিকে নিয়ে যাবে বলে তুমি মনে কর ! তোমার পক্ষের যুক্তি উপস্থাপন কর !
৫. বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে এসে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তোমার মনভাব আলোচনা কর !
ঘ. টিকা লেখ যে কোন একটিঃ (১০ X ১) = ১০
১. প্রিজাইডিং অফিসার
২. রসুলপুর ভোট কেন্দ্র
৩. জাল ভোট
ঙ. ভাব সম্প্রসারন লিখঃ (১০ X ১) = ১০
১. শীতের কারনে ভোটারের উপস্থিতি ছিল কম !
চ. পত্র লেখ যে কোন একটিঃ (১০ X ১) = ১০
১. ভোট কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার অভিজ্ঞার কথা জানিয়ে বন্ধকে পত্র লিখো !
২. ভোটের দিন ঘরে বসে ভুনা খিচুড়ী খাওয়ার অনুভুতির কথা জানিয়ে বন্ধকে পত্র লিখো !
ছ. রচনা লিখ যে কোন একটিঃ (২০ X ১) = ২০
১. স্বাধীন নির্বাচন কমিশন !
২. নির্দলীয় তত্ত্বাবোধায়ক সরকার
বাচ্চারা দাড়াও দাড়াও ! এখনই উত্তর দিয়ে বইসো না ! এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখবা কোন দল ক্ষমতায় আছে !
যদি পরীক্ষা আসার আগেই নতুন দল ক্ষমতায় আসে (যদিও তার সম্ভাবনা কম) তাইলে প্রশ্নের উত্তর হবে এক রকম এবং যদি এই সংসদই বহাল থাকে তাহলে প্রশ্নের উত্তর হবে অন্য রকম ! সুতরাং সেই ভাবে প্রস্তুতি গ্রহন করবা !
মনে রাখবা কেবল সঠিক প্রস্তুতিই পারে তোমাকে চরম সাফল্যের চূড়ায় নিয়ে যেতে !
জন সচেতনায় অপু তানভীর !
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
অপু তানভীর বলেছেন: কঠিন ??
কি কও ??
আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন খুব সহজ হইছে !
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
তার ছেড়া বলেছেন: হা হা ফুল প্যান্ট খু গে ! ভাই , এত্ত আইডিয়া আসে কইত্যে ?
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন: ফুল প্যান্ট খু গে ! :-& :-& :-&
মানে কি ?
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমি উত্তর গুলো জানি কিন্তু কওন যাবে না।
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
অপু তানভীর বলেছেন: আপনে কি কিলাস ফাইভে পড়েন নাকি মিয়া ?
আপনে কেন উত্তর দিবেন ?
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
রাজীব বলেছেন: যদি নির্বাচনে বিএনপি জয় লাভ করত ও তার পর সংখ্যালঘুদের উপর নির্যতন হতো তাহলে কাকে দায়ী করা হতো??
নিশ্চয়ই বিএনপিকে!
এখন মহাজোট জিতেছে ও সংখ্যালঘুদের উপর নির্যতন হচ্ছে, তাহলে কাকে দায়ী করা হচ্ছে??
নিশ্চয়ই বিএনপিকে!
কারন যত দোষ নন্দ ঘোষ!
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
অপু তানভীর বলেছেন: একদল বলতে জামাত বিএনপি করেছে কাজটা আরেকদল বলছে আওয়ামীলীগ করছে ।
কার কথা কে বিশ্বাস করবে বলেন ?
এখন কে দোষী সেটা নির্ভর করবে কোন দল ক্ষমতায় আছে । যে দল ক্ষমতায় আসবে তারা কি আর দোষী হবে বলেন !!
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
মি. ফেসবুকিস্ট বলেছেন: মাইরালছেন ভাই!!!!
+++++++
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
অপু তানভীর বলেছেন: কারে মাইরালাইলাম ??
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: মাথা চুলকাইয়া খুশকি সাফ কইরা ফালাইছি মাগার বুকে হাত দিয়ে সঠিক প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাচ্ছিনা
তবে পরীক্ষক কোন দলের সেটা বললে ৮০% মার্ক পাওয়া নিশ্চিত করতে পারি
এপিক ওয়ান
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: সেটাই হল কথা ! পরীক্ষক কোন দলের সেটা জানতে পারলে তো ১০০% মার্ক পাওয়া সম্ভব !! তাছাড়া কোন ভাবেই পাশ করা সম্ভব না !
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কিলাস ফাইভে ত পড়াতেও পারি
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
অপু তানভীর বলেছেন: তাইলে অবশ্য কথা ভিন্ন !!
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
বাংলার আকাশ বলেছেন: Bapok moja loilam
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন:
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
জেরিফ বলেছেন: আমি নিশ্চিত ফেল করুম ।
ভাই ১০ম জাতীয় সংসদ নির্বাচন বিষয় টা বুঝি নাই ।
বুঝিয়ে বলবেন কী ??
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন: এতো অমনোযোগী হলে চলবে ? আজকেই তোমার আম্মার কাছে নালিশ দিবো !!
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
বেঈমান আমি. বলেছেন: এক্সাম দিতে পারুম না
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন: তাইলে কেমনে হইবো ?
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
িনলয় আহেমদ চৌধুরী বলেছেন: সুন্দর প্রশ্ন। প্রতিটা ছাত্রের খুব ভালো করে প্রশ্নের উত্তর জানতে হবে। তবে অবশ্যই দুইভাবে। যেমন একটা অংক বিকল্প নিয়মে করতে জানতে হয় তেমন ভাবে আর কি। তাহলে পাশ করা সহজ হইবেক...
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩
অপু তানভীর বলেছেন: একদম ঠিক । প্রতিটা প্রশ্নের উত্তর জানতে হবে দুই ভাবে ! তবেই আসবে সাফল্য
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫১
সাইলেন্স বলেছেন: পোলাডা গেল কই ? পরীক্ষা দিয়া যাও বাজান।
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৪
অপু তানভীর বলেছেন: জলদি খুইজ্জা নিয়ে আহেন পোলাডারে......।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯
সাইলেন্স বলেছেন: ঘুমাইতাছে...কাইল সকালে ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪
অপু তানভীর বলেছেন: হুম ! কাইলকাই হইবো ! নু টেনশন !
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রশ্ন পত্র ফাঁসের জন্য আপনারে অনেক ধইন্যা।
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন: কান্ডারীভাই আপনে তো একটা প্রশ্নের উত্তর ঠিকই দিতে পারবেন । তাই না ?
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
আছিফুর রহমান বলেছেন: দুর, আমি পরীক্ষা দিমু না। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র না পেলে কি পরীক্ষা দেয়া যায়।
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
অপু তানভীর বলেছেন: এই পরীক্ষায় আগের রাতে প্রশ্ন পত্র পাইলেও লাভ নাই ! বরং আগের রাতে জানতে হবে কোন স্যার খাতা দেখবেন এবং সে কোন দল করে ! তাইলেই পাশ করতে পারবেন !
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
আকিব আরিয়ান বলেছেন: এক্সাম পাস করতে হইলে নকল লাগব
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: নকল আইনা লাভ নাই । বরং এই চেষ্টা করেন যে খাতা দেখতাছে কোন স্যার এবং ক্ষমতায় আছে কোন দল ! তাইলে কিছু একটা হইতে পারে
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
সুমন কর বলেছেন: গ্রেট আইডিয়া!!
প্রশ্ন মডারেটর কমিটিতে গেছে। আমি আমার সভাপতি! তাই কেউ প্রশ্ন পাইয়া খুশি হইয়েন না!! এটা ভুয়া প্রশ্ন। প্রশ্ন ফাঁস করার নাম কইরা, টাকা ইনকাম করতে চায়। সো, সাধু সাবধান।।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
অপু তানভীর বলেছেন: এই প্রশ্নই আসল প্রশ্ন ! কিন্তু এর উত্তর কি হবে সেই টা কাল পাত্র বিবেচনায় ভিন্ন রকম হইবে !!
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
সামাইশি বলেছেন: ভাই আপনারে পি এস সি খুইজ্জা পায় নাই। সাবধানে থাকেন, খোজ পাইলে সিধা আপনারে ধৈরা লইয়া যাইবো। আর যদি আফনে বেকার হন তাইলে এই স্যাম্পল নিয়া নিজেই গিয়া হাজির হন গিয়া ঐখানে, লগে লগে আকার হইয়া যাইবেন। একটু সা ফান করলাম আপনের লগে। মাইন্ড খাইয়েন্না। বালা থাইকেন।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
অপু তানভীর বলেছেন: কুনো চিন্তা নিয়েন না ! আমারে খুইজা পাইবো না ! আমি নিরাপদে আষি
তবে বুদ্ধি ভালা দিছেন ! দেখা যাক কি হয় !
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রশ্ন মজার হয়েছে। চমৎকার ।তবে পরীক্ষা দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না কারণ যিনি নম্বর দিবেন তিনি হয়তো আরও ফান করে নম্বর দিবেন।তাহলে ভাল পরীক্ষা দিয়েও ফেল করার ব্যাপক সম্ভাবণা ।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
অপু তানভীর বলেছেন: অবশ্যই ফেল করার ব্যাপক সম্ভাবনা রয়েছে । আমি প্রশ্ন করেছি মানুষ জন এতো সহজে পাশ করলে কেমনে হয় ?
২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
মশিকুর বলেছেন:
খেলুম না সৃজনশীল প্রশ্ন কই???
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
অপু তানভীর বলেছেন: এর থেকে সৃজনশীল আর কিছু হইতে পারে জীবনে ? কন কি ?
২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮
মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: কে বলেছে প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন, আমি তো দেখছি বি-সি-এস পরিক্ষার প্রশ্ন হয়ে গেছে ।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন: হায় হায় কন কি ?
উকে এইটাও হইতে পারে ! দেখা যাক পাবলিক সার্ভিজ কমিশনের সাথে কথা বলে কি হয় !
২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বি-সি-এস পরিক্ষার প্রশ্ন , কি কন ভাই এইবার ত পুরাই ফাইস্যা গেছেন
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
অপু তানভীর বলেছেন: তাই তো দেখতাছি ! প্রশ্নপত্র ফাঁসে দায়ে আবার ফাঁসি হইয়া যায়
২৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
রোমেন রুমি বলেছেন:
ব্যাপকস
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
শায়মা বলেছেন: এত কঠিন প্রশ্ন বানাইসো ভাইয়া!